Friends public health service - FPHS

Friends public health service - FPHS "ঔষধ নয়, সচেতনতার মাধ্যমেই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব" এটি একটি অরাজনৈক এবং অলাভজনক সেবা মূলকসংগঠণ

20/11/2023
18/11/2023

💥১৮ তম (NTRCA) শিক্ষক নিবন্ধন শুরু । ৯/১১/২০২৩ থেকে ৩০/১১/২০২৩ পর্যন্ত আবেদন চলবে...
📝 আবেদন করতে যা যা লাগবে-
➳সকল সার্টিফিকেট/মার্কশীটের ফটোকপি। (সঠিক তথ‌্য )
➳৩০০×৩০০ সাইজের ছবি।
➳৩০০×৮০ সাইজের প্রার্থীর সাক্ষর।
➳জাতীয় পরিচয়পত্রের কপি (উভয় পাশের)।
➳ঠিকানা (ইংরেজি ও বাংলা বানান)।
➳বিবাহিতদের স্বামী/স্ত্রীর নামের ইংরেজি বানান।
➳মোবাইল নাম্বার।
➳জিমেইল আইডি।
➳কোটা (মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, এতিম, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আনসার ট্রেনিং ইত্যাদি) থাকলে উল্লেখ করতে হবে।
➳পদের নাম।
➳পরীক্ষা কেন্দ্রের নাম (যে কেন্দ্রে পরীক্ষা দিতে ইচ্ছুক)।

প্রস্তুতি নিন সফল হবেন ইনশাআল্লাহ। শুভকামনা।

17/11/2023

১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা সংক্রান্ত যত প্রশ্নঃ
১। এইচএসসি পাশে আবেদন করা যাবে?
উত্তরঃ হ্যাঁ। স্কুল পর্যায়-২ এ আবেদন করা যাবে।
২। নিবন্ধনের MCQ পরীক্ষায় পাশ মার্ক কত?
উত্তরঃ ৪০ নম্বর (লিখিত মার্কের সাথে MCQ এর নাম্বার যুক্ত হবে না)
৩। এক সাথে কয়টা আবেদন করা যাবে?
উত্তরঃ ২টা ( স্কুল/স্কুল-২ এবং কলেজ পর্যায়)। স্কুল এবং স্কুল পর্যায়-২ এক সাথে পরীক্ষা হবে, তাই যে কোন একটাতে আবেদন করুন।
৪। নিয়োগ হবে কিভাবে?
উত্তরঃ লিখিত পরীক্ষায় আপনি যে মার্ক পাবেন সেই মার্ক অনুযায়ী একটা সিরিয়াল তৈরি হবে। পরে যখন গণবিজ্ঞপ্তি দিবে তখন আপনাকে আবেদনের সময় স্কুল কলেজ নির্বাচন করতে হবে।
৫। লিখিত পরীক্ষার প্রশ্ন কোথায় থেকে হয়?
উত্তরঃ স্কুল এবং কলেজ পর্যায়ের জন্য আপনার একাডেমিক বিষয়ের উপরে লিখিত পরীক্ষ হবে। স্কুল পর্যায়-২ এর জন্য বাংলা, ইংরেজি এবং গণিত ।
৬। কমার্সের লিখিত পরীক্ষা কি ইংরেজি মাধ্যমে প্রশ্ন হয়?
উত্তরঃ না। বাংলায় প্রশ্ন হয়।
৭। কত বছর বয়স পর্যান্ত শিক্ষক নিবন্ধনে আবেদন করা যাবে?
উত্তরঃ ১৮ থেকে ৩৫ বছর পর্যন্ত।
৮। নিবন্ধনের পরীক্ষায় ভুল উত্তরের জন্য কত মার্ক কাটা হবে?
উত্তরঃ ১৭তম নিবন্ধন প্রিলি পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ মার্ক কাটা হতো। তবে ১৮তম নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রিলিতে ০.২৫ মার্ক (পরীক্ষায় সময় প্রশ্নে উল্লেখ থাকবে ভুল উত্তরের কাট মার্ক কত) কাটা হবে।
(Collected)

17/11/2023

১৮তম শিক্ষক নিবন্ধন পরিক্ষার জন্য অনলাইনে আবেদন ফরম পুরণ করতে সহযোগিতা করি, যাদের সহযোগিতার প্রয়োজন ইনবক্স করুন।

Address

Dhaka
1219

Telephone

01921353169

Website

Alerts

Be the first to know and let us send you an email when Friends public health service - FPHS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram