Bangladesh Homeopathic Medical College and Hospital - BHMCH

Bangladesh Homeopathic Medical College and Hospital - BHMCH আমাদের অনুরোধ (BHMCH) -এর সকল

*** আমাদের অনুরোধ Bangladesh Homeopathic Medical College and Hospital (BHMCH) -এর সকল সাবেক এবং বর্তমান সকল হোমিওপ্যাথি শিক্ষার্থী, শিক্ষক, ডাক্তার এবং আগ্রহীদেরকে আমাদের করা এই সকল পেইজে লাইক দিয়ে এবং গ্রুপে যোগ দিয়ে, আর সেই সাথে হোমিওপ্যাথির বিভিন্ন বিষয় নিয়ে পোস্ট ও শেয়ার করার মাধ্যমে আমাদের সাথে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে।


*** "বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হা

সপাতাল- (BHMCH)" এর সকল সাবেক এবং বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, ডাক্তার এবং আগ্রহীদের জন্য করা আমাদের এই পেইজ এবং গ্রপের নাম ও লিন্ক।

পেইজ---
1// Bangladesh Homeopathic Medical College and Hospital - BHMCH
লিন্কঃ
https://www.facebook.com/1596480117240902
Or
https://www.facebook.com/pages/Bangladesh-Homeopathic-Medical-College-and-Hospital-BHMCH/1596480117240902


গ্রুপ----
2// Bangladesh Homeopathic Medical College and Hospital (BHMCH)
লিন্কঃ
https://www.facebook.com/groups/bhmchbd
Or
https://www.facebook.com/groups/1548096728765347



*** আমরা সকলেই যদি এই সকল পেইজে এবং গ্রুপে হোমিওপ্যাথি বিষয়ে নিজ নিজ জানা বিষয়গুলিকে পোস্ট আকারে দেই, অন্য কোথাও থাকা কোন গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি, তবে আমরা সকল হোমিওপ্যাথি শিক্ষার্থী, শিক্ষক এবং চিকিৎসকরা তো উপকৃত হবোই।
এর পাশাপাশি বাংলার সাধারণ মানুষদেরকেও উন্নত চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে তাদের আস্থা অর্জন করার সুযোগও অনেক বেড়ে যাবে।

বাংলার সাধারণ মানুষ এবং ভিন্নপন্থি চিকিৎসকদের মধ্যে হোমিওপ্যাথি সম্পর্কে যে সব নানা ধরণের ভ্রান্ত ধারণা রয়েছে, সেগুলিও দুর করা সম্ভব হবে।


জ্ঞান এমনই একটা জিনিস, যা বিতরণ এবং চর্চার মাধ্যমেই বৃদ্ধি পায় এবং সকলেই লাভবান হয়।
এর অন্যথা সকলের জন্যই ক্ষতিকর।

আমরা যদি হোমিওপ্যাথি সম্পর্কে নিজের অর্জিত জ্ঞান অন্যের সাথে শেয়ার না করি, তবে অন্যের দক্ষতার কমতি আমাদের উপরও নেতিবাচক প্রভাব অবশ্যই আনবে।
কারণ, অন্যের কাজের অসফলতার জন্যই সাধারণ মানুষদের মধ্যে হোমিওপ্যাথির উপর যেই সব ভ্রান্থ ধারণা এবং অনাস্থা জন্মাবে, সেটা আমাদের উপরও সয়ংক্রিয় ভাবে চলে আসবে।

একটি বাড়ি তৈরি করার সময় যেমন ইটের উপর ইট দেয়া হয়, তেমনি হোমিওপ্যাথি জ্ঞান ও চিকিৎসা প্রথাকে সমৃদ্ধ করার জন্য জ্ঞানের ইট একের পর এক সাজাতে হবে।

এই কাজ কারো একার পক্ষে সম্ভব নয়।
তাই আসুন, আমরা সকলে হোমিওপ্যাথি সম্পর্কে নিজের অর্জিত জ্ঞান অন্যের সাথে শেয়ার করি এবং নিজে ভালো চিকিৎসক হওয়ার সাথে সাথে অন্যকেও ভালো চিকিৎসক হওয়ার বিষয়ে সাহায্য করি।

