Dr Mamun Homiopath

Dr Mamun Homiopath জটিল ও পুরাতন রোগের চিকিৎসা করা হয়

29/08/2024

আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী বন্ধুরা কেমন আছেন সবাই

চন্দ্রগ্রহণের সময় কি গর্ভবতী নারী কিছু খেতে কিংবা কাটাকাটি করতে পারবে?ইসলাম কি বলে!!!!আমাদের সমাজে প্রচলিত আছে যে সূর্য ...
30/04/2022

চন্দ্রগ্রহণের সময় কি গর্ভবতী নারী কিছু খেতে কিংবা কাটাকাটি করতে পারবে?
ইসলাম কি বলে!!!!

আমাদের সমাজে প্রচলিত আছে যে সূর্য বা চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী নারীরা কিছু খেতে পারবে না। এ সময় তারা মাছ, তরিতরকারি বা এজাতীয় কোনো কিছু কাটাকাটিও করতে পারবে না। এ সময় কিছু খেলে কিংবা কাটাকাটি করলে গর্ভস্থ সন্তানের বিকলাঙ্গ হওয়ার অথবা যেকোনো ক্ষতির আশঙ্কা থাকে।

এ দু‘টি ধারণাই অমূলক ও কুসংস্কার।

ইসলামি শরিয়তে এমন বিশ্বাসের কোনো সুযোগ নেই।

ইসলামপূর্ব জাহেলি যুগের মানুষের বিশ্বাস ছিল, জগতের বৃহৎ কোনো পরিবর্তনের কারণে চাঁদ এবং সূর্যের গ্রহণ লাগে। যেমন বড় কারো জন্ম, মৃত্যু কিংবা দুর্ভিক্ষের আগমন ইত্যাদির কারণে প্রকৃতিতে এমন ঘটে।

রাসুল সা:-তাদের এ ভুল বিশ্বাস খন্ডন করে বলেন, ‘সূর্য বা চন্দ্রগ্রহণ কারো জন্ম-মৃত্যুর কারণে হয় না, এগুলো আল্লাহর নিদর্শনাবলির দুটি নিদর্শন মাত্র। যখন তোমরা তা (সূর্য বা চন্দ্রগ্রহণ) দেখবে তখন নামাজে নিমগ্ন হবে।’ (বুখারি শরিফ, হাদিস: ১০৪২, মুসলিম শরিফ, হাদিস: ৯১৪।-হাদিস দু‘টির ব্যাখ্যা লক্ষণীয়)


চন্দ্র ও সূর্যগ্রহণের সময় কি করা উচিৎ, এ ব্যাপারে হাদিসে স্পষ্ট নির্দেশনা রয়েছে। রাসুল স:-এর জীবদ্দশায় একবার সূর্যগ্রহণ হলো। তখন তিনি লম্বা কেরাত ও লম্বা রুকু-সিজদার মাধ্যমে নামাজ আদায় করলেন। অতপর বললেন, ‘সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শনাবলির দুটি নিদর্শন মাত্র। কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্য বা চন্দ্রগ্রহণ হয় না। যখন তোমরা তা দেখবে তখন বেশি বেশি আল্লাহকে ডাকবে (দুয়া করবে), বেশি বেশি তাকবির (আল্লাহু আকবার) বলবে, নামাজ পড়বে এবং সদকা করবে।’ (বুখারি শরিফ, হাদিস: ১০৪৪)

মুসলিম শরিফের ৯০১ নম্বর হাদিসে রাসুল স:-বলেন, ‘যখন তোমরা সূর্যগ্রহণ দেখবে তখন তা শেষ হওয়া পর্যন্ত বেশি বেশি আল্লাহর জিকির করবে।’

অর্থাৎ সূর্য ও চন্দ্রগ্রহণের সময় একজন প্রকৃত মুমিনের কর্তব্য হল, সূর্য ও চন্দ্রগ্রহণ দূরীভূত হওয়ার আগপর্যন্ত নামাজ, জিকির, কোরআন তিলাওয়াত ইত্যাদি নেক আমলের মধ্যে মশগুল থাকা। গর্ভবতী নারীদের জন্যও একই করণীয়। প্রচলিত রেওয়াজের কোনো ভিত্তি নেই।

ডা মামুন হোমিওপ্যাথি কনসালটেন্ট

বাংলাদেশে তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা 29 তারিখ পর্যন্ত। বাংলাদেশের সর্বোচ্চ 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে,এর...
26/04/2022

বাংলাদেশে তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা 29 তারিখ পর্যন্ত। বাংলাদেশের সর্বোচ্চ 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে,
এরপরে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সর্বোচ্চ তাপমাত্রায় সুস্থ থাকতে বেশী বেশী করে বিশুদ্ধ পানি পান করুন,

ডা মামুন হোমিওপ্যাথি কনসালটেন্ট
01911008634

আমি জীবনের গল্প দীর্ঘায়িত করতে চাইনা। কারন পরবর্তী স্থায়ী জীবনে আমাকে সব হিসাব দিতে হবে। নিজের বিবেকের পরিচর্যা ও শুদ্ধত...
26/04/2022

আমি জীবনের গল্প দীর্ঘায়িত করতে চাইনা। কারন পরবর্তী স্থায়ী জীবনে আমাকে সব হিসাব দিতে হবে। নিজের বিবেকের পরিচর্যা ও শুদ্ধতা সবার আগে। সৃষ্টির সেবায় নিজেকে নিয়োজিত করুন স্বয়ং শ্রষ্টা আপনার সেবায় নিয়োজিত থাকবেন।

25/04/2022

#রিজিক
রিজিকের সর্বনিম্ন স্তরঃ টাকা, পয়সা, অর্থ, সম্পদ ।
সর্বোচ্চ স্তরঃ শারীরিক ও মানসিক সুস্থতা।
সর্বোত্তম স্তরঃ পুণ্যবান স্ত্রী ও পরিশুদ্ধ নেক সন্তান
পরিপূর্ণ স্তরঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটা লিখিত।

আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না, একটিও বেশি না। ধরেন এটা লিখিত যে আমি সারাজীবনে ১ কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তায়ালা নিয়েছেন। আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত আমার।

যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তায়ালার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই ১ কোটি আয় করেই আমি মারা যাবো, হারাম উপায়ে হলেও ওই ১ কোটিই... নাথিং মোর, নাথিং লেস!

আমি যেই ফলটি আজকে ঢাকা বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল হয়েছে তখনই এটা নির্ধারিত যে সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি, কিনে নি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।

এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না। রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।
রিজিক জিনিসটা এতোটাই শক্তিশালী!

কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ্‌ তায়ালা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে।

আলহামদুলিল্লাহ্‌...
কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছে।
আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তায়ালার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি।
আল্লাহ্‌ তায়ালা আমাদের সঠিক পথ ও রিজিক এর তৌফিক দান করুন।

25/04/2022

দেশের আবহাওয়া খুব গরম প্রচন্ড রোদ
এই ক্লান্তি ঘন তাপমাত্রায় শরীরে যেন পানিস্বল্পতা না থাকে বেশি করে তরমুজ খান

23/04/2022

পায়ুপথ বা রেকটাম ক্যান্সার একটি জটিল রোগ। এর লক্ষণ হচ্ছে টয়লেটে অল্প অল্প রক্ত যাওয়া, পায়খানার সঙ্গে আম বা মিউকাস যাওয়া এবং পায়খানা ক্লিয়ার হয়নি এরূপ বোধ করা। বারবার পায়খানা হওয়া, পায়খানার সঙ্গে মরা রক্ত ও পুঁজ যাওয়া এবং দুর্গন্ধ হওয়া
https://youtu.be/HOja4f4J2jc ইউটিউব চ্যানেল

ডা মামুন হোমিওপ্যাথি কনসালটেন্ট
01911008634

22/04/2022

কি হবে?
যদি, মধ্যরাতে আপনার প্রিয়তমা স্ত্রী ঠিক আপনারই পাশে শুয়ে যৌন ক্ষুধায়,.
অতৃপ্ততায় কাতর হয়ে ছটফট করতে থাকে।
চোখ বন্ধ করে ৫ সেকেন্ড দৃশ্যটা কল্পনা করুন তো!
সে কিভাবে মেটাবে তার যৌনক্ষুধা?
😭
সে আপনাকে বিবাহ করেছিলো,
পেয়েছিলো যৌনক্ষুধা মেটানোর এক হালাল পথ। আপনিই সেই হালাল পথ।
👫
সেই আপনিই কিনা কাপুরুষের মতো তার পাশে চোখ বুজে, সব বুঝেও না বুঝার ভান করে শুয়ে আছেন!
কাপুরষ!
আপনি কাপুরষ!!
😳
এসব ভেবে আপনার হৃদয় কি একটুও কেঁপে উঠে না?
ভিজে উঠে না কি আপনার দুচোখ? আপনি কি এতই পাষাণ হয়ে গেছেন?
😔
যে পর্ণগ্রাফি ও মাস্টারবেশন আপনাকে ধীরে ধীরে অক্ষম, কাপুরষ বানিয়ে দিচ্ছে, সেইসব হারাম জিনিস থেকে নিজেকে এক্ষুনি সরিয়ে নিন।
😓
এক্ষুনি
আল্লাহর ওয়াস্তে এসব ছেড়ে দিন। তার দেয়া নেয়ামত ও আপনার ভবিষ্যৎ স্ত্রীর আমানত রক্ষা করুন।
🤔
নিশ্চয়ই আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যা ত্যাগ করবেন, আল্লাহ আপনাকে তার চাইতে বেশি কিছু দিবেন ইনশাআল্লাহ।
💘💑💘

22/04/2022
22/04/2022

প্রিয় পাঠক,আজ থাকছে পেট ব্যাথা নিয়ে কিছু কথা।

হঠাৎ পেটে ব্যথা। বুঝতে পারছেন না এটি গ্যাস্ট্রিক নাকি অন্য কিছু। কী ওষুধ খাবেন, কার কাছে যাবেন, তা-ও বুঝতে পারছেন না। পেটে ব্যথার সঠিক স্থান, ধরন-ধারণ, আনুষঙ্গিক উপসর্গ ইত্যাদি মিলিয়ে সিদ্ধান্ত নিতে হয়। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা তো আছেই। প্রথমেই খেয়াল করতে হবে ওপর পেটে ব্যথা হচ্ছে, না তলপেটে। ওপরে হলে ব্যথা এক আঙুল দিয়ে নির্দেশ করলে সেটা কোন জায়গায় ওপর ডান, নাকি ওপর বাম? ব্যথাটা কোন দিকে ছড়াচ্ছে? কামড়ে ধরে আছে নাকি চিনচিন করছে, না জ্বালা করছে? সঙ্গে বমি, অরুচি, পায়খানার সমস্যা ইত্যাদি আছে কি না। কোনো কিছু খেলে বাড়ে নাকি খালি পেটে বাড়ে?

কেমন হতে পারে পেটে ব্যথার ধরন?
* পেপটিক আলসার বা গ্যাস্ট্রিকের ব্যথা সাধারণত পেটের ওপর দিকে মাঝখানে শুরু হয়। এটি খালি পেটে বাড়ে, কখনো চিনচিনে, কখনো জ্বালাপোড়ার মতো মনে হয়। এর সঙ্গে বমিভাব, টক ঢেকুর, পেট ফাঁপা ইত্যাদি থাকতে পারে। অ্যান্টাসিড বা অন্য গ্যাস্ট্রিকের ওষুধে বেশ উপশম মেলে।
* একই জায়গায় বা একটু বাঁ দিকে অগ্ন্যাশয়ের প্রদাহ হতে পারে। কিন্তু এই ব্যথা প্রচণ্ড তীব্র, পেছন দিকেও অনুভূত হয়। রোগী ব্যথায় কুঁকড়ে যায়। সামনে ঝুঁকে থাকলে আরাম মেলে। সঙ্গে বমি থাকতে পারে।
* ওপরের পেটের ডান দিকে ব্যথা হতে পারে পিত্তথলিতে প্রদাহ বা পাথর থাকলে। এই ব্যথাও ডান দিকে পেছন পর্যন্ত ছড়ায়, সঙ্গে বমি হতে পারে। বিশেষ করে চর্বিযুক্ত খাবার খেলে এটি বাড়ে। যকৃতের প্রদাহেও একই জায়গায় ব্যথা হয়। চিনচিন করে ব্যথা, সঙ্গে জ্বর, জন্ডিস, অরুচি ইত্যাদি হেপাটাইটিস বা যকৃতে প্রদাহ নির্দেশ করে। যকৃতে ফোঁড়া হলে এই ব্যথা তীব্র হয়, সঙ্গে কাঁপুনি দিয়ে জ্বর।

* পেটের ওপরের দিকে ডান অথবা বাঁ কিডনিতে পাথর, প্রদাহ বা সংক্রমণ হলে সেই পাশে ও পেছনে ব্যথা হয়। এই ব্যথা ক্রমেই নিচে নেমে তলপেটেও ছড়ায়। কিডনির ব্যথা প্রচণ্ড তীব্র হয়, একটু পরপর ছাড়ে, আবার আসে। সঙ্গে বমি, কাঁপুনি দিয়ে জ্বর থাকতে পারে।

* নাভির মাঝখান থেকে ব্যথা যদি ক্রমেই তলপেটের ডান দিকে ছড়িয়ে যায়, সেখানে হাত দিলেই ব্যথা হয়, ধীরে ধীরে তীব্রতা বাড়তে থাকে, তাহলে তা অ্যাপেন্ডিসাইটিস কি না, ভাবতে হবে।

* তলপেটে ব্যথার সঙ্গে প্রস্রাবের জ্বালাপোড়া ও জ্বর প্রস্রাবের সংক্রমণ নির্দেশ করে। মেয়েদের জরায়ু ও ডিম্বাশয়ের নানা সমস্যায় ব্যথা হতে পারে।

* সাধারণ আমাশয়, ফুড পয়জনিং ও বদহজম থেকে ব্যথা পেটজুড়ে থাকে। বমি বমি ভাব, পেটে শব্দ, পাতলা পায়খানা ইত্যাদি হয়। আবার কোষ্ঠকাঠিন্য থেকেও পেটে ব্যথা হয়।

* দীর্ঘদিনের পেটের ব্যথার সঙ্গে ওজন হ্রাস, রক্তশূন্যতা, দুর্বলতা ইত্যাদি সতর্কসংকেত। অন্ত্রে ক্যানসার বা টিবিরও লক্ষণ এই পেটে ব্যথা। তাই পেটের ব্যথাকে ছোট করে দেখবেন না।

পেটে ব্যথা হলে কী করণীয়?
যদি গ্যাসের কারণে পেটে ব্যথা মনে করেন এবং এর সঙ্গে অন্যান্য ঝুঁকিপূর্ণ লক্ষণগুলো প্রকাশ না হয়, তাহলে গ্যাসের ওষুধ দিতে পারেন। সিরাপ দিতে পারেন। ব্যথা কমানোর জন্য অনেক ওষুধ আছে সেগুলো দিতে পারেন। তবে নিশ্চিত হতে হবে আপনার ঝুঁকির বিষয়গুলো হয়নি। হঠাৎ করে সমস্যা হয়েছে কি না, বমি হয়েছে কি না, জ্বর আছে কি না—এই বিষয়গুলো সঙ্গে না থাকলে খুব চিন্তিত হওয়ার কিছু নেই। প্রাথমিকভাবে চিকিৎসা করলেই হয়।।

21/04/2022

আপনি জানেন তো???
সিজোফ্রেনিয়া কি এবং এর চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা!!!
আমাদের ইউটিউব চ্যানেল!!
https://youtu.be/8Yq6_etDV1U

ছোট্ট মেয়েটির নাম ফাতেমা পলিপাসের অপারেশনের জন্য তার পরিবার রেডি হয়ে গেছিল ,ঠিক সেই মুহূর্তে এক ভদ্রলোক তাদেরকে ফোন দি...
20/04/2022

ছোট্ট মেয়েটির নাম ফাতেমা পলিপাসের অপারেশনের জন্য তার পরিবার রেডি হয়ে গেছিল ,
ঠিক সেই মুহূর্তে এক ভদ্রলোক তাদেরকে ফোন দিয়ে আমার চেম্বারের ঠিকানা দিল মোড়লগঞ্জ থেকে চ্যাম্বারে আসছিল পলিপাসের ট্রিটমেন্ট নেওয়ার জন্য। গত 20 দিন আগে মেডিসিন নিয়ে গেছে এখন সে অনেকটা সুস্থ নাকের ভিতর অনেক বড় মাংস আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে বিনা অপারেশনে কোন প্রকার ইয়াসিড ছাড়াই
হোমিওপ্যাথিক জার্মানি মেডিসিন সেবনের মাধ্যমে
একটু ধৈর্য ধরে হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করলে পলিপাস পরিপূর্ন নির্মূল হবে।

ডা মামুন
হোমিওপ্যাথি কনসালটেন্ট
বেতাগা হোমিও চেম্বার,
বেতাগা বাজার ফকিরহাট বাগেরহাট
01911008634

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dr Mamun Homiopath posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram