Bangladesh Medical University-BMU

Bangladesh Medical University-BMU Bangladesh Medical University (BMU).
(3)

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর সাথে চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারকের অংশ হিসেবে চীনে য...
24/08/2025

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর সাথে চীনের কুনমিং মেডিক্যাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারকের অংশ হিসেবে চীনে যাচ্ছেন বিএমইউ এর ৬ সদস্যের একটি বিশেষজ্ঞ শিক্ষক, চিকিৎসক প্রতিনিধি দল। এরই অংশ হিসেবে প্রতিনিধি দলের শিক্ষক, চিকিৎসকবৃন্দ শনিবার ২৩ আগস্ট ২০২৫ইং তারিখে বিএমইউ এর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম এর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। এসময় বিএমইউ এর অধ্যাপক ডা. নুরুন নাহার খানম, সহযোগী অধ্যাপক ডা. রেহেনা রাজ্জাক খান, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. মোঃ হাসনাত আহসান, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. শরিফ মোঃ আরিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। মেডিক্যাল শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে ওই চুক্তি করা হয়।
ছবি: সংগৃহীত। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।

যুক্তরাষ্ট্রের জেএফকে এয়ারপোর্টে বিএমইউ এর প্রক্টর ডা শেখ ফরহাদকে অভ্যর্থনাবাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর ...
24/08/2025

যুক্তরাষ্ট্রের জেএফকে এয়ারপোর্টে বিএমইউ এর প্রক্টর ডা শেখ ফরহাদকে অভ্যর্থনা
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর সম্মানিত প্রক্টর ডা. শেখ ফরহাদ স্বপরিবারে বৃস্পতিবার ২১ আগস্ট ২০২৫ইং তারিখে যুক্তরাষ্ট্রের জন.এফ.কেনেডি (জেএফকে) এয়ারপোর্টে পৌঁছালে তাঁকে শুভেচ্ছা জানান জাতীয়বাদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি) যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাইন উদ্দিন মিয়াজী এবং ফ্রেন্ডস সোসাইটি ইউএসএ ইন এর সভাপতি সাইদুজ্জামান রিংকু।
ছবি: সংগৃহীত। ক্যাপশন: প্রশান্ত মজুমদার।

বিএমইউ’র বহির্বিভাগ সেবার উন্নয়ন ও রোগী বান্ধব করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত বহির্বিভাগকে উৎকৃষ্ট চিকিৎসাসেবার মডেল...
20/08/2025

বিএমইউ’র বহির্বিভাগ সেবার উন্নয়ন ও রোগী বান্ধব করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বহির্বিভাগকে উৎকৃষ্ট চিকিৎসাসেবার মডেল হিসেবে গড়ে তুলতে হবে: অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম
বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএমইউ) এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেছেন, সকল কর্মচারী, কর্মকর্তা ও মেডিকেল অফিসাররা বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএমইউ) এর ওপিডি বা বহির্বিভাগ সেবার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সহযোগিতা এবং পেশাদারিত্বের মাধ্যমে কার্যকর, সহানুভূতিশীল ও রোগী-কেন্দ্রিক সেবা নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করে ওপিডিকে উৎকৃষ্ট চিকিৎসাসেবার মডেল হিসেবে গড়ে তুলতে হবে। আজ ২০ আগস্ট ২০২৫ইং তারিখে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (বিএমইউ) এর এ ব্লক অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় অত্র বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ (ওপিডি) কার্যক্রমের ওপর ‘বিশ্বমানের স্বাস্থ্যসেবা: বর্তমান ও করনীয়’ শীর্ষক উপস্থাপনায় তিনি এ কথা বলেন। বিএমইউ এর বহির্বিভাগ সেবাকে আরো উন্নত ও রোগী বান্ধব করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে মতবিনময় এর বহির্বিভাগ-১ এবং ২ এ কর্মরত সকল মেডিক্যাল অফিসার, কর্মকর্তা, সিনিয়র স্টাফ নার্সং, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী, অউটসোর্সিং কর্মচারীগণের সাথে এই মতবিনিময় সেবার আয়োজন করা হয়।
মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম তাঁর উপস্থাপনায় উল্লেখ করেন, বিএমইউ ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে বিএমইউ দেশে স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিশ্ববিদ্যালয়টির মূল লক্ষ্য হলো গবেষণা, প্রশিক্ষণ এবং স্বাস্থ্য সেবার মান উন্নত করা। বিএমইউ শিক্ষক, রেসিডেন্ট ও কর্মীদের মধ্যে উদ্ভাবন, ধারণা এবং অন্তর্দৃষ্টি বিকাশের সুযোগ তৈরি করছে। শিক্ষার্থীরা পেশাগত দক্ষতা, জ্ঞান, সহানুভূতি এবং সমালোচনামূলক চিন্তাভাবনাসহ প্রস্তুত হয় সেই কাজটি করে যাচ্ছে। যাতে শিক্ষার্থীরা সক্রিয় সমাজসেবায় অংশগ্রহণের মাধ্যমে তাদের সহানুভূতি ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি করতে পারে। এছাড়াও শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান বাস্তব জীবনের স্বাস্থ্যসেবা পরিস্থিতিতে কীভাবে প্রয়োগ করতে হয় তা শিখতে পারে বিএমইউ থেকে। বিএমইউ বিভিন্ন আকর্ষণীয় কোর্স অফার করে যা পেশাগত উন্নয়ন এবং কর্মজীবনে অগ্রগতি প্রদান করে ।
অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, বিএমইউ এর ওপিডি বা বহির্বিভাগ সেবা ও উদ্দেশ্য হলো ওপিডি হাসপাতালের রোগীদের জন্য প্রথম ও গুরুত্বপূর্ণ যোগাযোগের কেন্দ্র। এটি অ-জরুরি চিকিৎসা সেবা, রোগ নির্ণয়, ছোট সার্জারি এবং পুনর্বাসন প্রদান করে । ওপিডি-এর প্রধান উদ্দেশ্য হলো রোগী-কেন্দ্রিক, সময়োপযোগী এবং দক্ষ চিকিৎসা নিশ্চিত করা। এটি হাসপাতালের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে মসৃণ ও সুসংগঠিত রাখতেও সহায়তা করে। ওপিডি সেবার মান উন্নয়নের প্রধান উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে চিকিৎসক, কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে দলগত কাজকে শক্তিশালী করা এবং প্রতিটি রোগী যাতে আস্থা ও নিরাপত্তা অনুভব করে তা নিশ্চিত করা ।
অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম এর উপস্থাপনায় জোর দেওয়া হয়েছে যে, রোগীদের সেবা করা কেবল দায়িত্ব নয়, এটি একটি ইবাদত ও সওয়াবের কাজ। মু’জামুল আওসাতে একটি হাদিস অনুসারে, “মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সেই ব্যক্তি, যে মানুষের জন্য সবচেয়ে উপকারী”। তাই, কাজের মূল লক্ষ্য হবে মানুষের উপকারে আসা ।
চিকিৎসেবায় নিয়োজিত কর্মী ও মেডিকেল অফিসারদের ভূমিকা প্রসঙ্গে অধ্যাপক ডা. আলম উল্লেখ করেন, ওপিডি কর্মীদের ভূমিকা হলো রোগীর সাথে প্রথম যোগাযোগ স্থাপন করা এবং সঠিক নির্দেশনা দিয়ে বিভ্রান্তি কমানো । তাদের শৃঙ্খলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সহানুভূতি বজায় রাখা উচিত । মেডিকেল অফিসারদের পেশাদারিত্ব ও সততার মাধ্যমে উদাহরণ সৃষ্টি করতে হবে। তাদের সঠিক রোগ নির্ণয় ও সময়মতো চিকিৎসা প্রদান করা উচিত। এছাড়াও, তারা কর্মীদের নির্দেশনা দিয়ে সেবার কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করবেন ।
চ্যালেঞ্জ এবং সমাধান মাননীয় ভাইস চ্যান্সেলর বলেন, ওপিডি-তে রোগীর সংখ্যা বেশি এবং চাপমুক্ত সেবা প্রদানের প্রয়োজনীয়তা একটি বড় চ্যালেঞ্জ। এর সম্ভাব্য সমাধান হিসেবে, চিকিৎসক ও কর্মীদের মধ্যে সমন্বয় ও তথ্যের আদান-প্রদান উন্নত করা , সেবার কার্যকারিতা বাড়াতে প্রযুক্তি ও প্রশিক্ষণের ব্যবহার করা এবং শৃঙ্খলা ও সময়ানুবর্তিতা বজায় রাখা প্রয়োজন। তাঁর উপস্থাপনায় ‘সূরা তাওবা’ এর কথা উল্লেখ করে বলা হয়েছে যে, আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন এবং মুত্তাকীর একটি বৈশিষ্ট্য হলো দায়িত্ব সঠিকভাবে পালন করা ।
গুরুত্বপূর্ণ এই মতবিনিময়ে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, ফিজিক্যাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আব্দুস শাকুর, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দীন, চীফ এস্টেট অফিসার ডা. মোঃ এহতেশামুল হক তুহিন, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১ ডা. মোঃ রুহুল কুদ্দুস বিপ্লব, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জেবা উন নাহার (ডোনা), অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোহাম্মদ আবু নাছের, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. শরীফ মোঃ আরিফুল হক, মাননীয় উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-২ উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ লুৎফর রহমান, উপ-পরিচালক (হাসপাতাল) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
তথ্য সহায়তায়: ডা. জেবা উন নাহার (ডোনা)।
সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

https://www.dhakapost.com/health/388659
20/08/2025

https://www.dhakapost.com/health/388659

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগকে উৎকৃষ্ট চিকিৎসাসেবার মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্য....

বিএমইউতে ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিতজুলাই গণঅভ্যুত্থানে আহতদের ৮২.৫ শতাংশ বিষণœতায় ভুগছেন মাইলস্টোন ট্রাজেডি...
18/08/2025

বিএমইউতে ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের ৮২.৫ শতাংশ বিষণœতায় ভুগছেন
মাইলস্টোন ট্রাজেডির শিকার ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার উপর গুরুত্বারোপ

বাংলাদেশ মেডিক্যাল ইউনিভার্সিটি (বিএমইউ)তে ‘বিয়ন্ড দ্যা হেডলাইনস: মেন্টাল হেলথ কন্সিকোয়েন্সেস অফ দ্যা জুলাই আপরাইজং এন্ড মাইলস্টোন ট্র্যাজেডি (Beyond the headlines. Mental health consequences of the July uprising and milestone tragedy)’ শীর্ষক ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ আগস্ট ২০২৫ইং তারিখ সোমবার এ ব্লক অডিটোরিয়ামে ইউনিভার্সিটি সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির উদ্যোগে আয়োজিত এই সেমিনারে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে ৮২.৫ শতাংশ বিষণœতায় ভুগছেন এবং তীব্র আঘাত পরবর্তী মানসিক চাপে ভুগছেন ৬৪ শতাংশ মানুষ। আর মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত কারণে সৃষ্ট ট্রাজেডির শিকার ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও দ্রুত মানসিক স্বাস্থ্য সহায়তা প্রদানের উপর গুরুত্বারোপ করা হয়। গুরুত্বপূর্ণ এই সেমিনারে মূল্যবান বক্তব্য রাখেন বিএমইউ এর সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। গবেষণালব্ধ বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন মনোরোগ বিভাগের অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ ও সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শামসুল আহসান। সেন্ট্রাল সেমিনারে সভাপতিত্ব করেন সেন্ট্রাল সাব-কমিটির চেয়ারপারর্সন অধ্যাপক ডা. আফজালুন নেসা এবং সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডা. খালেদ মাহবুব মোর্শেদ মামুন।

সেমিনারে বিএমইউ এর সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপনকারী সম্মানিত বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষক দ্বয়কে ধন্যবাদ জানিয়ে বলেন, ট্রমা, ভায়ালেন্স, সেই সাথে মেন্টাল ইলনেস প্রতিরোধের জন্য পারিবারিক ও সামাজিক সচেতনতা প্রয়োজন। একই সাথে মানসিক স্বাস্থ্যকে অবহেলা না করে মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট সকলে আরো দায়িত্ববান ও যতœশীল হতে হবে।

বিএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের অধ্যাপক ডা. নাহিদ মাহজাবিন মোর্শেদ ‘ইম্প্যাক্ট অফ ট্রমা এ্যান্ড ভায়োলেন্স এমং চাইল্ড এ্যান্ড এডোলোসেন্ট পপুলেশন’ শীর্ষক বৈজ্ঞানিক উপস্থাপনায় উল্লেখ করেন, শৈশবের ট্রমা ও সহিংসতা শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে গভীর প্রভাব ফেলতে পারে। প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও দ্রুত মানসিক স্বাস্থ্য সহায়তা দিলে দীর্ঘমেয়াদী মানসিক রোগ ও আচরণগত সমস্যাগুলো প্রতিরোধ করা সম্ভব। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা শিশুর মানসিক অবস্থা মূল্যায়ন করেন, সাইকোলজিক্যাল ফাস্ট এইড প্রদান করেন, প্রমাণভিত্তিক থেরাপি প্রয়োগ করেন, প্রয়োজনে ওষুধ ও অন্যান্য চিকিৎসা ব্যবস্থা সমন্বয় করেন এবং পরিবার, শিক্ষক ও কমিউনিটিকে নিয়ে সমন্বিত সহায়তা ব্যবস্থা গড়ে তোলেন। প্রকৃতপক্ষে, সহানুভূতিশীল পরিবার, সচেতন শিক্ষক এবং নিরাপদ সমাজ একসাথে কাজ করলে শিশুদের মানসিক স্বাস্থ্যের জন্য শক্তিশালী সুরক্ষা তৈরি হয়। তিনি বলেন, অভিভাবক, শিক্ষক ও যতœদাতাদের আহ্বান জানাই শিশুর মানসিক কষ্ট বা পরিবর্তন লক্ষ করলে দেরি না করে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। দ্রুত হস্তক্ষেপ মানে ভবিষ্যতের জটিলতা প্রতিরোধ। মানসিক স্বাস্থ্য পেশাজীবীরা শুধু চিকিৎসকই নয়, তারা শিশুদের জন্য সহায়ক, পথপ্রদর্শক এবং ভবিষ্যৎ রক্ষাকারী।

বিএমইউ এর মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শামসুল আহসান ‘মেন্টাল হেলথ ইম্প্যাক্ট অফ ভায়োলেন্স এ্যান্ড ট্রমা’ শীর্ষক বৈজ্ঞানিক উপস্থাপনায় উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে বিএমইউ, নিটোর এবং এনআইইউ তে ভর্তি হওয়া ২১৭ জন রোগীর মাঝে বিষণœতার হার ৮২.৫ শতাংশ এবং পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা তীব্র আঘাত পরবর্তী মানসিক চাপে ভোগা মানুষের হার ৬৪ শতাংশ। তাদের মধ্যে অনেকই বিষণœতা ও তীব্র আঘাত পরবর্তী মানসিক চাপ এই উভয় সমস্যায় ভুগছেন। আহতদের মধ্যে যারা গ্রামীণ এলাকার রোগী তারা নিজেদেরকে বেশি ঝুঁকিপূর্ণ মনে করেন ও তারা অধিকমাত্রায় উদ্বিগ্ন। কারণ তাদের ধারণা যে, হাসপাতাল ছেড়ে যাওয়ার পরে তারা যথাযথ চিকিৎসাসেবা পাবেন না। সেই কারণে সার্বজনীন শারীরিক ও মানসিক চিকিৎসা ঢাকা ও ঢাকার বাইরে তৈরি করা জরুরি।

মাইলস্টোন ট্র্যাজেডি সম্পর্কে তিনি বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা ভুগছেন তাদের জন্য ইতোমধ্যে বিএমইউ, ডিএমসিএইচ, এনআইএমএইচ, সাজেদা ফাউন্ডেশন, ব্রাক এর সমন্বয়ে মানসিক স্বাস্থ্য টিম গঠন করা হয়েছে। এই বিশেষজ্ঞ টিম প্রাথমিক প্রতিরোধের উপর কাজ করবে, বিশেষ করে যাদের মানসিক স্বাস্থ্য সমস্যা হয় নি; তাদের যাতে মানসিক স্বাস্থ্য সমস্যা না হয়; সেদিকে মনোনিবেশ করবেন। এক্ষেত্রে কাউন্সিলিং, গ্রুপ সেশন ও প্রয়োজনে কিছু ওষুধ ব্যবহার করা যেতে পারে। আর যারা বার্ন ভিক্টিম, ইনজুরড তাদের মধ্যে মানসিক স্বাস্থ্যের অবস্থা নিরূপন করা ও চিকিৎসা দেয়া হবে। আর পূর্বে থেকেই যদি কারো মানসিক সমস্যা থাকে তাহলে সেটা যাতে আর বৃদ্ধি না পায় সেদিকে গুরুত্ব দেয়া। সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শামসুল আহসান আরো জানান, মাইলস্টোন ট্র্যাজেডিতে আক্রান্তদের মানসিক সহায়তার জন্য হটলাইনে সেবা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে এবং বিএমইউর ডাক্তাররাও এর অংশ। সবার ও সকল প্রচেষ্টার একটাই লক্ষ্য তা হলো মাইলস্টোন ট্র্যাজেডির শিকার ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকদের সাইকোথেরাপিসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা।
সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

https://dokhinersomoy.com/?p=85998
17/08/2025

https://dokhinersomoy.com/?p=85998

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেডিওথেরাপির চার্ট রাউন্ড চালু

https://www.dhakapost.com/health/380693
14/08/2025

https://www.dhakapost.com/health/380693

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগে চিকিৎসা নেওয়া এখন আরও সহজ। চলতি বছরের (২০২৫) শুরুতে হাসপ...

https://www.banglanews24.com/health/news/bd/1573825.details
14/08/2025

https://www.banglanews24.com/health/news/bd/1573825.details

রোগীদের ভোগান্তি দূর করতে রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু করেছে বাংলাদেশ মেড....

https://www.ntvbd.com/health/news-1603553
14/08/2025

https://www.ntvbd.com/health/news-1603553

রোগীদের ভোগান্তি দূর করতে ও ভিড় এড়াতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে ....

চিকিৎসাসেবার গুণগত মান রক্ষায় বাংলাদেশে প্রথমবার মতো ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে রেডিওথেরাপি এর চার্ট রাউন্ড চালু চিকিৎসা...
14/08/2025

চিকিৎসাসেবার গুণগত মান রক্ষায় বাংলাদেশে প্রথমবার মতো
ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে রেডিওথেরাপি এর চার্ট রাউন্ড চালু

চিকিৎসাসেবার গুণগত মান রক্ষায় বাংলাদেশে প্রথমবার মতো চালু হলো ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে রেডিওথেরাপি এর চার্ট রাউন্ড। রেডিওথেরাপি চিকিৎসার গুণগতমান নিশ্চিতকরণ, রোগীর নিরাপত্তা ও চিকিৎসার মান বৃদ্ধির লক্ষ্যে এই চার্ট রাউন্ড চালু করা হয়েছে। “চার্ট রাউন্ড” হলো নিয়মিত বৈঠক, যেখানে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা একসাথে বসে চিকিৎসা পরিকল্পনা পর্যালোচনা করেন। এতে শুরুতেই সম্ভাব্য ভুল ধরা যায়, প্রমাণভিত্তিক নিয়ম মেনে চলা হয় এবং চিকিৎসা আরও ভালো করার সুযোগ পাওয়া যায়। এখন থেকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগে প্রতিটি রেডিওথেরাপী রোগীর চিকিৎসা শুরু আগে ট্রিটমেন্ট প্ল্যানিং সম্পন্ন করতে নিয়মিত চার্ট রাউন্ডের মাধ্যমে ক্লিনিক্যাল অনকোলজিস্ট, মেডিক্যাল ফিজিসিস্ট ও টেকনোলজিস্টরা বসে যাচাই বাছাই করবেন। এই প্রক্রিয়ায় এতে দেশীয় ক্যান্সার বিশেষজ্ঞ, মেডিক্যাল ফিজিসিস্ট এবং বিদেশি বিশেষজ্ঞরা অনলাইনে যুক্ত হয়ে অংশ নেবেন।

