Pacific Dental & Surgery

Pacific Dental & Surgery Pacific Dental & Surgery

Some informations about a tooth we could know...
29/09/2019

Some informations about a tooth we could know...

30/01/2019
মাড়ী থেকে রক্ত ঝরা/ দাঁত বা মুখ থেকে রক্ত পরা!!!অনেকেরই দাঁতের মাড়ী থেকে রক্ত ঝরে। রমজান এসে গেল! মুখে রক্ত আসে, ওজু ভ...
23/05/2018

মাড়ী থেকে রক্ত ঝরা/ দাঁত বা মুখ থেকে রক্ত পরা!!!
অনেকেরই দাঁতের মাড়ী থেকে রক্ত ঝরে। রমজান এসে গেল! মুখে রক্ত আসে, ওজু ভেঙে যায় বার বার। যন্ত্রনা?

কিছু টিপ্স বলে দেই....

কুসুম গরম পানি ১গ্লাস নিন, তাতে দিন ২ চিমটি লবন, এবার প্রতি বার খাবার পর এ দিয়ে জোরে জোরে কুলি করুন। হাতের কাছে পেয়ারা গাছের কচি পাতা থাকলে পানি গরমের সময় ২/৩ টা দিয়ে দিতে পারেন। তবে এ ক্ষেত্রে পানিটা বলক আনাতে হবে। তারপর ঠান্ডা করে কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

যত রক্তই ঝরুক, দাঁত মাজুন ভাল ভাবে, কম করেও ২ বার,রাতে খাবার পর, সেহেরির পর। এবং সাথে কুলি।

মাড়ী ব্যাথা বেশী করলে, ডিস্প্রিন পানিতে মিশিয়ে কুলকুচি করতে পারেন ১ বার। (যদি না ডিস্প্রিনে কোন সমস্য থাকে।)
সমস্যা চলে যাবে ১সপ্তাহে ইনশাআল্লাহ।
যদি তাও সমস্যা না যায়, তবে শীঘ্র ডাক্তার দেখান দরকার, ভাল একজন ডেন্টিষ্ট দেখান।

দাঁতের গোড়ায় চর পরে থাকলে স্কেলিং করান। প্রতিটি সুস্থ মুখের অধিকারিরও ৬ মাসে ১ বার স্কোলিং দরকার, এতে হার্টের রোগ থেকে শুরু করে অন্য বহু রোগের সংক্রমন থেকে নিরাপদ থাকা যায়।

পবিত্র রমজানের জন্য বিশেষ ব্যবস্থা, প্যাসিফিক ডেন্টাল এন্ড সার্জারী স্কেলিং এর জন্য খরচ ৩০% কম করার সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনে যোগাযোগ করুন।

ভাল থাকুন, মন খুলে হাসুন,দাঁত ও মুখের যত্ন নিন, দিল ভরে ইবাদাত করুন, দোয়ায় আমাদের ভুলবেন না প্লিজ।
বিনীত
ডা. ফয়সাল আহমেদ।
প্যাসিফিক ডেন্টাল এন্ড সার্জারী।
০১৭১৯৩৬৮১২৬

আসুন বাঙ্গালি ভাই ও বোনেরা আমরা হাদিয়া এর আধিক্যের ব্যাপারে ডেন্টিস্টকে "ডাকাত" গালমন্দ না করিয়া দাঁত ও মুখের যথাযত যত্ন...
02/04/2018

আসুন বাঙ্গালি ভাই ও বোনেরা আমরা হাদিয়া এর আধিক্যের ব্যাপারে ডেন্টিস্টকে "ডাকাত" গালমন্দ না করিয়া দাঁত ও মুখের যথাযত যত্ন নেই এবং সচেতন হই....ইহাতে আপনার দাঁত ও পকেট উভয়েরই অশেষ ফায়দা হইবে।।।

মুখের ভিতর ঘা কেন হয়, কিভাবে এটি দূর করবেন ?মুখে অনেক সময় লাল ছোট ছোট গর্তের মত ঘা হয়। এতে খুব ব্যাথা ও জ্বালাপোড়া হয়। আ...
20/11/2017

মুখের ভিতর ঘা কেন হয়, কিভাবে এটি দূর করবেন ?

মুখে অনেক সময় লাল ছোট ছোট গর্তের মত ঘা হয়। এতে খুব ব্যাথা ও জ্বালাপোড়া হয়। আস্তে আস্তে ব্যাথা বেড়ে তীব্র হয়ে অংশটি সাদা রঙ ধারণ করে৷ কখনও ৪-৫ দিনের মাজেই সেরে যায় অাবার কখনও অনেক দিন থাকে ও বার বার হতে দেখা যায়৷

মুখে ঘা কেন হয়ঃ
১। ভিটামিন ও আয়রনের অভাবে, যেমন ভিটামিন বি৬, ভিটামিন বি১২
২। হরমোনাল কারণে হতে পারে। মেয়েদের মাসিক এর আগে পরে এই আলসার হতে পারে৷
৩। মুখের মাড়ি আঘাতগ্রস্ত হলে৷
৪। ধূমপান, নেশা জাতীয় জিনিস, পান কিংবা মদ খেলেও মুখে ঘা হয়।
৫। যাদের এইডস, ডায়াবেটিস, ক্যান্সার এমন রোগ আছে তাদের হয়।
৬। রাতে ঘুম না হলে অথবা দেরি করে ঘুমালে, অনেক বেশি দুশ্চিন্তা করলে মুখে ঘা হতে পারে।
৭। বংশ গত কারনেও মুখের ভিতর আলসার হয়।

প্রতিকারের উপায়ঃ
১। রাস্তা ঘাট কিংবা বাইরের পানীয় না খাওয়া।
২। রাতে কমপক্ষে ৮ ঘণ্টা ঘুমানো।
৩। ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়া।
৪। নরম ব্রাশ ব্যবহার করা যেটায় চাপ বা ঘষা লাগবে না।
৫। ৭ দিনের মধ্যে ভালো না হলে ডাক্তারের পরামর্শ মাফিক কিছু পেস্ট, জেল বা মাউথ ওয়াশ ব্যবহার করুন৷
৬। ঘরোয়া সমাধানঃ
* গরম পানিতে লবন অথবা বেকিং সোডা দিয়ে কুলি করলে আরাম পাবেন।
* ১ চিমটি বেকিং সোডা আর একটু পানি নিয়ে মিশিয়ে ঘা এর উপর লাগিয়ে রাখতে পারেন।
* ঘা এর উপর পিয়াজ দিলে খুব তাড়াতাড়ি উপকার পাবেন, কিন্তু অনেক ব্যথা বাড়বে।
* ভিটামিন ই ক্যাপসুল ঘা এর উপর ভেঙ্গে দিন। অথবা টি ব্যাগ ঘা এর উপর রেখে দিন। এতেও দ্রুত নিরাময় হয়।
৭। প্রতিদিন টক দই খাবেন।
৮। মসলা যুক্ত খাবার পরিহার করুন৷
-----------------------------------

আপনার দাঁতের জন্য scaling এবং polishing কেন প্রয়োজন?• খাদ্য (কফি / চা) বা তামাক দ্বারা সৃষ্ট দাগগুলি অপসারণ করতে।• টার্...
25/10/2017

আপনার দাঁতের জন্য scaling এবং polishing কেন প্রয়োজন?

• খাদ্য (কফি / চা) বা তামাক দ্বারা সৃষ্ট দাগগুলি অপসারণ করতে।

• টার্টার বা ক্যালকুলাসকে অপসারণ করতে - যা মাড়ির ক্ষয়, নড়বড়ে দাঁত এবং পরবর্তীতে দাঁতের ক্ষতির প্রধান কারণ। scaling এবং polishing মাড়ির(gum) রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।

• মুখগহব্ব্রের বিভিন্ন রোগ যেমন দন্ত ক্ষয় এবং ক্যাভিটি সনাক্ত করতে সাহায্য করে।

• আপনার দাঁত ও মাড়িকে কিভাবে পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখা সম্ভব সেটি শিক্ষায়।

scaling এবং polishing পদ্ধতি কি?

• Scaling

আপনার দাঁতের ক্ষতি না করে প্লেক এবং ক্যালকুলাস ডিপোজিটগুলি আলতো করে ভেঙ্গে ফেলার জন্য বিশেষ ধরণের ultrasonic scaler (চিত্রের ন্যায়) ব্যবহার করা হয়। এই শক্ত ক্যালকুলাস বা পাথরগুলো ultrasonic scaler এর উচ্চমাত্রার কম্পন ও পানির স্প্রে এর মাধ্যমে আলাদা হয়ে যায়। দাঁত পরিষ্কার হয়ে উঠে। স্কেলিং প্রক্রিয়ার সময় স্ক্যালার থেকে শুনে উচ্চতর পিচে শব্দ হতে পারে।

• Polishing
সাধারণত ক্যালকুলাস বা পাথর অপসারণ এর পর আপনার দাঁত অমসৃণ হয়ে পড়ে, সেই সাথে Stain বা দাগগুলো প্রকট ভাবে দেখা যায়। এসময় পলিশিং এর মাধ্যমে দাঁতের মসৃণ এবং চকচকে ভাব ফিরিয়ে আনা হয়।
একধরনের বিশেষ রাবার কাপ ও প্রফিল্যাক্সিস পেস্ট (একটি বিশেষ টুথপেষ্ট-মত উপাদান) এর সাহায্যে দাঁতগুলো মসৃণ করা হয়।

যেকোন প্রকার দাঁতের সমস্যা বা scaling এবং polishing নিয়ে প্রশ্ন থাকলে আমাদের মেসেজ করতে পারেন facebook.com/pacificdentalunique অথবা ফোন করতে পারেন এই নম্বরে ০১৭১৯৩৬৮১২৬

Pacific Dental & Surgery

Address

1046, 1st Floor, East Shewrapara, Mirpur
Kazipara
1216

Opening Hours

Monday 17:00 - 22:00
Tuesday 17:00 - 22:00
Wednesday 17:00 - 22:00
Thursday 17:00 - 22:00
Saturday 17:00 - 22:00
Sunday 17:00 - 22:00

Telephone

+8801680086017

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pacific Dental & Surgery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pacific Dental & Surgery:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category