Primary treatment-প্রাথমিক চিকিৎসা

Primary treatment-প্রাথমিক চিকিৎসা চিকিৎসক দ্বারা পরিচালিত একটি চিকিৎসা সেবামূলক পেইজ।

চিকিৎসা বলতে শারীরিক (বা মানসিক) রোগ, বিকার বা বৈকল্যে আক্রান্ত কিংবা শারীরিক আঘাতপ্রাপ্ত রোগীর স্বাস্থ্যের অবস্থা উন্নতি করা, রোগের বিরুদ্ধে যুদ্ধ করা, কিংবা ভবিষ্যৎ রোগ প্রতিরোধ করার লক্ষ্যে প্রণালীবদ্ধ সেবা, শুশ্রূষা ও ব্যবস্থাপনাকে বোঝায়।

প্রাথমিক চিকিৎসা(Primary Treatment) বলতে বুঝায় নির্দিষ্ট কোন ব্যক্তির অক্ষমতা, ক্ষতিগ্রস্ততা বা আঘাতপ্রাপ্তির প্রেক্ষাপটে চিকিৎসা জ্ঞানের উপর নির্ভর করে স্থায়ী, অস্থায়ী এবং জরুরী চিকিৎসা পরামর্শ দেওয়া!

�আমাদের উদ্দেশ্যঃ
১)বাংলাদেশের দরিদ্রতম মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা প্রদান লক্ষ্যে ভবিষ্যতে ফ্রি চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা!
২)সবসময় সঠিক চিকিৎসা পরামর্শ প্রদানের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা।
৩)সবসময় জরুরী চিকিৎসা পরামর্শ প্রদানের মাধ্যমে সঠিক সেবা দেওয়া।
৪)কন্টেন্ট তৈরীর মাধ্যমে মানুষের মাঝে সঠিক চিকিৎসা ধারণা গড়ে তোলা।
৫)চর্ম ও যৌন সংক্রান্ত যেকোনো রোগের ফ্রি চিকিৎসা পরামর্শ দেওয়া।
৬)চিকিৎসা বঞ্চিত মানুষের পাশে থেকে চিকিৎসা পরামর্শ দেওয়া।

আমাদের পাশে থেকে জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যেতে আপনার সহযোগিতা প্রার্থনা করছি।

ধন্যবাদ!
ডাঃএম জনী
প্রতিষ্ঠাতা

যারা সকালে নাস্তা করে না তাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতি হয় তাদের হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়।
09/12/2025

যারা সকালে নাস্তা করে না তাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতি হয় তাদের হরমোনের ভারসাম্য নষ্ট হয়ে যায়।

08/12/2025

দাদ/দাউদ/বিখাউজ দূর করার কার্যকরী মলম । Fungus cream



Disclaimer:
The information shared in this post is intended for general health awareness only. It is not medical advice, a diagnosis, or a recommendation for any specific treatment or medication. If you are experiencing skin irritation, fungal infection, or any similar symptoms, please consult a qualified dermatologist or healthcare professional. Avoid self-medication and seek proper medical guidance for safe and effective care.

সারাদিন শুধু এক গ্লাস পেপে জুসেই ছিলাম।পকেটভর্তি টাকা থাকলেও যেন ক্ষুধা-পিপাসা সব হারিয়ে গিয়েছিল। সকাল ১০টায় বাবাকে অপার...
08/12/2025

সারাদিন শুধু এক গ্লাস পেপে জুসেই ছিলাম।
পকেটভর্তি টাকা থাকলেও যেন ক্ষুধা-পিপাসা সব হারিয়ে গিয়েছিল। সকাল ১০টায় বাবাকে অপারেশনে দিয়ে এসেছিলাম, আর সন্ধ্যা ৬:৩০-এ সার্জনের মুখে “সাকসেস” শব্দটা শুনে বুকটা হালকা হলো তবে জ্ঞান ফিরতে ৬/৮ ঘন্টা লাগতে পারে।
সারাটারাত ছটফট করে কেটেছে।ভোড় ৬ টায় আইসিইউ এর সামনে গেলাম ৯ টায় ব্রিফ করলো বাবার জ্ঞান ফিরেছে কিছুটা শংকামুক্ত তবে আরও ৪৮ ঘন্টা অভজারভেশন দরকার।

পিতা-মাতা এক অমূল্য সম্পদ।
তাদের যত্ন নিন।
যখন থাকবে না দুনিয়ায় তখন বুঝবেন দুনিয়ায় আপনার পক্ষে কথা বলার মানুষ আর নেই!

08/12/2025

আলহামদুলিল্লাহ!!
বাবার জ্ঞান ফিরেছে।
আরও কিছু ঝুঁকি আছে টোটাল ৪৮ ঘন্টা পর বুঝা যাবে।
সকলের দোয়া চাই!!

07/12/2025

ব্রাশ করার আগেই ১ গ্লাস যা খাবেন—উপকার দেখে সত্যিই অবাক হবেন



Disclaimer: The information provided is for general health awareness only. It is not intended as medical advice or a substitute for professional treatment. Individual results may vary. If you have any existing medical conditions, digestive issues, or are under medication, please consult a qualified healthcare professional before trying any new drink or health routine.

বাবাকে ওটির ড্রেস পড়িয়ে ছেড়ে দিয়ে আসলাম অপারেশন থিয়েটারে। এটা যে এক ভয়ানক কষ্টের অনুভূতি তা কাউকে বুঝাতে পারবো না।চিকিৎস...
07/12/2025

বাবাকে ওটির ড্রেস পড়িয়ে ছেড়ে দিয়ে আসলাম অপারেশন থিয়েটারে।

এটা যে এক ভয়ানক কষ্টের অনুভূতি তা কাউকে বুঝাতে পারবো না।
চিকিৎসাপেশার লোক হয়েও নিজেকে সামলাতে পারছি না।
বাবার জন্য দুয়া চাই।

আর একটু পরেই বাবার অপারেশন শুরু হবে।অপারেশন প্রায় ৩/৪ ঘন্টা লাগে। বাবার বুক চি-ড়ে হার্টের ভাল্ব পরিবর্তন করবে।বাবার চোখে...
07/12/2025

আর একটু পরেই বাবার অপারেশন শুরু হবে।
অপারেশন প্রায় ৩/৪ ঘন্টা লাগে।
বাবার বুক চি-ড়ে হার্টের ভাল্ব পরিবর্তন করবে।
বাবার চোখেমুখে দুশ্চিন্তা আর ভয়ের ভাজ।

সবসময় বাবার পাশেই আছি তবুও বাবা হঠাৎ বলে উঠলো -"তুমি কোথাও যেইও না আর খুব ভয় লাগে "😰

মাঝেমধ্যে বাবার চোখ পানিতে ভরে যাচ্ছে আবার কিছুক্ষণ পরেই বাবার মুখ এক অজানা আশায় ভরে যাচ্ছে।

জানি না বাবার কি হবে।
সবার প্রতি অনুরোধ , বাবাদের শরীরের যত্ন নিন।
এই মানুষগুলো আপনার জন্য অনেক ত্যাগ করে আসছে সারাজীবন।


আমার বাবার জন্য সবার কাছে দুয়া চাই।

06/12/2025

গ্যাস্ট্রিক দূর করার ১০টি কার্যকরী টিপস || দ্রুত আরাম ও দীর্ঘমেয়াদি সমাধান


Disclaimer: This content is for educational and awareness purposes only. It is not a substitute for professional medical advice. If you have severe or persistent gastric issues, please consult a qualified physician.

আগামীকাল বাবার অপারেশন। বুকে সাহস থাকলে বাবার বেলায় কেমন যেন আচমকা ভয় হচ্ছে।এই হাত দিয়ে কত রোগীকে ওটির টেবিলে শুইয়েছি কি...
06/12/2025

আগামীকাল বাবার অপারেশন।
বুকে সাহস থাকলে বাবার বেলায় কেমন যেন আচমকা ভয় হচ্ছে।
এই হাত দিয়ে কত রোগীকে ওটির টেবিলে শুইয়েছি কিন্তু নিজের বাবার বেলায় কেমন যেন ভয় লাগছে,কষ্ট হচ্ছে।

সব বাবাদের আল্লাহ হেফাজত করুক ,ভালো রাখুক।

দুয়া চাই বাবার জন্য!

বাবাকে ভর্তি করালাম!দোয়া চাই। আগামীকাল অপারেশন ইনশাআল্লাহ!!
06/12/2025

বাবাকে ভর্তি করালাম!
দোয়া চাই।
আগামীকাল অপারেশন ইনশাআল্লাহ!!

05/12/2025

স্বাস্থ্যঝুঁকি ছাড়াই ওজন কমানোর কার্যকর উপায় । চোখ ধাঁধানো বিজ্ঞাপনে ভুল সিদ্ধান্ত নিবেন না



This content is intended for general health awareness and educational purposes only. It should not be considered as medical advice. Results may vary from person to person. Before making any significant changes to your diet, exercise routine, or lifestyle, please consult with a qualified healthcare professional or nutritionist.

সোনামণি টার স্কেবিস হয়েছে!! এরপর একজিমাটেইজেশান হয়ে এমন হচ্ছে।লম্বা সময় স্কেবিসের চিকিৎসায় অবহেলা করলে এমন হতে পারে।তাই ...
05/12/2025

সোনামণি টার স্কেবিস হয়েছে!!
এরপর একজিমাটেইজেশান হয়ে এমন হচ্ছে।
লম্বা সময় স্কেবিসের চিকিৎসায় অবহেলা করলে এমন হতে পারে।
তাই স্কেবিস চিকিৎসায় শুধু ঔষধ নয় ,ঔষধের পাশাপাশি নিয়মকানুন মেনে চলাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিয়মকানুনগুলো হচ্ছে-

1.একই দিনে পরিবারের সবাইকে চিকিৎসা দিন, কারণ স্কেবিস খুব দ্রুত ছড়ায়।
2.চুলকানি বন্ধ না হওয়া পর্যন্ত বিছানার চাদর, বালিশ, জামাকাপড় প্রতিদিন ধুয়ে রোদে বা গরম পানি দিয়ে পরিষ্কার করুন।
3.ঔষধ (Permethrin/ Sulfur/ Benzyl Benzoate) ঠিকমতো পুরো শরীরে গলা থেকে পায়ের আঙুল পর্যন্ত লাগাতে হবে এবং নির্দিষ্ট সময় রাখতে হবে।
4.নখ ছোট রাখতে হবে, যেন চুলকাতে গিয়ে ত্বকে ইনফেকশন না হয়।
5.চুলকানি কমাতে অ্যান্টিহিস্টামিন বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন, একজিমাটাইজেশন হলে ডাক্তার দেওয়া স্টেরয়েড ক্রিম ব্যবহার করুন।
6.নোংরা কাপড়, মোজা, তোয়ালে বারবার ব্যবহার করবেন না সব পরিষ্কার ও শুকনো রাখুন।

আশা করি এগুলো মেনে চললে দ্রুত উপকার পাবেন।

Address

ঢাকা, বাংলাদেশ
Dhaka
2030

Alerts

Be the first to know and let us send you an email when Primary treatment-প্রাথমিক চিকিৎসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Primary treatment-প্রাথমিক চিকিৎসা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram