11/02/2017
আমাদের নিকট অনেক রোগী আসে যাদের দুই দাঁতের মাঝখানে খাবার জমে দাতে ব্যাথাসহ নানাবিধ সমস্যা নিয়ে । সেই সব ক্ষেত্রে ডেন্টাল ফ্লস ব্যবহার করলে আর এই সমস্যা হওয়ার কথা না । তাই দুইবেলা ব্রাশ এর পাশাপাশি ফ্লস ব্যবহার অতীব জরুরী। ডেন্টাল ফ্লস ব্যবহারের নিয়ম ভিডিওতে দেয়া হল ।