23/08/2025
👉চিকিৎসা জেনে রাখুন
যেটা দেখতে পাচ্ছেন সেটা একধরণের ভাই'রাল স্কিন ইনফে'কশন।
হার্পিস জস্টার ভা'ইরাসের কারণে হয়।
গ্রাম বাংলায় বলে গান্ধী পোকা পা'দ দিয়েছে।
প্রধান বৈশিষ্ট্য:
১)সাধারণত একপাশের শরীর বা মুখে ফুসকুড়ি ওঠে।
২)ফুসকুড়ি ওঠার আগে আক্রান্ত জায়গায় জ্বা'লাপো'ড়া, ব্যথা বা চুলকানি হয়।
৩)ফুসকুড়ি পানিভরা ছোট ফোস্কার মতো হয়, পরে শুকিয়ে যায়।
৪)সবচেয়ে বেশি দেখা যায় বয়স্ক মানুষ বা ইমিউন সিস্টেম দুর্বল ব্যক্তিদের মধ্যে।
উপসর্গ:
১)তীব্র ব্যথা বা জ্বা'লাপো'ড়া (rash আসার আগেই শুরু হতে পারে)
২)ত্বকে লাল দাগ ও পানিভরা ফুসকুড়ি, যা সাধারণত শরীরের এক পাশেই হয়
চিকিৎসা:
১) ত্বক পরিষ্কার রাখা, ফুসকুড়ি না ফাটানো।
২)এন্টিভাইরাল মলম (Virux HC Cream ৩/৪ বার লাগাবেন আক্রান্ত স্থানে)
৩) ডাক্তারের পরামর্শে অ্যান্টিভাইরাল ওষুধ (যেমন: Acyclovir, Valaciclovir, Famciclovir) – যত তাড়াতাড়ি শুরু করা যায়, তত ভালো
👉ব্যথানাশক ওষুধ (NSAIDs বা প্রয়োজন হলে stronger pain management)