Primary treatment-প্রাথমিক চিকিৎসা

Primary treatment-প্রাথমিক চিকিৎসা চিকিৎসক দ্বারা পরিচালিত একটি চিকিৎসা সেবামূলক পেইজ।
(1)

চিকিৎসা বলতে শারীরিক (বা মানসিক) রোগ, বিকার বা বৈকল্যে আক্রান্ত কিংবা শারীরিক আঘাতপ্রাপ্ত রোগীর স্বাস্থ্যের অবস্থা উন্নতি করা, রোগের বিরুদ্ধে যুদ্ধ করা, কিংবা ভবিষ্যৎ রোগ প্রতিরোধ করার লক্ষ্যে প্রণালীবদ্ধ সেবা, শুশ্রূষা ও ব্যবস্থাপনাকে বোঝায়।

প্রাথমিক চিকিৎসা(Primary Treatment) বলতে বুঝায় নির্দিষ্ট কোন ব্যক্তির অক্ষমতা, ক্ষতিগ্রস্ততা বা আঘাতপ্রাপ্তির প্রেক্ষাপটে চিকিৎসা জ্ঞানের উপর নির্ভর করে স্থায়ী, অস্থায়ী এবং জরুরী চিকিৎসা পরামর্শ দেওয়া!

�আমাদের উদ্দেশ্যঃ
১)বাংলাদেশের দরিদ্রতম মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রদান লক্ষ্যে ভবিষ্যতে ফ্রি চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা!
২)সবসময় সঠিক চিকিৎসা পরামর্শ প্রদানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা।
৩)সবসময় জরুরী চিকিৎসা পরামর্শ প্রদানের মাধ্যমে সঠিক সেবা দেওয়া।
৪)কন্টেন্ট তৈরীর মাধ্যমে মানুষের মাঝে সঠিক চিকিৎসা ধারণা গড়ে তোলা।
৫)চর্ম ও যৌন সংক্রান্ত যেকোনো রোগের ফ্রি চিকিৎসা পরামর্শ দেওয়া।
৬)চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে থেকে চিকিৎসা পরামর্শ দেওয়া।

আমাদের পাশে থেকে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যেতে আপনার সহযোগিতা প্রার্থনা করছি।

ধন্যবাদ!
ডাঃএম জনী
প্রতিষ্ঠাতা

24/08/2025

৩ মাসের মধ্যে স'ন্তান হওয়ার ২টি টি'প'স | Get P r e g n a n t Fast

#গর্ভধারণ

Disclaimer: This content is for educational purposes only. It is not medical advice. For personalized guidance, always consult a qualified doctor or healthcare professional.

👉চিকিৎসা জেনে রাখুনযেটা দেখতে পাচ্ছেন সেটা একধরণের ভাই'রাল স্কিন ইনফে'কশন। হার্পিস জস্টার ভা'ইরাসের  কারণে হয়।গ্রাম বাংল...
23/08/2025

👉চিকিৎসা জেনে রাখুন
যেটা দেখতে পাচ্ছেন সেটা একধরণের ভাই'রাল স্কিন ইনফে'কশন।
হার্পিস জস্টার ভা'ইরাসের কারণে হয়।
গ্রাম বাংলায় বলে গান্ধী পোকা পা'দ দিয়েছে।

প্রধান বৈশিষ্ট্য:
১)সাধারণত একপাশের শরীর বা মুখে ফুসকুড়ি ওঠে।
২)ফুসকুড়ি ওঠার আগে আক্রান্ত জায়গায় জ্বা'লাপো'ড়া, ব্যথা বা চুলকানি হয়।
৩)ফুসকুড়ি পানিভরা ছোট ফোস্কার মতো হয়, পরে শুকিয়ে যায়।
৪)সবচেয়ে বেশি দেখা যায় বয়স্ক মানুষ বা ইমিউন সিস্টেম দুর্বল ব্যক্তিদের মধ্যে।

উপসর্গ:
১)তীব্র ব্যথা বা জ্বা'লাপো'ড়া (rash আসার আগেই শুরু হতে পারে)
২)ত্বকে লাল দাগ ও পানিভরা ফুসকুড়ি, যা সাধারণত শরীরের এক পাশেই হয়

চিকিৎসা:
১) ত্বক পরিষ্কার রাখা, ফুসকুড়ি না ফাটানো।
২)এন্টিভাইরাল মলম (Virux HC Cream ৩/৪ বার লাগাবেন আক্রান্ত স্থানে)
৩) ডাক্তারের পরামর্শে অ্যান্টিভাইরাল ওষুধ (যেমন: Acyclovir, Valaciclovir, Famciclovir) – যত তাড়াতাড়ি শুরু করা যায়, তত ভালো
👉ব্যথানাশক ওষুধ (NSAIDs বা প্রয়োজন হলে stronger pain management)

পুরুষ যত্নে আটকায় ,নিয়ন্ত্রনে নই! অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামাজিক মনোবিজ্ঞান বিভাগ (2021) বলছে, পুরুষরা যেসব সম্পর্কে ...
23/08/2025

পুরুষ যত্নে আটকায় ,নিয়ন্ত্রনে নই!

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সামাজিক মনোবিজ্ঞান বিভাগ (2021) বলছে, পুরুষরা যেসব সম্পর্কে মানসিক নিরাপত্তা, শ্রদ্ধা ও ব্যক্তিগত স্বাধীনতা পান, সেখানে তাদের আস্থা ও ভালোবাসা অনেক বেশি স্থায়ী হয়।

🐓 পোল্ট্রি মুরগির ওজন ও ক্ষতির দিক ⚠️ছোট পোল্ট্রি মুরগি (১ কেজির নিচে) সাধারণত অপুষ্ট হয়, ফলে মাংসে পুষ্টিগুণ কম থাকে এব...
22/08/2025

🐓 পোল্ট্রি মুরগির ওজন ও ক্ষতির দিক ⚠️

ছোট পোল্ট্রি মুরগি (১ কেজির নিচে) সাধারণত অপুষ্ট হয়, ফলে মাংসে পুষ্টিগুণ কম থাকে এবং খেলে শরীর প্রয়োজনীয় উপকার পায় না। আবার খুব বড় মুরগি (২ কেজির বেশি) দ্রুত বাড়ানোর জন্য অনেক সময় হরমোন, অতিরিক্ত খাবার বা ওষুধ ব্যবহার করা হয়। নিয়মিত খেলে হরমোনের ভারসাম্য নষ্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল এবং দীর্ঘমেয়াদে নানা স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে।

👌তাই নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য সবসময় মাঝারি আকারের (প্রায় ১.৫ কেজি) মুরগি বেছে নেওয়াই উত্তম।

21/08/2025

পাঙ্গাশ ও তেলাপিয়া মাছ নিয়মিত খেলে লিভার,কিডনি নষ্ট হওয়ার পাশাপাশি এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হওয়ার চান্স থাকে।
পাশাপাশি ডায়রিয়া ও পয়জনিং হওয়ার সম্ভাবনা আছে।
কারণ এতে প্রচুর পরিমাণ সিসা,ক্যাডমিয়াম,আর্সেনিক ও বিভিন্ন ক্ষতিকর উপাদান পাওয়া যাচ্ছে।

তাই নির্ভরযোগ্য চাষির কাছ থেকে মাছ কিনুন।
সোর্স কমেন্টে..

20/08/2025

পুরুষদের ব্যক্তিগত শ'ক্তি বাড়ানোর উপায় | Men Power Tips

#শক্তি

Disclaimer: This video is created for educational and informational purposes only. It is not intended as medical advice or a substitute for professional healthcare consultation. Always seek the guidance of a qualified doctor or healthcare provider regarding any medical condition, treatment, or health-related decisions. The creator of this content is not responsible for any consequences arising from the use of the information provided.

20/08/2025

পোল্ট্রি মুরগির ডিম নিয়মিত খেলে তা শরীরে হরমোনের ভারসাম্য নষ্ট করে, কিডনি-লিভারের ক্ষতি, স্থূলতা, ডায়াবেটিস এমনকি ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এছাড়া কোলেস্টেরলও দ্রুত বাড়তে পারে। তাই যতটা সম্ভব দেশি ডিম বেছে নেওয়া নিরাপদ।

রেফারেন্স কমেন্টে..

জান্নাতের পাখি হয়ে চলে গিয়েছে! গতকালকের ঘটনা বলি-বাবুটি ভালো ছিল হটাৎ বাবুর মা'র চিল্লাচিল্লিতে গিয়ে দেখি নীল (হাইপোক্স...
19/08/2025

জান্নাতের পাখি হয়ে চলে গিয়েছে!
গতকালকের ঘটনা বলি-
বাবুটি ভালো ছিল হটাৎ বাবুর মা'র চিল্লাচিল্লিতে গিয়ে দেখি নীল (হাইপোক্সিয়া) হয়ে গেছে!
কারণ জানতে চাইলে বাবুর স্বজনরা চুপ থাকে।
মনে হল তারা শশ্বাসরুদ্ধ(সম্ভবত) করেছিল আমার ধারণা।
বাবুটি জিহবা , ক্লেপ্ট কিছুই হয়নি!
হাত পা বাকা।
চোখ একটি অপরিপক্ক।
শেষমেষ বাবুটি আল্লাহর কাছে চলে গেলো।
যদিও গতকাল আমরা এই অবস্থা দেখে ছুটি দিয়েছিলাম।
আজকে খবর পেলাম আর নাই।

সব মা'দের অনুরোধ - গর্ভে সন্তান চাইলে আজকে থেকে ফলিক এসিড শুরু করুন।
গর্ভে সন্তান হওয়ার ৪ মাস পর অবশ্যই Anomaly Scan করিয়ে নিবেন।
বয়স্ক পিতা-মাতাদের প্রতিবন্ধী বাবুর হওয়ার চান্স তুলনামূলকভাবে বেশি থাকে।

ভালো থাকুন
আসুন সচেতনতা হই।

18/08/2025

বাবুর আত্নীয়রা মে*রে ফেলার পরামর্শ চাচ্ছে!

প্রতিবন্ধী বাচ্চা!
দুইদিন হল জন্মেছে!
এই ফুটফুটে জীবন্ত নবজাতকের কি ভুল ছিল?
প্রতিবন্ধকতায় কি তার জীবনের চরম ভুল?

এখানে এই নবজাতকের কোন ভুল নেই!
ভুল ছিল তার পিতামাতার।
প্রতিবন্ধী শিশুর জন্মের প্রধান কারণ হলো জেনেটিক সমস্যা, গর্ভাবস্থায় সংক্রমণ বা অপুষ্টি, এবং প্রসবের সময় জটিলতা।

আপনাদের কত বলি যে সন্তান চাইলে ৩ মাস আগে থেকে ফলিক এসিড খান। এতে প্রতিবন্ধী শিশু জন্মের চান্স ৬০-৭০% পর্যন্ত কমে যায়।
গর্ভবস্থায় মা'য়ের নিয়মিত চেকাপের পাশাপাশি ৪ মাস পর অবশ্যই Fetal Anomaly Scan করে দেখতে হবে শিশুটির কোন জন্মগত ত্রুটি হচ্ছে কি না।

ভালো থাকুন।
চলুন সচেতন হই!

17/08/2025

সন্তান না হওয়ার কারণ ও করণীয় | Infertility Causes & Solutions | গর্ভধারণ সমস্যা সমাধান



Disclaimer:
This video is created for educational and informational purposes only. It is not a substitute for professional medical advice, diagnosis, or treatment. Always seek the advice of a qualified doctor or healthcare provider regarding any medical condition or health concerns. Do not disregard professional medical advice or delay seeking it because of something you have watched in this video.

বাচ্চাটি জন্মগত ত্রুটি নিয়ে জন্ম হয়েছে।দুনিয়া আজ থেকে তার জন্য অত্যন্ত নি'ষ্ঠু'র'তার রাজ্য! সবাই তার পিতামাতা এবং তাকে ন...
16/08/2025

বাচ্চাটি জন্মগত ত্রুটি নিয়ে জন্ম হয়েছে।
দুনিয়া আজ থেকে তার জন্য অত্যন্ত নি'ষ্ঠু'র'তার রাজ্য!
সবাই তার পিতামাতা এবং তাকে নিয়ে মজা করবে!
কেউ তাকে প্রাপ্য সম্মান দিতে চাইবে না।
সবাই তাকে ঘৃণা ও খাটো করে দেখবে।
তার এই প্রতিবন্ধকতা নিয়ে বেচে থাকাকে এক ভয়ংকর ও আশ্চর্যের প্রতিক হিসেবে দেখবে।
সে প্রচন্ড কষ্টে হয়তো আল্লাহর কাছে এর থেকে মুক্তির উপায় খুজবে।

গর্ভে শিশুকে প্রতিবন্ধী হওয়া থেকে রক্ষা করতে মায়ের সচেতনতা খুব জরুরি। গর্ভধারণের আগে ফোলিক এসিড খাওয়া শুরু করতে হবে, কারণ এটি শিশুর মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড রক্ষা করে। গর্ভকালীন সময়ে সুষম খাবার খেতে হবে এবং ধূমপান, অ্যালকোহল ও মাদক থেকে দূরে থাকতে হবে। নিয়মিত ডাক্তার দেখানো ও প্রয়োজনীয় পরীক্ষা করলে সমস্যা আগেভাগে ধরা যায়। সংক্রমণ থেকে বাঁচতে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও প্রয়োজনীয় ভ্যাকসিন নেওয়া উচিত। পাশাপাশি ডায়াবেটিস, থাইরয়েড ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। মানসিক চাপ কমিয়ে শান্ত পরিবেশে থাকা শিশুর সুস্থতার জন্য সহায়ক।

আসুন সচেতনতা গড়ে তুলি 🙏

15/08/2025

৫টি লক্ষণ থাকলে সন্তান হবে না | Pregnancy Problem Symptoms



Disclaimer: The information provided in this video is for educational and awareness purposes only. It should not be considered as medical advice or a substitute for consultation with a qualified healthcare professional. Always seek the guidance of your doctor or other qualified health provider regarding any medical condition or treatment.

Address

ঢাকা, বাংলাদেশ
Dhaka
2030

Alerts

Be the first to know and let us send you an email when Primary treatment-প্রাথমিক চিকিৎসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Primary treatment-প্রাথমিক চিকিৎসা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram