Ohidur Chad

Ohidur Chad Health, philosophy, literature, language and linguistics

30/12/2025

Khaleda’s life story: Courage, loss, and unwavering leadership

22/12/2025

My personal story on daughter's birthday

20/12/2025

দেশের বিভৎস ঘটনার আরেক গল্প

20/12/2025
12/12/2025

টেন্স ছাড়া ইংরেজীর করুন পরিণতি

11/12/2025

৩টি প্রশ্নের উত্তর জানলে অবাক হবেন

09/12/2025

Millions of Australian teens lose access to social media accounts as ban takes effect

06/12/2025

১. মানুষের প্রতি ভালো হও

মানুষকে ভালোভাবে কথা বলুন।
নরম ভাষা মানুষকে শান্ত করে।
অন্যের হৃদয়ে আঘাত দেবেন না।
এটাই সুন্দর জীবনের প্রথম নিয়ম।

২. যা চান, আগে নিজে দিন

আপনি সম্মান পেতে চাইলে, সম্মান দিন।
আপনি ভালোবাসা চাইলে, ভালোবাসা দিন।
দুনিয়া আপনার আয়নার মতো আচরণ করে।

৩. কম আশা, বেশি কৃতজ্ঞতা

অতিরিক্ত আশা দুঃখ আনে।
যা আছে তার জন্য কৃতজ্ঞ হন।
কৃতজ্ঞতা মানুষকে ভেতর থেকে ধনী করে।

৪. নিজের ভুল স্বীকার করা শেখুন

ভুল মানুষই করে।
ভুল মানলে মানুষ বড় হয়।
ক্ষমা চাইলে সম্পর্ক বাঁচে।

৫. কাজ করুন নীরবে

শব্দ কম করুন।
কাজ বেশি করুন।
মানুষ কাজ দেখে, কথা না।

৬. রাগকে নিয়ন্ত্রণ করুন

রাগ শরীরে আগুন।
আগুন নিজের ঘরই বেশি পোড়ায়।
রাগের বদলে ধৈর্য ধরুন।

৭. সময়কে সম্মান করুন

সময় কারও জন্য অপেক্ষা করে না।
যে সময়কে ধরে, সে জীবনকে জিতে।
অলসতা সুন্দর জীবন নষ্ট করে।

৮. লোভকে ছোট রাখুন

লোভ মানুষকে ভিতর থেকে খায়।
যত বেশি চাইবেন, তত বেশি অসুখী হবেন।
সন্তুষ্টি এক ধরনের শান্তি।

৯. সৎ থাকুন

মিথ্যা মানুষকে ছোট করে।
সত্য মানুষকে শক্ত করে।
সততার মূল্য সবসময় লাভ আনে।

১০. ক্ষমা করা শিখুন

মানুষ ভুল করবেই।
ক্ষমা দিলে মন হালকা হয়।
ক্ষোভ রেখে কেউ সুন্দর জীবন পায় না।

১১. নিজের যত্ন নিন

শরীরই আপনার ঘর।
মনই আপনার বন্ধু।
নিজেকে ভালো রাখলেই দুনিয়া ভালো লাগে।

১২. অহংকার কমান

অহংকার মানুষকে নিচে নামায়।
নম্রতা মানুষকে উপরে তুলে।
যার ভিতরে অহংকার কম, তার সুখ বেশি।

১৩. মানুষের উপকার করুন

একটু সাহায্য বড় আনন্দ দেয়।
মানুষের হাসি দেখলে মন শান্ত হয়।
উপকার কখনো নষ্ট যায় না।

🌼 সারসংক্ষেপ

মানবিকতা + সরলতা + ধৈর্য + কৃতজ্ঞতা = সুন্দর জীবন

Address

Free School Street, Hatirpool
Dhaka
1205

Telephone

01711313926

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ohidur Chad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ohidur Chad:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram