Marine Health Care

Marine Health Care We Care, Almighty Cures

মেরিন হেল্‌থ কেয়ারের "ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিভাগ" পরিচালনা করছেন ফিজিক্যাল মেডিসিনের উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত বিশ...
02/07/2025

মেরিন হেল্‌থ কেয়ারের "ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিভাগ" পরিচালনা করছেন ফিজিক্যাল মেডিসিনের উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আনিকা জামান। আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা ও বিশেষজ্ঞ ডাক্তারের সুসমন্বিত চিকিৎসা গ্রহণ করুন মেরিন হেল্‌থ কেয়ারের ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিভাগে।

🍂 Marine Health Care
We Care, Almighty Cures 🍂

🍀 যেকোনো তথ্য, হাসপাতাল সেবা ও বিশেষজ্ঞ ডাক্তারের সিরিয়ালের জন্য যোগাযোগ করুন

মেরিন হেল্‌থ কেয়ার
মেরিন টাওয়ার
তেঁতুলতলা, খিলক্ষেত, ঢাকা
ফোনঃ 01907798505 / 01907798506
[হাসপাতাল, জরুরী সেবা ও ফার্মেসি প্রতিদিন ২৪ ঘন্টা খোলা]

🍁 সাশ্রয়ী ও উন্নত স্বাস্থ্যসেবায় -
🎗 মেরিন হেল্‌থ কেয়ার 🎗️

🌻 মেরিন হেল্‌থ কেয়ারে নতুন সংযোজনঃ এন্ডোস্কোপি এবং ই.টি.টি 🌻জাপানের অলিম্পাস ব্র‍্যান্ডের নতুন মেশিনে Upper GIT এবং Lary...
04/06/2025

🌻 মেরিন হেল্‌থ কেয়ারে নতুন সংযোজনঃ এন্ডোস্কোপি এবং ই.টি.টি 🌻

জাপানের অলিম্পাস ব্র‍্যান্ডের নতুন মেশিনে Upper GIT এবং Laryngoscope (বায়োপসি সহ) এন্ডোস্কোপি করানো হয় সুলভ মূল্যে। RMS ব্র‍্যান্ডের নতুন মেশিনে ETT সেবা চালু আছে।

🍂 Marine Health Care
We Care, Almighty Cures 🍂

🍀 যেকোনো তথ্য, হাসপাতাল সেবা ও বিশেষজ্ঞ ডাক্তারের সিরিয়ালের জন্য যোগাযোগ করুন

মেরিন হেল্‌থ কেয়ার
মেরিন টাওয়ার
তেঁতুলতলা, খিলক্ষেত, ঢাকা
ফোনঃ 01907798505 / 01907798506
[হাসপাতাল, জরুরী সেবা ও ফার্মেসি প্রতিদিন ২৪ ঘন্টা খোলা]

🍁 সাশ্রয়ী ও উন্নত স্বাস্থ্যসেবায় -
🎗 মেরিন হেল্‌থ কেয়ার 🎗️

🍁 সম্মানিত হজ্জ যাত্রীদের জন্য সুখবর - মেরিন হেল্‌থ কেয়ারে মাত্র ৯৫০ টাকায় বহির্গামী সুনির্ধারিত হেল্‌থ চেকআপ করার সুযো...
15/04/2025

🍁 সম্মানিত হজ্জ যাত্রীদের জন্য সুখবর -
মেরিন হেল্‌থ কেয়ারে মাত্র ৯৫০ টাকায় বহির্গামী সুনির্ধারিত হেল্‌থ চেকআপ করার সুযোগ পাচ্ছেন সব হজ্জ যাত্রীগণ। হজ্জে যাওয়ার আগে এই হেল্‌থ চেকআপ অত্যাবশ্যকীয়। আল্লাহর মেহমানদের জন্য এই সেবা দিতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। 🍁

🍂 Marine Health Care
We Care, Almighty Cures 🍂

🍀 যেকোনো তথ্য, হাসপাতাল সেবা ও বিশেষজ্ঞ ডাক্তারের সিরিয়ালের জন্য যোগাযোগ করুন

মেরিন হেল্‌থ কেয়ার
মেরিন টাওয়ার
তেঁতুলতলা, খিলক্ষেত, ঢাকা
ফোনঃ 01907798505 / 01907798506
[হাসপাতাল ও ফার্মেসি সেবা প্রতিদিন ২৪ ঘন্টা খোলা]

🌻 সাশ্রয়ী ও উন্নত স্বাস্থ্যসেবায় -
🎗 মেরিন হেল্‌থ কেয়ার 🎗️

🍂  মেরিন হেলথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা  🍂
30/03/2025

🍂 মেরিন হেলথ কেয়ারের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা 🍂

✨ মেরিন হেল্‌থ কেয়ার -এর সৌজন্যে        ৫ টাকায় ইফতার বিতরণ কর্মসূচী ☘️ রোজাদারের সন্তুষ্টি সাধন ও মানবতার সেবায় নিবেদিত...
15/03/2025

✨ মেরিন হেল্‌থ কেয়ার -এর সৌজন্যে
৫ টাকায় ইফতার বিতরণ কর্মসূচী

☘️ রোজাদারের সন্তুষ্টি সাধন ও মানবতার সেবায় নিবেদিত

মেরিন হেল্‌থ কেয়ার
(হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার)
মেরিন টাওয়ার
তেঁতুলতলা, খিলক্ষেত, ঢাকা
ফোনঃ ০১৯০৭৭৯৮৫০৫; ০১৯০৭৭৯৮৫০৬

🍁 হাসপাতাল, জরুরী সেবা ও ফার্মেসি প্রতিদিন ২৪ ঘন্টা খোলা।
Marine Health Care
We Care, Almighty Cures.

Marine Health Care

মেরিন হেল্‌থ কেয়ারের জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন ডাঃ কাওসার ভূঁইয়া হেপাটোবিলিয়ারি সার্জারিতে এম.এস ডিগ্রি অর্জন করা...
08/03/2025

মেরিন হেল্‌থ কেয়ারের জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন ডাঃ কাওসার ভূঁইয়া হেপাটোবিলিয়ারি সার্জারিতে এম.এস ডিগ্রি অর্জন করায় হাসপাতাল সংশ্লিষ্ট এবং অন্যান্য সকল শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

🍂 Marine Health Care
We Care, Almighty Cures 🍂

🍀 যেকোনো তথ্য, হাসপাতাল সেবা ও বিশেষজ্ঞ ডাক্তারের সিরিয়ালের জন্য যোগাযোগ করুন

মেরিন হেল্‌থ কেয়ার
মেরিন টাওয়ার
তেঁতুলতলা, খিলক্ষেত, ঢাকা
ফোনঃ 01907798505 / 01907798506
[হাসপাতাল, জরুরী সেবা ও ফার্মেসি প্রতিদিন ২৪ ঘন্টা খোলা]

🍁 সাশ্রয়ী ও উন্নত স্বাস্থ্যসেবায় -
🎗 মেরিন হেল্‌থ কেয়ার 🎗️

🍁 রোজা সংক্রান্ত মেডিকেল ফতোয়াঃ১৯৯৭ সালে মরক্কোতে ফিকহ-চিকিৎসা সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জেদ্দা ইসলামিক ফিকহ একাড...
06/03/2025

🍁 রোজা সংক্রান্ত মেডিকেল ফতোয়াঃ

১৯৯৭ সালে মরক্কোতে ফিকহ-চিকিৎসা সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, জেদ্দা ইসলামিক ফিকহ একাডেমি, আল আজহার ইউনিভার্সিটি মিলে রোজার মেডিকেল ফতোয়া দেন নিম্নরূপ °°°°°

যেসব ওষুধে রোজা নষ্ট হবেনা সেগুলি হলো -
চোখ ও কানের ড্রপ, চামড়ায় লাগানোর ক্রিম, পায়ুপথে / যোনিপথে সাপোজিটরি, নাকে অক্সিজেন, এজমা বা হাঁপানি বা শ্বাসকষ্টের জন্য ইনহেলার ও নেবুলাইজার। ইনজেকশন দেয়া যাবে মাংসে, জয়েন্টে ও ভেইনে। এতে রোজা ভঙ্গ হবে না। তবে স্যালাইন, গ্লুকোজ বা শক্তিবর্ধক কিছু শিরাপথে নেয়া যাবে না। হার্টের ব্যথায় জিহ্বার নিচে নাইট্রো গ্লিসারিন বা এস্পিরিন জাতীয় ট্যাবলেট বা স্প্রে দেয়া যাবে। দাঁত তোলা, ফিলিং ও ড্রিলিং জায়েজ। এসময় দুর্ঘটনাক্রমে কিছু গিলে ফেললে রোজা নষ্ট হবে না। রক্ত পরীক্ষার জন্য রক্ত দেয়া যাবে, রক্তদান এবং রক্ত গ্রহণ করা যাবে।
পরীক্ষার জন্য যোনিপথ, পায়ুপথ চিকিৎসক আঙ্গুল বা যন্ত্র দিয়ে পরীক্ষা করতে পারবেন।
এনজিওগ্রাফি, সিটিস্ক্যান, এমআরআই বা অন্য কোনো নিরীক্ষার জন্যে প্রয়োজনীয় কন্ট্রাস্ট বা ডাই ভেইনে দিলে রোজা ভাঙবেনা। ক্যাথেটার দেয়া যাবে, এন্ডোস্কোপি করা যাবে। বায়োপসি করা যাবে যেকোন অঙ্গের। পেরিটোনিয়াল কিংবা মেশিনে কিডনি ডায়ালাইসিস করা যাবে।
নাকের ড্রপের ব্যাপারে ফিকহি মতপার্থক্য আছে।

এই রুলিং বা ফতোয়া ২০০৪ সালে ব্রিটিশ মেডিকেল জার্নালেও প্রকাশিত হয়েছিলো।

☘️ জনস্বার্থে প্রচারণায়ঃ মেরিন হেল্‌থ কেয়ার ✨

ডায়াবেটিস মানে রক্তে সুগার বেশী৷ কি সমস্যা হয়, রক্তে সুগার বেড়ে গেলে? আর কেনই বা এই সুগার বাড়ে? কোথা থেকে আসে এই সুগার? ...
18/01/2025

ডায়াবেটিস মানে রক্তে সুগার বেশী৷ কি সমস্যা হয়, রক্তে সুগার বেড়ে গেলে? আর কেনই বা এই সুগার বাড়ে? কোথা থেকে আসে এই সুগার? সুস্থ মানুষের রক্তে এই অতিরিক্ত সুগার থাকে না কেন?

আমাদের শরীর কোটি কোটি কোষ দিয়ে তৈরী এবং স্বাভাবিক কাজকর্মের জন্য, প্রত্যেকটি কোষেরই খাবার প্রয়োজন হয়৷ আমরা মুখে যা-ই খাই না কেন, হজম হয়ে সেগুলো এই সুগার তৈরী করে, যা সকল কোষের জন্যই আদর্শ খাবার৷ কিন্তু কোষগুলোর দেয়াল চর্বি দিয়ে তৈরী, আর চিনি তো তেলে মেশানো যায়না! সুতরাং ব্যতিক্রমী কিছু কোষ ছাড়া, বেশীরভাগ কোষই রক্ত থেকে সরাসরি তাদের খাবার, এই সুগারকে গ্রহন করতে পারেনা৷ কোষগুলোর দেয়ালে একটি দরজা থাকে, যেটা আবার লক করা থাকে৷ ইনসুলিন হলো সেই লকের চাবি৷ ইনসুলিন এসে, দরজা খুলে দিলেই কেবল — কোষগুলোতে রক্ত থেকে তাদের প্রয়োজনীয় সুগার প্রবেশ করে৷ ফলে কোষগুলোও খাবার পায়, আবার রক্তেও অতিরিক্ত সুগারের জটলা থাকে না!

রাস্তার জ্যামের কথা চিন্তা করুন৷ কখন জ্যাম লাগে — যখন গাড়ীগুলো তাদের গন্তব্যে পৌঁছাতে পারেনা এবং সব রাস্তাতেই আটকে থাকে... সেটাই তো জ্যাম! একই রকমভাবে, ডায়াবেটিস হলো রক্তে সুগারের জ্যাম, কেননা সুগারগুলো তাদের গন্তব্য, "কোষে" পৌঁছাতে পারছে না!

॥ ২ ॥

রক্তে বেশী সুগার থাকা মানেই হলো, আমাদের শরীরের কোষগুলি তাদের খাবার ঠিকমতো নিতে পারছেনা এবং তারা ক্ষুধার্ত আছে৷ সুতরাং শরীরে দূর্বলতা বোধ হয় এবং কোষগুলোর ক্ষুধার হাহাকারে মস্তিস্ক "পেটের ক্ষুধা" আরো বাড়িয়ে দেয়, ফলে রোগী বেশী খায়৷ কিন্তু সেই অতিরিক্ত খাবার থেকে তৈরী হওয়া সুগারগুলো... কেবল রক্তে সুগারের জটলাই বাড়ায় — কোষের ক্ষুধা মেটায় না৷

আরেকটু গভীরভাবে চিন্তা করি৷ কখন আপনি একটি দরজার লক খুলতে পারবেন না? ১) যখন চাবি হারিয়ে গেছে৷ ২) চাবি আছে, কিন্তু সেটা আঁকা বাঁকা হয়ে গেছে বলে, তালা খুলছে না৷ ৩) তালার চাবি ঢোকানোর মুখটি কোন কিছু দিয়ে আটকে আছে — যেজন্য আপনি চাবিই ঢোকাতে পারছেন না৷

ডায়াবেটিস রোগীদের একই সাথে এই তিনটি সমস্যাই থাকে — ইনসুলিনের অভাব, ইনসুলিন রেজিষ্ট্যান্স এবং ইনসুলিন রিসেপ্টর ব্লক৷ তাই ডায়াবেটিসের চিকিৎসায় বিভিন্ন প্রকারের ঔষধ এবং ইনসুলিন একসঙ্গে ব্যবহার করতে হয় ... রোগীর শরীরের ভেতরের অবস্থা অনুধাবন করে৷

॥ ৩ ॥

আচ্ছা, যদি মাসের পর মাস রক্তের সুগার বেশীই থেকে যায় — তাতে কি সমস্যা? পানি থেকে শরবৎ তো কিছুটা ঘন তাইনা? তাহলে বেশী সুগার রক্তের ঘনত্বকেও কিছুটা বাড়িয়ে দেবে৷ আমাদের শরীরে এমন সূক্ষ্ম শিরা উপশিরাও আছে, যেগুলোকে খালি চোখে দেখা পর্যন্ত যায়না! এইসব সূক্ষ্ম রক্তনালী দিয়ে দিনে গড়ে এক লক্ষ পনের হাজার বার রক্ত চলাচল করে — আর মাসে প্রায় সাড়ে চৌত্রিশ লক্ষ বার! আমাদের পানির লাইনে যদি একমাস ধরে টানা ময়লা পানি আসে — তাহলে কত শক্ত মোটা পাইপের ভেতরেও আস্তরণ পড়ে ... ব্লক হয়! তাহলে ভেবে দেখুন, আমাদের দেহের অতি সূক্ষ্ম রক্তনালী গুলোর কি অবস্থা হতে পারে?! সেগুলো ব্লক হওয়া শুরু হয় এবং যেই কোষগুলোকে তারা রক্তের মাধ্যমে পুষ্টি এবং অক্সিজেন সরবরাহ করে আসছিলো — সেগুলো আস্তে আস্তে মরে যেতে শুরু করে৷ এজন্যই মস্তিস্ক, চোখ, কিডনী, নার্ভ, হার্ট ইত্যাদির ক্ষয় শুরু হয়!

॥ ৪ ॥

এবার আবার একটু পেছনে ফিরে যাই৷ যাদের ডায়াবেটিস অনেক বেশী অর্থাৎ যাদের কোষগুলো খুব বেশী ক্ষুধার্ত থাকে, তাদের শরীরের কোষ মরে যেয়ে কোন যায়গায় পচন ধরেনা কেন? কারণ, কোষগুলো তখন নিজ দেহের চর্বি খেয়ে (পুড়িয়ে) বেঁচে থাকে৷ যেহেতু তাদের দেয়ালও চর্বি দিয়ে তৈরী, তাই চর্বি কোষে প্রবেশ করতে কোন সমস্যাও হয়না! কিন্তু এক্ষেত্রে বিপদ হয় অন্য৷ শরীর ভেঙ্গে পড়তে থাকে, ওজন কমতে থাকে, ত্বকের কমনীয়তাও নষ্ট হয়ে যায় এবং রক্তে বিষাক্ত কেমিক্যাল জমতে থাকে!

আপনাকে একটা হোমওয়ার্ক দিই৷ গ্যাসের চুলার উপর এক টুকরা গরু বা খাশির চর্বি পোড়ান তো! দেখবেন, সারা বাড়ী উৎকট দূর্গন্ধে ভরে গেছে৷ কারণ চর্বি পোড়ালে বিষাক্ত কিছু কেমিক্যাল তৈরী হয়৷ সুতরাং উচ্চমাত্রার ডায়াবেটিস রোগী যাদের কোষগুলোকে, শরীরকে খেয়েই বেঁচে থাকতে হচ্ছে, তাদের রক্তে প্রতিনিয়ত বিষাক্ত কেমিক্যালও জমা হচ্ছে... যা কখনো কখনো মানুষটিকে মৃত্যুর মুখোমুখিও নিয়ে যেতে পারে!

॥ ৫ ॥

আর রক্তের ওই অতিরিক্ত সুগার যা দীর্ঘসময় ধরে থাকলে, আমাদের সব ভাইটাল অর্গান যেমন, ব্রেন, কিডনী, চোখ, নার্ভ, হার্ট ইত্যাদি নষ্ট হয়ে যাবে, এই অবস্থা থেকে বাঁচানোর জন্য ব্রেন কি কিছুই করেনা? হ্যাঁ করে৷ সেটা হলো, প্রস্রাব দিয়ে যতোটা পারা যায়, রক্তের সুগার বের করে দেয়৷ কিন্তু সুগার আবার পানিকে খুব ভালোবাসে৷ তাই একটি সুগার বের হয়ে যাবার সময় কয়েকটি পানিকেও সঙ্গে করে নিয়ে যায়৷ ফলে শরীরে পানির সংকট দেখা দেয়.... গলা শুকিয়ে যায়, রোগীর ঘন ঘন পিপাসা পায়! জটিল আকার ধারণ করলে, এই পানিশূন্যতা মৃত্যুও ডেকে আনতে পারে!

॥ ৬ ॥

অন্য যেকোন রোগের চেয়ে, ডায়াবেটিসের চিকিৎসা সম্পূর্ণ আলাদা৷ রোগীর বয়স, পেশা, ওজন, লিঙ্গ, জীবন ধারন পদ্ধতি, সামাজিক অবস্থান, খাদ্য অভ্যাস, অন্যান্য অসুখের উপস্থিতি ইত্যাদি বহু বিষয়ের উপর ডায়াবেটিসের সঠিক চিকিৎসা নির্ভর করে৷ এজন্যই একই ঔষধ বা ইনসুলিনের একই ডোজ, বিভিন্ন রোগীর শরীরে বিভিন্ন মাত্রার ফলাফল প্রদর্শন করে৷ আবার একই চিকিৎসা একই রোগীর ক্ষেত্রে, বেশীদিন একই ফলাফল বজায় রাখতেও পারেনা৷ সুতরাং নির্দিষ্ট সময় পরপর চিকিৎসা modify বা adjust করতে হয়!

॥ ৭ ॥

এবার আসি আমাদের দেশে, ডায়াবেটিসের প্রচলিত চিকিৎসা প্রসঙ্গে৷ একজন রোগী ২/৩ মাসে একবার ডায়াবেটিস সেন্টার গুলোতে যান এবং তাদের মাত্র ১ দিনের সকালের ১টি বা ২টি সুগারের মাত্রার উপর ভিত্তি করে, পরবর্তী ২/৩ মাসের চিকিৎসা দেয়া হয়৷ অনেক রোগীই এই রক্ত পরীক্ষা উপলক্ষে, তার আগের ২-৩ দিন খুব নিয়ম মেনে চলেন, বেশী হাঁটাহাটি করেন এবং খাবারেও নিয়ন্ত্রন আনেন — যেন রিপোর্ট ভালো আসে৷ আবার উল্টোটাও ঘটে — অনেকে পরীক্ষা করার দিন, ঔষধ খেতে ভুলে যান বা আনতে ভুলে যান বলে আর খান না৷ ফলে, ঔষধ বিহীন সেই ত্রুটিপূর্ণ রিপোর্টের উপর ভিত্তি করেই ঠিক হয় তাদের পরবর্তী চিকিৎসা!

এখানে চিন্তা করার বিষয়গুলো হচ্ছেঃ

১) শুধু সকালে সুগার ভালো রেখে, দুপুরে এবং রাত্রে বেশী থাকলে — আপনার চিকিৎসা কতখানি সুফল বয়ে আনছে আপনার জন্য ? উপরের আলোচনার ভিত্তিতে একটু চিন্তা করুন!

২) নিজেকে ফাঁকি বা ডাক্তারকে ফাঁকি দেবার পরিণাম, কাকে ভোগ করতে হবে ?

৩) আপনার ডাক্তার কি আপনার সব দিক বিবেচনায় এনে আপনার চিকিৎসা দিচ্ছেন? যেমনঃ আপনার পেশা কি, আপনি কি জাতীয় খাবার খান, আপনি কিভাবে জীবন যাপন করেন, আপনার টেনশন কেমন, অন্য আর কি কি রোগে আপনি ভুগছেন — ইত্যাদি৷ এছাড়া, আপনার ২৪ ঘন্টা ডায়াবেটিস নিয়ন্ত্রণের ব্যাপারে — উনি কি সচেতন?

[ সংকলিত ]

✨ মেরিন ভ্যাকসিনেশন সেন্টারএখানে বিভিন্ন জটিল রোগের ভ্যাকসিন দেয়া হয়।নিয়ম মেনে ভ্যাকসিন দিন, নিজে সুস্থ থাকুন, অন্যকে ভ্...
18/01/2025

✨ মেরিন ভ্যাকসিনেশন সেন্টার

এখানে বিভিন্ন জটিল রোগের ভ্যাকসিন দেয়া হয়।
নিয়ম মেনে ভ্যাকসিন দিন, নিজে সুস্থ থাকুন, অন্যকে ভ্যাকসিন দিতে উৎসাহিত করুন।

🍂 Marine Health Care
We Care, Almighty Cures 🍂

🍀 যেকোনো তথ্য, হাসপাতাল সেবা ও বিশেষজ্ঞ ডাক্তারের সিরিয়ালের জন্য যোগাযোগ করুন

মেরিন হেল্‌থ কেয়ার
মেরিন টাওয়ার
তেঁতুলতলা, খিলক্ষেত, ঢাকা
ফোনঃ 01907798505 / 01907798506
[হাসপাতাল, জরুরি সেবা ও ফার্মেসি প্রতিদিন ২৪ ঘন্টা খোলা]

🍁 সাশ্রয়ী ও উন্নত স্বাস্থ্যসেবায় -
🎗 মেরিন হেল্‌থ কেয়ার 🎗️

মেরিন হেল্‌থ কেয়ার ফার্মেসির জন্য খুব শীঘ্রই দুইজন ফার্মাসিস্ট নিয়োগ দেয়া হবে। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা ইন্টারভিউয়ের...
16/11/2024

মেরিন হেল্‌থ কেয়ার ফার্মেসির জন্য খুব শীঘ্রই দুইজন ফার্মাসিস্ট নিয়োগ দেয়া হবে। বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা ইন্টারভিউয়ের সময় আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

উন্নত সেবার স্বার্থে শুধুমাত্র দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীরাই যোগাযোগ করুন। সরাসরি মেরিন হেল্‌থ কেয়ারের ফ্রন্ট ডেস্কে সি.ভি. জমা দিতে পারবেন (মেরিন হেল্‌থ কেয়ার, মেরিন টাওয়ার, তেঁতুলতলা, খিলক্ষেত) অথবা ম্যানেজারের ইমেইলে সি.ভি. পাঠান। ইমেইল অ্যাড্রেসঃ shamolmhc@gmail.com

বিশেষ প্রয়োজনে ম্যানেজারের সাথে ফোনে কথা বলতে পারেন ( 01907798509 )

🍂 Marine Health CareWe Care, Almighty Cures 🍂🍀 যেকোনো তথ্য, হাসপাতাল সেবা ও বিশেষজ্ঞ ডাক্তারের সিরিয়ালের জন্য যোগাযোগ কর...
31/10/2024

🍂 Marine Health Care
We Care, Almighty Cures 🍂

🍀 যেকোনো তথ্য, হাসপাতাল সেবা ও বিশেষজ্ঞ ডাক্তারের সিরিয়ালের জন্য যোগাযোগ করুন

মেরিন হেল্‌থ কেয়ার
মেরিন টাওয়ার
তেঁতুলতলা, খিলক্ষেত, ঢাকা
ফোনঃ 01907798505 / 01907798506
[হাসপাতাল, জরুরী সেবা ও ফার্মেসি প্রতিদিন ২৪ ঘন্টা খোলা]

🍁 সাশ্রয়ী ও উন্নত স্বাস্থ্যসেবায় -
🎗 মেরিন হেল্‌থ কেয়ার 🎗️

27/10/2024

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Marine Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Marine Health Care:

Share

Category

We Care, Almighty Cures


  • Specialist Doctor

  • Dental Care

  • Physiotherapy

  • Eye Corner