Adarsha Ahsania Mission Blood Bank

Adarsha Ahsania Mission Blood Bank স্বেচ্ছায় রক্ত দান করুন, জীবন বাঁচান। রক্ত দানে এগিয়ে আসুন। স্বেচ্ছায় রক্ত দান করতে চাইলে নিচের ফর্মটি পূরণ করুন। http://goo.gl/forms/T7XyYC1y4l

27/03/2021

আজকে জরুরি দুই ব্যাগ O (+ve) ও পজিটিভ রক্তের প্রয়োজন
স্থান: পঙ্গু হাসপাতাল
যোগাযোগ: +8801929620323 (আমার বন্ধু ওবায়দুল)

05/08/2019

রক্তের গ্রুপ বি পজিটিভ (B+ve) ডেংগু রোগী, প্লাটিলেট কাউন্ট অনেক কমে গেছে। নাক মুখ দিয়ে রক্ত পড়ছে। আজকেই রক্ত লাগবে।

রোগী মসজিদের খাদেমের স্ত্রী। খুব দরিদ্র।

রোগীর নাম: আয়শা সিদ্দিকা
মেডিকেল কলেজ ফর উইমেন এন্ড হসপিটাল
প্লট নং ৪, রোডঃ ৯, সেক্টর-১, উত্তরা
৪র্থ তলা, ডেঙ্গু ওয়ার্ড
+8801994614448
+8801912439456 রোগীর ভাই

প্লিজ বিপদে এগিয়ে আসুন, নিশ্চয় আল্লাহ সুবহানা তায়ালা আপনাকে উত্তম প্রতিদান দেবেন।

17/07/2019

#জরুরী ১৭/০৭/২০১৯
এক ব্যাগ েটিপ (O+) রক্ত প্রয়োজন।
যোগাযোগ Shakil Ahmed ভাই।
০১৯২৫ ৭২৭ ৬৫১

09/04/2019

#জরুরী
BIRDEM HOSPITAL
ঢকা বারডেম হাসপাতাল
একজন মুমূর্ষ রুগীর জন্য জরুরী ভিত্তিতে আগামি কাল ১০/০৪/১৯ তারিখের মধ্যে (বি পজেটিপ) B+
যোগাযোগ- ০১৭৪০৭৪২০৫৩ রাসেল।

নিজে দিতে না পারলেও কপি পেষ্ট শেয়ার করে রক্ত পেতে সহযোগিতা করুন।

08/06/2018


bloob (AB+)
required for Mr. Shah Wali Ullah.
CEO Bari Computer Systems.
He is admitted in ICU of Apollo Hospital Dhaka.
Mob- 01798577451 Washim.

ঢাকায় জাতীয় নাক কান গলা ইনিষ্টিটিউট এ ক্যান্সার আক্রান্ত (অপারেশনের রোগী) এক অসহায় বাবার জন্য মঙ্গলবার (০৩/০৪/১৮)  সেচ্ছ...
04/04/2018

ঢাকায় জাতীয় নাক কান গলা ইনিষ্টিটিউট এ ক্যান্সার আক্রান্ত (অপারেশনের রোগী) এক অসহায় বাবার জন্য মঙ্গলবার (০৩/০৪/১৮) সেচ্ছায় একব্যাগ B (+ve) রক্ত দান করেছেন আদর্শ আহ্ছানিয়া মিশন এর সদস্য, সেচ্ছাবেক Shakil Ahmed ভাই।
সবাই রুগী এবং রক্ত দাতার জন্য দোয়া করবেন।

26/11/2017

#হেল্প_প্লিজ
একজন বাবার অপারেশনের জন্য
্যাগ_এ_পজেটিপ (A+)রক্তের প্রয়োজন,
আজ ২৬/১১/২০১৭ সন্ধ্যার মধ্যে।
জিপি হাসপাতাল, ঢাকা।
যোগাযোগঃ ০১৭৭৭৭৭০৯৩০ হাসান- রুগীর ছেলে।
নিজে দিতে না পারলেও #কপি_পেষ্ট_শেয়ার করে রক্তদাতা খুজে পেতে সহযোগিতা করুন।

15/11/2017

সিজারের অপারেশনের জন্য আগামীকাল ( ১৬-১১-২০১৭ ইং) সকালের মধ্যে এক ব্যাগ B- বি-নেগেটিভ রক্ত প্রয়োজন। রক্তের অভাবে সিজার করানো যাচ্ছে না।
যোগাযোগঃ 01994580505 রোগীর স্বামী।
স্থানঃ সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।

রক্ত দান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ1. রক্ত দানের জন্য সর্বনিম্ন বয়স কত?--> আপনি ইচ্ছে করলে ১৮ বছর বয়স...
01/11/2017

রক্ত দান সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ

1. রক্ত দানের জন্য সর্বনিম্ন বয়স কত?
--> আপনি ইচ্ছে করলে ১৮ বছর বয়সের পর থেকেই রক্ত দান করতে পারেন।
[বিঃদ্রঃ কেউ যখন স্বেচ্ছায় নিজ রক্ত অন্য কারো স্বার্থে দান করে, তাকে রক্তদান বলে। এ কারণে রক্তদাতার অবশ্যই সম্মতির প্রয়োজন আছে এবং এর মাধ্যমে পূর্ণ বয়স্ক নয় (১৮ বছরের নিচে) এমন কারো রক্ত নেওয়া নিরুৎসাহিত করা হয়েছে। এখনকার সময়ে অবশ্য ১৭ বছর হলেই রক্ত দেওয়ার উপযুক্ত ধরা হয়।]
2. রক্ত দান কি নিরাপদ ?
--> রক্ত দান করা সম্পূর্ন নিরাপদ।
3. রক্ত দানের কি কোন সাইড এফেক্ট আছে ?
--> না রক্ত দানের কোন সাইড এফেক্ট নাই।
4. রক্ত দানে কতটুকু রক্ত নেওয়া হয় ?
--> আপনার শরীর থেকে প্রায় ৩৮০-৪০০মি.লি. রক্ত নেওয়া হয়।
5. কতদিন পর পর রক্ত দান করা যায় ?
-৩ মাস পর পর আপনি রক্ত দান করতে পারেন।
6. রক্ত দান করতে কত সময় লাগে ?
--> ৫ থেকে ৭ মিনিট, সর্বোচ্চ ১৫ মিনিট সময় লাগে। বিশ্রাম এবং অন্যান্য সময় ধরলে সব মিলিয়ে ১ ঘন্টা লাগতে পারে।
7. রক্ত দান করতে ব্যাথা লাগে কি?
--> জ্বী না। রক্ত দানের সময় আপনি ব্যথা পাবেন না।
8. রক্ত দানের ফলে আমি কি অজ্ঞান হয়ে পড়তে পারি ?
--> না অজ্ঞান হবার সম্ভাবনা নেই। তবে রক্ত দান করার পর অবশ্যই বিশ্রাম নিবেন।
9. কিভাবে রক্ত নেওয়া হয় ?
--> প্রথমে বাম হাত থেকে আধা সিরিজ রক্ত নেওয়া হয়, ক্রস ম্যাচিং ও অন্যান্য পরীক্ষা করার জন্য। তারপর আপনার ডান হাতের বাহুতে একটি সিরিঞ্জ দিয়ে রক্তটানার ব্যাবস্থা করা হয়। নিডিলটি ঢোকানোর সময় সামান্য ব্যথা লাগে। তারপর আর ব্যথা লাগবে না। আপনার রক্ত একটি নলের মাধ্যমে স্যালাইনের মত একটি ব্যাগে সহজেই জমা হয়ে যায়।
10. রক্ত দানের জন্য সর্বনিম্ন ওজন কতটুকু ?
--> এটা যদিও রক্তদাতার উচ্চতার ওপর নির্ভর করে তবে গড়পড়তায় একজন ব্যক্তি রক্ত দান করতে চাইলে তার ওজন ৪৭ কেজির বেশী হতে হবে।
11. রক্ত দানের পর আমার হাত ফুলে বা রক্ত জমাট বেঁধে বা ইনফেকশন হতে পারে কি?
--> হাতের যেখান থেকে রক্ত নেয়া হয়েছে সেখানে ম্যসেজ করবেন না। ফুলে যাওয়া, জমাট বাধা বা ইনফেকশনের সম্ভবনা নেই বললেই চলে।
12. এলকোহল (মদ) খাবার পর রক্ত দান করা যায় কি?
--> না। রক্ত দেবার আগের ২৪ ঘন্টার মধ্যে এলকোহল পান করলে রক্ত দান করা যাবে না। পান করার ২৪ ঘণ্টা পর রক্ত দিতে পারেন।
13. এন্টিবায়টিক ওষুধ খাওয়া অবস্থায় রক্ত দান করা যাবে কি ?
--> না। এন্টিবায়োটিক খাবার অন্তত ৭ দিন পর, সম্পূর্ণ সুস্থ হলে তারপর রক্ত দান করা যাবে।
14. ব্লাড প্রেশারের রোগী রক্ত দান করতে পারবেন কি?
--> হ্যাঁ। যদি আপনার রক্তচাপ নিয়ন্ত্রনে থাকে আপনি রক্ত দান করতে পারেন।
15. শিশু বুকের দুধ খায়, এ অবস্থায় রক্ত দান করা যাবে?
--> না। যখন শিশু শুধুমাত্র বুকের দুধ পান করে তখন রক্ত দান করা যাবে না।
16. শিশুর জন্মের কতদিন পর মা রক্ত-দান করতে পারেন?
--> শিশুর জন্মের ১৫ মাস পর মা রক্তদান করতে পারেন।
17. সর্দি লাগা/জ্বর থাকা অবস্থায় রক্ত দান করা যাবে?
--> ঠান্ডা বা সর্দি লাগা অবস্থায় যেহেতু একটি জীবানু সংক্রামন থাকে সেহেতু রক্ত দান
করা যাবে না।
18. জন্ম নিয়ন্ত্রন পিল খাবার সময় রক্ত দান করা যাবে কি?
--> হ্যা। জন্ম নিয়ন্ত্রন পিল খাবার সময় রক্ত দান করা যাবে।
19. ডায়বেটিক রোগী রক্ত দান করতে পারেন?
--> না। যে সমস্ত ডায়াবেটিক রোগী ইনসুলিন গ্রহন করেন তাদের রক্ত দান না করাই ভালো। তবে বিশেষ প্রয়োজনে তারা রক্ত দান করতে পারেন।
20. রোগের ভ্যাকসিন নেবার পর রক্ত দান করা যাবে?
--> না। ভ্যাকসিন নেবার অন্তত ৪ সপ্তাহ পর্যন্ত রক্ত দান করা যাবে না।
21. রক্ত দানের আগে আমার কি করা উচিত ?
--> আগের রাতে ভাল ভাবে ঘুমান। সকালে ভাল নাস্তা করুন। ক্যাফেইন যুক্ত পানীয় (চা, কফি)খাবেন না। বেশী চর্বিযুক্ত খাবার খাবেন না। পর্যাপ্ত পানি পান করুন।
22. রক্ত দানের সময় কি করা উচিত?
--> হাফ হাতা পোষাক পরুন। রিল্যাক্স থাকুন। রক্তদান শেষে পর্যাপ্ত বিশ্রাম নিন।
23. রক্ত দানের পর কি করা উচিত ?
--> রক্ত দানের পর পর্যাপ্ত তরল পান করুন অন্তত ৪ গ্লাস (স্যালাইন, ফলের রস)। ৫ ঘণ্টা পর্যন্ত ভারী কাজ করবেন না। মাথা ঘুরলে শুয়ে পড়ুন এবং (পায়ের নীচে একটি বালিশ দিয়ে) পা মাথার চেয়ে উচুতে রাখুন। দুশ্চিন্তা মুক্ত থাকুন। ধুমপান করবেন না ৫ ঘণ্টা।
সর্বপরি, নিয়মিত রক্ত দান করুন। অনেকে রক্ত দিতে দ্বিধায় ভোগেন। এর কারণ রক্তদানের পদ্ধতি ও পরবর্তী প্রভাব সম্পর্কে অজ্ঞতা ও অযথা ভীতি। প্রত্যেক সুস্থ ও প্রাপ্তবয়স্ক নর-নারী প্রতি তিন মাস অন্তর নিশ্চিন্তে ও নিরাপদে রক্তদান করতে পারেন। এতে স্বাস্থ্যে কোনো ক্ষতিকর প্রভাব তো পরেই না বরং নিয়মিত রক্তদানের বেশ কিছু সুবিধা রয়েছে। যেমনঃ
* স্ক্রিনিংয়ের কারণে দাতা জানতে পারেন তিনি কোনো সংক্রামক রোগে ভুগছেন কি না।
* নিয়মিত রক্তদাতার হার্ট ভাল থাকে।
* নিয়মিত রক্তদানে রক্তে কোলেস্টেরলের মাত্রা কমে যায়। ফলে দাতার হার্ট অ্যাটাক, স্ট্রোক, উচ্চ রক্তচাপ ইত্যাদির ঝুঁকি কমে যায়।
* নিয়মিত রক্তদানে দাতার শরীরের কিছু ভালো পরিবর্তন সাধিত হয়। কোনো দুর্ঘটনাজনিত কারণে দাতার শরীর থেকে কিছু রক্তপাত হলেও তার কোনো সমস্যা হয় না!
* শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।
* কোনো সেন্টারে একবার রক্তদান করলে ওই সেন্টার দাতার প্রয়োজনে যেকোনো সময় রক্ত সরবরাহ করে থাকে।
* রক্তদানের মাধ্যমে মানুষের প্রতি মানুষের মমত্ববোধ বাড়ে।
* ধর্মীয়ভাবেও এটি একটি প্রশংসনীয় দান।
কাজেই, নিজের বিপদের সময় রক্ত পাবার জন্য অন্যের শরীরের নিজের রক্ত রিজার্ভ রাখুন!

ইন্টারনেট থেকে তথ্যগুলো সংগ্রহ করেছেন
নুসরাত জাহান সুইটি

29/09/2017

*** সকলের দৃষ্টি আকর্ষন করছি****
যদি কারো পরিচিত কেউ থাকে যে তার হাঁটূর উপরে অথবা নিচের দিকে পা কাটা অবস্হায় আছেন,তাকে অবশ্যই #পুঙ্গ হসপিটালের, #৩য় তলায় ( #শ্যামলি,, #ঢাকা)এসে যোগাযোগ করতে বলবেন।সেখানে #কৃত্রিম #পা লাগানো হবে।বিদেশ থেকে এক্সপার্টরা আসছেন।তারা ১৫ দিনের মত মতো থাকবেন।।যদি কারো পরিচিত জনের এই সমস্যা থেকে থাকে আজই চলে আসুন।যা #সম্পুর্ন #বিনামূল্যে সেবা প্রদান করা হবে।
#অক্টোবর এর #১৫ তারিখ পর্যন্ত চলবে উনাদের কার্যক্রম।
যোগাযোগ করুন যত দ্রুত সম্ভব।ধন্যবাদ।
একজন শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত মানুষ কে সহযোগীতা করতে এটা আপনাকে " #শেয়ার" করতেই হবে। আপনি অন্তত সঠিক ব্যক্তির কাছে পৌঁছাতে সবাইকে জানিয়ে দেয়ার কাজটি করুন....!
বিদ্রঃ শেয়ার বা কপি পেস্ট করে একজন শারীরিক প্রতিবন্ধকতাযুক্ত মানুষ কে সহযোগীতা করুন, আল্লাহ্‌ আপনার সহায় হবেন।

29/09/2017

#হেল্প_প্লিজ
জরুরী অপারেশনের রুগীর জন্য
একব্যাগ o+ ( েটিপ) রক্তের প্রয়োজন
আজ ২৯/০৯/২০১৭ সন্ধ্যার মধ্যে
পদ্মা জেনারেল হাসপাতাল ২৯০ সোনারগাঁও রোড, ঢাকা ১২০৫
যোগাযোগঃ ০১৯২৫ ৭২৭ ৬৫১ শাকিল রুগীর বন্ধু

Address

Dhaka
1361

Alerts

Be the first to know and let us send you an email when Adarsha Ahsania Mission Blood Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Adarsha Ahsania Mission Blood Bank:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram