Bangladesh Medical University-BMU

Bangladesh Medical University-BMU Bangladesh Medical University (BMU).
(3)

https://dhakamail.com/health/261789
20/10/2025

https://dhakamail.com/health/261789

অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান বলেছেন, চিকিৎসা ব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তন আনতে হলে প্রমাণভিত্তিক চিকিৎসাবিদ্য.....

https://medivoicebd.com/article/33580/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%...
20/10/2025

https://medivoicebd.com/article/33580/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%95-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%95%E0%A6%AC%E0%A6%9A

প্রমাণভিত্তিক চিকিৎসা পদ্ধতি চিকিৎসক ও রোগী উভয়ের জন্যই রক্ষা কবচ। এর মাধ্যমে রোগী মৃত্যুহার ছয় ভাগ কমে যায়। অপ্...

https://www.youtube.com/watch?v=yJet1Sh6nE4
20/10/2025

https://www.youtube.com/watch?v=yJet1Sh6nE4

প্রমাণভিত্তিক চিকিৎসাবিদ্যার চর্চাকে উৎসাহিত করে চিকিৎসা ব্যয় কমানো, বিজ্ঞানভিত্তিক সঠিক চিকিৎসাসেবা প্রদান...

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহায়তায় বিএমইউতে প্রথমবারেরমতো ওয়ার্ল্ড ইভিডেন্স-বেইসড হেলথকেয়ার ডে ২০২৫ উদযাপিতপ্রমাণভিত্তিক ...
20/10/2025

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহায়তায় বিএমইউতে প্রথমবারেরমতো
ওয়ার্ল্ড ইভিডেন্স-বেইসড হেলথকেয়ার ডে ২০২৫ উদযাপিত

প্রমাণভিত্তিক চিকিৎসাবিদ্যার চর্চাকে উৎসাহিত করার মাধ্যমে
রোগীদের অধিকার নিশ্চিত করাসহ স্বাস্থ্যসেবাখাতে গুণগত পরিবর্তনের উপর গুরুত্বারোপ

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহায়তায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর উদ্যোগে প্রথমবারের মতো র‌্যালি, আলোচনা সভা, সেমিনার, ই-পোস্টার প্রেজেস্টেশন, বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন, বির্তক অনুষ্ঠানসহ নানা আয়োজনে আজ সোমবার ২০ অক্টোবর ২০২৫ইং তারিখে ওয়ার্ল্ড ইভিডেন্স-বেইসড হেলথকেয়ার ডে ২০২৫ উদযাপিত হয়েছে। এ সকল আয়োজনে বিজ্ঞ বক্তারা প্রমাণভিত্তিক চিকিৎসাবিদ্যার চর্চাকে উৎসাহিত করার মাধ্যমে রোগীদের অধিকার নিশ্চিত করাসহ স্বাস্থ্যসেবাখাতে গুণগত পরিবর্তনের উপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে প্রমাণভিত্তিক চিকিৎসাবিদ্যার চর্চাকে উৎসাহিত করে চিকিৎসা ব্যয় কমানো, বিজ্ঞানভিত্তিক সঠিক চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত করা, চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় গুণগত মানবৃদ্ধির মাধ্যমে সামগ্রিক স্বাস্থ্যখাতের উন্নয়নে বড় ধরণের পরিবর্তন সাধন সম্ভব বলে বিজ্ঞজেনারা আশাবাদ ব্যক্ত করেন। গবেষণা, চিকিৎসাসেবা ও শিক্ষা কার্যক্রমের প্রতিটি স্তরে যদি প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ কার্যকর করা যায়, তবে একটি ন্যায্য ও দক্ষ স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে, যা জনগণের আস্থা আরও সুদৃঢ় করবে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আশা প্রকাশ করেছে যে, এই উদ্যোগ দেশের স্বাস্থ্যখাতে গুণগত পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচন করবে। এবারে দিবসটির মূল থিম ছিল ‘কোলাবেরেটিভ নলেজ কমিউনিকেশন-রিফ্লেক্টস দি ভেরি ইসেন্স অফ মর্ডান হেলথকেয়ার এন্ড এডুকেশন: কোলাবেরেটিভ, ইনক্লুসিভ এন্ড বিল্ট অন টাস্ট’।

র‌্যালিসহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান। সভাপতিত্ব করেন বিএমইউর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম।

বিএমইউ এর সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান বলেন, মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হিসেবে বিএমইউ পথ দেখাবে। বিএমইউর গবেষণা হবে এমন যা ইভিডেন্স জেনারেট বা প্রমাণ তৈরি করবে। সেই প্রমাণ উপর ভিত্তি করে গাইডলাইন তৈরি হবে। বিএমইউর শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থীদের নিজেদেরকে প্রজ্ঞার স্তরে নিয়ে যেতে হবে, যা বিএমইউকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে উন্নীত করবে। বর্তমান সরকার বিজ্ঞানমুখী, কল্যাণমুখী, মেধাভিত্তিক সমাজ, জাতি ও দেশে রূপান্তরে অঙ্গীকারাবদ্ধ। বিএমইউ এবং এর সাথে সংশ্লিষ্ট সকলে এই রূপান্তরে অবদান রাখবে সেটাই কাম্য।

সভাপতির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে যারা থাকেন, তারা সংখ্যায় কম থাকে। তবুও আমাদেরকে সত্য ও ন্যায়ের পথে থাকতে হবে এবং চলতে হবে। অধিকাংশ রোগী চায় সিদ্ধান্ত গ্রহণে তাদেরকে যেন অন্তর্ভুক্ত করা হয়। প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবায় একপাশে রোগী থাকে, অন্যপাশে থাকে বিজ্ঞান । এখানে চিকিৎসককে নানাবিধ সমন্বয়ের মাধ্যমে তার প্রজ্ঞা দিয়ে সর্বত্তোম চিকিৎসাসেবা প্রদান করতে হয়। এটা প্রমাণিত যে, প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবায় মৃত্যুর হার কমানো এবং অপ্রয়োজনীয় টেস্টকে এড়ানো সম্ভব। প্রমাণভিত্তিক চিকিৎসাকে উৎসাহিত করা গেলে রোগী ও চিকিৎসকদের মধ্যে যে আস্থার সংকট তৈরি হয়েছে তা দূর হবে। নাগরিকদের স্বাস্থ্যসেবার প্রতি আগ্রহ বাড়বে। এই পদ্ধতি এই কারণে জরুরি যে কোন রোগীকে কোন অবস্থায় কি ওষুধ বা পরীক্ষা নিরীক্ষা দেয়া হয়েছে, সেটি সবাই জানবেন। চিকিৎসক, রেসিডেন্ট এবং জুনিয়র ফ্যাকাল্টিও জানতে পারবেন অধ্যাপক কেন এই ওষুধ দিলেন। চিকিৎসকদের জ্ঞান কতটুকু, কোন পর্যায়ে আছে তা যাচাই-বাছাই করাসহ যে জ্ঞান অর্জন করছেন সেটা কতটুকু উপযুক্ত সেটাও অনুধাবন করতে পারবেন। চিকিৎসকদের কাজ হলো নিত্য-নতুন জ্ঞান অর্জন করা এবং জ্ঞানের প্রসার ঘটানো। শুধু আগের যুগে পড়ে থাকলে হবে না, প্রতিনিয়ত জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে আপডেট রাখতে হবে। তিনি বলেন, বাংলাদেশে প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি অসাধারণ অর্জন সম্পন্ন হয়েছে। বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি ২০২৫ সালের জন্য ওয়ার্ল্ড এভিডেন্স-বেইসড হেলথকেয়ার ডে কর্তৃক আনুষ্ঠানিকভাবে এভিডেন্স অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি বিএমইউকে বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠানসমূহের কাতারে স্থান দিয়েছে, যারা প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করছে। এভিডেন্স অ্যাম্বাসেডর হিসেবে এই স্বীকৃতি বিএমইউ এর গবেষণা, চিকিৎসা উৎকর্ষতা, এবং তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণে অবিচল অঙ্গীকারেরই প্রতিফলন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএমআরসির সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডা. সায়েবা আখতার। তিনি বলেন, টেকসই ও কার্যকর স্বাস্থ্যসেবার জন্য প্রমাণভিত্তিক চিকিৎসাবিদ্যার চর্চা অপরিহার্য।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ প্রমুখ।

তারা বলেন, প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে চিকিৎসকদেরকে পেশার মান ক্ষুন্ন হয় প্রেসক্রিপনে এমন ওষুধ যেন না লিখেন। রোগীরা যেনো বঞ্চনা, প্রতারণা ও অবহেলার শিকার না হয় সে দিকে খেয়াল রাখতে হবে। প্রমাণভিত্তিক চিকিৎসা বিদ্যা দিবস ২০২৫ এ অঙ্গীকার হলো যথাযথ জ্ঞান আহরণের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদানসহ রোগীর অধিকার নিশ্চিত করা, চিকিসৎসক সমাজের প্রতি সাধারণের যে নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূরীকরণে নিরলসভাবে কাজ করা।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি ইন্সুরেন্স সেল (আইকিএসি) এর অতিরিক্ত পরিচালক ডা. দীন-ই-মুজাহিদ মোহাম্মদ ফারুক ওসমানী এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানম।

অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে টেকসই ও মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হলে প্রমাণভিত্তিক চিকিৎসা চর্চা অপরিহার্য। সঠিক তথ্য ও গবেষণার আলোকে চিকিৎসা নিশ্চিত করা গেলে অপ্রয়োজনীয় চিকিৎসা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। ইভিডেন্স-বেইসড হেলথকেয়ার জনগণের অর্থ সাশ্রয় ও দীর্ঘমেয়াদে জাতীয় স্বাস্থ্যনিরাপত্তা নিশ্চিত করার বৈজ্ঞানিক পথ। সাশ্রয়ী ও দক্ষ স্বাস্থ্যব্যবস্থা গড়তে হলে ভুল প্রেসক্রিপশন, অপ্রয়োজনীয় টেস্ট ও অ্যান্টিবায়োটিক অপব্যবহার নিয়ন্ত্রণে ইভিডেন্স-বেইসড পদ্ধতি সর্বাধিক গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ছিল ই-পোস্টার প্রেজেন্টেশন, মাস্টার প্রেজেন্টেশন, ফেলোস প্রেজেন্টেশন ইত্যাদি। মাস্টার প্রেজেন্টেশনে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন বায়োকেমিস্ট্রি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ মোজাম্মেল হক ও ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যাপক বিগ্রেডিয়ার জেনারেল অধ্যাপক মোঃ আহসান হাবীব।

অনুষ্ঠানে তৃতীয় পর্বে ‘ইভিডেন্সেস বেইসড হেলথকেয়ার প্র্যাকটিস ইন বাংলাদেশ: হোপস এন্ড ডিসপেয়ার’ শীর্ষক বির্তক অনুষ্ঠান। এই পর্বে প্রধান অতিথি ছিলেন ইউজিসির মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এসএমএ ফায়েজ। বিশেষ অতিথি ছিলেন বিএমডিসির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম। দু’টি ভাগে বিভক্ত বিতর্ক অনুষ্ঠানের টিম ‘এ’ তে টিম লিডার এর দায়িত্ব পালন করেন বিএমইউ এর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোঃ আকরাম হোসেন এবং টিম বি তে টিম লিডারের দায়িত্ব পালন করেন ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের এনাটমি বিভাগের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক মোঃ আহসান হাবীব। বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, অধ্যাপক ডা. মোঃ আব্দুস শাকুর, অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমেদ। অনুষ্ঠানে ‘ইভিডেন্সেস বেইসড মেডিসিন এন্ড ক্লিনিক্যাল অডিট’ বিষয়ে কী-নোট প্রেজেন্টেশন করেন ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড এর প্রফেসর ব্রেইন অংগুস। সবশেষে সনদপত্র ও ক্রেস্ট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়। বিতর্ক অনুষ্ঠানে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিএমইউ এর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোঃ আকরাম হোসেন।

উল্লেখ্য, বিশিষ্ট লিভার রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকেই প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবার উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের সহায়তায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ইভিডেন্স বেইজড মেডিসিন বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে এবং এই কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে বিএমইউসহ অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের দেড় শতাধিক সম্মানিত বিজ্ঞ ফ্যাকাল্টিকে ইভিডেন্স বেইজড মেডিসিন এর উপর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইভিডেন্স বেইজড মেডিসিন প্র্যাকটিস বা প্রমাণভিত্তিক চিকিৎসা বিদ্যার চর্চার চিকিৎসা ব্যয় কমাতে ভূমিকা রাখবে এবং একই রোগীর ক্ষেত্রে বিভিন্ন চিকিৎসকের প্রেসক্রিপশনে লিখিত ওষুধ ও ইনভেস্টিগেশনে বড় ধরণের পার্থক্য এড়ানো সম্ভব হবে। এছাড়া মেডিক্যাল অডিট, ক্লিনিক্যাল অডিট বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান আহরণসহ বিজ্ঞানভিত্তিক চিকিৎসা চর্চায় ইভিডেন্স বেইজড মেডিসিনের বিরাট গুরুত্ব রয়েছে, যা চিকিৎসাসেবা, চিকিৎসা শিক্ষা ও গবেষণায় গণগত মানবৃদ্ধির মাধ্যমে সামগ্রিক স্বাস্থ্যখাতের উন্নয়নে বড় পরিবর্তন সাধনে ভূমিকা রাখবে। সেই প্রেক্ষাপটে ওয়ার্ল্ড ইভিডেন্স-বেইসড হেলথকেয়ার ডে ২০২৫ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে“Precision Oncology in Ovarian Cancer”বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিতপ্রিসিশন অনকোলজি ক্...
18/10/2025

বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে
“Precision Oncology in Ovarian Cancer”
বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত
প্রিসিশন অনকোলজি ক্যান্সার চিকিৎসায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে: সেমিনারে বিশেষজ্ঞগণ

বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) এর গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগ (Department of Gynecological Oncology) এর উদ্যোগে “Precision Oncology in Ovarian Cancer: Molecular Profiling & Targeted Therapy” শীর্ষক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার আজ শনিবার ১৮ অক্টোবর ২০২৫ইং তারিখে শহীদ ডা. মিলন হলে অনুষ্ঠিত হয়। সেমিনারে অংশগ্রহণকারী বিশেষজ্ঞগণ বলেছেন, প্রিসিশন অনকোলজি আধুনিক ক্যান্সার চিকিৎসায় এক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। মলিকুলার প্রোফাইলিংয়ের মাধ্যমে রোগীর জিনগত বৈশিষ্ট্য অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা এখন বাস্তবায়ন সম্ভব হচ্ছে, যা ক্যান্সার চিকিৎসার সাফল্য ও রোগীর বেঁচে থাকার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করছে। টার্গেটেড থেরাপি ও ইমিউনোথেরাপি ইতোমধ্যেই ওভারিয়ান ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচন করেছে।

গুরুত্বপূর্ণ এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। তিনি তাঁর বক্তব্যে প্রিসিশন অনকোলজির গুরুত্ব, এর মাধ্যমে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা এবং বাংলাদেশের চিকিৎসাব্যবস্থায় এর অন্তর্ভুক্তির সম্ভাবনা তুলে ধরেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমইউ এর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ মো. আকরাম হোসেন। তিনি আধুনিক ক্যান্সার চিকিৎসায় টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, এবং ওভারিয়ান ক্যান্সারের মলিকুলার প্রোফাইলিংয়ের বাস্তব প্রয়োগ বিষয়ে আলোকপাত করেন।

সভাপতিত্ব করেন গাইনিকোলজিক্যাল অনকোলজি বিভাগের প্রফেসর ডা. ফাওজিয়া হোসেন।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের সিডারস–সিনাই মেডিকেল সেন্টার (LA, USA) এবং CHLA (Center for Cancer & Blood Disease)–এর সার্জিক্যাল অনকোলজিস্ট ও পেডিয়াট্রিক সার্জন প্রফেসর ডা. তাসনিম আরা। তিনি ওভারিয়ান ক্যান্সারের মলিকুলার প্রোফাইলিং, টার্গেটেড থেরাপি এবং প্রিসিশন অনকোলজির সাম্প্রতিক অগ্রগতি বিষয়ে বিশদ আলোচনা করেন।

সেমিনারে আরো বক্তব্য রাখেন গাইনিকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডা. জান্নাতুল ফেরদৌস, জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট এর বিভাগীয় প্রধান (গাইনী অনকোলজী) অধ্যাপক ডা. বেগম রোকেয়া আনোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. রিফাত রহমান, সহযোগী অধ্যাপক, প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ এবং সহকারী প্রক্টর, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি।

https://www.dhakapost.com/health/402940
18/10/2025

https://www.dhakapost.com/health/402940

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, মহান সৃষ্টিকর্তা আ.....

বিএমইউ প্রশাসনের সাথে বিভাগীয় চেয়ারম্যানদের সাথে সভা অনুষ্ঠিতবাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর শহীদ ডা. মিল্টন ...
18/10/2025

বিএমইউ প্রশাসনের সাথে বিভাগীয় চেয়ারম্যানদের সাথে সভা অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর শহীদ ডা. মিল্টন হলে হলে আজ শনিবার ১৮ অক্টোবর ২০২৫ইং তারিখে অত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বিভাগীয় চেয়ারম্যানবৃন্দের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ ছাড়াও সম্মানিত ডীনবৃন্দ উপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ ওই সভায় সভাপতিত্ব করেন বিএমইউর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। সভায় বিএমইউ এর সম্মানিত প্রোÑভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন সম্মানিত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম।
সভায় বিএমইউ এর শিক্ষা, সেবা ও গবেষণা, উন্নয়নসহ নানাবিধ বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া বহির্বিভাগের চিকিৎসাসেবা কার্যক্রম আরো জোরদার ও সুনিশ্চিত করা, বেতার ভবনের সঠিক ব্যবহার, অনলাইন সেবা কার্যক্রম, নৈতিক চর্চা, আইআরবিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।

বিএমইউতে ‘ইসলামী চিকিৎসা শিক্ষার বিবর্তন ও নৈতিক অনুশীলন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিতবাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার ...
18/10/2025

বিএমইউতে ‘ইসলামী চিকিৎসা শিক্ষার বিবর্তন ও নৈতিক অনুশীলন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের লেকচার হলে আজ শনিবার ১৮ অক্টোবর ২০২৫ইং তারিখে “ইসলামী চিকিৎসা শিক্ষার বিবর্তন ও নৈতিক অনুশীলন (Evolution of Islamic Medical Education & Ethical Practice)” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিএমইউ এর উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিকিৎসা শিক্ষাবিদ, যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ইসলামিক থটস (International Institute of Islamic Thoughts) এর সেক্রেটারি জেনারেল ও কিং ফাহাদ মেডিক্যাল সিটি এর ফ্যাকাল্টি অব মেডিসিন প্রফেসর ডা. ওমর হাসান কাসুলে। তিনি “Evolution of Islamic Medical Education & Ethical Practice” বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তাতে তিনি চিকিৎসা শিক্ষায় ইসলামী নৈতিকতা, মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সংমিশ্রণের গুরুত্ব নিয়ে বিস্তারিত তুলে ধরেন। মূল প্রবন্ধ উপস্থাপনের পর উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিবৃন্দের বিভিন্ন বিষয়ে প্রশ্নের প্রশ্নোত্তর দেন প্রফেসর ডা. ওমর হাসান কাসুলে ।

সেমিনারে সভাপতিত্ব করেন বিএমইউর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম । তিনি তাঁর বক্তব্যে ইসলামী নৈতিকতার ভিত্তিতে চিকিৎসা শিক্ষার আধুনিক বিকাশে এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, মহান সৃষ্টিকর্তা আল্লাহ আমাদেরকে খলিফা হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। তিনি দিন-রাত, আসমান জমিনের সৃষ্টি নিয়ে গবেষণা কথা বলেছেন। ধর্মকে জনস্বার্থে ও রোগীদের কল্যাণে ব্যবহার করতে হবে। চিকিৎসকদের পেশাগত দায়বদ্ধতা থেকে রোগীদের কষ্ট অনুধাবন করে রোগীদেরকে সেবা দিতে হবে। কোনোভাবেই রোগীকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ছাত্রদেরকে যথাযথ শিক্ষা প্রদানের দায়িত্ব শিক্ষকদের সেটাও স্মরণে রাখতে হবে। মনে রাখতে হবে আমাদের প্রতিটি কর্মেরই জবাবদিহিতা করতে হবে। ইসলামী নীতি ও আদর্শ অনুসরণ করলে এবং সে অনুযায়ী চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষা দিলে সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। একই সাথে সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার নৈতিকতার মানদন্ড উন্নতি লাভ করবে, যাতে সবচাইতে বেশি উপকৃত হবেন রোগীরা এবং চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক গবেষণাখাতও ক্রমশঃ উন্নতির দিকে এগিয়ে যাবে।

হেপাটোলজি বিভাগের ফেজ-বি-রেসিডেন্ট ডা. আল মাহমুদ এর কুরআন তেলাওয়াত এর মাধ্যমে শুরু হওয়া সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বিএমইউর সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। তিনি তার বক্তব্যে প্রফেসর ডা. ওমর হাসান কাসুলে এর বর্ণাট্য জীবনী তুলে ধরেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমইউ এর প্রোÑভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, অধ্যাপক ডা. আবু খুলদুন আল মাহমুদ। সেমিনারটি সঞ্চালনা করেন রিউম্যাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শোয়েব মোমেন মজুমদার।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং International Institute of Islamic thaughts (IIIT, USA) এর মাধ্যমে একটা MOU স্বাক্ষরিত হয়।

সম্পাদনা: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

Address

Shahabag
Dhaka
1000

Opening Hours

Monday 08:00 - 14:30
Tuesday 08:00 - 14:30
Wednesday 08:00 - 14:30
Thursday 08:00 - 14:30
Saturday 08:00 - 14:30
Sunday 08:00 - 14:30

Telephone

+880255165760

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Medical University-BMU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bangladesh Medical University-BMU:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU)

Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU) is the premier Postgraduate Medical Institution of the country. It bears the heritage to Institute of Postgraduate Medical Research (IPGMR) which was established in December 1965. In the year 1998 the Government converted IPGMR into a Medical University for expanding the facilities for higher medical education and research in the country. It has an enviable reputation for providing high quality postgraduate education in different specialties. The university has strong link with other professional bodies at home and abroad. The university is expanding rapidly and at present, the university has many departments equipped with modern technology for service, teaching and research. Besides education, the university plays the vital role of promoting research activities in various discipline of medicine. Since its inception, the university has also been delivering general and specialized clinical service as a tertiary level healthcare center.