Iqbal Shahedi

Iqbal Shahedi হিজামা, ফিজিওথেরাপিস্ট। সমাজকর্মী। সংগঠক

02/10/2025
30/09/2025

আফগান সরকার মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছে। আশঙ্কা আছে ফোনের মাধ্যমে ট্রেকিং করে বড় দুর্ঘটনা ঘটানোর। যেটা কাতারে কয়েকদিন আগে হয়ে গেল...

ইন্টারনেট বন্ধ করে আফগান সরকার ঘোষণা দিয়েছে নিজস্ব প্রযুক্তি তৈরি করবে, যার নিয়ন্ত্রণ সম্পূর্ণ থাকবে নিজের হাতে।

চীন রাশিয়ার মতো বড় দেশগুলোও তাদের নিজস্ব নেট সোর্স ব্যবহার করে। তাদের যোগাযোগ মাধ্যম আলাদা। তারা আমেরিকার কোন প্রযুক্তির ব্যবহারে সর্বোচ্চ সতর্ক

এদিকে ভবিষ্যৎ সাউথ এশিয়াকে যখন যুদ্ধের মাঠ হিসেবে আশঙ্কা করা হচ্ছে তখন আমরা আনতেছি স্টারলিংক। কালিয়াকৈরে তারা প্রথম গ্রাউন্ড স্ট্যাশন করতে যাচ্ছে। যা দিয়ে আমাদের যান্ত্রিক নিয়ন্ত্রণের সবকিছু তারা দখল করে রাখতে পারবে... 😵‍💫

27/09/2025

কুমিল্লা বিভাগ ঘোষণা হতে যাচ্ছে... ❤️

25/09/2025

নীলক্ষেতের ভিপি "

পোলাপান কী শুরু করলো?

নিজেকে ভালোবাসুন, আল্লাহ'র হুকুমের সাথে রাসূল সা. এর অনুসরণে মাধ্যমে...
25/09/2025

নিজেকে ভালোবাসুন, আল্লাহ'র হুকুমের সাথে রাসূল সা. এর অনুসরণে মাধ্যমে...

24/09/2025

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

22/09/2025

বিএনপি নিজের কাছে ২০০ আসন রেখে বাকিটা অন্যান্য দলের মধ্যে ভাগ করে দিতে চাচ্ছে। অনেকে ম্যানেজড, নির্বাচন হবে সমঝোতার। অ্যানিরা পীর সাহেব চরমোনাইয়ের ওপর ক্ষেপেছে এই মানুষটাকে কেনা যাচ্ছে না বলে।

এরা যতো গালিগালাজ করুক, এরা পীর সাহেব চরমোনাইকে তাদের নিজেদের সন্তান-সন্তুতি থেকেও ভালো চেনে। এই মানুষটি বিগত ষোল বছরে কোনো লোভ-প্রলোভনের কাছে বিক্রি হননি। না তাঁকে বিরোধী দল বানানো গেছে, না এমপি-মন্ত্রিত্বের প্রলোভন দিয়ে কেনা গেছে।

তিনি একটা নতুন বন্দোবস্ত চান, নিজের শক্তির বলে, আদর্শিক অবস্থান বজায় রেখে ও স্বকীয়তা সমুন্নত করেই ইসলামের পক্ষে একটি রাজনৈতিক ভিত্তি গড়ে তুলতে চান। এই ভিক্ষার আসন চান না। এটাই তাঁর সবচেয়ে বড়ো অপরাধ।

পীর সাহেব চরমোনাইয়ের নিসবত আহলে বায়তের সাথে। দাদা পীর সাইয়েদ ইসহাক (রহ.) দারুল উলুম দেওবন্দে ফতওয়া তলব করেন, “আমাদের কাছে সনদ তো নেই, তবে আমাদের পূর্বপুরুষরা নিজেদেরকে সৈয়দ বলে দাবি করতেন! এখন আমাদের পক্ষে কি যাকাত-ফিতরা গ্রহণ জায়েয হবে? দারুল উলুমের জবাব, না।”

যারা আজ পীর সাহেব চরমোনাইকে গালি দেয়, জেনে রাখুন নিশ্চয়ই তাদের পিতৃসম্পর্কে কোনো না কোনো ভেজাল আছে। অবশ্যই আছে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। গালাগাল ও হুমকি-ধমকি দিয়ে পীর সাহেব চরমোনাইকে কিনতে পারবে না। তাঁর দল প্রয়োজনে একশো বছর সংসদে যাবে না, কিন্তু হারাম ও হারামীদের সহযোগী কক্ষণো হবে না।

- Sagir Chowdhury

22/09/2025

হিজামা (الحِجامة) বা কাপিং থেরাপি সম্পর্কে সহিহ হাদিসে একাধিক উল্লেখ আছে। নিচে কয়েকটি সহি হাদিস তুলে ধরছি:

১. রাসূল ﷺ হিজামা করেছেন ও সুপারিশ করেছেন
🔹 সহিহ বুখারি (হাদিস ৫৬৯৪)
ইবনে আব্বাস (রা.) বলেন: “নবী ﷺ হিজামা করিয়েছেন এবং হিজামা করার জন্য মজুরি দিয়েছেন।”

২. সর্বোত্তম চিকিৎসার মধ্যে হিজামা
🔹 সহিহ বুখারি (হাদিস ৫৬৯৬), সহিহ মুসলিম (হাদিস ১৫৭৭)
রাসূল ﷺ বলেছেন: “তোমরা যে চিকিৎসা কর, তার মধ্যে সর্বোত্তম হলো হিজামা।”

৩. হিজামার মধ্যে আরোগ্য আছে
🔹 সুনান আবু দাউদ (হাদিস ৩৮৫৭)
রাসূল ﷺ বলেছেন: “যদি তোমাদের চিকিৎসার কোনো কল্যাণ থাকে, তবে তা হলো হিজামায়।”

৪. ফেরেশতাদের পরামর্শ
🔹 সুনান ইবনে মাজাহ (হাদিস ৩৪৭৯)
নবী ﷺ বলেন: “আমি যখনই মি’রাজে গিয়েছি, তখনই ফেরেশতারা আমাকে বলেছে: ‘হে মুহাম্মদ, তোমার উম্মতকে হিজামার নির্দেশ দাও।’”

৫. নির্দিষ্ট সময়ে হিজামার উপকারিতা
🔹 সুনান আবু দাউদ (হাদিস ৩৮৬১)
রাসূল ﷺ বলেছেন: “যে ব্যক্তি ১৭, ১৯, অথবা ২১ তারিখে হিজামা করবে, তার জন্য তা আরোগ্যের কারণ হবে।”

সারসংক্ষেপ:
হিজামা রাসূল ﷺ এর আমল, সহিহ হাদিসে প্রশংসিত চিকিৎসা এবং ফেরেশতাদের সুপারিশকৃত সুন্নাহভিত্তিক চিকিৎসা। তবে এটি সব সময় অভিজ্ঞ ও দক্ষ হিজামাকারীর মাধ্যমে করানো উচিত, আর রোগ অনুযায়ী সময় ও স্থান নির্বাচন গুরুত্বপূর্ণ।

এম. ইকবাল হুসাইন শাহেদী
হিজামা ও ফিজিওথেরাপিস্ট
প্রাক্তন ফিজিওথেরাপিস্ট,
আল-কারীম জেনারেল হাসপাতাল, ঢাকা
সাফা-মারওয়া হসপিটাল, ঢাকা

01711-258122 ( WhatsApp)

জীবন শুধু জীবনেই নয়! জীবন হইলো বেশকিছু অমানুষের সমাজে লড়াই করে বেঁচে থাকার সংগ্রাম...
19/09/2025

জীবন শুধু জীবনেই নয়! জীবন হইলো বেশকিছু অমানুষের সমাজে লড়াই করে বেঁচে থাকার সংগ্রাম...

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের নিজস্ব এ্যাপ্স 'বাজার দর' দিয়ে আপনার জেলার আজকের বাজার দর যাচাই করে নিতে পারেন...
19/09/2025

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের নিজস্ব এ্যাপ্স 'বাজার দর' দিয়ে আপনার জেলার আজকের বাজার দর যাচাই করে নিতে পারেন...

18/09/2025

মজার ব্যাপার কী জানেন! ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর ফেলে দেয়া মানে বহিস্কৃত নেতাদেরকে পেয়েও অনেকে খুশিতে আত্মহারা... 🫣🤭😊

Address

Dhaka
1204

Website

Alerts

Be the first to know and let us send you an email when Iqbal Shahedi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram