Pharmaceutical Area Manager's Forum

Pharmaceutical Area Manager's Forum Create a good community which is help us to make a good bonding.

05/07/2025
05/07/2025
এই দায় কার?
05/07/2025

এই দায় কার?

🍁কামিনী রায়: বাংলার নারীজাগরণের অগ্রদূতবাংলার প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট, সাহিত্যিক, শিক্ষিকা ও সমাজসংস্কারক—কামিনী ...
05/07/2025

🍁কামিনী রায়: বাংলার নারীজাগরণের অগ্রদূত
বাংলার প্রথম মহিলা অনার্স গ্র্যাজুয়েট, সাহিত্যিক, শিক্ষিকা ও সমাজসংস্কারক—কামিনী রায় (জ. ১২ অক্টোবর ১৮৬৪) শুধুমাত্র একটি নাম নয়, এক সংগ্রামী ইতিহাস।

একসময় পিতা চণ্ডীচরণ সেন মেয়ের চাকরি করার ভাবনায় অস্বস্তি বোধ করলেও, পরে তিনি নিজেই মেয়ের উচ্চশিক্ষার পথে আলো জ্বালাতে উৎসাহ দেন। কামিনী রায় বেথুন কলেজ থেকে অনার্সসহ বি.এ. পাস করে সৃষ্টি করেন এক নতুন দিগন্ত।

মাত্র ২৫ বছর বয়সে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘আলো ও ছায়া’, যার ভূমিকা লেখেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কবিতায় তিনি তুলে ধরেছেন নারীর হৃদয়, সমাজের বৈষম্য ও আত্মসম্মানের জ্বালাময় ভাষ্য। রবীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন তাঁর সাহিত্যের অনুরাগী।

নারীশিক্ষা প্রসারে তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। তাঁর লেখা ‘বালিকা শিক্ষার আদর্শ’ বইটি একসময় নারী শিক্ষায় প্রেরণা জুগিয়েছে।

তাঁর কবিতার একটি লাইন আজও আমাদের অনুপ্রেরণা জোগায়—
"নারী হ'তে চাহে শুধু আদর-মমতা,
নারী হ'তে চাহে না কখনো কমতা!"

এই চেতনা নিয়েই কামিনী রায় হয়ে উঠেছেন নারীমুক্তির কবি, বাংলা সমাজের গর্ব।

Humbled and excited to share that I have ranked second in my LLM cohort at the University of Dhaka, with a 3.92. The res...
14/06/2025

Humbled and excited to share that I have ranked second in my LLM cohort at the University of Dhaka, with a 3.92. The result was published last week.

Praise be to the Almighty, who has given me steadfastness and made me capable of this feat, for only He knows how many times I turned to Him for help.

I appreciate my parents for not just supporting me when I most likely did not deserve it, but also for not making me feel at fault. I thank my little sister for being there for me and always listening to me patiently on my bad days.

I am forever grateful to Ms. Psymhe Wadud, who taught me International Human Rights Law during my graduate studies, for a splendid academic experience and for her encouragement and support. Under her tutelage, I have felt more naturally invested and fulfilled studying International Human Rights Law than I have ever felt studying any other course at university.

Throughout the course of ten months, I have been enthralled with the nuances in her teaching approaches and the way she uniquely and consistently presented her professionalism. Ms. Wadud was not only the best course teacher I have had, but also a mentor and counsellor I could turn to for guidance and directions at the most pressing moments. While she was able to fulfil nearly every expectation, I only wish that I could have lived up to some more.

Some of my friends have been there for me for years, and I am blessed to have them. I appreciate the thoughts and suggestions I have received from them, relying and acting on which helped me navigate my preparations. Learning their experience and take on approaching the exams made a difference, which I believe only they could have made.

From grappling with a series of early disappointments to steadily making the breakthroughs, my experience at the University of Dhaka has been both a challenge and a transformative ordeal. Here, I have been tested with years of misfortunes and losses. My best efforts did not see any success, and it took plenty of patience, humility, and determination to swallow it all down. Amidst all the blunders, doubts, could-have-beens, and should-have-dones, the recovery process appeared to be on an uncertain and never-ending loop. In and through and around it all, I found ways to love myself and make myself feel loved; I learnt to forgive myself and kept reassuring myself that it was okay.

While doing my internship at my law firm during my graduate studies, maintaining a work-study balance was hectic, and it worked because of the support I received from my seniors there. Then, as movements leading to the fall of a government and postponement of the exams broke out just one week into my course final exams, I chose to remain firm and focused, and pushed my efforts until all the exams were attended completely and conclusively.

With my endeavours at the University of Dhaka ending on a good note, I believe ways for me to grow and contribute more meaningfully have opened up, and I am grateful for it.
কপি
আজহার মাহমুদ ভুইয়া।

আমরাই শেষ জেনারেশন, যারা গরুর গাড়ি থেকে সুপার সনিক কনকর্ড জেট দেখেছি। পোস্টকার্ড, খাম, ইনল্যান্ড লেটার থেকে শুরু করে আজক...
11/06/2025

আমরাই শেষ জেনারেশন, যারা গরুর গাড়ি থেকে সুপার সনিক কনকর্ড জেট দেখেছি। পোস্টকার্ড, খাম, ইনল্যান্ড লেটার থেকে শুরু করে আজকের জিমেইল, ফেসবুক, হোয়াটস্যাপ পর্যন্তও করছি।

আমরাই শেষ জেনারেশন, যারা টেলিগ্রাম এসেছে শুনলেই চৌদ্দগুষ্টির মুখ শুকিয়ে যেতে দেখেছি।

আমরাই শেষ জেনারেশন, যারা পাটিতে বা পিঁড়িতে বসে ভাত খেয়েছি আর পিরিচে ঢেলে চা খেয়েছি সুরুৎ সুরুৎ শব্দে।

আমরাই শেষ জেনারেশন, যারা
ছোটবেলায় বন্ধুদের সাথে কানামাছি, বাঘবন্দি, ডাঙ্গুলি, দাড়িয়াবাধ, গোল্লাছুট, মার্বেল, হামকে পুলিশকে খেলেছি, বউলার আঠা দিয়ে কাগজের ঘুড়ি বানিয়ে আকাশে উড়িয়েছি, নাড়া (খড়/বিচালি), জাম্বুরা ইত্যাদি দিয়ে ফুটবল বানিয়ে খেলেছি।

আমরাই শেষ জেনারেশন, যারা হ্যারিকেন আর কুপি বাতির আলোতে পড়াশুনা করেছি, বেত থেকে শুরু করে পাখার ডাঁটির মার খেয়েছি, খাটের নিচে বা কাঁথার মধ্যে লুকিয়ে লুকিয়ে পড়েছি দস্যু বনহুর, কুয়াশা, মাসুদ রানা, স্বপন কুমারের সিরিজ।

আমরাই শেষ জেনারেশন, যারা ফ্যান, এসি, হিটার, ফ্রিজ, গ্যাস, মাইক্রোওভেনের অস্থাবর সুখ ছাড়াই ছোটবেলা কাটিয়েছি।

আমরাই শেষ জেনারেশন, যারা ঈগল, ইকোনো, রেডলিফ থেকে শুরু করে বমি করা সুলেখা কালি হাতে মেখে সেই হাত মাথায় মুছে ‘বাবরের যুদ্ধবৃত্তান্ত’ লিখেছি, বড়দের পকেটে বড় নিবের উইংসাং পেন দেখেছি আর নতুন বই-খাতার হাতে পেয়ে পাতা উল্টানোর আগে গন্ধ শুঁকেছি।

আমরাই শেষ জেনারেশন, যারা বিনা টিফিনে স্কুলে গেছি, স্কুলে টিচারের হাতে বেতের বারি খেয়ে, বাড়ি এসে নালিশ করাতে সেকেন্ড রাউন্ড ফ্রি-স্টাইলে উত্তম মধ্যম সহ্য করেছি — দোষ তো আমাদের, নাহলে টিচার মারবেন কেন?

আমরাই শেষ জেনারেশন, যারা বড়দের সন্মান করেছি এবং এখনো করে যাচ্ছি।

আমরাই শেষ জেনারেশন, যারা জোৎস্না রাতে ছাদে ট্রানজিস্টরে বিবিসি, ভয়েস অফ আমেরিকার খবর, অনুরোধের আসর গানের ডালির শেষ সাক্ষী।

আমরাই শেষ জেনারেশন, যারা টেলিভিশনে আলিফ লায়লা, ম্যাকগাইভার, টিপু সুলতান, মিস্টার বিন, টম এন্ড জেরি, রবিনহুড, সিন্দবাদ দেখার জন্য ছাদে উঠে অ্যান্টেনা ৩৬০° ঘুরিয়ে স্যিগনাল ধরার চেষ্টা করেছি। আমাদের ছিল বাঁশের আগায় অ্যান্টেনা, আর ছিল টিভি স্ক্রিনে পার্মানেন্ট ঝিরঝিরে ছবি, তাতে কোনো সমস্যাই হতো না, কারণ ওটা আমাদের জীবনের অঙ্গ হিসেবেই ধরা ছিল। গন্ডগোল যা পাকাতো তা হলো নিয়ম করে লোডশেডিং।

আমরাই শেষ জেনারেশন, যারা আত্মীয়-স্বজন বাড়িতে আসার জন্য অপেক্ষা করেছি। ইচ্ছে করে একসাথে বৃষ্টিতে ভিজে স্কুল থেকে বাড়ি ফিরেছি, ঝিনুক দিয়ে কাটার বানিয়ে আম কেটে খেয়েছি, ম্যাচের বাক্স দিয়ে টেলিফোন বানিয়ে বন্ধুদের সাথে কথা বলেছি।

আমরাই শেষ জেনারেশন, যারা সাইকেলের টায়ার, বেয়ারিং এবং সুপারির খোলা দিয়ে গাড়ি বানিয়ে চালিয়েছি, গুলতি নিয়ে নিরিখ প্র্যাকটিস করে বেড়িয়েছি, দুপুরে একসাথে পুকুরে ঝাঁপিয়ে গোসল করেছি।

আমরাই শেষ জেনারেশন, যারা প্রতিদিন সূর্য ডোবার আগে বাড়িতে ঢুকেছি।

আমরাই শেষ জেনারেশন, যারা ঈদ বা দুর্গাপূজায় শুধু একটা নুতন জামার জন্য বাবার মুখের দিকে চেয়ে থেকেছি।

আমরাই শেষ জেনারেশন, যারা রাস্তাঘাটে স্কুলের স্যারকে দেখামাত্র সেখানেই সাইকেল থেকে নেমে নির্দ্বিধায় সালাম বা নমস্কার করেছি।

আমরাই শেষ জেনারেশন, যারা এখনও বন্ধু খুঁজি, কারণ জীবনের চলার স্রোতে আমরা হারিয়ে ফেলেছি জীবনের শ্রেষ্ঠ সময়।

Alhamdulillah
10/06/2025

Alhamdulillah

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীর সেলিম ভূঁইয়া এবং রোকসানা পারভীন ভ

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pharmaceutical Area Manager's Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Pharmaceutical Area Manager's Forum:

Share