আজ ১৪ আগস্ট ২০২৫ইং তারিখে এফ ব্লকে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ আয়েজিত এক অনুষ্ঠানে বিএমইউ এর মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম এর শুভ উদ্বোধন করেন। মাননীয় ভাইস-চ্যান্সেলর আশা প্রকাশ করেন বিএমইউ এর ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ বাংলাদেশে ক্যান্সারসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলোতেও জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিবে। অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, রেবোটিক রেডিওথেরাপী স্থাপন করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে। আগামীতে এই বিশ্ববিদ্যালয়ে বিএমইউ ক্যান্সার ইনস্টিটিউট স্থাপন ও প্রোটন থেরাপি স্থাপন ও চালু করা হবে। ক্যান্সার বিষয়ে শিক্ষা, গবেষণা ও সেবাসহ সকল ক্ষেত্রেই ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ বাংলাদেশে নেতৃত্ব দিবে।

ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন হোসেন বলেন, চার্ট রাউন্ড রোগীর চিকিৎসার গুণগত মান রক্ষায় সাহায্য করবে। তিনি জানান, রোগী ব্যবস্থাপনার মানোন্নয়ন, দলবদ্ধ চিকিৎসা নিশ্চিত করা, চিকিৎসা ত্রুটি হ্রাস করা, শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ, মেডিকেল নথি সঠিক ও আপডেট রাখা ইত্যাদিতে চার্ট রাউন্ডের অপরিসীম ভূমিকা রয়েছে। চার্ট রাউন্ড হলো রোগীসেবার মান উন্নয়নের একটি অপরিহার্য প্রক্রিয়া, যা চিকিৎসা ব্যবস্থাপনায় দলগত সমন্বয়, নির্ভুলতা এবং গুণগত মান নিশ্চিতে বিরাট ভূমিকা রাখে।


সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

রোগীদের ভোগান্তি দূর করতে বিএমইউর রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু দুর্ভোগ এড়িয়ে সিটি স...
14/08/2025

রোগীদের ভোগান্তি দূর করতে বিএমইউর রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগে
অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু

দুর্ভোগ এড়িয়ে সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে, কনট্রাস্ট এক্স-রে পরীক্ষা করানোর সুযোগ

প্রযুক্তির প্রয়োগে রেডিওলজি বিভাগকে এক নম্বর হতে হবে: অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম

রোগীদের ভোগান্তি দূর করতে ও ভিড় এড়াতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু করা হয়েছে। এরফলে রোগীদেরকে এখন আর সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে, কনট্রাস্ট এক্স-রে করানোর জন্য ভোর থেকে এসে লাইনে দাঁড়াতে হবে না। আজ বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ইং তারিখে এফ ব্লকের ৪র্থতলায় অনলাইনে এই অ্যাপয়েন্টমেন্ট সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে বিএমইউর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমইউর সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. হাবিবা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান।

অধ্যাপক ডা. হাবিনা খাতুন জানিয়েছেন, বর্তমানে রোগীরা রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগের মোট পরীক্ষার ৫০ শতাংশ অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং পর্যায়ক্রমে রোগীদের সুবিধা অনুযায়ী এটা ১০০ শতাংশে উন্নীত করা হবে।

আইসিটি সেলের পক্ষ থেকে জানানো হয়, প্রথমে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.bmu.ac-তে প্রবেশ করে অ্যাপয়েন্টমেন্ট মেন্যুতে ক্লিক করে পরবর্তীতে ‘ফর রেডিওলজি এ্যান্ড ইমেজিং’ এ ক্লিক করার পর অ্যাপয়েনন্টমেন্ট ফর্ম পূরণ করার পর চিকিৎসক এর পরামর্শ মোতাবেক তার প্রয়োজন অনুযায়ী সিটি স্ক্যান, এমআরআই, আল্ট্রাসনোগ্রাম, এক্স-রে, কনট্রাস্ট এক্স-রে পরীক্ষা-নিরীক্ষা করাতে পারবেন। রোগীরা পরবর্তী তিন কর্ম দিবস পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন।

উদ্বোধী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএমইউর মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শাহিনুল আলম বলেন, রেডিলজি এ্যান্ড ইমেজিং বিভাগকে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। এই বিভাগে সবচাইতে বেশি সর্বাধুনকি প্রযুক্তির প্রয়োগের সুযোগ রয়েছে। তাই প্রযুক্তির প্রয়োগে রেডিওলজি বিভাগকে এক নম্বর হতে হবে। রেডিলজি এ্যান্ড ইমেজিং বিভাগ এমন একটি বিভাগ যেখানে এর সম্প্রসারণের বড় ধরণের সুযোগ রয়েছে। আর এটা বাস্তবায়ন করতে পারলে রোগীরা উপকৃত হবেন। রেডিলজি এ্যান্ড ইমেজিং বিভাগে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সেবা চালু হওয়ায় রোগীদের দুর্ভোগ যেমন কমে আসবে আবার পরীক্ষা-নিরীক্ষাকে কেন্দ্র করে সৃষ্ট হওয়া কিছু কিছু অনাকাঙ্খিত, অনৈতিক বিষয়ও এড়ানো সম্ভব হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বিএমইউর সম্মানিত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর প্রধান তিনটি কাজ হলো গবেষণা, শিক্ষা ও চিকিৎসাসেবা। এরমধ্যে চিকিৎসাসেবার অংশ হিসেবে বহির্বিভাগে টিকেট সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার জন্য রশিদ সংগ্রহ করতে রোগীদের লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এই সমস্যা দূর করার জন্য ও রোগীদেরকে কিছুটা স্বস্তি দেয়ার জন্য বিএমইউ এর বর্তমান প্রশাসন অনলাইন সেবা কার্যক্রম চালু ও জোরদার করেছে।

মহতী এই আয়োজনে রেডিওলজি এ্যান্ড ইমেজিং বিভাগের সম্মানিত অধ্যাপক ডা. মোঃ মঈনুল আহসান, অধ্যাপক ডা. সৈয়দা নাজলী মোস্তফা, সহযোগী অধ্যাপক ডা. মাহমুদ হাসান মোস্তফা কামাল, সহযোগী অধ্যাপক ডা. এএসএম সাহিদুল হোসেন (বাবু), সহযোগী অধ্যাপক ডা. আখম আনোয়ার হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মোর্শেদা বেগম, সহযোগী অধ্যাপক ডা. মোঃ আলী কবির, সহযোগী অধ্যাপক ডা. জেরীন সুলতানা দীপা, সহযোগী অধ্যাপক ডা. তাহেরা সুলতানা, সহযোগী অধ্যাপক ডা. অনিন্দতা দত্ত, সহযোগী অধ্যাপক ডা. শাহনাজ চৌধুরী, সহকারী অধ্যাপক ডা. মোঃ মেনহাজুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. সেলিনা রহমান প্রমুখসহ উক্ত বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্টবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদনায়: ডা. সাইফুল আজম রঞ্জু। ছবি: মোঃ আরিফ খান। নিউজ: প্রশান্ত মজুমদার।

Address

Shahabag
Dhaka
1000

Opening Hours

Monday 08:00 - 14:30
Tuesday 08:00 - 14:30
Wednesday 08:00 - 14:30
Thursday 08:00 - 14:30
Saturday 08:00 - 14:30
Sunday 08:00 - 14:30

Telephone

+880255165760

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Medical University-BMU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bangladesh Medical University-BMU:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU)

Bangabandhu Sheikh Mujib Medical University (BSMMU) is the premier Postgraduate Medical Institution of the country. It bears the heritage to Institute of Postgraduate Medical Research (IPGMR) which was established in December 1965. In the year 1998 the Government converted IPGMR into a Medical University for expanding the facilities for higher medical education and research in the country. It has an enviable reputation for providing high quality postgraduate education in different specialties. The university has strong link with other professional bodies at home and abroad. The university is expanding rapidly and at present, the university has many departments equipped with modern technology for service, teaching and research. Besides education, the university plays the vital role of promoting research activities in various discipline of medicine. Since its inception, the university has also been delivering general and specialized clinical service as a tertiary level healthcare center.