27/01/2024
আমরা বাঙ্গালীরা রোগ পালতে পছন্দ করি, এটি একটি প্রচলিত কথা।
হিজামা বা কাপিং চিকিৎসা এমন একটি চিকিৎসা ,
যা যে কোন সুস্থ ব্যক্তি করলে পরবর্তীতে অনেক ভয়ঙ্কর রোগ, যা তাঁর হওয়ার সম্বাবনা থাকলেও ইনশাল্লাহ আল্লাহর ফজলে ও সুন্নাহ এর বরকতে হওয়ার সম্ভাবনা থাকে না, এই চিকিৎসা এমন একটি চিকিৎসা যা সে কোন সুস্থ ব্যক্তি শরীর এর দূষিত রক্ত যা পরবর্তীতে বাত ব্যথা ও নানা বিধ রোগের উপসর্গে পরিনত হয়,কিন্তু একটি সুসংবাদ হল এমন অনেক রোগ আছে যা নির্ধারিত সেশন নিলে রোগ মুক্তি হয়। বিস্তারিত সময় নিয়ে পড়ুন , জানুন ও আপনার প্রিয়জনকে শেয়ার করুন।
মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘জিব্রাইল (আ.) আমাকে জানিয়েছেন যে মানুষ চিকিৎসার জন্য যত উপায় অবলম্বন করে, তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম।’ (মুস্তাদরাকে হাকিম, হাদিস : ৭৪৭০)
হিজামা (Cupping) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
১। মাইগ্রেন জনিত দীর্ঘমেয়াদী মাথাব্যথা
২। রক্তদূষণ
৩। উচ্চরক্তচাপ
৪। ঘুমের ব্যাঘাত (insomnia)
৫। স্মৃতিভ্রষ্টতা
৬। অস্থি সন্ধির ব্যাথা/ গেটে বাত
৭। পিঠের ব্যাথা
৮। হাঁটু ব্যাথা
৯। দীর্ঘমেয়াদী সাধারন মাথা ব্যাথা
১০। ঘাড়ে ব্যাথা
১১। কোমর ব্যাথা
১২। পায়ে ব্যাথা
১৩। মাংসপেশীর ব্যাথা (muscle strain), মাসল পুল
১৪। দীর্ঘমেয়াদী পেট ব্যথা
১৫। হাড়ের স্থানচ্যুতি জনিত ব্যাথা, ফ্র্যাকচার পেইন
১৬। থাইরয়েড গ্রন্থির সমস্যা
১৭। সাইনুসাইটিস
১৮। হাঁপানি (asthma)
১৯। হৃদরোগ (Cardiac Disease)
২০। রক্তসংবহন তন্ত্রের সংক্রমন
২১। টনসিলাইটিস, ফ্যারিঞ্জাইটিস, ব্রংকাইটিস
২২। দাঁত/মুখের/জিহ্বার সংক্রমন
২৩। গ্যাস্ট্রিক পেইন, গ্যাস্ট্রিক আলসার, এসিডিটি, esophageal varices
২৪। মুটিয়ে যাওয়া (obesity)
২৫। দীর্ঘমেয়াদী চর্মরোগ (Chronic Skin Diseases)
২৬। ত্বকের নিম্নস্থিত বর্জ্য নিষ্কাশন
২৭। ফোঁড়া-পাঁচড়া সহ আরো অনেক রোগ,
২৮। ডায়াবেটিস (Diabetes) ও ডায়াবেটিক ফুট,
২৯। ভার্টিব্রাল ডিস্ক প্রোল্যাপ্স/ হারনিয়েশান,
৩০। চুল পড়া (Hair fall),
৩১। মানসিক সমস্যা (Psychological disorder),
৩২। পারকিনসন্স ডিজিজ
৩৩। কিডনির সমস্যা
৩৪। স্পোর্টস ইঞ্জুরি (খেলোয়াড়, আর্মি, কনট্যাক্ট স্পোর্টস)
৩৫। কানের সমস্যা
৩৬। ক্যান্সারের ব্যাথা নিয়ন্ত্রন,
৩৭। লিভার ডিজিজ, পোর্টাল হাইপারটেনশান,
৩৮। হরমোনাল সমস্যা,
৩৯। ব্রেইন ডিজিজ ও ডিজঅর্ডার,
৪০। ক্রনিক কফ
৪১। Erectile Dysfunction (ED)
৪২। ব্রন,
৪৩। সিস্টেমিক লুপাস ইরাইথেমেটোসাস (SLE),
৪৪। অনিয়মিত মাসিক, মেয়েদের অন্যান্য সমস্যা,
৪৫। এডিকশান/ ডিপেন্ডেন্সি (স্লিপিং পিল, ড্রাগস, কফ সিরাপ, জর্দা, সিগারেট, এলকোহল ও অন্যান্য নেশাদ্রব্য)
৪৬। TMJ Dysfunction Syndrome
৪৭। প্যারালাইসিস (স্ট্রোক, মেরুদন্ডে আঘাত, গিয়েন বারে সিন্ড্রোম, ফেসিয়াল প্যারালাইসিস বা বেল'স পলসি প্রভৃতি)
৪৮। অস্টিওপোরোসিস (হাড়ের ক্ষয়)
৪৯। Post menopsusal hot flush
৫০। Vaginismus
৫১। vertigo (মাথা ঘোরা) ইত্যাদি
আরও অনেক রোগ,দয়া করে কল করে জানুন বা আমাদের নোটস দেখুন জানুন।
আমাদের ঠিকানাঃ
▬▬▬▬▬▬▬▬
চেরাগি পাহাড়,
জামাল খান চট্টগ্রাম।
কল করুন আজইঃ
+৮৮০ ১৮৮৭ ৫১৯ ৭২৯
এটাই আমাদের একমাত্র নাম্বার,
বিশেষ দ্রস্তব্যঃ-
★ আমাদের বিশেষজ্ঞ ডাক্তার মহোদয়গন ফ্রি কন্সাল্টেন্সি করছেন,
দয়া করে ইনবক্সে আপনার নাম্বার দিন।ডাক্তার মহোদয়গন সরাসরি আপনাদের কল দিবে।
★ রোগের কন্ডিশন অনুযায়ী কয়টা সেশন লাগবে সেটা নির্ভর করছে, তবে যারা প্রথম সেশন ডিস্কাউন্ট দিয়ে শুরু করবে, তাকে পরবর্তী ২০% ডিস্কাউন্ট দেয়া হবে,
আরো অনেক রোগ লিঙ্কে ক্লিক করে জানুনঃ
https://www.facebook.com/notes/al-hijama-point/hijama-can-cure-in-sha-allah-/338611456871435/
# # সাধারণত রোগের কন্ডিশন অনুযায়ী অবস্থা অনুযায়ী কয়টা সেশন লাগবে সেটার উপরে খরচ নির্ভর করছে।
হিজামা একটি সুন্নাহ ও বিজ্ঞানভিত্তিক চিকিৎসা ব্যাবস্থা। হাদিস রেফারেন্সঃ
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
https://www.facebook.com/notes/al-hijama-point/reference-hadith/338582190207695/
হিজামা কাদের জন্য?
সকল বয়োসি লোকদের জন্য প্রযোজ্য,
(১) ধূমপায়ীদের জন্য, যারা সিগারেট এর নিকোটিন বের করতে চান,
(২) দূর্বল লোকদের জন্য,যারা অল্পতেই ক্লান্ত হয়ে যায়,
(৩) যারা শরীরের ভিতরের বিষাক্ত টক্সিন দূর করতে চান।
(৪) যাদের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড় এবং ব্যাক পেইন আছে।
(৫) যারা ধুলাবালিতে কঠোর পরিশ্রম করেন।
(৬) যারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন।
(৭) যাদের শারিরীক যন্ত্রনায় ঘুম কম হয়।
(৮) বৃদ্ধ বাবা-মা যাদের বাতের ব্যথা আছে ,
(৯) যারা প্রতিদিন রাস্তয় চলাফেরা করে।
(১০) যারা শরীরে বিষাক্ত টক্সিন আছে কিনা যাচাই করতে চান।
#হিজামা কাপিং এর উপকারিতাঃ-
(১) শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ/Toxin বের করে নিয়ে আসে,
(২) লিভারকে পরিস্কার করে ,
(৩) শরীরের ব্যথা/ জ্বালাপোড়া হৃাস করে,
(৪) ঘুমের উন্নতি করে
(৫) শারীরিক শক্তি বৃদ্ধি করে,
(৬) রক্ত সঞ্চালন বৃদ্ধি করে,
(৭) পায়ের দুর্গন্ধ দূর করে,
(৮) কিডনি পরিষ্কার করে,
(৯) বৃদ্ধ মানুষের বাত/ব্যথা নিপীড়ন করে ,
(১০) ত্বক পরিষ্কার করে।
(১১) শরীরের জয়েন্টগুলোতে ব্যাথা,ঘাড় এবং ব্যাক পেইন দূর করতে সাহায্য করে।
হিজামার ব্যাপারে বর্ণিত কতিপয় হাদীসঃ-
---------------------------------------------------------
মহানবী (সা.) ইরশাদ করেছেন, ‘জিব্রাইল (আ.) আমাকে জানিয়েছেন যে মানুষ চিকিৎসার জন্য যত উপায় অবলম্বন করে, তার মধ্যে হিজামাই হলো সর্বোত্তম।’ (মুস্তাদরাকে হাকিম, হাদিস : ৭৪৭০)
মহানবী (সা.) আরো বলেছেন, ‘আমি মেরাজের রাতে যাদের মাঝখান দিয়ে অতিক্রম করেছি, তাদের সবাই আমাকে বলেছে, ‘হে মুহাম্মদ, আপনি আপনার উম্মতকে হিজামার আদেশ করবেন’।’’
(তিরমিজি শরিফ, হাদিস : ২০৫৩)
মহানবী (সা.) বলেছেন, ‘হিজামা গ্রহণকারী কতই উত্তম লোক। সে দূষিত রক্ত বের করে মেরুদণ্ড শক্ত করে এবং দৃষ্টিশক্তি প্রখর করে।’
(তিরমিজি শরিফ, হাদিস : ২০৫৩)
প্রাকৃতিক চিকিৎসাব্যবস্থা সম্পর্কে মহানবী (সা.) বলেছেন, ‘রোগমুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত। এগুলো হলো—শিঙ্গা লাগানো, মধু পান করা ও আগুন দিয়ে গরম সেঁক দেওয়া। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি।’
(সহিহ বুখারি, হাদিস : ৫৬৮১
আমাদের ক্লিনিকের বৈশিষ্টসমূহঃ
---------------------------------
-চট্টগ্রাম সর্বপ্রথম হিজামা সেন্টার আমরা,পুরো বাংলাদেশে ৩য়।
-প্রশিক্ষনপ্রাপ্ত হিজামা ডাক্তারদের দ্বারা পরিচালিত হিজামা ক্লিনিক।
-নারী ও পুরুষ উভয় থেরাপিস্ট আছেন।
-নারী ও পুরুষদের জন্য ভিন্ন রুম।
-সম্পুর্ণ ব্যাথামুক্ত
-পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যবিধি মেনে হিজামা করা হয়।
শর্তসুমুহ:
----------
★ এ্যাপয়েন্টমেন্ট এর সময় ন্যূনতম ৫০০ টাকা অগ্রিম পেমেন্ট বিকাশে এ্যাডভান্স করে বুকিং করতে হবে।
★ বিকাশ নাম্বার ঃ ০১৮৮২৭৮৭২৭৮ ( পারসোনাল )
★ চট্টগ্রামে আমাদের দ্বিতীয় কোন শাখা নেই ।
★ প্রতিটা রোগীকে নিজ মোবাইল থেকে আল হিজামা পয়েন্ট এর গুগুল ও ফেইসবুক পেইজ লাইক/শেয়ার/ চেক ইন করতে হবে
★ এক্সপেরিয়েন্স রিভিউ দিতে হবে।
প্রস্তুতিঃ
------------
@ ৪ ঘণ্টা খালি পেটে আসবেন।
@ ঢিলাঢালা পোশাক নিয়ে আসবেন,লুঙ্গি(পুরুষ) ,পেটিকোট (মহিলা)
@ গোসল করে আসবেন।পূর্ব
@ ১২ ঘন্টা বিবাহিতরা স্ত্রী সহবাস থেকে বিরত থেকে আসবেন।
@ ডাইবেটিস থাকলে তা কন্ট্রোল করে আসবেন ।
আমাদের ঠিকানাঃ
▬▬▬▬▬▬▬▬
Rampura Address --------📍
Aftab Tower,DIT Road,
Near Rajdhani Ideal School & College,
Rampura 1219
☎️ +88 01887-519729
এটাই আমাদের একমাত্র নাম্বার,
GPS Navigation :
https://maps.app.goo.gl/tiRsNacFv1py8MAR8
বিশেষ দ্রস্তব্যঃ-
★ আমাদের বিশেষজ্ঞ ডাক্তার মহোদয়গন ফ্রি কন্সাল্টেন্সি করছেন,
দয়া করে ইনবক্সে আপনার নাম্বার দিন।ডাক্তার মহোদয়গন সরাসরি আপনাদের কল দিবে।
★ রোগের কন্ডিশন অনুযায়ী কয়টা সেশন লাগবে সেটা নির্ভর করছে, তবে যারা প্রথম সেশন ডিস্কাউন্ট দিয়ে শুরু করবে, তাকে পরবর্তী ২০% ডিস্কাউন্ট দেয়া হবে,
#হিজামা #কাপিং
#হিজামা #কাপিং