Bangladesh Medical University-BMU

Bangladesh Medical University-BMU Bangladesh Medical University (BMU).
(3)

বিএমইউর পূর্ব ক্যাম্পাস সাবেক বেতার ভবনে  স্পেশালাইজড ক্লিনিক উদ্বোধননতুন বছরের শুরুতে আজ ৩ জানুয়ারি ২০২৬ইং তারিখ, শনিবা...
03/01/2026

বিএমইউর পূর্ব ক্যাম্পাস সাবেক বেতার ভবনে
স্পেশালাইজড ক্লিনিক উদ্বোধন

নতুন বছরের শুরুতে আজ ৩ জানুয়ারি ২০২৬ইং তারিখ, শনিবার, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর পূর্ব ক্যাম্পাস সাবেক বেতার ভবনে স্পেশালাইজড ক্লিনিক উদ্বোধন করেছেন মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। সেখানে শুধুমাত্র বিএমইউ এর বহির্বিভাগ থেকে রেফারকৃত রোগীরাই তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারবেন। বর্তমানে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত বিএমইউ এর বহির্বিভাগের রেফারকৃত রোগীরা রিউমাটোলজি কক্ষ নং ৯৭, জেরিয়াটিক মেডিসিন কক্ষ নং ৯৯, এরআরটি সেন্টার কক্ষ নং ৯৫ ও ৯৬, অপারেটিভ ডেন্টিস্ট্রি কক্ষ নং ২০, ডেন্টাল (পেরিওডন্টোলজি ডিভিশন) কক্ষ নং ৯৮ এ চিকিৎসাসবা নিতে পারবেন।

মহতী এই কার্যক্রমের শুভ উদ্বোধনের পর বিএমইউ এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম পূর্ব ক্যাম্পাস ভবনের ২য় তলার কনফারেন্স রুম ও তৃতীয় তলার ক্লাসরুমসমূহ পরিদর্শন করেন। এসময় বিএমইউ এর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহামান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, প্রধান প্রকৌশলী মোঃ জাফর ইকবাল, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. মোঃ শাহিদুল হাসান বাবুল, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. শরীফ মোঃ আরিফুল হক, সাধারণ জরুরি বিভাগের সহকারী পরিচালক ডা. রিয়াদুল জান্নাত প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদনা: ডা. মোঃ সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

বিএমইউর বার্ষিক দেয়াল ক্যালেন্ডার ২০২৬ ও হালনাগাদকৃত টেলিফোন নির্দেশিকা প্রকাশবাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ...
01/01/2026

বিএমইউর বার্ষিক দেয়াল ক্যালেন্ডার ২০২৬ ও হালনাগাদকৃত টেলিফোন নির্দেশিকা প্রকাশ

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর বার্ষিক দেয়াল ক্যালেন্ডার ২০২৬ ও হালনাগাদকৃত টেলিফোন নির্দেশিকা প্রকাশিত হয়েছে। আজ বৃহস্পতিবার ১লা জানুয়ারি ২০২৬ইং তারিখ নতুন বছর শুরুর প্রথম দিনে বার্ষিক দেয়াল ক্যালেন্ডার ও হালনাগাদকৃত টেলিফোন নির্দেশিকা বিএমইউর মিডিয়া সেল ও জনসংযোগ শাখার পক্ষ থেকে
মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম স্যারের হাতে তাঁর কার্যালয়ে তুলে দেওয়া হয়। এ সময় বিএমইউর সস্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মোঃ রুহুল কুদ্দুস বিপ্লব, জনসংযোগ শাখার উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সহযোগী অধ্যাপক ডা. মোঃ সাইফুল আজম রঞ্জু, উপ-রেজিস্ট্রার এটিএম আমিনুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-২ মোঃ লুৎফর রহমান, সহকারী পরিচালক মাহমুদুল হাসান আমিন, জনসংযোগ শাখার সেকশন অফিসার শামীম আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতেবিএমইউ ভাইস চ্যান্সেলর এর শোক প্রকাশকোটি মানুষকে কাঁদিয়ে...
30/12/2025

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে
বিএমইউ ভাইস চ্যান্সেলর এর শোক প্রকাশ

কোটি মানুষকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ মঙ্গলবার ৩০ ডিসেম্বর ২০২৫ইং তারিখে ভোর ৬টায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা পূর্বক তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভুতি জ্ঞাপন করেছেন বাংলাদেশ মেডিক্যাল মেডিক্যাল বিশ্বিবিদ্যালয় (বিএমইউ) এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। এ তথ্য জানিয়েছেন বিএমইউ এর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম।

মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫ইং তারিখে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে। পরে তাঁর স্বামী মরহুম রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে জানা গেছে।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আগামীকাল বুধবার ৩১ ডিসেম্বর ২০২৫ইং তারিখ ১ দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। এছাড়া বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে বলে জানা গেছে।

সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। নিউজ: প্রশান্ত মজুমদার ।

https://www.dailysokalersomoy.com/news/143042
29/12/2025

https://www.dailysokalersomoy.com/news/143042

বিএমইউতে স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

বিএমইউতে স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট নিয়ে কর্মশালা অনুষ্ঠিত চিকিৎসা শিক্ষায় পিছিয়ে না থেকে চ্যালেঞ্জ গ্রহণ করে...
29/12/2025

বিএমইউতে স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

চিকিৎসা শিক্ষায় পিছিয়ে না থেকে চ্যালেঞ্জ গ্রহণ করে উন্নত বিশ্বের সাথে
তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে: অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে আজ সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫ইং তারিখে শহীদ ডা. মিল্টন হলে স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট (এসসিএ) (Structured Clinical Assessment-SCA) নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন বিএমইউ এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। তিনি তার বক্তব্যে উচ্চতর মেডিক্যাল শিক্ষা কার্যক্রম প্রদানে আরো মানসম্মত গুণগত শিক্ষা প্রদানের উপর গুরুত্বারোপ করে চিকিৎসা বা মেডিক্যাল শিক্ষায় পিছিয়ে না থেকে চ্যালেঞ্জ গ্রহণ করে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন। উচ্চতর মেডিক্যাল শিক্ষায় যার প্রয়োজনীয়তা অপরিহার্য ও সময়েরই দাবি বলেও তিনি উল্লেখ করেন। বিএমইউ এর চর্মরোগ ও যৌন ব্যাধি বিভাগের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় বিএমইউসহ দেশের বিভিন্ন মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানের ৬৫ জন চর্মরোগ বিশেষজ্ঞ শিক্ষক, চিকিৎসক অংশগ্রহণ করেন।

গুরুত্বপূর্ণ এই কর্মশালায় বিএমইউ এর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বিএমইউ এর চর্মরোগ ও যৌন ব্যাধি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ মুনীর রশীদ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম আবু হেনা চৌধুরী। প্রধান রিসোর্স পারসন হিসেবে লেকচার প্রদান করেন চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ আবদাল মিয়া এবং রিসোর্স পারসন হিসেবে লেকচার প্রদান করেন পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের মেডিক্যাল এডুকেশন বিষয়ের সহকারী অধ্যাপক ডা. মোঃ রাসেল আহমেদ খান। কর্মশালায় এসসিএ এর দর্শন তুলে ধরা, গ্রুপ ওয়ার্ক এ্যান্ড প্রাকটিক্যাল ডেমোনেসট্রেশন অফ এসসিএ, গ্রুপ প্রেজেনটেশনস, ওয়ার্প-আপ সেশন ইত্যাদি সম্পন্ন করা হয়। যা শিক্ষার মানোন্নয়ন, মূল্যায়ন পদ্ধতির আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ তৈরিতে ভূমিকা রাখাসহ বিএমইউতে উচ্চমানের স্নাতকোত্তর মেডিক্যাল শিক্ষা ও দক্ষ বিশেষজ্ঞ তৈরির চলমান প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। এসসিএ- বিষয়ক গুরুত্বপূর্ণ এই কর্মশালায় ক্লিনিক্যাল দক্ষতা, সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা বৃদ্ধি এবং গুণগত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে শিক্ষক, চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যা স্বাস্থ্যসেবার টেকসই উন্নয়নে বিএমইউ-এর অঙ্গীকারেরই প্রতিফলন। কর্মশালায় কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন চর্মরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন ও সহযোগী অধ্যাপক ডা. মোঃ মোস্তাক মাহমুদ।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, শিক্ষার মানোন্নয়ন, মূল্যায়ন পদ্ধতির আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ তৈরির ক্ষেত্রে এসসিএ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট (এসসিএ) বিষয়ক কর্মশালা কী ধরণের শিক্ষা প্রদান করা হচ্ছে তার মূল্যায়নের একটি পরিকল্পিত, নির্দিষ্ট ও মানসম্মত পদ্ধতি। যা প্রকারান্তে উচ্চতর মেডিক্যাল শিক্ষা কার্যক্রমকে আরো উন্নত, বেগবান ও প্রসারিত করবে। দেশের রোগীদের সর্বাধুনিক মানের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রাপ্তির বিষয়ে বিশেষ ভূমিকা রাখবে এবং গুণগত বিশেষজ্ঞ চিকিৎসা শিক্ষা ও সেবা কার্যক্রম সম্প্রসারণেও বিরাট অবদান রাখবে এই কর্মশালা। এসসিএ এর মাধ্যমে একজন শিক্ষার্থীকে সুনিদৃষ্ট পদ্ধতিতে সঠিকভাবে মূল্যায়ন করা যায়। গুণগত মানের প্রশ্ন তৈরি, কারিকুলাম আপডেট করাসহ দেশের জনগণের চাহিদা পূরণ ও মেডিক্যাল শিক্ষায় দেশের মুখ উজ্জ্বল করতে এই কর্মশালার গুরুত্ব অনস্বীকার্য।

সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার বলেন, একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জন্য একামেডিক কার্যক্রম ও গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় মানসম্মত প্রশ্নপত্র নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় বিএমইউ এর বর্তমান প্রশাসন একটি একটি প্রশ্নব্যাংক তৈরির উদ্যোগ নিয়েছে।

কর্মশালায় জানানো হয়, এই কর্মশালা মেডিকেল শিক্ষা ও মূল্যায়নে আরও গুণগত মান নিশ্চিত করতে সাহায্য করবে। প্রকৃত ক্লিনিক্যাল দক্ষতা মূল্যায়নে সহায়ক হবে। স্ট্রাকচার্ড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট স্বাস্থ্যশিক্ষায় গুণগত মান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যৎ চিকিৎসকদের দক্ষতা উন্নয়নে এটি অত্যন্ত কার্যকর। দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনার টেকসই উন্নয়ন ও উচ্চতর মেডিক্যাল শিক্ষার মানোন্নয়নে এটা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি অংশগ্রহণকারী শিক্ষক, চিকিৎসক, এমনকি শিক্ষার্থীদের ক্লিনিক্যাল জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে আন্তর্জাতিক মানের চিকিৎসক তৈরিতে ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরা জানান, এই কর্মশালার মাধ্যমে তারা ক্লিনিক্যাল দক্ষতা মূল্যায়নের একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও শিক্ষার্থী-কেন্দ্রিক পদ্ধতি সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন। কর্মশালার সমাপনী অধিবেশনে আয়োজকরা ভবিষ্যতে এ ধরনের আরও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। তারা বলেন, নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে ক্লিনিক্যাল মূল্যায়ন ব্যবস্থাকে আরও আধুনিক ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা সম্ভব হবে।
কর্মশালায় মুগদা মেডিক্যাল কলেজের চর্মরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. আবু রেজা সায়েম আহমেদ সম্পাদিত Concise Dermatology বইটি বিএমএই এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলমের হাতে তুলে দেন, এসময় বিএমইউ প্রশাসসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার ।

https://dailymorningobserver.net/2025/12/29/emphasis-on-research-that-is-necessary-for-patients-and-the-country-includin...
29/12/2025

https://dailymorningobserver.net/2025/12/29/emphasis-on-research-that-is-necessary-for-patients-and-the-country-including-maintaining-the-quality-of-research-and-increasing-its-quantity/

An important discussion meeting was held at Bangladesh Medical University (BMU) on Sunday, December 28, 2025, at Shaheed Dr. Milton Hall on the progress of research by researchers receiving research grants studying in the P.H.D. program at this university. The meeting was presided over by BMU’s Vi...

https://www.bssnews.net/bangla/health/267822
29/12/2025

https://www.bssnews.net/bangla/health/267822

ঢাকা, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)তে আজ রোববার বিশ্ববিদ্যালয়ের পি.এইচ.ডি প্.....

বিএমইউতে রিসার্চ গ্রান্টপ্রাপ্ত পিএইচডি গবেষকদের গবেষণার অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিতগবেষণার গুণগত মান বজায় রাখা ও...
28/12/2025

বিএমইউতে রিসার্চ গ্রান্টপ্রাপ্ত পিএইচডি গবেষকদের
গবেষণার অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
গবেষণার গুণগত মান বজায় রাখা ও সংখ্যা বৃদ্ধিসহ রোগী ও দেশের জন্য প্রয়োজনীয় গবেণায় গুরুত্বারোপ

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউতে আজ রবিবার ২৮ ডিসেম্বর ২০২৫ইং তারিখে শহীদ ডা. মিল্টন হলে এই বিশ্ববিদ্যালয়ে পি.এইচ.ডি প্রোগ্রামে অধ্যয়নরত রিসার্চ গ্রান্টপ্রাপ্ত গবেষকদের গবেষণার অগ্রগতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিএমইউ এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম।

মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, পিএইচডি প্রোগ্রাম বিএমইউ এর আলোকবর্তিকা। পিএইচডি গবেষকদের গবেষণা বিশ্ববিদ্যালয়ের র‌্যাকিং এ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পিএইচডি গবেষকদের গবেষণা থেকে এমন কিছু পাওয়া সম্ভব যা কপি রাইট, প্যাটেন্ট রাইটের মত বিষয় হতে পারে। যা এই বিশ্ববিদ্যালয়ের, বাংলাদেশের নিজস্ব সম্পদ হিসেবে গণ্য হবে। পিএইচডি প্রোগ্রামের গবেষকদের গবেষণা থেকে অর্জিত ফলাফল জাতীয় নীতি নির্ধারণী পর্যায় এমনকি আন্তর্জাতিক পর্যায়েও এর প্রভাব প্রতিফলিত হতে পারে। সেক্ষেত্রে গবেষণার বিষয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে রোগীর সংখ্যা পৃথিবীর অনেক দেশের মোট জনসংখ্যার চাইতে বেশি। তাই এ সকল রোগীদের ডাটাসমূহের সংরক্ষণাগার হতে পারে গবেষণার অফুরন্ত ভান্ডার। বিএমইউ এর গবেষণা বাংলাদেশসহ আন্তর্জাতিকভাবে অবদান রাখবে সেটাই প্রত্যাশিত।

সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার বলেন, বিএমইউ এর বর্তমান প্রশাসন গবেষণা কার্যক্রম জোরদারের লক্ষ্যে নানামুখী পদক্ষেপ নিয়েছে। গবেষণার জন্য প্রয়োজনীয় ফান্ডের ব্যবস্থা করা হয়েছে এবং এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে সব ধরণের সহায়তা প্রদান করা হচ্ছে।

সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, গবেষণার মাধ্যমে নব নব বিষয় আবিষ্কার হবে সেটাই কাম্য। গবেষণার বিষয় যেনো এমনভাবে নির্বাচন করা হয় যেটা রোগীদের জন্য দেশের জন্য কাজে লাগে।

সভায় গবেষণাসমূহের অগ্রগতি, গবেষণার ফান্ডসহ বিভিন্ন বিষয় গুরুত্বেও সাথে আলোচিত হয়। সভায় জানানো হয়, ইতোমধ্যে কোনো কোনো গবেষক এর গবেষণা স্কপাস ইনডেক্সড জার্নাল, পাবমেড ইনডেক্সড জার্নাল এর মতো আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে বা প্রকাশের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। সভায় রোগী ও দেশের জন্য প্রয়োজন এমন গবেষণায় গুরুত্বারোপের সাথে সাথে গবেষাণার গুণগত মান বজায় রাখা ও সংখ্যা বৃদ্ধির উপরও সমভাবে গুরত্ব দেয়া হয়। সভায় পূর্বে হয়েছে এমন কোনো গবেষণার বিষয় নির্বাচন না করে নতুন নতুন বিষয়ে গবেষণায় গুরুত্ব দেয়া হয়। এছাড়া একটি নিদৃষ্ট সময় পর পর পিএইচডি কলোকিয়াম আয়োজনের বিষয়টিও আলোচিত হয়।

গুরুত্বপূর্ণ এই মতবিনিময়ে বিএমইউ এর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ ইব্রাহীম সিদ্দিক, বেসিক সাইন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান, প্রিভেনটিভ এন্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিকুল হক, পিএইচডি, ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন ডা. এম আবু হেনা চৌধুরী, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুস শাকুর, মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোঃ সোহেল মাহমুদ আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় বিএমইউর বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ ও সংশ্লিষ্ট গাইডবৃন্দ অংশগ্রহণ করে মূল্যবান মতামত প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএমইউ এর অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। নিউজ: প্রশান্ত মজুমদার ।

https://www.dainikbangla.com.bd/national/64074
17/12/2025

https://www.dainikbangla.com.bd/national/64074

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ....

Address

Shahabag
Dhaka
1000

Opening Hours

Monday 08:00 - 14:30
Tuesday 08:00 - 14:30
Wednesday 08:00 - 14:30
Thursday 08:00 - 14:30
Saturday 08:00 - 14:30
Sunday 08:00 - 14:30

Telephone

+880255165760

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Medical University-BMU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bangladesh Medical University-BMU:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU)

Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU) is the premier Postgraduate Medical Institution of the country. It bears the heritage to Institute of Postgraduate Medical Research (IPGMR) which was established in December 1965. In the year 1998 the Government converted IPGMR into a Medical University for expanding the facilities for higher medical education and research in the country. It has an enviable reputation for providing high quality postgraduate education in different specialties. The university has strong link with other professional bodies at home and abroad. The university is expanding rapidly and at present, the university has many departments equipped with modern technology for service, teaching and research. Besides education, the university plays the vital role of promoting research activities in various discipline of medicine. Since its inception, the university has also been delivering general and specialized clinical service as a tertiary level healthcare center.