Tanzir Islam Britto

Tanzir Islam Britto সিডাটিভ? হিপনোটিক্স? "My name is Tanzir Islam Britto. Professionally. I am a physician, a clinical research enthusiast, and an engaged social media activist.

My journey in the field of medicine began at Bangabandhu Sheikh Mujib Medical College (BSMMC), formerly known as Faridpur Medical College. Still, at Shahabuddin Medical College, I completed my Bachelor of Medicine and Bachelor of Surgery (MBBS). Following my degree, I immediately joined Dhaka Medical College (DMC), which solidified my practical medical skills and passion for this noble profession.

I continued to pursue post-graduate training in medicine at DMC, expanding my medical knowledge and expertise. I also received specialized training in endocrinology from the prestigious Bangladesh Institute of Research and Rehabilitation in Diabetes, Endocrine, and Metabolic Disorders (BIRDEM). I got accepted as a Resident at Chittagong Medical College Hospital in Nephrology. Due to personal reasons, I decided not to continue my residency there. Today, I am in the migration process at the National Institute of Kidney Diseases and Urology (NIKDU) to work diligently and nurture a dream to specialize in nephrology. I also serve patients at a kidney hospital, a fulfilling experience that adds to my daily medical practice. My education began at Bangladesh Bank High School, where I completed my Secondary School Certificate (SSC). I then attended the Bombay Scottish School in Mumbai, where I resided for a while before completing my Higher Secondary Certificate (HSC) from Ideal School and College. Due to health-related reasons, I had to migrate from BSMMC during my MBBS, and a similar scenario unfolded during my residency at Chittagong Medical College Hospital. My migration to NIKDU is now in progress, demonstrating how my journey in medicine has been both challenging and rewarding. Beyond my medical career, I enjoy watching web series, movies, and documentaries. I'm an avid reader, with medical textbooks like 'Davidson's Principles and Practice of Medicine,' 'Robbins Basic Pathology,' and 'Guyton and Hall Textbook of Medical Physiology currently at the top of my reading list. I've written extensively for various online and offline publications, including Jugantor, Bangladesh Pratidin, eArki, Sarabangla.net, and, occasionally, Prothom Alo. My writing journey began in 2006–2007. Books:
Medical Journals of Tanzir Islam Britto
Renal Reflections: Exploring the Marvels of Nephrology
Viral Vistas: Insights into Infectious Diseases
Cell Wars: The Dynamics of Oncology
Pharmacology: The Molecular Dance
Immunology Unveiled: A Comprehensive Journey through the Human Immune System
Ventilating Vitality: The Role of Respiratory Medicine
Endocrine Equilibrium: Navigating the Hormonal Seas
Beating with Precision: The Science of Cardiology
The Mental Mirror: Reflections on Psychiatry
Journal Publications:
A Systematic Review on Childhood Non-Hodgkin Lymphoma: An Overlooked Phenomenon in the Health and Research Sector of Bangladesh
Association of Ventricular Extension and Short-Term Outcome in Primary Intracerebral Hemorrhage



My activism isn't just confined to writing. I've participated in numerous protests and movements, using my voice to champion causes that matter. I was a critical player in the Shahbag Protest 2013. I called for justice and asked people to come to Shahbag and protest. The results were an integral part of Bangladesh's history: the 2013 Shahbag protests, a grassroots movement in Bangladesh demanding justice for war crimes. However, I eventually left the movement when it veered away from its original purpose and became more of a business organization. This shift was not in line with my initial reason for joining the movement, and it pained me to see Shahbag Square, a concept close to my heart, being exploited as a business opportunity. Besides the 2013 Shahbag protests, I was actively involved in the Missed Call Alert, a movement against the extra charges levied by mobile network companies on internet usage. Another significant protest was the 'Tin Morol er Biruddhe Protibad' in 2014. It protested against the Australian, Indian, and English cricket boards' attempts to exclude Bangladesh from playing Test cricket. After my experiences with these movements, I chose to take a hiatus from the online world for four years. I decided to focus on building my career, and today, I am a satisfied doctor. I have always loved reflecting and thinking. This passion has led to my website, 'Brittos Brainwaves,' where I share my thoughts. To know more about me or my work, you can always Google my name, Tanzir Islam Britto.


আমাকে পাবেন-


Google Sites: https://sites.google.com/view/tanzirislambritto
My website is www.tanzirislambritto.com
My Portfolio: www.sedativehypnotic.com
Facebook- https://www.facebook.com/tanzirislambritto
YouTube: https://www.youtube.com//videos
Twitter- https://twitter.com/TanzirBritto
LinkedIn- https://www.linkedin.com/in/tanzir-islam-britto-629277129
Instagram- https://www.instagram.com/tanzir_islam_britto
Pinterest- https://www.pinterest.com/TanzirIslamBritto
Reddit- https://www.reddit.com/user/Sedative_Britto
Tumblr- https://www.tumblr.com/tanzirislambritto
Google Scholar: https://scholar.google.com/citations?user=J7_PMakAAAAJ&hl=en
ORCiD- orcid.org/0009-0009-3936-055X
Quora- https://www.quora.com/profile/Tanzir-Islam-Britto
IMDb: https://www.imdb.com/name/nm14672833
Goodreads- https://www.goodreads.com/user/show/80357145-tanzir-islam-britto
GitHub- https://github.com/Tanzirislambritto
ResearchGate- https://www.researchgate.net/profile/Tanzir-Britto
Cureus- https://www.cureus.com/users/515538-tanzir-islam-britto
Hashnode- https://hashnode.com/
SoundCloud- https://soundcloud.com/tanzirislambritto
Spotify- https://open.spotify.com/user/31pjkburd45f7ak6bvgefazdjave
Twitch- https://www.twitch.tv/tanzirislambritto
Flickr: 198036512@N06/" rel="ugc" target="_blank">https://www.flickr.com/photos/198036512@N06/
About me: https://about.me/tanzirislambritto
Chess.com-https://www.chess.com/blog/tanzirislambritto
OpenAIRE- 034131198227679@openaire.eu
Lens.org- https://www.lens.org/lens/profile/515526361/scholar-
Mayo Clinic: https://connect.mayoclinic.org/member/00-ac74bad1d29b04a6348066/
Refind- https://refind.com/tanzir-islam-britto
LiveJournal: https://ext-6367360.livejournal.com/profile/
Slashdot- https://slashdot.org/~TanzirIslamBritto
Medium: https://medium.com/
Substrack- https://substack.com/
Discord- https://discord.com/channels/1086871436767002654/1086871436767002657
SSO ID: e491fe7c-833d-410f-84c7-5a33306ab8ee
ISNI- https://isni.org/isni/0000000512371885
Watchlist token: b2ed8c8f871fdc66eb36ccc2ef7ff66401c72f84
WMA member number: 64d11fcca52c0
doi.org/10.7759/cureus.45937
Amazon: https://www.amazon.com/-/es/prime-video/actor/Tanzir-Islam-Britto/amzn1.dv.gti.07137321-3dda-4144-a36e-f206c11ab459/


WIkidata


https://www.wikidata.org/wiki/Q124269284



Q124269284





জন্ম চট্টগ্রামে। আদিবাড়ি বরিশাল। বাবা বাংলাদেশ ব্যাংকে। মা অনার্স মাস্টার্স বিএড এমএড কমপ্লিট করা একজন গৃহিণী। হ্যা, একদা পুলিশ প্রশাসনে ছ�

আমি? আমি একজন সিডাটিভ হিপনোটিক্স কিংবা একজন Tanzir Islam Britto


ব্লগিং এর শুরু ২০০৬-০৭ এর থেকে। সামহোয়ারইনব্লগ দিয়ে। মুভি নিয়ে লিখতাম। পলিটিক্যাল স্যট্যায়ার লিখতাম। বৃত্তের সিডাটভ হিপনোটিক্স হয়ে জন্ম নেয়া ২০১১ তে। মিসড কল এলারট ইভেন্ট, ৭ই মার্চ নিয়ে ইভেন্ট, বাংলাদেশ ক্রিকেট টিমের টেস্ট ক্রিকেট স্ট্যাটাস কেড়ে নেয়ার জবাবে হাজার মানুষ জড় করা আরো কত কি। কি করিনি। রক্ত গরম, সব করতে পারতাম। নেতা মন্ত্রী কেয়ার করার সময় ছিলো না।

২০১৩ তে শাহবাগ এর ৫ তারিখ...... থাক ওটা ছিনতাই হয়ে গেছে। যার যতটুক লাভ করার ছিলো, তারা তা করেছে। আমার কোন স্বার্থ ছিলো না, আমি এটা নিয়ে কথাও বলি না আর। আমাকে পাবেন ও না কোথাও। আহ্বায়ক, উদ্যোক্তা অনেক লোকজনের ভিড়ে আমি কম যাই। Shahbag Movement, Shahbag protest

তবে হিট লিস্টে নাম এসে গেলো। শাপলা চত্বরে আমার নাম মাইকে বলে মুরতাদ ঘোষণাও হলো। মৃত্যুর হাত থেকে বেঁচে যাওয়ার কারণও এই সিডাটিভ হিপনোটিক্স নাম, কেউ আসল নামে চিনতো না। আর আমি প্রচণ্ড ঘরকুনো। বের হতাম কম বাসা থেকে।



তারপর টুকটাক লেখালেখি কিছু পত্রিকায়। যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন। তারপর কয়েকটা অনলাইন পত্রিকায় কিছু লিখেছি।

কিন্তু একদিন মনে হলো, ভিত্তি শক্ত করতে হবে।

এমবিবিএস পাশ করতে জান বেরিয়েছে। অনেক বছরের গ্যাপ ছিলো, এই লেখালেখি আর ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে গিয়ে।

ফরিদপুর মেডিকেল কলেজে বর্তমান BSSMC হয়েছিলো, স্বাস্থ্যগত কারনে মাইগ্রেট করি ঢাকায়। পাশ করি।

তারপর যদি ঢাকা মেডিকেলে না কাজ করতাম, তাহলে আমি ডাক্তারির ড ও করতে পারতাম না। টানা ২ বছর ডিউটি করেছি Dhaka Medical College Hospital। শিখেছি, কাছে পেয়েছি প্রফেসর ডঃ আহমেদুল কবির স্যারকে। ফাইনাল প্রফ তিনি ছিলেন আমার এক্সটারনাল। ভাইভা ভালো দিয়েছিলাম, তার ইউনিটে সুযোগ দিয়েছিলেন কাজ শেখার।

তারপর ফেসবুক থেকে ছুটি নিলাম। একটু জীবনের দিকে তাকালাম।

কাজ করলাম বারডেমে, আবার একবার টাটা মেমোরিয়ালে হসপিটালেও গেলাম।

চান্স পেলাম রেসিডেন্সিতে (NIKDU) , পছন্দের সাব্জেক্টে নয় যদিও। তাও...... চেষ্টা করছি পছন্দের সাব্জেক্টে চান্স পাবার।

বেসরকারি একটি হাসপাতালে কাজ করি টুকটাক।

আছি সব মিলিয়ে খুব একটা খারাপ না। বই, মুভি, ডকুমেন্টারি, অয়েব সিরিজ আর একটা ওয়েবসাইট। ব্যস্ত থাকার চেষ্টা করি।

Medical Journals of Tanzir Islam Britto লিখেছি ঝোকের বসে।

একটি জার্নাল আছে Google Scholar এ, Association of Ventricular Extension and Short Term Outcome in Primary Intracerebral Hemorrhage

নিজের একটি আরটিকেলঃ https://doi.org/10.7759/cureus.45937
A Systematic Review on Childhood Non-Hodgkin Lymphoma: An Overlooked Phenomenon in the Health and Research Sector of Bangladesh


আর কিছু মনে পড়লে পরে লিখবো।

A deep examination about the rise of psychoanalysis as a powerful means of persuasion for both governments and corporati...
24/10/2024

A deep examination about the rise of psychoanalysis as a powerful means of persuasion for both governments and corporations, and how it later helped influence the contemporary society of lifestyles and marketing.

59m

I enjoyed watching The Indrani Mukerjea Story: Buried Truth. its up to the court, not the media or Facebook, to conduct ...
09/03/2024

I enjoyed watching The Indrani Mukerjea Story: Buried Truth. its up to the court, not the media or Facebook, to conduct the trial.



Justice must be served, but not by Facebook or Tv news media.

You can also follow on Instagram to see more.
29/10/2023

You can also follow on Instagram to see more.

ভয়ংকর সুন্দর
10/07/2023

ভয়ংকর সুন্দর

রেখা কাটা, তার মাঝে হৃদয় আটা
03/07/2023

রেখা কাটা, তার মাঝে হৃদয় আটা

26/06/2023
তথ্য-প্রযুক্তি নাকি প্রযুক্তি-তথ্য
08/06/2023

তথ্য-প্রযুক্তি নাকি প্রযুক্তি-তথ্য

১৯৮২ সালের সেপ্টেম্বর মাস।জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক শাসন চলছে দেশে। তাই বলে ফুটবল থেমে নেই।টানটান উত্তেজনার ...
30/05/2023

১৯৮২ সালের সেপ্টেম্বর মাস।

জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক শাসন চলছে দেশে। তাই বলে ফুটবল থেমে নেই।

টানটান উত্তেজনার আবাহনী মোহামেডানের খেলা। মোহামেডান এগিয়ে, আবাহনী খেলায় ফিরতে মরিয়া। আবাহনীর আধিনায়কের একটা গোল নাকচ করে দেয় লাইন্সম্যান, দাগের বাইরে থেকেই ঠেকিয়ে দিয়েছিলো মোহামেডানের গোল কিপার। কিন্তু আবাহনী তা মানতে নারাজ।

খেলায় সৃষ্টি হয় নিদারুণ অচলাবস্থার। মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্যালারিতে। কাঁদানে গ্যাস ছোড়া শুরু করে পুলিশ সংঘর্ষরত সাপে-নেউলে আবাহনী আর মোহামেডান-সমর্থকদের ছত্রভঙ্গ করতে।উত্তেজিত সমর্থকেরা স্টেডিয়ামের বাইরে পল্টন-জিপিও, বায়তুল মোকাররম মসজিদ, বিজয়নগর প্রভৃতি এলাকায়ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। অগ্নস্ফুিলিঙ্গের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে সেই সন্ধ্যার ঢাকা। পুলিশের কাঁদানে গ্যাসের ঝাঁজালো গন্ধে ঢেকে যায় ঢাকার আকাশ-বাতাস। বলাবাহুল্য, খেলাটি আর সমাপ্তির মুখ দেখেনি। লিগের আইন অনুযায়ী মোহামেডানকে ওই ম্যাচে বিজয়ী ঘোষণা করা হয় ২-০ গোলে।

মাঠের ঝামেলা শেষে প্লেয়াররা ক্যাম্পে ফিরে যান আস্তে আস্তে। ক্লান্ত খেলোয়াড়রা বিছানায় গা এলিয়ে শুয়ে পড়েন। তখনো তারা জানেন না রাতে কি হতে যাচ্ছে তাদের সাথে।

রাত গভীর হলে সেনাবাহিনী, বিডিআর আর পুলিশের একটি যৌথবাহিনী অভিযান চালায় জাতীয় ক্রীড়া পরিষদের জাতীয় দলের ক্যাম্পে। তাঁদের আরও একটি দল অভিযান চালায় ধানমন্ডির আবাহনী ক্লাবে। কাজী সালাউদ্দিনকে ধরতে যৌথবাহিনী অভিযান চালায় তাঁর গুলশানের বাড়িতে।
গোলাম রব্বানী হেলালসহ আবাহনীর প্রায় বেশ কয়েকজন খেলোয়াড়কে আটক করা হয় আবাহনী ক্লাব থেকে। জাতীয় দলের ক্যাম্প থেকে তুলে নিয়ে যাওয়া হয় কাজী আনোয়ার আর আশরাফউদ্দিন আহমেদ চুন্নুকে। আগেই বলা হয়েছে, সালাউদ্দিনকে আটক করা হয় তাঁর গুলশানের বাসা থেকে।

পরদিন তাদের থানায় আনা হয়। কোমরে দড়ি, হাতে হাত কড়া। আবাহনীতে ওই সময় খেলতেন দুই শ্রীলঙ্কান ফুটবলার—অশোকা রবীন্দ্র আর পাকির আলী। যৌথবাহিনীর হাতে নাকাল হতে হয় তাঁদেরও। শাহবাগ পুলিশ নিয়ন্ত্রণকক্ষ থেকেই সালাউদ্দিন, আনোয়ার, হেলাল ও চুন্নুকে আলাদা করে পাঠিয়ে দেওয়া হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে।

শুরু হয় তাঁদের জেলজীবন। হাতকড়া পরিয়ে রাত দেড়টার দিকে তাদের নিয়ে যাওয়া হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। ছালা বিছিয়ে দেওয়া হয়, একটা কম্বলও দেয়। ওখানেই ঘুমালেন তারা দুই রাত পর। পরদিন সাকলে আমাদের তালিকাভুক্ত করা হয়।

সামরিক আদালতের বিচারে সালাউদ্দিন ও চুন্নুকে তিন মাসের জেল দেওয়া হয়। হেলালকে ছয় মাস আর কাজী আনোয়ারকে দেওয়া হয় এক বছরের কারাদণ্ড।

সালাহউদ্দীন ও চুন্নুকে যশোর কেন্দ্রিয় কারাগারে এবং হেলাল-আনোয়ারকে রাজশাহীতে পাঠানো হয়। জেলফটকে ঢোকার তারিখটা ২৩ সেপ্টেম্বর। সেদিন ছিল বাংলাদেশের সেরা ফুটবলার সালাহউদ্দীনের ৩০তম জন্মদিন।

আশরাফউদ্দিন আহমেদ চুন্নু বলেন, ' রাত ১০টায় ট্রেন, রিক্সায় করে নিয়ে যাওয়া হচ্ছিল কমলাপুর স্টেশনে। ট্রেনে যার যার জেলখানায় নেয়া হবে। আমাদের আত্মীয়স্বজন, ভাইবন্ধু রিক্সার পেছনে পেছনে দৌড়াচ্ছে, আমরা কাঁদছি। স্টেশনে গিয়ে পৌঁছালে ফটোগ্রাফার আলম ভাই এলেন। ১০/১৫ হাজার লোক এরই মধ্যে জড়ো হয়ে গেছে কমলাপুর স্টেশনে। আলম ভাই জানতে চাইলেন হাতকড়া পরিয়েছিল কিনা। সালাউদ্দিন ভাই বললেন হ্যাঁ পরিয়েছিল। একটু হাতকড়া পরা একটা ছবি দেই কালকের পত্রিকায় এটা খুব আলোড়ন সৃষ্টি করবে। সালাউদ্দিন ভাই বললেন- কেমন হয়ে যায় না! আলম ভাই বললেন, এমনিই তো ১০ হাজার মানুষ দেখে ফেলেছে, পরেন। চারজন হাতকড়া পরে লাইন ধরে বসেছি। পরদিন ইত্তেফাকে ছবি ছাপা হলে সাঙ্ঘাতিক হইচই হয়।

কমলাপুর স্টেশনে সেকি হৃদয়বিদারক দৃশ্য। সিনেমার মতো ঘটনা। আমাদের কান্না দেখে কত মানুষ কেঁদেছে। এত কান্না, এত ভালবাসা আমি জীবনে দেখিনি। দুঃখের মধ্যেও জীবনের এক মধুর স্মৃতি সেটা। মানুষ এতটা ফুটবল পাগল হতে পারে জানা ছিল না। ঈশ্বরদী থেকে আমাদের আলাদা করা হয়। তখন যে কেঁদেছি, চারজন মানুষ একসাথে ছিলাম এখন আবার আলাদা হচ্ছি। তখনও ভাবতে পারছি না কি হলো, কি এমন কাজ করলাম যেজন্য আমাদেরকে জেল খাটতে হচ্ছে।

গোলম রাব্বানী হেলাল বলেন, ‘সামরিক আদালতে আমাদের বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছিল, তাতে বলা হয়েছিল, আমরা নাকি সামরিক সরকার উত্খাতের প্রথম ষড়যন্ত্রকারী। কী হাস্যকর অভিযোগ, ভেবে দেখুন। সবচেয়ে অবাক লাগত যা, তা হলো, আমাদের বিরুদ্ধে সরকার উত্খাতের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল। আমরা সবাই ফুটবল নিয়েই থাকতাম। সারাক্ষণ ওটা নিয়েই ভাবতাম। আমরা কী করে সরকার উত্খাতের ষড়যন্ত্র করি!’

কিছুদিন জেল খেটে প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল এরশাদের নির্দেশে মুক্তি পান চার ফুটবলার। জেল থেকে বেরিয়ে কাজী সালাউদ্দিন নাকি অভিমানে নষ্ট করে ফেলেছিলেন তাঁর দেশকে প্রতিনিধিত্ব করার সব স্মারক। তিনি নাকি পুড়িয়ে ফেলেছিলেন তাঁর সংগ্রহে থাকা জাতীয় দলের সব জার্সি।

তথ্যঃ নাইর ইকবাল/বাংলানিউজ ২৪/
প্রকাশঃ ৩০ সেপ্টেম্বর,২০১৮

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Tanzir Islam Britto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category