01/10/2025
উপলব্ধি!
১. এক -দেড় মাস পূর্বে আমার কাছের আত্মীয় হসপিটালে ভর্তি ছিলো আমাকে কল দিয়ে বললো যে, একটু আসার জন্য আজ ডা: আসবে উনাকে অপারেশন এর ব্যাপারে সিদ্ধান্ত জানাবে আজ, আমি ব্যাস্ততার কারণে সেদিন যেতে পারি নি। পরেরদিন গিয়েছি যেয়ে দেখি ব্যাগ ঘুছানো, জিজ্ঞেস করলাম কই যান, বললো আগেরদিন অন্য একজন এটেন্ডেন্সের সাথে ডা: এর কিছু ভুল বোঝাবোঝির কারণে ডা: রিলিজ দিয়ে দিয়েছে, অনেকবার সরি বলার পরও ডা: রা উনাকে রাখতে রাজী হয় নি। দীর্ঘদিন কষ্ট করে হসপিটালে ভর্তি থেকেও ফলাফল শূণ্য নিয়ে উনাদের ফিরতে হয়েছে।
২. দুইদিন আগে রাত ১.০ টার পরে একজন সাবেক কলিগ কল দিয়েছে ৩ বার সকালে ঘুম থেকে উঠার পর মোবাইল হাতে নিয়ে দেখলাম। কিছুক্ষণ পর অন্য আরেক কলিগের কাছে শুনলাম সে সাবেক কলিগের বাবা মারা গেসেন। পরে আমি কল দিয়ে শুনি উনাকে আমি বলেসিলাম সোহরাওয়ার্দী মেডিকেলে উনার বাবাকে ভর্তি করানোর জন্য, কিন্তু সেখানে নেওয়ার পর দালালের খপ্পরে পড়ে সামনের মুক্তিযোদ্ধা টাওয়ারে এক হসপিটালে নেয়, আইসিইউ তে ভর্তি লাগবে বলে। আধা বেলাতে উনার বিল আসে ৩৪ হাজার টাকা, আমি বললাম সেখানে নেওয়ার আগে আমাকে বলেন নি কেন? বলে যে স্যার সেজন্যই তো আপনাকে রাতে ৩ বার কল দিলাম। আমি সরি বলেছি, ঘুমে ছিলাম তাই রিসিভ করতে পারি নি!
রিসেন্ট ঘটা এই দুইটি ঘটনা আমাকে বারবার নাড়া দেয়, নিজেকে অপরাধী মনে হয়। যখন কোন ব্যাক্তি আমাদের কাছে সাহায্য চায়, আল্লাহই তাকে আমাদের কাছে পাঠান। আমরা হয়তো কোন না কোন কারণে আল্লাহর দেওয়া সে সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করি।
মানুষকে সাহায্য করতে পারলে আমার আত্মা তৃপ্ত হয়। ভেবে দেখি, মানুষের দোয়ায় হয়তো অনেক ছোট-বড় বিপদের হাত থেকে বেঁচে যাই।
আমি যেহেতু বাইকার, নিজেই সাক্ষী কতবার যে বড় বিপদ থেকে বেঁচেছি।
মাঝেমধ্যে দোয়া করি আল্লাহ আমাকে আরো বেশি বেশি সামর্থ্য দিক মানুষকে সাহায্য করার। আমিন।