01/04/2024
❌ সতর্কমূলক বার্তা ❌
কিছু অসাধু ব্যবসায়ী আছেন! তারা আমাদের ব্রান্ড নাম ব্যবহার করে ফেক প্রোডাক্ট সেল করছে! তাদের জন্য আমাদের কোম্পানি এর নাম খারাপ হচ্ছে! তারা আমাদের কিছু কিছু প্রোডাক্টের কপি করে সেল করছে! তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে! খুব দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে, ইনশাআল্লাহ!
তাদের কিছু সংখ্যক মানুষ আমাদের পেইজে এসে কাস্টমার রিভিউতে Angry রিয়েক্ট দিচ্ছে এবং পেইজে এসে কিছু কাস্টমারদের ইনবক্সে নিয়ে উল্টো পাল্টা কথা বলছে! তারপর ওন্য পেইজ সাজেস্ট করছে! যারা এই সব করছেন তাদের উদ্দেশ্য কিছু কথা বলি, আল্লাহ ছাড়া দেয়,ছেড়ে দেয় না! এহকালে না হলে পরকালে হিসাব হবে! ধন্যবাদ 👍🏻
সাধারণ মানুষের উদ্দেশ্য বলছি আপনারা কোন প্রোডাক্ট নিলে দয়া করে যাচাই বাছাই করে নিবেন নাহলে প্রতারিত হবেন!ধন্যবাদ সবাইকে ❤️🩹