আমি আপনাদের সকলের সহযোগীতা কামনা করছি।


*** আমাদের আরো একটি বিশেষ উদ্দেশ্যে হচ্ছে, ডাক্তারি ডিগ্রী নেয়ার ক্ষেত্রে আমরা সমস্ত শিক্ষার্থী একে অপরকে সার্বিক সাহাজ্য করবো এবং ভবিষ্যতে ডাক্তার হওয়ার পরেও পারস্পারিক যোগাযোগ রক্ষা করবো।

কাউকে পিছিয়ে রেখে কোন আদর্শই কখনোই সফল হতে পারেনা।

তাই, আমরা প্রত্যেকে মোরা পরের তরে।


*** আপনাদের সকলকে আমাদের পেইজে লাইক দেওয়া, গ্রুপে জয়েন করা এবং ফেসবুকে ফ্রেন্ড হিসেবে এ্যাড হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।


*** আমাদের ফেসবুকের নাম।------
Homeopathy Study
লিন্কঃ https://www.facebook.com/bhmchbd


*** আমাদের ইমেইল।----
E-mail:
dhmsbd2014@gmail.com

Facebook email:
bhmchbd@facebook.com
bhmchbd@groups.facebook.com
dhmsbd2014@groups.facebook.com


*** আমাদের করা সকল পেইজ এবং গ্রুপের নাম ও লিন্ক।-----

(ক) "বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল- (BHMCH)" এর সকল সাবেক এবং বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, ডাক্তার এবং আগ্রহীদের জন্য করা আমাদের এই পেইজ এবং গ্রপের নাম ও লিন্ক।

পেইজ---
1// Bangladesh Homeopathic Medical College and Hospital - BHMCH
লিন্কঃ
https://www.facebook.com/1596480117240902
Or
https://www.facebook.com/pages/Bangladesh-Homeopathic-Medical-College-and-Hospital-BHMCH/1596480117240902


গ্রুপ----
2// Bangladesh Homeopathic Medical College and Hospital (BHMCH)
লিন্কঃ
https://www.facebook.com/groups/bhmchbd
Or
https://www.facebook.com/groups/1548096728765347



(খ) যারা "বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল- (BHMCH)" থেকে DHMS করছেন এবং যাদের Batch 2014-2015, তাদের জন্য একটি স্পেশাল পেইজ ও গ্রুপ।

পেইজ---
3// Bangladesh Homeopathic Medical College and Hospital DHMS Batch 2014-2015

লিন্কঃ
https://www.facebook.com/325901737618543
Or
https://www.facebook.com/pages/DHMS-Batch-2014-2015/325901737618543


গ্রুপ----
4// Bangladesh Homeopathic Medical College and Hospital DHMS Batch 2014-2015

লিন্ক:
https://www.facebook.com/groups/dhmsbd2014
Or
https://www.facebook.com/groups/645384015570817



(গ) *** সারা বিশ্বের সকল বাংলাভাষী হোমিওপ্যাথি শিক্ষার্থী, শিক্ষক, ডাক্তার এবং সাধারণ মানুষদের জন্য আমাদের এই পেইজ এবং গ্রুপ।

পেইজ---
5// Homeopathy Study and Treatment of Bangladesh
লিন্কঃ https://www.facebook.com/1537907089801458

গ্রুপ----
6// Homeopathy Study and Treatment of Bangladesh

লিন্কঃ https://www.facebook.com/groups/734072570004312



*** ॥ ***
Thank you

Admin:
1// Muhammad Mahfuzur Rahman Sharif
(https://facebook.com/mahfuz08)

2// Zabon
(https://www.facebook.com/zibon.boss)

3// Jahid Hasan
(https://facebook.com/Jahid64.hasan)

4// Others Students

Student of DHMS (Diploma of Homeopathic Medicine and Surgery)
Year : 2014-2015
E-mail : dhmsbd2014@gmail.com


বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল- (BHMCH)
(সরকারী স্বীকৃতি প্রাপ্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনস্টিটিউয়েন্ট কলেজ)

Address :
হোল্ডিং - ৪৬/২, টেয়েনবি সার্কুলার রোড, ওয়ারি,
ঢাকা- ১০০০,
বাংলাদেশ।
Phone : +88029569747



*** হোমিওপ্যাথির জন্য অন্যান্য গুরুর্তপূর্ণ লিন্ক সমুহ।-----

1// Bangladesh Homeopathic Board (BHB)

Address :
Nikunja -2, Khilkhet,
Dhaka , Bangladesh

লিন্কঃ http://www.homoeopathicboardbd.org/


2//
লিন্কঃ

লিপিড প্রোফাইল টেস্ট: বিস্তারিত বিশ্লেষণলিপিড প্রোফাইল টেস্ট হল এক ধরনের রক্ত পরীক্ষা, যা রক্তে থাকা বিভিন্ন ধরণের চর্বি...
03/04/2025

লিপিড প্রোফাইল টেস্ট: বিস্তারিত বিশ্লেষণ

লিপিড প্রোফাইল টেস্ট হল এক ধরনের রক্ত পরীক্ষা, যা রক্তে থাকা বিভিন্ন ধরণের চর্বি বা লিপিডের মাত্রা নির্ধারণ করে। এই পরীক্ষাটি মূলত হৃদরোগ, স্ট্রোক এবং অন্যান্য কার্ডিওভাসকুলার সমস্যার ঝুঁকি মূল্যায়নের জন্য করা হয়।

---

লিপিড প্রোফাইল টেস্টের উপাদানসমূহ

লিপিড প্রোফাইল সাধারণত চারটি প্রধান উপাদান পরিমাপ করে:

১. টোটাল কোলেস্টেরল (Total Cholesterol)

এটি রক্তে মোট কোলেস্টেরলের পরিমাণ নির্দেশ করে।

উচ্চ মাত্রার কোলেস্টেরল হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে।

আদর্শ মাত্রা: ১২৫-২০০ mg/dL

২. এলডিএল (LDL - Low-Density Lipoprotein, "খারাপ" কোলেস্টেরল)

এটি ধমনীর দেয়ালে চর্বি জমার কারণ হতে পারে এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

উচ্চ মাত্রা থাকলে এটি ধমনী ব্লক করার সম্ভাবনা তৈরি করে।

আদর্শ মাত্রা: ১০০ mg/dL-এর নিচে (যদি হৃদরোগ ঝুঁকি থাকে, তবে ৭০ mg/dL-এর নিচে হওয়া ভালো)

৩. এইচডিএল (HDL - High-Density Lipoprotein, "ভালো" কোলেস্টেরল)

এটি "ভালো" কোলেস্টেরল হিসেবে পরিচিত, কারণ এটি ধমনী থেকে খারাপ কোলেস্টেরল সরিয়ে নেয়।

উচ্চ মাত্রার এইচডিএল হৃদরোগের ঝুঁকি কমায়।

আদর্শ মাত্রা: পুরুষদের জন্য ৪০ mg/dL-এর বেশি, মহিলাদের জন্য ৫০ mg/dL-এর বেশি।

৪. ট্রাইগ্লিসারাইড (Triglycerides)

এটি এক ধরনের চর্বি, যা শরীরে অতিরিক্ত ক্যালোরি জমা হওয়ার ফলে গঠিত হয়।

উচ্চ মাত্রার ট্রাইগ্লিসারাইড ডায়াবেটিস এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

আদর্শ মাত্রা: ১৫০ mg/dL-এর নিচে।

---

লিপিড প্রোফাইল টেস্ট কেন করা হয়?

এই পরীক্ষাটি করা হয়—
✔ হৃদরোগের ঝুঁকি নির্ধারণ করতে।
✔ উচ্চ কোলেস্টেরল থাকলে ওষুধ ও ডায়েটের কার্যকারিতা মূল্যায়ন করতে।
✔ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা স্থূলতা থাকলে লিপিড লেভেল পর্যবেক্ষণ করতে।

---

লিপিড প্রোফাইল টেস্ট করার পদ্ধতি

✔ সাধারণত এটি ফাস্টিং (৮-১২ ঘণ্টা না খেয়ে থাকা) অবস্থায় করা হয়, তবে কিছু ক্ষেত্রে ফাস্টিং বাধ্যতামূলক নয়।
✔ রক্তের নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে বিশ্লেষণ করা হয়।

---

লিপিড প্রোফাইলের ফলাফল বিশ্লেষণ

---

কিভাবে লিপিড লেভেল নিয়ন্ত্রণ করা যায়?

✔ স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মেনে চলা (কম চর্বিযুক্ত খাবার, বেশি শাক-সবজি ও ফল খাওয়া)।
✔ নিয়মিত ব্যায়াম করা।
✔ ধূমপান ও অ্যালকোহল পরিহার করা।
✔ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করা।

---

উপসংহার

লিপিড প্রোফাইল টেস্ট হৃদরোগের ঝুঁকি মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এটি আপনার কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড লেভেল সম্পর্কে পরিষ্কার ধারণা দেয়, যা স্বাস্থ্যকর জীবনযাত্রার পরিকল্পনায় সাহায্য করতে পারে। যদি পরীক্ষার ফলাফল অস্বাভাবিক হয়, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

রক্তের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে শরীরের বিভিন্ন অবস্থা ও রোগ নির্ণয় করা হয়। নিচে কিছু গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষার নাম এব...
03/04/2025

রক্তের বিভিন্ন পরীক্ষার মাধ্যমে শরীরের বিভিন্ন অবস্থা ও রোগ নির্ণয় করা হয়। নিচে কিছু গুরুত্বপূর্ণ রক্ত পরীক্ষার নাম এবং তাদের উদ্দেশ্য উল্লেখ করা হলো:

1. **সিবিসি (CBC - Complete Blood Count)**:
- উদ্দেশ্য: রক্তের লোহিত কণিকা, শ্বেত কণিকা এবং প্লেটলেটের সংখ্যা নির্ধারণ করা। এটি রক্তাল্পতা, সংক্রমণ বা অন্যান্য রক্তের সমস্যা সনাক্ত করতে ব্যবহৃত হয়।

2. **ব্লাড সুগার টেস্ট**:
- উদ্দেশ্য: ডায়াবেটিস নির্ণয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা পর্যবেক্ষণ করা। এটি ফাস্টিং, রেনডম বা HbA1c টেস্টের মাধ্যমে করা হয়।

3. **লিপিড প্রোফাইল টেস্ট**:
- উদ্দেশ্য: রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা নির্ধারণ করা। এটি হৃদরোগের ঝুঁকি মূল্যায়নে সাহায্য করে।

4. **বিলিরুবিন টেস্ট**:
- উদ্দেশ্য: জন্ডিস বা লিভারের সমস্যার সনাক্তকরণ।

5. **ইএসআর (ESR - Erythrocyte Sedimentation Rate)**:
- উদ্দেশ্য: শরীরে প্রদাহ বা সংক্রমণের উপস্থিতি নির্ধারণ।

6. **থাইরয়েড ফাংশন টেস্ট (TFT)**:
- উদ্দেশ্য: থাইরয়েড হরমোনের মাত্রা নির্ধারণ করে থাইরয়েডের কার্যকারিতা পরীক্ষা করা।

7. **রক্তের গ্রুপ নির্ধারণ**:
- উদ্দেশ্য: রক্তের গ্রুপ জানা, যা রক্তদান বা রক্তগ্রহণের সময় প্রয়োজন।

8. **ডি-ডাইমার টেস্ট**:
- উদ্দেশ্য: রক্ত জমাট বাঁধার সমস্যা সনাক্ত করা।

9. **সিআরপি (CRP - C-Reactive Protein)**:
- উদ্দেশ্য: প্রদাহ বা সংক্রমণের উপস্থিতি নির্ধারণ।

10. **ভিটামিন ও মিনারেল টেস্ট**:
- উদ্দেশ্য: শরীরে ভিটামিন বা খনিজের ঘাটতি নির্ধারণ।

11. **ফেরিটিন টেস্ট**:
- উদ্দেশ্য: শরীরে আয়রনের সঞ্চয়ের পরিমাণ নির্ধারণ। আয়রন ঘাটতিজনিত রক্তাল্পতা নির্ণয়ে সহায়ক।

12. **সিরাম ইলেক্ট্রোলাইট টেস্ট**:
- উদ্দেশ্য: রক্তের সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এবং বাইকার্বোনেট মাত্রা পরিমাপ। এটি শরীরের জল ও লবণের ভারসাম্য বুঝতে সাহায্য করে।

13. **ইনসুলিন টেস্ট**:
- উদ্দেশ্য: ইনসুলিন হরমোনের মাত্রা নির্ধারণ, যা ডায়াবেটিস এবং মেটাবলিক সিনড্রোম মূল্যায়নে ব্যবহৃত হয়।

14. **ট্রোপোনিন টেস্ট**:
- উদ্দেশ্য: হার্ট অ্যাটাক নির্ণয়ে ব্যবহৃত হয়। হৃদযন্ত্রের পেশীর ক্ষতি হলে রক্তে ট্রোপোনিনের মাত্রা বৃদ্ধি পায়।

15. **এলডিএইচ (LDH - Lactate Dehydrogenase) টেস্ট**:
- উদ্দেশ্য: কোষের ক্ষতিগ্রস্ত হওয়া বা টিস্যুতে আঘাতের উপস্থিতি নির্ধারণ।

16. **এএসটি এবং এএলটি (AST এবং ALT) টেস্ট**:
- উদ্দেশ্য: লিভারের কার্যক্ষমতা নির্ধারণ। লিভারের সমস্যা বা প্রদাহ নির্ণয়ে সহায়ক।

17. **গ্যাসট্রিন টেস্ট**:
- উদ্দেশ্য: হাইপো বা হাইপার এসিডিটি সমস্যা এবং পাকস্থলীর সমস্যার নির্ণয়ে ব্যবহৃত হয়।

18. **ক্যালসিয়াম টেস্ট**:
- উদ্দেশ্য: শরীরে ক্যালসিয়ামের মাত্রা পরিমাপ। হাড় এবং দাঁতের স্বাস্থ্য পর্যবেক্ষণে সহায়ক।

19. **ইমিউনোগ্লোবুলিন টেস্ট (IgG, IgA, IgM)**:
- উদ্দেশ্য: ইমিউন সিস্টেমের কার্যক্ষমতা নির্ধারণ এবং সংক্রমণ বা অটোইমিউন রোগ নির্ণয়।

20. **ফোলেট ও ভিটামিন B12 টেস্ট**:
- উদ্দেশ্য: রক্তাল্পতা বা স্নায়ুর সমস্যার কারণে ভিটামিনের ঘাটতি নির্ণয়।

21. **পিটি/আইএনআর (PT/INR - Prothrombin Time/International Normalized Ratio)**:
- উদ্দেশ্য: রক্ত জমাট বাঁধার সময় পরিমাপ এবং রক্তপাতের ঝুঁকি মূল্যায়ন।

22. **হেপাটাইটিস টেস্ট (HBsAg, Anti-HCV)**:
- উদ্দেশ্য: হেপাটাইটিস ভাইরাস দ্বারা সংক্রমণ নির্ধারণ।

এই পরীক্ষাগুলো রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

CBC এর পূর্ণরূপ:CBC (Complete Blood Count) বা সম্পূর্ণ রক্ত গণনা হলো একটি সাধারণ রক্ত পরীক্ষা, যা রক্তের বিভিন্ন উপাদান ...
03/04/2025

CBC এর পূর্ণরূপ:
CBC (Complete Blood Count) বা সম্পূর্ণ রক্ত গণনা হলো একটি সাধারণ রক্ত পরীক্ষা, যা রক্তের বিভিন্ন উপাদান বিশ্লেষণ করে।

CBC টেস্ট কী ও কেন করা হয়?
CBC টেস্ট রক্তে থাকা প্রধান তিনটি উপাদানের সংখ্যা ও গুণগত মান নির্ণয় করে:
রক্তকণিকা (Blood Cells)
হিমোগ্লোবিন (Hemoglobin)
হেমাটোক্রিট (Hematocrit)
এই টেস্ট সাধারণত সংক্রমণ, রক্তশূন্যতা (Anemia), রক্ত জমাট বাঁধার সমস্যা, প্রতিরোধ ক্ষমতার সমস্যা ইত্যাদি শনাক্ত করতে ব্যবহার করা হয়।

CBC রিপোর্টের উপাদান ও তাদের স্বাভাবিক মান
১. লোহিত রক্তকণিকা (RBC - Red Blood Cells)
কাজ: শরীরে অক্সিজেন পরিবহন করে।
স্বাভাবিক মান:
পুরুষ: 4.7 - 6.1 মিলিয়ন/মাইক্রোলিটার
নারী: 4.2 - 5.4 মিলিয়ন/মাইক্রোলিটার
শিশু: 4.1 - 5.5 মিলিয়ন/মাইক্রোলিটার
বেশি হলে: ডিহাইড্রেশন, হার্ট ডিজিজ, লাং ডিজিজ।
কম হলে: রক্তশূন্যতা (Anemia), পুষ্টিহীনতা, কিডনি রোগ।
২. শ্বেত রক্তকণিকা (WBC - White Blood Cells)
কাজ: সংক্রমণ প্রতিরোধ করে।
স্বাভাবিক মান: 4,500 - 11,000 কোষ/মাইক্রোলিটার
বেশি হলে: সংক্রমণ, প্রদাহ, লিউকেমিয়া।
কম হলে: ভাইরাস সংক্রমণ, হাড়ের মজ্জার সমস্যা।
৩. হিমোগ্লোবিন (Hb)
কাজ: অক্সিজেন বহন করে।
স্বাভাবিক মান:
পুরুষ: 13.8 - 17.2 g/dL
নারী: 12.1 - 15.1 g/dL
শিশু: 11 - 16 g/dL
কম হলে: রক্তশূন্যতা, অপুষ্টি।
বেশি হলে: ডিহাইড্রেশন, ফুসফুসের সমস্যা।
৪. প্লেটলেট (Platelets)
কাজ: রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে।
স্বাভাবিক মান: 150,000 - 450,000 কোষ/মাইক্রোলিটার
কম হলে: রক্তপাতের ঝুঁকি বাড়ে (ডেঙ্গু, লিভার সমস্যা)।
বেশি হলে: রক্ত জমাট বাঁধার সমস্যা (থ্রম্বোসিস)।
৫. হেমাটোক্রিট (HCT)
কাজ: রক্তের তরল ও কণিকার অনুপাত নির্ণয় করে।
স্বাভাবিক মান:
পুরুষ: 40.7 - 50.3%
নারী: 36.1 - 44.3%
কম হলে: রক্তশূন্যতা।
বেশি হলে: ডিহাইড্রেশন, হৃদরোগ।

CBC টেস্ট কেন প্রয়োজন?
✅ রক্তশূন্যতা (Anemia) সনাক্ত করতে ✅ সংক্রমণ (Infection) নির্ণয় করতে ✅ ইমিউন সিস্টেম দুর্বলতা চিহ্নিত করতে ✅ রক্তের সমস্যা যেমন লিউকেমিয়া ও ক্যান্সার চিহ্নিত করতে ✅ যেকোনো অস্ত্রোপচারের আগে রক্তের স্বাস্থ্য পরীক্ষা করতে

06/03/2025
হ্যানিম্যান এর আধুনিক ফটোগ্রাফি🥰
29/01/2025

হ্যানিম্যান এর আধুনিক ফটোগ্রাফি🥰

11/11/2023
04/09/2022

ডিএইচএমএস ২০২১ এর পরীক্ষা সময়িক ভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তী তে আবার রুটিন জানানো হবে। ধন্যবাদ

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Homeopathic Medical College and Hospital - BHMCH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bangladesh Homeopathic Medical College and Hospital - BHMCH:

Share

Category