09/07/2025
"Without trained physiotherapists, robotic rehabilitation is nothing but automated chaos.” — Dr. R. F. Hoenig (Harvard Med)
জনাব Chief Adviser GOB ,
বাংলাদেশে স্বাস্থ্যখাতে প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। কিন্তু যেখানে মৌলিক কাঠামোই অনুপস্থিত, সেখানে উন্নত প্রযুক্তির আড়ালে বাস্তবতা আড়াল করাকে কি সংস্কার বা উন্নয়ন কোনটাই বলা যায়? হাসিনার উন্নয়নের মত করে আপনারাও আর সংস্কারের পট্টি আমজনতার চোখে বেধে প্রহসন কইরেন না।
সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় ৬২টি রোবোটিক রিহ্যাবিলিটেশন মেশিন কেনা হয়েছে, লক্ষ্য—প্যারালাইসিস, স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি ও অন্যান্য নিউরো-মাসকুলার রোগে আক্রান্তদের আধুনিক পুনর্বাসন চিকিৎসা দেওয়া।
কিন্তু বাস্তবতা কী?
একটি সহজ প্রশ্ন: রোবট চালাবে কে?
✅ এই রোবোটিক সিস্টেম ব্যবহার করতে হলে প্রয়োজন—
🔴 ব্যাচেলর বা মাস্টার্স ডিগ্রিপ্রাপ্ত ফিজিওথেরাপি চিকিৎসক,
🔴 যিনি মানব অঙ্গ-প্রত্যঙ্গের কাইনেমেটিক ও ফাংশনাল অ্যাসেসমেন্ট করতে জানেন
🔴 মাসল প্যালপেশন, জয়েন্ট ROM, স্প্যাস্টিসিটি, পেইন স্কেল, গেইট প্যাটার্ন জানেন
🔴 ফাংশনাল রিহ্যাব টার্গেট সম্পর্কে দক্ষ।
❌ অথচ বর্তমানে সরকারি হাসপাতাল বা প্রতিষ্ঠানগুলোতে একজনও ফিজিওথেরাপি চিকিৎসক নেই! নেই কোনো যথাযথ সম্মানজনক পোস্ট!!
রোবটিক প্রযুক্তি চালানোর দায়িত্ব দেওয়া হচ্ছে কাদের?
🔻 কিছু প্রতিষ্ঠান ৭-১৫ দিনের প্রশিক্ষণে কিছু প্যারামেডিক বা অন্য পেশার ব্যক্তিদের রোবট পরিচালনার প্রশিক্ষণ দিচ্ছে।
🔻 চিকিৎসার মূল নীতিমালার পরিপন্থীভাবে এমন অদক্ষ ব্যক্তি দিয়ে রোগী চালানো হলে
১। রোগীর অবস্থা আরও খারাপ হতে পারে।
২। রোবট নষ্ট হয়ে পড়বে,
৩। রোগীর আস্থা ও সরকারের বিপুল বিনিয়োগ দুই-ই হারিয়ে যাবে।
সরকারি স্বীকৃতি নেই, অথচ ৩৫০০+ দক্ষ জনবল বসে আছে!
বাংলাদেশে প্রতি বছর গড়ে ৫০০-এর বেশি ব্যাচেলর ডিগ্রিধারী ফিজিওথেরাপি চিকিৎসক তৈরি হচ্ছে (বিএসসি ইন ফিজিওথেরাপি – ৫ বছর মেয়াদি কোর্স)। বর্তমানে দেশে রয়েছে অন্তত ৩৫০০ দক্ষ ফিজিওথেরাপিস্ট, যাঁরা সরকারি স্বীকৃতি বা নিয়োগ না থাকায় বেকার বা প্রবাসমুখী হচ্ছেন।
🟡 অথচ ভারতে রয়েছে ২,০০,০০০+, চীনে ৩,৫০,০০০+, এবং মালয়েশিয়া ও শ্রীলঙ্কার মতো ছোট দেশেও ২০,০০০-এর বেশি নিবন্ধিত ফিজিওথেরাপিস্ট।
🟢 WHO’র মতে, প্রতি ১০,০০০ জন মানুষের জন্য ১ জন ফিজিওথেরাপিস্ট প্রয়োজন। বাংলাদেশে লাগবে প্রায় ২,৫০,০০০ জন, আমরা সেখানে এখনও ১% অবস্থানেও পৌঁছাইনি।
জনগণের জন্য কেন এটি গুরুত্বপূর্ণ?
দেশে প্রতি বছর প্রায় ৪ লক্ষ স্ট্রোক রোগী, ৭০,০০০+ রোড ট্রাফিক ইনজুরি,
২০,০০০+ স্পাইনাল কর্ড ইনজুরি, এবং ৫০,০০০+ শিশু সেরিব্রাল পালসিতে আক্রান্ত হয়।
এদের পুনর্বাসনের জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি, কন্টিনিউয়াস ও বিজ্ঞানসম্মত ফিজিওথেরাপি চিকিৎসা।
রোবটিক পদ্ধতি যুক্ত করলে এই চিকিৎসা আরও কার্যকর হবে, তবে তা তখনই সম্ভব যখন রোগী মূল্যায়ন ও পরিকল্পনার দায়িত্ব থাকবে দক্ষ ফিজিওথেরাপি চিকিৎসকের হাতে।
আমরা আমজনতা চাই বাস্তবায়নযোগ্য সমাধান—not শুধু প্রচার নামের উপহাস!
✅ আমাদের দাবিগুলো অত্যন্ত বাস্তবসম্মত:
1. ফিজিওথেরাপি চিকিৎসকদের স্বীকৃতি ও নিবন্ধন প্রদান।
→ আমাদের কাউন্সিল একটিভ করা ও চাকরি কাঠামো গঠন।
→ WHO ও WCPT-এর গাইডলাইন অনুসরণ।
2. সকল বিভাগীয় ও জেলা হাসপাতালে রিহ্যাবিলিটেশন ইউনিট স্থাপন।
→ ৯ম গ্রেডে ব্যাচেলর ডিগ্রিধারী ফিজিওথেরাপি চিকিৎসক নিয়োগ।
→ প্রতিটি মেডিকেল কলেজে পূর্ণাঙ্গ Physiotherapy বিভাগ।
3. রোবোটিক রিহ্যাবিলিটেশন কার্যক্রম পরিচালনার জন্য নির্দিষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত ফিজিওথেরাপিস্টদের অন্তর্ভুক্ত করা।
→ Clinical protocol, documentation, outcome measure দায়িত্ব ফিজিওথেরাপিস্টের।
4. "বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি" প্রকল্প বাস্তবায়ন।
→ উচ্চতর শিক্ষা ও রিসার্চে বিনিয়োগ।
আমরা প্রকৃত উন্নয়নই চাই, হাসিনার আমলের মত লোক দেখানো ‘ফুং ফাং’ না!
আধুনিক চিকিৎসা বিজ্ঞান ও প্রযুক্তির যুগে রোবট ব্যবহারে আপত্তি নেই।
আপত্তি তখনই, যখন এই উন্নত প্রযুক্তি অপেশাদার হাতে তুলে দিয়ে রোগীদের জীবন নিয়ে খেলা হয়।
🛑 এটা জনস্বার্থে প্রতারণা এবং অপরাধ।
"প্রযুক্তি তখনই সফল হবে, যখন তা সঠিক মানুষের হাতে থাকবে।
ফিজিওথেরাপি চিকিৎসকদের বাদ দিয়ে রোবটিক রিহ্যাবিলিটেশন অর্থহীন।
প্রকৃত উন্নয়ন চাইলে এদের স্বীকৃতি, নিয়োগ ও অংশগ্রহণ নিশ্চিত করুন।"
(একজন সচেতন ফিজিওথেরাপি চিকিৎসকের পক্ষ থেকে)
Collected