30/04/2025
রক্ত দিয়ে জীবন বাঁচান এক মায়ের, সিজারের তারিখ ছিল আরো দের মাস পরে, কিন্ত হঠাৎই রক্তখরন শুরু হয় গতকাল থেকে, তাই জরুরি ভিত্তিতে তাকে গোপালগঞ্জ সদর(২৫০ বেঢ) হাসপাতালে স্থানান্তরিত করা হয়, আপাতত বাচ্চা এবং বাচ্চার মা সংক্রামুক্ত, ওনার এখন হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি আছেন এবং প্রয়োজনীয় কিছু টেস্ট করার পরে জানা যাবে যে আসলে তাদের অবস্থা কি? এবং ডাক্তার জরুরী ভিত্তিতে রক্ত সংগ্রহের কথা বলেছে কারণ যে কোন মুহূর্তে রোগীকে রক্ত দিতে হতে পারে এবং তাকে হয়তো আজকেই তার পূর্বনির্ধারিত ডেট এর আগেই সিজার করা হতে পারে, এখানে সব থেকে চ্যালেঞ্জিং বিষয় হল রোগীর পেটে সম্ভবত জমজ বাচ্চা ডাক্তার ধারণা করছেন, তাই চ্যালেঞ্জটা অনেক বড় রক্ত দিয়ে অবশ্যই আপনারা এই মানবিক সহায়তাটুকু করবেন
জরুরি ভিত্তিতে রক্তের প্রয়োজন,,,
💁রোগীর সমস্যা : প্রসব (সিজার)।
🔴রক্তের গ্রুপ: O+
💉রক্তের পরিমাণ: 1-2 ব্যাগ
📆রক্তদানেরতারিখঃ ৩০/০৪/২০২৫ (আজকে)
⌚রক্তদানের সময়: দুপুর ১ টায়
🏥রক্তদানের : গোপালগঞ্জ সদর(২৫০ বেঢ) হাসপাতাল।
☎যোগাযোগ: 01615449694