Ahmed Aoushadhalaya & Departmental Store

Ahmed Aoushadhalaya & Departmental Store We ensure all kinds of local & foreign medicine.

17/04/2022
05/09/2021
মাসাফির, স্টার জুস, নিউট্রিলাইফ, লাটিনা জুস প্রতিটি অনুষ্ঠানে উপভোগ করার জন্য স্বাস্থ্যকর ফলের মিশ্রণের একটি সমৃদ্ধ এবং ...
11/05/2021

মাসাফির, স্টার জুস, নিউট্রিলাইফ, লাটিনা জুস প্রতিটি অনুষ্ঠানে উপভোগ করার জন্য স্বাস্থ্যকর ফলের মিশ্রণের একটি সমৃদ্ধ এবং প্রাকৃতিক অভিজ্ঞতা সরবরাহ করে।

তাদের অনন্য এবং স্বাদযুক্ত স্বাদ এবং উপভোগ্য টেক্সচার নিখুঁত ফলের রস পান করার অভিজ্ঞতা অর্জন করতে আমরা আপনাকে স্বাগত জানাই আমাদের সুস্বাদু রসের পরিবার আহম্মেদ ঔষধালয় ও ডিপার্টমেন্টাল স্টোর ঘুরে আসার জন্য।

যেকোন সময়ে অর্ডার করুন আমাদের পেইজে, যথা সময়ে আমরা পৌঁছে দিবো আপনার কাছে।

যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন:- 01724-935430, 01772-241401

আপনার প্রয়োজনীয় ইনসুলিন শেষ!বাসার সবাই কাজে ব্যস্ত! চিন্তার কোন কারন নেই।এখনি অর্ডার করুন আমাদের পেইজে, যথা সময়ে আমরা পৌ...
05/05/2021

আপনার প্রয়োজনীয় ইনসুলিন শেষ!
বাসার সবাই কাজে ব্যস্ত! চিন্তার কোন কারন নেই।

এখনি অর্ডার করুন আমাদের পেইজে, যথা সময়ে আমরা পৌঁছে দিবো আপনার কাছে। আমাদের কাছে ইনসুলিন সহ ডায়াবেটিস এর দেশী-বিদেশী সকল প্রকার মেডিসিন পাওয়া যায়।

আপনার সেবায় আহম্মেদ ঔষধালয় ও ডিপার্টমেন্টাল স্টোর সর্বদা নিয়জিত।

যেকোন প্রয়োজনে যোগাযোগ করুন:- 01724-935430, 01772-241401

সকল প্রকার দেশী-বিদেশী মধু রয়েছে আমাদের কাছে। আপনার প্রয়োজনে অর্ডার করতে পারেন আমাদের পেইজে:-আমাদের দৈনন্দিন খাবারের মধ্...
03/05/2021

সকল প্রকার দেশী-বিদেশী মধু রয়েছে আমাদের কাছে। আপনার প্রয়োজনে অর্ডার করতে পারেন আমাদের পেইজে:-

আমাদের দৈনন্দিন খাবারের মধ্যে মধু একটি অপরিহার্য খাবার।
যেমন:-

শক্তি প্রদায়ী : মধু ভালো শক্তি প্রদায়ী খাদ্য। তাপ ও শক্তির ভালো উৎস। মধু দেহে তাপ ও শক্তি জুগিয়ে শরীরকে সুস্থ রাখে।

হজমে সহায়তা: কারণ, এতে যে ডেক্সট্রিন থাকে, তা সরাসরি রক্তে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে ক্রিয়া করে।

কোষ্ঠকাঠিন্য দূর করে: মধুতে রয়েছে ভিটামিন বি-কমপ্লেক্স। এটি ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দূর করে।

রক্তশূন্যতায়: মধু রক্তের হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে বলে এটি রক্তশূন্যতায় বেশ ফলদায়ক।

অনিদ্রায়: মধু অনিদ্রার ভালো ওষুধ। রাতে শোয়ার আগে এক গ্লাস পানির সঙ্গে দুই চা–চামচ মধু মিশিয়ে খেলে এটি গভীর ঘুম ও সম্মোহনের কাজ করে।

পাকস্থলীর সুস্থতায়: এর ব্যবহার হাইড্রোক্রলিক অ্যাসিড ক্ষরণ কমিয়ে দেয় বলে অরুচি, বমিভাব, বুকজ্বালা এগুলো দূর করা সম্ভব হয়।

পানিশূন্যতায়: ডায়রিয়া হলে এক লিটার পানিতে ৫০ মিলিলিটার মধু মিশিয়ে খেলে দেহে পানিশূন্যতা রোধ করা যায়।

দৃষ্টিশক্তি বাড়াতে: চোখের জন্য ভালো। গাজরের রসের সঙ্গে মধু মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি বাড়ে।

রূপচর্চায়: মেয়েদের রূপচর্চার ক্ষেত্রে মাস্ক হিসেবে মধুর ব্যবহার বেশ জনপ্রিয়। মুখের ত্বকের মসৃণতা বৃদ্ধির জন্যও মধু ব্যবহৃত হয়।

ওজন কমাতে: মধুতে নেই কোনো চর্বি। পেট পরিষ্কার করে, চর্বি কমায়, ফলে ওজন কমে।

গলার স্বর: গলার স্বর সুন্দর ও মধুর করে।

তারুণ্য বজায় রাখতে: তারুণ্য বজায় রাখতে মধুর ভূমিকা অপরিহার্য। এটি অ্যান্টি–অক্সিডেন্ট, যা ত্বকের রং ও ত্বক সুন্দর করে। ত্বকের ভাঁজ পড়া ও বুড়িয়ে যাওয়া রোধ করে। শরীরের সামগ্রিক শক্তি ও তারুণ্য বাড়ায়।

রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করতে: এতে রয়েছে ভিটামিন বি-কমপ্লেক্স, যা রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করে।

রক্ত উৎপাদনে সহায়তা: রক্ত উৎপাদনকারী উপকরণ আয়রন রয়েছে মধুতে।

রোগ প্রতিরোধশক্তি বাড়ায়: মধুতে আছে একধরনের ব্যাকটেরিয়া প্রতিরোধকারী উপাদান, যা অনাকাঙ্ক্ষিত সংক্রমণ থেকে দেহকে রক্ষা করে।

বর্তমান লকডাউনে যতটা বাসায় অবস্থান করা যায় ততটাই ভাল। আর করোনা সংক্রমনের এই সময়ে আপনার দরকারি ওষুধ দ্রুত সময়ে পৌঁছে দেবা...
01/05/2021

বর্তমান লকডাউনে যতটা বাসায় অবস্থান করা যায় ততটাই ভাল। আর করোনা সংক্রমনের এই সময়ে আপনার দরকারি ওষুধ দ্রুত সময়ে পৌঁছে দেবার দায়িত্ব আমাদের।

মেডিসিন হোম ডেলিভারি পেতে আপনাকে করতে হবে না পেমেন্ট কিভাবে করবেন তা নিয়ে দুশ্চিন্তা অথবা প্রয়োজনীয় মেডিসিন পাবেন কিনা সেটি নিয়ে অহেতুক ভাবনা।

সকল প্রকার দেশী ও বিদেশী মেডিসিন পাবেন আমাদের কাছে। আপনার পুরো মাসের মেডিসিন একসাথেই নিতে পারেন আমাদের কাছ থেকে। শুধু আমাদেরকে আপনার প্রেসক্রিপশন এর ছবি পাঁঠিয়ে দিন এবং আমরা পৌঁছে যাব আপনার দোরগোড়ায় ।

প্রয়োজনে কল করুনঃ 01724935430, 01772241401

In this Ramadan we have prepared 1000+ Gourmet Filled Stuffed Dates for our valued customers. To celebrate this special ...
30/04/2021

In this Ramadan we have prepared 1000+ Gourmet Filled Stuffed Dates for our valued customers.

To celebrate this special occasion we are launching Limited Edition "Chef's Premium Choice Flavours" gift pack at 1000 taka.

Golden Rose is the World's one of the best & popular Color Cosmetics Brand. The products are Dermatologically certified....
30/04/2021

Golden Rose is the World's one of the best & popular Color Cosmetics Brand. The products are Dermatologically certified.

We now have all the cosmetics of your choice.

Please like our page & post too...🥰
Thank You...

Address

19/2, North Dhanmondi, Pantha Path
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed Aoushadhalaya & Departmental Store posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram