HD Homeo Sadan

HD Homeo Sadan রোগকে মূল থেকে সম্পূর্ণ আরোগ্য করার জ?

15/07/2025

দেখুন সাবিহার অলৌকিক সুস্থতার গল্প | হাইড্রোসেফালাস | Hydrocephalus
✨ সাবিহা, যে হাইড্রোসেফালাস এবং দৃষ্টি সংযোগহীনতা নিয়ে ভুগছিল, প্রচলিত চিকিৎসায় যেখানে শান্ট অপারেশনের পরামর্শ দেওয়া হয়েছিল এবং আরোগ্যের নিশ্চয়তা ছিল না, সেখানে HD Homeo Sadan-এর ডাঃ এ. আলম হোসাইনী-এর নেতৃত্বে সে ফিরে পেয়েছে এক নতুন জীবন!
আজ সাবিহা সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক শিশুদের মতো আচরণ করছে। তার মা ও চাচা ভিডিও সাক্ষাৎকারে এই সুস্থতার কথা নিশ্চিত করেছেন।
সাবিহার পূর্বের কিছু লক্ষণ:
১। মাথা স্বাভাবিকের চেয়ে অনেক বড়
২। স্পাইনাল বিফিডা অপারেশন (জন্মের ১ দিন পরে)
৩। পায়ে শক্তি কম, দাঁড় করাতে কষ্ট হতো
৪। প্রস্রাব করার সময় অসারে পায়খানা
৫। ডাকলে তাকাতো না, শব্দের দিকে ফোকাস করতো না
এই সব লক্ষণ এখন ভালো হয়েছে!

আমাদের ওয়েবসাইট ভিজিট করুন: www.hdhomeo.com
অ্যাপয়েন্টমেন্টের জন্য: https://3freelife.com/hospital/frontend/appointmentLink?id=1&onlinecenter_id=14

যোগাযোগ: +8809647089494
HD Homeo Sadan—রোগীর সেবাই আমাদের পণ #হাইড্রোসেফালাস #দৃষ্টিসংযোগহীনতা #হোমিওপ্যাথি #ডাঃএআলমহোসাইনী #সুস্থজীবন #স্বাস্থ্যকথা #আশারআলো

08/07/2025
🧴  চুল পড়া, স্ক্যাল্প ইনফেকশন ও হেয়ার গ্রোথের প্রাকৃতিক সমাধান | কালো জিরা ইনফিউজড কোকোনাট অয়েল 🌿 | Black Seed Hair Oi...
28/06/2025

🧴 চুল পড়া, স্ক্যাল্প ইনফেকশন ও হেয়ার গ্রোথের প্রাকৃতিক সমাধান | কালো জিরা ইনফিউজড কোকোনাট অয়েল 🌿 | Black Seed Hair Oil | 3FreeLife

10/06/2025

🧴 অতিরিক্ত চুল পড়া রোধে ১০০% প্রাকৃতিক হেয়ার অয়েল – এবার ঘরেই বানান নিজে!
👨‍⚕️ আমি ডা. এ আলম হোসাইনী।
আজকের ভিডিওতে দেখাচ্ছি কীভাবে মাত্র কয়েকটি ভেষজ উপাদান দিয়ে ঘরেই বানাতে পারবেন এমন একটি শক্তিশালী হেয়ার অয়েল —
যা অতিরিক্ত চুল পড়া বন্ধে কার্যকর, নিরাপদ এবং একদম কেমিক্যাল-মুক্ত।
🌿 মূল উপকরণঃ
✅ নারকেল তেল
✅ মেথি
✅ কালো জিরা
✅ ভৃঙ্গরাজ
✅ সিডারউড এসেনশিয়াল অয়েল
✅ ভিটামিন ই অয়েল
🧪 বিশেষ চমক:
ভিডিওতে আমরা ChatGPT-এর মাধ্যমে এই অয়েলের বৈজ্ঞানিক বিশ্লেষণ দেখিয়েছি –
যেখানে প্রমাণ মেলে এই অয়েলটি কিভাবে চুল পড়া রোধ করে, নতুন চুল গজাতে সহায়তা করে এবং কেন এটি Side Effect Free!
💡 অতিরিক্ত সুবিধা:
✔️ উপকরণগুলো আলাদাভাবে আমাদের কাছ থেকে পেয়ে নিজের হাতে বানাতে পারবেন
✔️ চাইলে চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার চুলের ধরন অনুযায়ী Custom Formula-তে অয়েল তৈরি করিয়ে নিতে পারবেন
📺 ভিডিও লিংক 👉 [ভিডিও লিংক এখানে দিন]
🌐 আরও জানতে ভিজিট করুন –
🔗 বাংলা: www.3freelife.com/bn
🔗 English: www.3freelife.com/en
📞 ফোন: +8809647089494
📱 WhatsApp: +8801978789494
🔁 শেয়ার করুন – যাদের চুল পড়া রোধে কার্যকর সমাধান দরকার, তাদের জন্য এটি হতে পারে নতুন আশার আলো!
📌 3FreeLife – সুস্থ জীবন, নিরাপদ ভবিষ্যৎ।
#ডাএআলমহোসাইনী

10/06/2025

নাক বন্ধ? কাশি থামছে না? বুকে চেপে থাকা ভার যেন নিত্যদিনের সমস্যা?
😷 সাইনোসাইটিস, ঠান্ডা আর শ্বাসকষ্ট — এগুলো এখন আর শুধু মৌসুমি সমস্যা নয়, অনেকেরই প্রতিদিনকার ভোগান্তি!

কিন্তু এবার সমাধান হোক এক কাপ চা-তে! ☕
একেবারে প্রাকৃতিক উপাদানে তৈরি হার্বাল চা ফর্মুলা, যা
✅ সহজ শ্বাস নিতে সাহায্য করে
✅ কাশি কমায়
✅ নাক ও বুকের ভার হালকা করে
✅ আরাম দেয় গলা ও ফুসফুসে

🌿 চায়ের উপাদানগুলো এক নজরে — প্রতিটিই ওষুধের মতো গুণে ভরপুর:
🔸 তুলসী – শ্বাসনালী পরিষ্কার রাখে
🔸 আদা – প্রদাহ কমায়, শ্বাস নিতে সাহায্য করে
🔸 লবঙ্গ – কফ ও সাইনাসের চাপ কমায়
🔸 দারুচিনি – নিঃশ্বাস নেয়া সহজ করে
🔸 আমলকি – ভিটামিন C দিয়ে রোগ প্রতিরোধ বাড়ায়
🔸 যষ্টিমধু – কাশি ও ফুসফুসের প্রদাহ কমায়
🔸 ল্যাভেন্ডার ফুল – শ্বাসপ্রশ্বাসে স্বস্তি আনে, মানসিক চাপ কমায়

🍵 যেভাবে তৈরি করবেন হার্বাল চা:
১ কাপ পানি নিন ➕ সব উপাদান দিন ➕ ১০–১৫ মিনিট ফুটিয়ে নিন
🫖 ছেঁকে নিয়ে পছন্দমতো মধু বা লেবু মেশান — ব্যস!

দিনে মাত্র ১–২ বার খেলেই শ্বাস-প্রশ্বাসে মিলবে আরাম!
✅ প্রতিরোধ ক্ষমতা বাড়বে
✅ কাশি, সাইনাস, ঠান্ডা– সব হবে নিয়ন্ত্রণে

🧡 নিজে বানাতে ঝামেলা লাগছে? চিন্তা নেই!
আমরাই দিচ্ছি
🎯 ১০০% পার্সোনালাইজড হার্বাল চা ফর্মুলা
— চিকিৎসকের পরামর্শে, একদম আপনার উপসর্গ অনুযায়ী তৈরি!

🌐 ভিজিট করুন: www.3freelife.com
📞 যোগাযোগ: +8809647089494

📣 ভালো লাগলে শেয়ার করুন — আপনার শ্বাস হোক হালকা, জীবন হোক নির্ভার!
#সাইনোসাইটিস #ঠান্ডা #কাশি #শ্বাসকষ্ট #হার্বাল_চা
#ঘরোয়া_চিকিৎসা #প্রাকৃতিকচিকিৎসা

#শ্বাস_নিতে_কষ্ট

27/05/2025

সাইনোসাইটিস? ঠান্ডা? শ্বাস নিতে কষ্ট হচ্ছে? এবার সমাধান হোক একদম প্রাকৃতিক উপায়ে!
🛏️ বারবার নাক বন্ধ?
🫁 বুক ভার আর শ্বাস নিতে গেলে যেন জ্যাম হয়ে যায়?
😩 ইনহেলার আর ওষুধেও মিলছে না স্থায়ী সমাধান?

STOP! এবার সময় আপনার শরীরকে চমকে দেওয়ার!

আমরা এনেছি একেবারে ঘরোয়া এবং শক্তিশালী একটি রেমেডি—
🌿 Herbal Vinegar Infusion
যা তৈরি হয়েছে Apple Cider Vinegar (ACV) এবং ৭টি দুর্দান্ত প্রাকৃতিক ভেষজ উপাদানে! 😍

🍃 উপাদানগুলো এক নজরে – প্রতিটিই ফুসফুসের বন্ধু:
🔹 Apple Cider Vinegar (ACV) – শরীরকে ডিটক্স করে, শ্বাসনালী পরিষ্কার রাখে
🌱 তুলসী – ভাইরাল সংক্রমণে দারুণ কাজ করে
🫚 আদা – প্রদাহ কমিয়ে শ্বাসনালী খুলে দেয়
🌸 ল্যাভেন্ডার ফুল – শ্বাসকে করে শান্ত ও মসৃণ
🧄 লবঙ্গ – কফ ও জমে থাকা চাপ দূর করে
🌰 দারুচিনি – নিঃশ্বাস নেওয়াকে করে আরও সহজ
🍋 আমলকি – শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
🍯 যষ্টিমধু – ফুসফুসের প্রদাহ কমিয়ে কাশি কমায়

🧴 তৈরি করার নিয়ম:
🥄 ৮০% অ্যাপেল সাইডার ভিনেগার + ২০% ভেষজ উপাদান
🕒 ১ মাস ইনফিউজ করে রেখে দিন
🔄 তারপর ছেঁকে কাচের বোতলে ভরে রাখুন – এটি ১ বছর পর্যন্ত সংরক্ষণযোগ্য!

📌 ব্যবহার:
১ চামচ আধা গ্লাস কুসুম গরম পানিতে মিশিয়ে দিনে ২–৩ বার পান করুন।
সর্দি, কাশি, সাইনাসে মিলবে আরাম… স্বাভাবিকভাবে শ্বাস নিন মুক্তভাবে! 🌬️

🎯 নিজে বানাতে পারছেন না?
চিন্তা নেই!

আমরাই দিচ্ছি আপনার উপসর্গ অনুযায়ী ১০০% কাস্টমাইজড হার্বাল ইনফিউশন—চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বানানো।

🌐 বিস্তারিত জানতে ভিজিট করুন: 3freelife.com

📣 শেয়ার করুন, নিজে ভালো থাকুন, অন্যকেও সুস্থ থাকতে সাহায্য করুন!
আর কষ্ট নয় শ্বাসে – এবার আসুক স্বস্তি একেবারে প্রাকৃতিকভাবে। 🌿
আজই শুরু করুন আপনার ডিটক্সিং জার্নি।

#সাইনোসাইটিস #ঠান্ডা #প্রাকৃতিকচিকিৎসা
#শ্বাসকষ্টের_সমাধান #ঘরোয়া_রেমেডি #ডিটক্স_নাজাল #সাইনাস_প্রতিরোধ
#ভেষজভিনেগার #শ্বাসনালীর_যত্ন

22/05/2025

হাইড্রোসেফালাস রোগে হোমিওপ্যাথি চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ শিশু — আলিফার সাফল্যগাথা
হাইড্রোসেফালাস একটি জটিল স্নায়বিক সমস্যা, যেখানে মস্তিষ্কে তরল (CSF) জমে গিয়ে মাথার আকৃতি অস্বাভাবিক বড় হয়ে যায় এবং শিশুর স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করে। এই রোগে প্রচলিত চিকিৎসায় সাধারণত সার্জারির পরামর্শ দেওয়া হয়, কিন্তু চিকিৎসা শতভাগ সফল হবে কিনা—তা নিশ্চিত করা হয় না।
কিন্তু HD Homeo Sadan-এ Dr. A Alam Hossaini-এর নেতৃত্বে সম্পূর্ণ হোমিওপ্যাথি চিকিৎসায় এই রোগে এক শিশুর বিস্ময়কর আরোগ্যের প্রমাণ মিলেছে—রোগীর নাম আলিফা।

রোগীর মা, মামা ও নানীর ভিডিও সাক্ষাৎকার
👉 ভিডিও সাক্ষাৎকারটি এখানে সংযুক্ত
তাঁরা স্পষ্টভাবে বলেছেন—আলিফা এখন সম্পূর্ণ সুস্থ এবং একেবারে স্বাভাবিক শিশুর মতো আচরণ করছে।

আলিফার পূর্বের লক্ষণসমূহ ও বর্তমান উন্নতি
পূর্বের সমস্যা
বর্তমান অবস্থা
১. মাথা অস্বাভাবিক বড়
এখন মাথা ও শরীরের অনুপাত স্বাভাবিক
২. ১৭ মাস বয়সেও বসতে পারত না
এখন নিজে বসতে পারে
৩. ডাকলে সাড়া দিত না, আই কন্টাক করত না
এখন চোখে চোখ রাখে ও ডাকলে সাড়া দেয়
৪. ৩-৪ দিন পর পর পায়খানা
এখন প্রতিদিন নিয়মিত পায়খানা করে
৫. বারবার জ্বর ও সর্দি
এখন আর জ্বর বা সর্দি হয় না

কেন রোগীর পরিবার হোমিওপ্যাথি চিকিৎসা বেছে নিয়েছে?
প্রচলিত চিকিৎসায় যখন সার্জারির ঝুঁকি এবং অনিশ্চয়তা দেখছিলেন, তখন তারা HD Homeo Sadan-এর দিকে মুখ ফেরান। আলিফার মা, মামা ও নানী বিশ্বাস করতেন—নিরাপদ, পার্শ্বপ্রতিক্রিয়াহীন চিকিৎসাই হতে পারে একমাত্র সঠিক পথ।
আজ তাঁদের সেই বিশ্বাস সফলতায় রূপ নিয়েছে।

👉 ডাঃ এ আলম হোসাইনীর সঙ্গে যোগাযোগ
✅ ডাঃ এ আলম হোসাইনী-এর সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিতে ক্লিক করুনঃ
🔗 এপয়েন্টমেন্ট লিংক
📞 ফোন নম্বরঃ +8809647089494
📱 WhatsApp: +8801978789494

চেম্বার ঠিকানা
HD হোমিও সদন
১২, আর.কে মিশন রোড, প্রপার্টি হাইটস (প্রাণ ভবনের ২য় তলা),
ব্রাদার্স ইউনিয়নের বিপরীতে, ইত্তেফাক মোড়, মতিঝিল, ঢাকা-1203

রোগী দেখার সময়
🕒 শনিবার থেকে বৃহস্পতিবার: বিকাল ৩টা – রাত ৯টা
📌 চেম্বারে এসে অথবা বাসায় বসেই অনলাইনে চিকিৎসা নিতে পারেন
📦 ওষুধ কুরিয়ারে পৌঁছে দেওয়া হয়।

✅ সফলতার আরও প্রমাণ
আমাদের অসংখ্য রোগীর সাফল্যের গল্প দেখতে ভিজিট করুনঃ
🌐 www.hdhomeo.com
🌐 https://3freelife.com

✨ আমাদের প্রতিশ্রুতি
“HD Homeo Sadan—রোগীর সেবাই আমাদের পণ”

30/03/2025
16/03/2025

রসুন উৎপাদনের তুলনামূলক পার্থক্য | 3 Free Life

08/03/2025

শ্বাসকষ্টের রোগী কখন এবিজি টেস্ট করবেন | 3 Free Life

08/03/2025

শ্বাসকষ্টের রোগী কখন অ্যালার্জি টেস্ট করবেন | 3 Free Life

07/03/2025

শ্বাসকষ্টের রোগী কখন এক্সরে করবেন | 3 Free Life

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when HD Homeo Sadan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to HD Homeo Sadan:

Share