29/06/2024
ইউটিআই প্রতিরোধ করবেন কীভাবে? (ইউরিনারি ট্র্যাক্ট ইনফেশন)
ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) হল এমন এক ধরনের সংক্রমণ, যা আপনার মূত্রনালীর যেকোনও অংশে হতে পারে। যেমন কিডনি, বৃক্কনালী, মূত্রাশয় এবং মূত্রনালী। এক্ষেত্রে সাধারণত প্রস্রাবের সময়, তার আগে ও পরে জ্বালাপোড়ার অনুভূতি হয়। এর পাশাপাশি ঘন ঘন প্রস্রাবের তাগিদও বোধ হয়।
✅দেহ থেকে টক্সিন বের করতে পর্যাপ্ত পরিমাণে জল পান করুন
✅দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখবেন না
✅ভিটামিন সি সমৃদ্ধ খাবার খান যেমন ক্র্যানবেরি, আমলকি, টক জাতীয় ফল ইত্যাদি
✅প্রাকৃতিক প্রোবায়োটিক নিন যেমন দই, ঘোল ইত্যাদি
✅অ্যালকোহল, চা ও কফি এড়িয়ে চলুন
✅ব্লাড সুগার কঠোর নিয়ন্ত্রণে রাখুন
✅পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলুন
ইউরোলজিক্যাল সমস্যায় চিকিৎসা নিন সুস্থ থাকুন।
ইউরোলজী বিশেষজ্ঞ ও সার্জন
ডা. মোঃ সাজজাদ হোসেন (ইউরোলজিস্ট)
এমবিবিএস, এফসিপিএস,(ইউরোলজি)
এমএস (ইউরোলজি), এফএসিএস (ইউএসএ)
সহকারী অধ্যাপক ও হেড
ইউরোলজি বিভাগ ডেলটা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।
🏥চেম্বার:- সকাল
ডেলটা মেডিকেল কলেজ ও হাসপাতাল।
মিরপুর-১,ঢাকা
🕐রোগী দেখার সময় : সকাল ৮.৩০ থেকে বিকাল ২.০০ টা।
শুক্রবার ও সরকারী ছুটির দিন বন্ধ ।
📞সিরিয়াল নিতে - ০১৩০১- ২৫৪৯২৪
🏥চেম্বার: - বিকাল
ইনসাফ বারাকা কিডনী এন্ড জেনারেল হাসপাতাল
মগবাজার, ঢাকা
🕐রোগী দেখার সময়: দুপুর -৩ টা থেকে বিকাল- ৫.০০ টা পর্যন্ত।
📞সিরিয়াল নিতে - ০১৪০৭-৬৯৬৪৯৩
০১৭৭৬১৯৮৮৯৫
* বৃহস্পতিবার ও শুক্রবার বন্ধ
🏥চেম্বারঃ- ঢাকার বাইরে
লক্ষ্মীপুর জেলা- (শুধুমাত্র শুক্রবার)
সেতুবন্ধন ডায়াগনস্টিক সেন্টার
🕐রোগী দেখার সময় : সকাল ৮:৩০ হইতে বিকাল ৩ টা পর্যন্ত।
📞সিরিয়াল নিতে - ০১৭০০- ৬৫০৭৫৩
🏥ফেয়ার হসপিটাল, লক্ষ্মীপুর
🕐রোগী দেখার সময়: বিকাল ৩.৩০ হইতে রাত ৮ টা পর্যন্ত।
📞সিরিয়াল নিতে - ০১৬২৮-৯০৮৫৯৩
সেবা নিন, কিডনি ভাল রেখে সুস্থ থাকুন ।
স্বাস্থ্য সম্পর্কিত যে কোন তর্থ্য পেতে আমাদের পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন।
আপনাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ।