
04/03/2018
নিয়মিত মধু খাই
সর্দি–কাশিতে মুক্তি পাই।।
শীত পেরিয়ে বসন্ত এসেছে। ঋতু পরিবর্তনের এই সময়টা আমাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। কিছু রোগের প্রকোপ বাড়ে। বাতাসে ধুলাবালি বেশি থাকে। গাছে গাছে ফুল ফোটে, নতুন পাতা আসে। তাই ফুলের রেণু বাতাসে ভেসে বেড়ায়। এসবের মাধ্যমে অ্যালার্জির প্রকোপ বেড়ে যেতে পারে। বিশেষত শিশু ও বয়স্ক ব্যক্তিদের শ্বাসতন্ত্রের রোগ এ মৌসুমে বাড়ে। এসবের মধ্যে সাধারণ সর্দি-কাশি খুব বেশি দেখা যায়।
এই সকল সমস্যার হাত দূর করতে প্রতিদিন সাকালে এবং রাতে এক চামচ করে মধু সেবন করতে পারেন।। আর সেই সেবন যদি হয় হালকা গরম পানি কিংবা কুসুম গরম দুধের সাথে, তাহলে আরো ভালো। নিয়মিত মধু সেবন করুন, সুস্থ থাকুন।।
👉 অরজিনলা সুন্দরবনের মধু পেতে যোগাযোগ করুন
SajhBela-সাঁঝবেলা / www.sajhbela.com
“মানের দিক থেকে সুন্দরবনের ৩প্রকারের মধু আছে, সর্বপ্রথম যে মধুটা কাটা হয় এবং সবচেয়ে ভালো ও সুস্বাদু মধু খলিশা ফুলের পদ্ম মধু, এরপরেই আছে গরান ও গর্জন ফুলের বালিহার মধু এবং মৌসুমের একেবারেই শেষে আসে কেওড়া ও গেওয়া ফুলের মধু।”
“খলিশা ফুলের পদ্ম মধুর চাহিদা বেশী থাকাই সবসময় এটা পাওয়া যায় না।”
অর্ডারের নিয়মঃ
আপনি আমাদের ওয়েবসাইট থেকে পণ্য কিনতে পারেন , অথবা আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিয়ে ও মোবাইলে কল দিয়ে অর্ডার দিতে পারবেন।
[ ফেসবুক পেজে অর্ডার দিতে আপনার নাম, পূর্ণাঙ্গ ঠিকানা, মোবাইল নাম্বার, কত কেজি, তা লিখে ফেসবুক পেজে মেসেজ পাঠাতে হবে ]
◆ আমাদের ওয়েব সাইট : www.sajhbela.com
◆ ফেসবুক পেজঃ www.facebook.com/esajhbela/
◆ মোবাইলঃ +8801873337771
[ যে কোন জেলাতে ডেলিভারি দেওয়া হয় ]
© SajhBela-সাঁঝবেলা
*শর্ত প্রযোজ্য।
নিয়মিত মধু খাই
সর্দি–কাশিতে মুক্তি পাই।।
শীত পেরিয়ে বসন্ত এসেছে। ঋতু পরিবর্তনের এই সময়টা আমাদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। কিছু রোগের প্রকোপ বাড়ে। বাতাসে ধুলাবালি বেশি থাকে। গাছে গাছে ফুল ফোটে, নতুন পাতা আসে। তাই ফুলের রেণু বাতাসে ভেসে বেড়ায়। এসবের মাধ্যমে অ্যালার্জির প্রকোপ বেড়ে যেতে পারে। বিশেষত শিশু ও বয়স্ক ব্যক্তিদের শ্বাসতন্ত্রের রোগ এ মৌসুমে বাড়ে। এসবের মধ্যে সাধারণ সর্দি-কাশি খুব বেশি দেখা যায়।
এই সকল সমস্যার হাত দূর করতে প্রতিদিন সাকালে এবং রাতে এক চামচ করে মধু সেবন করতে পারেন।। আর সেই সেবন যদি হয় হালকা গরম পানি কিংবা কুসুম গরম দুধের সাথে, তাহলে আরো ভালো। নিয়মিত মধু সেবন করুন, সুস্থ থাকুন।।
👉 অরজিনলা সুন্দরবনের মধু পেতে যোগাযোগ করুন
SajhBela-সাঁঝবেলা / www.sajhbela.com
“মানের দিক থেকে সুন্দরবনের ৩প্রকারের মধু আছে, সর্বপ্রথম যে মধুটা কাটা হয় এবং সবচেয়ে ভালো ও সুস্বাদু মধু খলিশা ফুলের পদ্ম মধু, এরপরেই আছে গরান ও গর্জন ফুলের বালিহার মধু এবং মৌসুমের একেবারেই শেষে আসে কেওড়া ও গেওয়া ফুলের মধু।”
“খলিশা ফুলের পদ্ম মধুর চাহিদা বেশী থাকাই সবসময় এটা পাওয়া যায় না।”
অর্ডারের নিয়মঃ
আপনি আমাদের ওয়েবসাইট থেকে পণ্য কিনতে পারেন , অথবা আমাদের ফেসবুক পেইজে মেসেজ দিয়ে ও মোবাইলে কল দিয়ে অর্ডার দিতে পারবেন।
[ ফেসবুক পেজে অর্ডার দিতে আপনার নাম, পূর্ণাঙ্গ ঠিকানা, মোবাইল নাম্বার, কত কেজি, তা লিখে ফেসবুক পেজে মেসেজ পাঠাতে হবে ]
◆ আমাদের ওয়েব সাইট : www.sajhbela.com
◆ ফেসবুক পেজঃ www.facebook.com/esajhbela/
◆ মোবাইলঃ +8801873337771
[ যে কোন জেলাতে ডেলিভারি দেওয়া হয় ]
© SajhBela-সাঁঝবেলা
*শর্ত প্রযোজ্য।