Pacific Dental & Surgery

Pacific Dental & Surgery Pacific Dental & Surgery

02/02/2022
Some informations about a tooth we could know...
29/09/2019

Some informations about a tooth we could know...

30/01/2019
মাড়ী থেকে রক্ত ঝরা/ দাঁত বা মুখ থেকে রক্ত পরা!!!অনেকেরই দাঁতের মাড়ী থেকে রক্ত ঝরে। রমজান এসে গেল! মুখে রক্ত আসে, ওজু ভ...
23/05/2018

মাড়ী থেকে রক্ত ঝরা/ দাঁত বা মুখ থেকে রক্ত পরা!!!
অনেকেরই দাঁতের মাড়ী থেকে রক্ত ঝরে। রমজান এসে গেল! মুখে রক্ত আসে, ওজু ভেঙে যায় বার বার। যন্ত্রনা?

কিছু টিপ্স বলে দেই....

কুসুম গরম পানি ১গ্লাস নিন, তাতে দিন ২ চিমটি লবন, এবার প্রতি বার খাবার পর এ দিয়ে জোরে জোরে কুলি করুন। হাতের কাছে পেয়ারা গাছের কচি পাতা থাকলে পানি গরমের সময় ২/৩ টা দিয়ে দিতে পারেন। তবে এ ক্ষেত্রে পানিটা বলক আনাতে হবে। তারপর ঠান্ডা করে কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

যত রক্তই ঝরুক, দাঁত মাজুন ভাল ভাবে, কম করেও ২ বার,রাতে খাবার পর, সেহেরির পর। এবং সাথে কুলি।

মাড়ী ব্যাথা বেশী করলে, ডিস্প্রিন পানিতে মিশিয়ে কুলকুচি করতে পারেন ১ বার। (যদি না ডিস্প্রিনে কোন সমস্য থাকে।)
সমস্যা চলে যাবে ১সপ্তাহে ইনশাআল্লাহ।
যদি তাও সমস্যা না যায়, তবে শীঘ্র ডাক্তার দেখান দরকার, ভাল একজন ডেন্টিষ্ট দেখান।

দাঁতের গোড়ায় চর পরে থাকলে স্কেলিং করান। প্রতিটি সুস্থ মুখের অধিকারিরও ৬ মাসে ১ বার স্কোলিং দরকার, এতে হার্টের রোগ থেকে শুরু করে অন্য বহু রোগের সংক্রমন থেকে নিরাপদ থাকা যায়।

পবিত্র রমজানের জন্য বিশেষ ব্যবস্থা, প্যাসিফিক ডেন্টাল এন্ড সার্জারী স্কেলিং এর জন্য খরচ ৩০% কম করার সিদ্ধান্ত নিয়েছে। প্রয়োজনে যোগাযোগ করুন।

ভাল থাকুন, মন খুলে হাসুন,দাঁত ও মুখের যত্ন নিন, দিল ভরে ইবাদাত করুন, দোয়ায় আমাদের ভুলবেন না প্লিজ।
বিনীত
ডা. ফয়সাল আহমেদ।
প্যাসিফিক ডেন্টাল এন্ড সার্জারী।
০১৭১৯৩৬৮১২৬

আসুন বাঙ্গালি ভাই ও বোনেরা আমরা হাদিয়া এর আধিক্যের ব্যাপারে ডেন্টিস্টকে "ডাকাত" গালমন্দ না করিয়া দাঁত ও মুখের যথাযত যত্ন...
02/04/2018

আসুন বাঙ্গালি ভাই ও বোনেরা আমরা হাদিয়া এর আধিক্যের ব্যাপারে ডেন্টিস্টকে "ডাকাত" গালমন্দ না করিয়া দাঁত ও মুখের যথাযত যত্ন নেই এবং সচেতন হই....ইহাতে আপনার দাঁত ও পকেট উভয়েরই অশেষ ফায়দা হইবে।।।

মুখের ভিতর ঘা কেন হয়, কিভাবে এটি দূর করবেন ?মুখে অনেক সময় লাল ছোট ছোট গর্তের মত ঘা হয়। এতে খুব ব্যাথা ও জ্বালাপোড়া হয়। আ...
20/11/2017

মুখের ভিতর ঘা কেন হয়, কিভাবে এটি দূর করবেন ?

মুখে অনেক সময় লাল ছোট ছোট গর্তের মত ঘা হয়। এতে খুব ব্যাথা ও জ্বালাপোড়া হয়। আস্তে আস্তে ব্যাথা বেড়ে তীব্র হয়ে অংশটি সাদা রঙ ধারণ করে৷ কখনও ৪-৫ দিনের মাজেই সেরে যায় অাবার কখনও অনেক দিন থাকে ও বার বার হতে দেখা যায়৷

মুখে ঘা কেন হয়ঃ
১। ভিটামিন ও আয়রনের অভাবে, যেমন ভিটামিন বি৬, ভিটামিন বি১২
২। হরমোনাল কারণে হতে পারে। মেয়েদের মাসিক এর আগে পরে এই আলসার হতে পারে৷
৩। মুখের মাড়ি আঘাতগ্রস্ত হলে৷
৪। ধূমপান, নেশা জাতীয় জিনিস, পান কিংবা মদ খেলেও মুখে ঘা হয়।
৫। যাদের এইডস, ডায়াবেটিস, ক্যান্সার এমন রোগ আছে তাদের হয়।
৬। রাতে ঘুম না হলে অথবা দেরি করে ঘুমালে, অনেক বেশি দুশ্চিন্তা করলে মুখে ঘা হতে পারে।
৭। বংশ গত কারনেও মুখের ভিতর আলসার হয়।

প্রতিকারের উপায়ঃ
১। রাস্তা ঘাট কিংবা বাইরের পানীয় না খাওয়া।
২। রাতে কমপক্ষে ৮ ঘণ্টা ঘুমানো।
৩। ভিটামিন সাপ্লিমেন্ট খাওয়া।
৪। নরম ব্রাশ ব্যবহার করা যেটায় চাপ বা ঘষা লাগবে না।
৫। ৭ দিনের মধ্যে ভালো না হলে ডাক্তারের পরামর্শ মাফিক কিছু পেস্ট, জেল বা মাউথ ওয়াশ ব্যবহার করুন৷
৬। ঘরোয়া সমাধানঃ
* গরম পানিতে লবন অথবা বেকিং সোডা দিয়ে কুলি করলে আরাম পাবেন।
* ১ চিমটি বেকিং সোডা আর একটু পানি নিয়ে মিশিয়ে ঘা এর উপর লাগিয়ে রাখতে পারেন।
* ঘা এর উপর পিয়াজ দিলে খুব তাড়াতাড়ি উপকার পাবেন, কিন্তু অনেক ব্যথা বাড়বে।
* ভিটামিন ই ক্যাপসুল ঘা এর উপর ভেঙ্গে দিন। অথবা টি ব্যাগ ঘা এর উপর রেখে দিন। এতেও দ্রুত নিরাময় হয়।
৭। প্রতিদিন টক দই খাবেন।
৮। মসলা যুক্ত খাবার পরিহার করুন৷
-----------------------------------

আপনার দাঁতের জন্য scaling এবং polishing কেন প্রয়োজন?• খাদ্য (কফি / চা) বা তামাক দ্বারা সৃষ্ট দাগগুলি অপসারণ করতে।• টার্...
25/10/2017

আপনার দাঁতের জন্য scaling এবং polishing কেন প্রয়োজন?

• খাদ্য (কফি / চা) বা তামাক দ্বারা সৃষ্ট দাগগুলি অপসারণ করতে।

• টার্টার বা ক্যালকুলাসকে অপসারণ করতে - যা মাড়ির ক্ষয়, নড়বড়ে দাঁত এবং পরবর্তীতে দাঁতের ক্ষতির প্রধান কারণ। scaling এবং polishing মাড়ির(gum) রোগ প্রতিরোধ করতে সাহায্য করে।

• মুখগহব্ব্রের বিভিন্ন রোগ যেমন দন্ত ক্ষয় এবং ক্যাভিটি সনাক্ত করতে সাহায্য করে।

• আপনার দাঁত ও মাড়িকে কিভাবে পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখা সম্ভব সেটি শিক্ষায়।

scaling এবং polishing পদ্ধতি কি?

• Scaling

আপনার দাঁতের ক্ষতি না করে প্লেক এবং ক্যালকুলাস ডিপোজিটগুলি আলতো করে ভেঙ্গে ফেলার জন্য বিশেষ ধরণের ultrasonic scaler (চিত্রের ন্যায়) ব্যবহার করা হয়। এই শক্ত ক্যালকুলাস বা পাথরগুলো ultrasonic scaler এর উচ্চমাত্রার কম্পন ও পানির স্প্রে এর মাধ্যমে আলাদা হয়ে যায়। দাঁত পরিষ্কার হয়ে উঠে। স্কেলিং প্রক্রিয়ার সময় স্ক্যালার থেকে শুনে উচ্চতর পিচে শব্দ হতে পারে।

• Polishing
সাধারণত ক্যালকুলাস বা পাথর অপসারণ এর পর আপনার দাঁত অমসৃণ হয়ে পড়ে, সেই সাথে Stain বা দাগগুলো প্রকট ভাবে দেখা যায়। এসময় পলিশিং এর মাধ্যমে দাঁতের মসৃণ এবং চকচকে ভাব ফিরিয়ে আনা হয়।
একধরনের বিশেষ রাবার কাপ ও প্রফিল্যাক্সিস পেস্ট (একটি বিশেষ টুথপেষ্ট-মত উপাদান) এর সাহায্যে দাঁতগুলো মসৃণ করা হয়।

যেকোন প্রকার দাঁতের সমস্যা বা scaling এবং polishing নিয়ে প্রশ্ন থাকলে আমাদের মেসেজ করতে পারেন facebook.com/pacificdentalunique অথবা ফোন করতে পারেন এই নম্বরে ০১৭১৯৩৬৮১২৬

Pacific Dental & Surgery

24/10/2017
http://www.prothom-alo.com/life-style/article/256837
15/07/2017

http://www.prothom-alo.com/life-style/article/256837

ঝকঝকে দাঁতে সুন্দর হাসি কেবল আপনার ব্যক্তিত্বকেই আকর্ষণীয় করে না, এটা আপনার সুস্বাস্থ্যেরও পরিচায়ক। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে অনেকেই দাঁত সুস্থ রাখার বিষয়ে সচেতন থাকেন না। ঠেকায় পড়ে দাঁতের চিকিত্সকের কাছে না যাওয়া পর্যন্ত যেন তাঁরা বিষয়টির গুরুত্বই বোঝেন না। একটু সচেতন হলে এবং কিছু...

আক্কেল দাঁত ( Wisdom Teeth) মাড়ির ৩য় বা শেষ দাঁত যা ১৭-২১ বছরের মধ্যে উঠে। বেশিরভাগ ক্ষেত্রেই এরা বাঁকা হয়ে কিছু অংশ উঠে...
30/05/2017

আক্কেল দাঁত ( Wisdom Teeth) মাড়ির ৩য় বা শেষ দাঁত যা ১৭-২১ বছরের মধ্যে উঠে। বেশিরভাগ ক্ষেত্রেই এরা বাঁকা হয়ে কিছু অংশ উঠে অথবা সম্পূর্ন অংশই মাড়ির নিচে থেকে যায় যা,পরবর্তীতে বিভিন্ন জটিলতার জন্ম দেয়। কিছু ক্ষেত্রে আক্কেল দাঁতের সমস্যা নীরব থাকলেও পরবর্তীতে দীর্ঘ মেয়াদী বড় জটিলতা (টিউমার, সিস্ট, ক্যান্সার, ফ্রেকচার) নিয়েও আসতে পারে।

জটিলতা :
মাড়ি ব্যথা, মাড়ি ফোলা, বারবার ইনফেকশন, মুখে দুর্গন্ধ, হা বন্ধ হয়ে যাওয়া।
দীর্ঘ মেয়াদী চোয়ালের প্রদাহ অস্টিওমাইলাইটিস, স্পেস ইনফেকশন।
আলসার বা ক্ষত, সিস্ট, টিউমার, ক্যান্সার, ফ্রেকচার #,
পারসিসট্যান্ট ডিসচার্জিং সাইনাস।

* চিকিৎসা *
আমেরিকান ডেন্টাল নির্দেশনা অনুযায়ী ১৬-১৯ বছরের মধ্য মাড়িতে আক্কেল দাঁতের অবস্থান নির্ণয় করে বিশেষজ্ঞ ডেন্টিস্ট দ্বারা ফেলে দিলে ভবিষ্যতে এর জটিলতা এড়ানো যায়।

correction of midline Diastemaদাঁতের ফাকা অংশ পূরণ ও সৌন্দর্য বর্ধন করা।
03/04/2017

correction of midline Diastema
দাঁতের ফাকা অংশ পূরণ ও সৌন্দর্য বর্ধন করা।

দাঁতের ইনফেকশন থেকে হার্ট অ্যাটাকঃদাঁতের ইনফেকশন থেকে হার্ট অ্যাটাকের কথা শুনে হয়তো অনেকেই অবাক হতে পারেন। কারণ আমাদের ...
04/03/2017

দাঁতের ইনফেকশন থেকে হার্ট অ্যাটাকঃ

দাঁতের ইনফেকশন থেকে হার্ট অ্যাটাকের কথা শুনে হয়তো অনেকেই অবাক হতে পারেন। কারণ আমাদের দেশের সাধারণ মানুষ দাঁতের রোগের বিষয় ওয়াকিবহাল নয়; তারা দাঁতের রোগের নানা প্রতিক্রিয়া সম্বন্ধেও সচেতন নয়। অথচ উন্নত বিশ্বে দাঁতের রোগের নানা ঝুঁকি নিয়ে চিকিৎসক এবং সাধারণ মানুষের মধ্যেও যথেষ্ট উৎকণ্ঠা এবং সচেতনতা লক্ষ্য করা যায়। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা রিপোর্টে যার বহু প্রমাণ রয়েছে। সাম্প্রতিককালে দাঁতের রোগ থেকে করোনারি হার্ট ডিজিজ, মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, বিভিন্ন রক্তনালীর রোগ, মস্তিষ্কের প্রদাহ, কিডনি সমস্যা, মহিলাদের গর্ভকালীন সময়ে অকাল গর্ভপাত, অকাল শিশু ভুমিষ্ঠ হওয়া, অপুষ্টি শিশুর জন্মলাভ ইত্যাদি নানা সমস্যা বিশ্বব্যাপী লক্ষ্য করা যায়।
প্রতিরোধমুলক ব্যবস্থা গ্রহণ ছাড়া দাঁতের চিকিৎসা করা হলে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। যেমন দাঁত তোলা, স্কেলিং করা, দাঁতের মাঢ়ির শৈল্য চিকিৎসা করা ইত্যাদি থেকে হৃদযন্ত্রের প্রদাহজনিত রোগ সৃষ্টি হতে পারে। দাঁতের পরিচর্যা তথা দাঁত ব্রাশ বা খিলাল করার সময় দাঁতের গোড়া কিংবা মাঢ়ি থেকে রক্তক্ষরণ হলে তা থেকেও হৃদযন্ত্রের নানা রোগ দেখা দিতে পারে।
দাঁতের মাঢ়ি থেকে রক্তক্ষরণ হলে ধরে নিতে হবে যে, অবশ্যই এর পেছনে কোনো কারণ রয়েছে। হতে পারে দাঁতের গোড়ায় ইনফেকশন কিংবা প্রদাহজনিত কারণ, রক্তের ক্যান্সারসহ নানা প্রকার রক্তরোগ, হিমোফিলিয়া। কিংবা ডেঙ্গুজ্বর। তবে সাধারণত দাঁতের মাঢ়ি থেকে রক্তক্ষরণ হলে তা প্রদাহজনিত কারণেই বেশি দেখা যায়। বাংলাদেশসহ বিশ্বব্যাপী দাঁতের এ প্রদাহজনিত রোগটির হার খুবই বেশি। সাম্প্রতিককালে দাঁতের এ ধরনের ইনফেকশনজনিত রোগের সঙ্গে করোনারি হৃদরোগ এবং হার্ট অ্যাটাকের সম্পর্ক রয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা। অবশ্য কতিপয় কারণ এর সঙ্গে সংযুক্ত, যেমন-
উচ্চরক্তচাপ
রক্তের মাত্রাধিক কোলেষ্টেরল
ডায়বেটিস
অতিরিক্ত পরিশ্রম
দুশ্চিন্তাগ্রস্ত জীবন
মেদবহুল শরীর
ধুমপান
মদ্যপান ইত্যাদি।
এছাড়া বংশানুক্রমিকভাবে কারো যদি হৃদরোগ বা হার্ট অ্যাটাকের ইতিহাস থাকে তাহলে কারো কারোর জন্য মুখ ও দাঁতের ইনফেকশন থেকে হৃদরোগ কিংবা হার্ট অ্যাটাকের ঝুঁকি অত্যন্ত বেশি থাকে বলে গবেষণা রিপোর্টে দেখা যায়।
নিয়মিত মুখ-দাঁতের পরিচর্যা না করার ফলে দাঁতের গোড়ায় জমে থাকা খাদ্যকণা পঁচে তার সঙ্গে মুখের লালা ও ব্যাকটেরিয়া (জীবাণু) মিশ্রিত হয়ে যে প্ল্যাগ তৈরি হয় মুলত তা থেকেই যত সমস্যার সৃষ্টি।
নিয়মিত মুখ ও দাঁতের স্বাস্থ্য পরিচর্যা, প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ এবং প্রতিরোধমুলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমেই হার্ট অ্যাটাকের মতো মৃত্যু ঝুঁকি এড়ানো সম্ভব বলে বিশেষজ্ঞদের ধারণা। তাই নিয়মিত দাঁতের পরিচর্চা করতে হবে। যেমনঃ
প্রতিদিন সকালে নাস্তার পর এবং রাতে ঘুমানোর আগে সঠিক নিয়মে দাঁত ব্রাশ করা।
প্রধান খাবারের মধ্যবর্তী সময়ে মিষ্টি জাতীয় খাদ্য পরিহার করা।
অধিক চর্বিযুক্ত খাদ্য পরিহার করা
ধুমপান, মদ্যপান, সাদাপাতা বা জর্দা দিয়ে পান খাওয়া বন্ধ করা।
দাঁতের গোড়ায় প্ল্যাক, পাথর জমে থাকলে তা দ্রুত স্কেলিং করে পরিষ্কার করা।
ব্রাশ করে দাঁত পরিষ্কার না হলে ফ্লসিং, ইন্টার ডেন্টাল ব্রাশিং এবং প্ল্যাক প্রতিরোধকারী মাউথ ওয়াশ ব্যবহার করা।
মুখ ও দাঁতে কোনো রোগ থাকলে তা দ্রুত চিকিৎসা করা।
উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হৃদরোগ বা রক্তনালীর কোনো সমস্যা থাকলে তার চিকিৎসার পাশাপাশি ডেন্টাল সার্জনের পরামর্শ গ্রহণ করা খুবই জরুরি।
প্রতি ছয় মাস অন্তর মুখ ও দাঁত পরীক্ষা করানো ইত্যাদি।

03/03/2017

দাঁতের চিকিৎসা কিংবা ডেন্টাল হেলথ নিয়ে অনেক জনশ্রুতি বা মিথ্যা প্রচলিত আছে।এর পেছনে আসলে অনেক শক্ত সত্য কথা রয়েছে।

অতিকথা ১ঃ
দাঁতে ব্যাথা নেই মানেই নির্দিষ্ট ঐ ব্যাক্তির দাঁত ভাল রয়েছে কিংবা ওরাল হেলথ অনেক হেলদি।

সত্য কথাঃ
দাঁতের অসুখ নীরব।শুরুত এটি নীরবভাবে,ব্যথাহীনভাবে শুরু হয়ে আস্তে আস্তে সেটি চরম খারাপ অবস্থার দিকে ধাবিত হয়।যেটি একসময় ব্যথা দিয়ে আত্নপ্রকাশ করে।ব্যাথা ছাড়াও সেটি মারাত্নক হতে পারে।সুতরাং ব্যথা নেই মানেই দাঁত ভাল আছে এমনটি শুধু জনশ্রুতিই মাত্র।

অতিকথা ২ঃ
দাঁতের ফিলিং,ক্রাউন/ক্যাপ করলে সেটি আজীবনের জন্য।

সত্য কথাঃ
যেটির ব্যবহার আছে সেটির ক্ষয়ও আছে।গড গিফটেড যে জিনিস অবহেলায় নষ্ট হয়ে গেছে সেটির রিপ্লেস হিসেবে লাগানো ফিলিং কিংবা ক্রাউনের একটা সময় ব্যবহারে ব্যবহারে দূর্বল হবে।তাছাড়া সেগুলোও ব্যাকটেরিয়ার সংস্পর্শতে থাকে প্রতিনিয়তই।ফিলিং এর পাশে থাকা দাঁতের প্রাকৃতিক অংশেরই ক্ষয়সাধন হবার মত এটিও দূর্বল হবে।'Nothing that you put in your mouth will last forever/NOTHING IS PERMANENT'

অতিকথা ৩ঃ
সকল ডেন্টাল ওয়ার্ক (ফিলিং,ক্রাউন,ডেনচার)একই রকম।

সত্যকথাঃ
আধুনিক ডেন্টিস্ট্রি টেকনোলজি এবং ম্যাটেরিয়ালস নির্ভর।এসবের ভিন্নতা এবং ডাক্তারের কোয়ালিফিকেশন অনুযায়ী খরচের তারতম্য আছে।সুতরাং একটির সাথে আরেকটি মিলিয়ে ফেলার কোন কারন নেই।

আপনি অর্থোপেডিক চিকিৎসায় ভেঙ্গে যাওয়া শরীরের কোন অংশ ঠিক করে যেমন সেটি আগের মত শক্তিশালী অবস্থায় পাবেন নাহ,হার্টের সার্জারী করে বাকীজীবন সুস্থ হার্টের গ্যারান্টি পাবেন না তেমনি দাঁতের চিকিৎসাও তেমনই।

যতনে রতন মিলে বলে কথা আছে।চিকিৎসার পরে ও আগে যন্ত নিন।প্রতিটি দাঁতই এক একটি অঙ্গ।এটি সুস্থ থাকলে রতন মিলবে।

Address

Dhaka

Opening Hours

Monday 17:00 - 22:00
Tuesday 17:00 - 22:00
Wednesday 17:00 - 22:00
Thursday 17:00 - 22:00
Saturday 17:00 - 22:00
Sunday 17:00 - 22:00

Telephone

+8801680086017

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pacific Dental & Surgery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pacific Dental & Surgery:

Share

Category