03/09/2025
Retrograde Ej*******on (প্রস্রাবের সাথে বীর্য মিশে যাওয়া) এর হোমিওপ্যাথিক চিকিৎসা
ডা. মো: আব্দুল মান্নান
বিএইচএমএস (ঢা:বি:),এমপিএইচ ( এডাস্ট) , ডিএমইউ ( বামডু)।
সিনিয়র প্রভাষক - মানিকগঞ্জ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, মানিকগঞ্জ।
সিনিয়র কনসালটেন্ট, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতাল, কাজীপাড়া, মিরপুর, ঢাকা।
পুরুষদের এক ধরনের যৌন স্বাস্থ্য সমস্যা হলো Retrograde Ej*******on, যেখানে স্বাভাবিকভাবে বাইরে বের না হয়ে বীর্য প্রস্রাবের সাথে বের হয়ে যায়। এতে যৌন জীবনে সমস্যা তৈরি হয়, সন্তান জন্মদানে জটিলতা দেখা দেয় এবং মানসিকভাবে হতাশা তৈরি হতে পারে।
🔹 কারণসমূহ:
ডায়াবেটিস
নার্ভ বা প্রোস্টেটের সমস্যা
কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
সার্জারির পর জটিলতা
🔹 লক্ষণসমূহ:
যৌন মিলনে বীর্যপাত না হওয়া
বীর্য বাইরে না বের হয়ে প্রস্রাবে চলে যাওয়া
যৌন দুর্বলতা ও মানসিক উদ্বেগ
🔹 হোমিওপ্যাথিক চিকিৎসা:
হোমিওপ্যাথিতে রোগীর পূর্ণ ইতিহাস ও উপসর্গ অনুযায়ী চিকিৎসা দেওয়া হয়। এটি শুধু সমস্যার উপশমই নয়, বরং মূল কারণের ওপর কাজ করে। দীর্ঘমেয়াদে এর ফলে যৌনশক্তি পুনরুদ্ধার, মানসিক শান্তি ও স্বাভাবিক যৌন জীবন ফিরে পেতে সাহায্য করে।
👉 আমাদের হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে এই ধরনের সমস্যার বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শে যথাযথ চিকিৎসা দেওয়া হয়।
📌 ঠিকানা:
৬৭৪, পশ্চিম কাজীপাড়া (মেট্রো স্টেশনের ২৮৫ নং পিলারের পশ্চিমে), মিরপুর, ঢাকা।
📌 সময়সূচি:
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা (বৃহস্পতিবার বন্ধ)।
📞 যোগাযোগ:
০১৩৩৩৮০৮৫০৮, ০১৮৩৩৭০০২৯১