03/01/2026
বিএমইউর পূর্ব ক্যাম্পাস সাবেক বেতার ভবনে
স্পেশালাইজড ক্লিনিক উদ্বোধন
নতুন বছরের শুরুতে আজ ৩ জানুয়ারি ২০২৬ইং তারিখ, শনিবার, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর পূর্ব ক্যাম্পাস সাবেক বেতার ভবনে স্পেশালাইজড ক্লিনিক উদ্বোধন করেছেন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। সেখানে শুধুমাত্র বিএমইউ এর বহির্বিভাগ থেকে রেফারকৃত রোগীরাই তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারবেন। বর্তমানে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত বিএমইউ এর বহির্বিভাগের রেফারকৃত রোগীরা রিউমাটোলজি কক্ষ নং ৯৭, জেরিয়াটিক মেডিসিন কক্ষ নং ৯৯, এরআরটি সেন্টার কক্ষ নং ৯৫ ও ৯৬, অপারেটিভ ডেন্টিস্ট্রি কক্ষ নং ২০, ডেন্টাল (পেরিওডন্টোলজি ডিভিশন) কক্ষ নং ৯৮ এ চিকিৎসাসবা নিতে পারবেন।
মহতী এই কার্যক্রমের শুভ উদ্বোধনের পর বিএমইউ এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম পূর্ব ক্যাম্পাস ভবনের ২য় তলার কনফারেন্স রুম ও তৃতীয় তলার ক্লাসরুমসমূহ পরিদর্শন করেন। এসময় বিএমইউ এর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহামান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, প্রধান প্রকৌশলী মোঃ জাফর ইকবাল, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মোঃ শাহিদুল হাসান বাবুল, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. শরীফ মোঃ আরিফুল হক, সাধারণ জরুরি বিভাগের সহকারী পরিচালক ডা. রিয়াদুল জান্নাত প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদনা: ডা. মোঃ সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।