Smile Organic Health Care Zone

Smile Organic Health Care Zone Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Smile Organic Health Care Zone, Medical and health, Malibagh, Dhaka.

নারী বন্ধ্যাত্বের কারণঃ 👈:কাঠামোগত অস্বাভাবিকতা: নারীর প্রজনন অঙ্গের গঠনে অস্বাভাবিকতা যেমন জরায়ু ফাইব্রয়েড, এন্ডোমেট্...
23/11/2023

নারী বন্ধ্যাত্বের কারণঃ 👈
:

কাঠামোগত অস্বাভাবিকতা: নারীর প্রজনন অঙ্গের গঠনে অস্বাভাবিকতা যেমন জরায়ু ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস, পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ (পিআইডি), বা জন্মগত বিকৃতির কারণে গর্ভধারণ বা ইমপ্লান্টেশন বাধাগ্রস্ত হতে পারে।

ডিম্বস্ফোটন ব্যাধি: এটি মহিলাদের উর্বরতা এবং গর্ভধারণের প্রক্রিয়াকে প্রভাবিত করে এমন একটি সাধারণ কারণ। কিছু ডিম্বস্ফোটন ব্যাধির ফলে অনিয়মিত পিরিয়ড বা অনুপস্থিত ডিম্বস্ফোটন হতে পারে, যেমন পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম (PCOS), হাইপোথ্যালামাস ডিসফাংশন, প্রথম দিকে ডিম্বাশয়ের অপ্রতুলতা বা হরমোনের ভারসাম্যহীনতা।

ফ্যালোপিয়ান টিউব সমস্যা: ক্ষতিগ্রস্থ বা অবরুদ্ধ ফ্যালোপিয়ান টিউবগুলি সাধারণত পেলভিক প্রদাহজনিত রোগ বা পূর্ববর্তী অস্ত্রোপচারের ফলাফল এবং ইমপ্লান্টেশনের জন্য ডিম্বাণুকে জরায়ুর আস্তরণে পৌঁছাতে বা শুক্রাণুকে ডিম্বাণু পর্যন্ত পৌঁছাতে বাধা দিয়ে নিষিক্তকরণ প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

এন্ডোক্রাইন ডিসঅর্ডার: থাইরয়েডের কর্মহীনতা বা হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া হল এন্ডোক্রাইন সিস্টেমের ব্যাধির ফলে এবং প্রজনন অঙ্গগুলির স্বাভাবিক কাজকে ব্যাহত করতে পারে। উপরন্তু, এটি একটি সুস্থ ধারণার প্রক্রিয়াকেও প্রভাবিত করতে পারে।

বয়স সম্পর্কিত কারণ: ডিমের একটি সংরক্ষিত পরিমাণ রয়েছে যা কার্যকর এবং নিষিক্ত হতে পারে যা একটি সুস্থ গর্ভাবস্থার দিকে পরিচালিত করে। গবেষণায় দেখা গেছে যে ডিম্বাশয়ের রিজার্ভে উপস্থিত ডিমের পরিমাণ এবং গুণমান হ্রাসের কারণে বয়স বাড়ার সাথে সাথে মহিলাদের উর্বরতা হ্রাস পেতে থাকে।

অটোইমিউন ডিসঅর্ডার: এই ধরনের ব্যাধিগুলি শরীরের স্বাস্থ্যকর টিস্যুগুলির ক্ষতি করতে শুরু করে যার ফলে জীবনযাত্রার মান বাধাগ্রস্ত হয়। অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম এবং অটোইমিউন ওফোরাইটিস হল অটোইমিউন ডিসঅর্ডারের সাধারণ উদাহরণ, যেগুলি ইমপ্লান্টেশনে হস্তক্ষেপ করে বা ডিম্বাশয়ের কর্মহীনতার কারণে উর্বরতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জেনেটিক ডিসঅর্ডার: টার্নার সিনড্রোম বা ফ্রেজিল এক্স সিনড্রোম হল কিছু জেনেটিক সমস্যা, যা বন্ধ্যাত্বের সমস্যা হতে পারে বা সামগ্রিক উর্বরতার স্বাভাবিক কার্যকারিতা হ্রাস করতে পারে, প্রাকৃতিক গর্ভধারণের মাধ্যমে মহিলাদের গর্ভধারণের ক্ষমতাকে সীমাবদ্ধ করে।

লাইফস্টাইল ফ্যাক্টর: এটি উর্বরতা স্বাস্থ্যকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। অস্বাস্থ্যকর জীবনধারার কারণগুলি যেমন ধূমপান, প্রচুর অ্যালকোহল গ্রহণ, মাদকের অপব্যবহার, তামাক ব্যবহার, অনিয়মিত শরীরের ওজন, স্থূলতা, অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া, খারাপ খাদ্য, মানসিক চাপ এবং ক্রমাগত কঠোর ব্যায়াম প্রজনন ক্ষমতার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।

বা"চ্চা" দে"ও"য়া"র  মা"লি"ক আ"ল্লা"হ 🕋তবে চেষ্টা করলে ক্ষ'তি কি? বছর যাবত চেষ্টা করেও রেজাল্ট না আসলে।  আমাদের মেডি'সিন ...
18/11/2023

বা"চ্চা" দে"ও"য়া"র মা"লি"ক আ"ল্লা"হ 🕋
তবে চেষ্টা করলে ক্ষ'তি কি? বছর যাবত চেষ্টা করেও রেজাল্ট না আসলে। আমাদের মেডি'সিন টি হোক আপনার লা'ষ্ট চে'ষ্টা ❤️ কি বলেন? একটু সাহস একটু বিশ্বাসই যথে'ষ্ট ইনশা'আল্লাহ ❤️

⚠️আমাদের পেইজের একটা রিভিও বানানো বা ফেইক প্রমান কতে পারলে আপনাকে ১০০০০ হাজার টাকা দেওয়া হবে। প্রমিস👈

মাএ (১-৩) মাস মেডিসিন খাওয়ার পরে যদি যানতে পারেন আপনি মা হতে যাচ্ছেন 😱 কেমন ফিলিংস হবে আপনার 😍🤰🧚‍♀️ প্রতিটা নারী চায় বিয়ের পরে মা হওয়াট সাধ গ্রহণ করতো ☺️
আল্লাহ প্রতিটা নারী কে কোন না কোন ওসিলায় মা হওয়ার তৌফিক দান করেন 😊🤰🧚‍♀️

কে যানে হয়ত আল্লাহ এই ওসিলায় আপনার এত দিন এর চাওয়া কবুল করবেন 😊
আল্লাহ তায়ালার ওপরে ভরসা করে চোখ বন্ধ করে আমাদের কে বিশ্বাস করতে পারেন। ইনশাআল্লাহ আমরাও আপনাকে ঠ'কাবো না নিজের বে'ষ্ট দিয়ে সবচেয়ে ভালো চিকি'ৎসা টাই দিব 😊🤰🧚‍♀️


বাকি ডিটেইলস জানতে ইনবক্সে করুন🌼


𝐂𝐚𝐬𝐡-𝐎𝐧 𝐇𝐨𝐦𝐞 𝐝𝐞𝐥𝐢𝐯𝐞𝐫𝐲!!!সারাদেশে ক্যাশ-অন ডেলিভারি!!!◾পার্সেল হাতে পেয়ে টাকা দিবেন।◾নিজের জন্য 𝐂𝐮𝐬𝐭𝐨𝐦𝐢𝐳𝐞𝐝 𝐃𝐢𝐞𝐭 𝐏𝐥𝐚𝐧 𝐂𝐡𝐚𝐫...
11/11/2023

𝐂𝐚𝐬𝐡-𝐎𝐧 𝐇𝐨𝐦𝐞 𝐝𝐞𝐥𝐢𝐯𝐞𝐫𝐲!!!
সারাদেশে ক্যাশ-অন ডেলিভারি!!!
◾পার্সেল হাতে পেয়ে টাকা দিবেন।
◾নিজের জন্য 𝐂𝐮𝐬𝐭𝐨𝐦𝐢𝐳𝐞𝐝 𝐃𝐢𝐞𝐭 𝐏𝐥𝐚𝐧 𝐂𝐡𝐚𝐫𝐭 বুঝে নিন।

আসসালামু আলাইকুম,
বিগত দিনগুলোতে ফ্যাট কাটারের জন্য অনেক সাড়া এবং ভালো রিভিও পেয়েছি আপনাদের কাছ থেকে।
তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের প্রোডাক্টগুলো আপনাদের কাজে আসলে আমরাও মন থেকে স্যাটিসফাইড হই😇।
তাই আপনাদের জন্য আরো দুইটি প্রোডাক্ট নিয়ে এলাম।

◾𝐅𝐚𝐭 𝐂𝐮𝐭𝐭𝐞𝐫:

𝐁𝐮𝐲 𝟏,𝐆𝐞𝐭 𝟏 𝐎𝐟𝐟𝐞𝐫 𝐀𝐯𝐚𝐢𝐥𝐚𝐛𝐥𝐞!!!

✅প্রতি মাসে আপনার ওজন কমবে ৬-৮ কেজি!!!
✅এটি আপনার শরীরের থাইরয়েড হরমোন নিয়ন্ত্রনে আনবে। যার ফলে ভবিষ্যতে ওজন বাড়ার অতিরিক্ত সম্ভাবনা নেই।
✅উচ্চরক্তচাপ নিয়ন্ত্রন করবে।
✅গ্যাস্ট্রিকের সমস্যা রোধ করবে।
✅ত্বকের বিভিন্ন সমস্যা সমাধানে খুবই উপকারী।
✅চর্বির সাথে শরীরে জমা বিষাক্ত ও ক্ষতিকর পদার্থ বের করে দিবে।
✅এটি আপনার রক্তকে বিশুদ্ধ করে তুলবে।ফলে রক্তবাহিত রোগ থেকে পরিত্রান পাবেন।
✅বয়সের ছাপ দূর হবে।ফলে আপনি পাবেন লাবন্যময়ী নতুন এক জীবন।
✅আমাদের ফ্যাট-কাটার শতভাগ অর্গানিক।তাই কোন সাইড ইফেক্ট নেই!!!

𝐈𝐧𝐨𝐛𝐨𝐱 : 𝐏𝐫𝐢𝐜𝐞 𝐚𝐧𝐝 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬.

◾𝐒𝐩𝐞𝐫𝐦 𝐁𝐨𝐨𝐬𝐭𝐞𝐫:
✅এটি উচ্চ ফাইবার ও মিনারেল সম্পন্ন সুপারফুড।
তাই এটি নিয়মিত পান করার ফলে আপনি অনেক
শারিরীক শক্তি লাভ করবেন।
✅এটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে দেয়।ফলে
আপনি সহজে হাপিয়ে পড়বেন না।
✅শুক্রানুর মান ও ঘনত্ব বৃদ্ধি করবে।
✅দীর্ঘ সময় পর্যন্ত পারফরমেন্স করতে পারবেন।
✅এটি রক্তে কোলেস্টরলের মাত্রা নিয়ন্ত্রন করে।
✅থাইরয়েড হরমোন নিয়ন্ত্রনে আনে।
✅দাম্পত্য জীবনকে সুখী করতে এটা খুবই কার্যকরী।

𝐍𝐁: এটি কোন মেডিসিন না।তাই এতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।হাদিসে বর্নিত রেসিপি অনুযায়ী এটি বানানো।
তাই পুরুষালী সমস্যা সমাধানে এটি অনবদ্য কাজ করে।
𝐈𝐧𝐛𝐨𝐱: 𝐏𝐫𝐢𝐜𝐞 𝐚𝐧𝐝 𝐃𝐞𝐭𝐚𝐢𝐥𝐬

◾ 𝐏𝐂𝐎𝐒 :
✅এই কোর্সে দুই মাসের মেডিসিন পাবেন।
✅ওজন কমাবে।
✅পিরিয়ড ক্লিয়ার ও রেগুলার করবে।
✅ওভারির সিস্ট দূর করবে।
✅মুখের অবাঞ্চিত পশম দূর করবে।
✅অতিরিক্ত পেট ব্যাথা দূর হবে।
✅যেহেতু পি.সি.ও.এস. এর কারনে গর্ভধারনে সমস্যা
হয়;সেহেতু এটা গর্ভধারনের সমস্যা অনেকাংশে সমাধান করবে।

𝐈𝐧𝐛𝐨𝐱: 𝐏𝐫𝐢𝐜𝐞 𝐚𝐧𝐝 𝐃𝐞

Assalamualaikum onno ak kajer jonno mesengar e va page active na 🥲Jai hok onk reviwe jomse post korar time Nei  ajke akt...
05/11/2023

Assalamualaikum onno ak kajer jonno mesengar e va page active na 🥲

Jai hok onk reviwe jomse post korar time Nei ajke akta korlam 👈

Plm hasbend er azosthoparmiya
Apur 👈 thairoed iregular Period 👈

3 mes medisin kheye 7 years pore concive korechen apu Alhamdulillah ❤️

Allah protita nari ke ma howar towfik dan korok amin 📢❤️

Review 🖤 tube block 🎀
05/11/2023

Review 🖤 tube block 🎀

সত্যি বলতে আমার মেয়ে বাবু খুব পচ্ছন্দের ☺️৫ বছর পরে কনসিভ আলহামদুলিল্লাহ 🎀মানুষ এই সব রিভিউ গুলি মিথ্যা কিভাবে ভাবে আমি ...
05/11/2023

সত্যি বলতে আমার মেয়ে বাবু খুব পচ্ছন্দের ☺️

৫ বছর পরে কনসিভ আলহামদুলিল্লাহ 🎀

মানুষ এই সব রিভিউ গুলি মিথ্যা কিভাবে ভাবে আমি এইটাই বুঝতে পারি না 🙂 এত সেনসিটিভ একটা ব্যাপার সব কিছু ভুয়া কিভাবে ভাবেন?

সবার যে কনসিভ হবে তা তো না ডাক্তার দেখান বা যাই করেন একজন ডাক্তার যদি ১০০ রোগি দেখে তাহলে কি তাদের মধ্যে সবাই কনসিভ করে আমাকে একটি বুঝান? আল্লাহ যখন আপনাকে দিবে তখনি কনসিব হবে এইটা একটু বুইঝেন আপুরা,, সমস্যা আল্লাহ দিছে সমাধান হবে ধৈর্য সহকারে আমাদের মেডিসিন নিয়ে ১/৩ মাস আগে সেবন করুন তারপরে না হলে বলবেন ১ মাসের কোর্স নিয়ে তার মধ্যে ঠিক ভাবে মেডিসিন না খেয়েই ওলটা পালটা বলেন 🙂

বাচ্চা হচ্ছে না? বন্ধ্যাত্বের সমস্যার সমাধান খুজছেন।আপনার কি pcos /pcos/ thairoed / haipothairoed/ iregular period/ ojon...
05/11/2023

বাচ্চা হচ্ছে না? বন্ধ্যাত্বের সমস্যার সমাধান খুজছেন।
আপনার কি pcos /pcos/ thairoed / haipothairoed/ iregular period/ ojon besi etc ....

2000+রোগ এর সমাধান পাবেন আমাদের কাছে ইনশাআল্লাহ 😍😍😍

ছেলেদের যে সকল সমস্যার সমাধান পাবেন আমাদের কাছে 👇👇
asosthoparmiya
oligosthoparmiya
0% শুক্রানু সহবাস এ চাহিদা কম
sparm পাতলা

বন্ধ্যাত্ব একটি অভিশাব। এইটা থেকে যত তাড়াতাড়ি সম্ভব রক্ষা পাওয়াই মঙ্গল।একটি সুখী পরিবারকে ধ্বংস করে দিতে পারে বন্ধ্যাত্ব 😔😔

আমাদের মেডিসিন নিঃসন্তান দম্পতিদের বাচ্চা হয়েছে। আমাদের মেডিসিনের সাকসেস রেট ৯০%+
আলহামদুলিল্লাহ 😘

তাই আর দেরি না করে আমাদেরকে মেসেজ করুন আপনি মেডিসিন অর্ডার করে দেন। আল্লাহর উপরে ভরসা করে আমাদেরকে বিশ্বাস করে ইনশাআল্লাহ আপনি ঠকবেন না।। 😊😊

ওষুধ ছাড়াই কী ভাবে কমবে পলিসিস্টিক ওভারির সমস্যা?পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম।ছোট করে বললে পিসিওএস।  ভারতীয় মহিলাদের কাছ...
05/11/2023

ওষুধ ছাড়াই কী ভাবে কমবে পলিসিস্টিক ওভারির সমস্যা?

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম।ছোট করে বললে পিসিওএস। ভারতীয় মহিলাদের কাছে এখন খুব চেনা একটা শব্দ। দেশের মহিলাদের অধিকাংশই কখনও না কখনও জরায়ুতে সিস্টের সমস্যায় ভুগেছেন। উঠতি কিশোরী থেকে তরুণী, ঘরে ঘরে এখন পলিসিস্টিক ওভারির সমস্যায় ভুগছেন। এই সমস্যায় চিকিৎসকের পরামর্শ তো নেবেনই। কিন্তু তার চেয়েও বড় ব্যাপার, আপনার জীবনযাপনে আনতে হবে কিছু বদল। সেগুলো কিন্তু একটু চোখ কান খোলা রাখলে খুব সহজেই বুঝবেন আপনি।

আজকাল পিসিওএস এর প্রথম ধাপ ধরা পড়লে চিকিৎসকেরা অনেক সময়ই ওষুধ না দিয়ে শুধু লাইফ স্টাইল বদলে ফেলার ওপর জোর দেন।

খাদ্যাভ্যাসে বদল আনুন

ঘরের খাবারের ওপর থাকার চেষ্টা করুন। সব্জি, ফল, প্রচুর পরিমাণে জল, আর প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করুন। বাইরের জাঙ্ক ফুড, অতিরিক্ত তেল যুক্ত খাবার, মিষ্টি, কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি করে খান।

ওজন নিয়ন্ত্রণে রাখুন

নিজের ওজন নিয়ন্ত্রণে রাখা পিসিওএস এর জন্য খুব গুরুত্বপূর্ণ। কী খাচ্ছেন সারা দিনে, তার হিসেব রাখুন। কতটা ক্যালোরি ইনপুট হচ্ছে খেয়াল রাখুন। রান্নায় নুন এবং চিনির পরিমাণ কমান, দিনে ২ থেকে ৩ বার গ্রিন টি খেতে পারেন। প্রচুর জল খান। জল শরীরকে ডিটক্স করে, অতিরিক্ত মেদ শরীর থেকে বাদ দিয়ে দেয়।

নিয়মিত শরীরচর্চা করুন

কাজের চাপে ভারী শরীরচর্চা করা সম্ভব না হলে দিনে অন্তত ৩০ থেকে ৪০ মিনিট হাঁটুন। লিফটের বদলে সিঁড়ি ভাঙুন, আর সকালে সামান্য ফ্রি হ্যান্ড করুন। সাঁতার কিমবা সাইক্লিং করলে ভালো কাজ দেবে।

হেলদি জীবনযাপন করুন

ভালো খান, সময় মত বিশ্রাম নিন, বই পড়ুন, গান শুনুন, দিনের শেষে ভালো ঘুমোন। খুব রাত জাগবেন না। রাতের খাওয়ার আগে খান, খাবার খাওয়ার অন্তত দুঘণ্টা পর ঘুমোবেন। শরীর এবং মন চনমনে রাখুন। মনে রাখবেন পিসিওএস এর সমস্যা হরমোনের ভারসাম্যহীনতায় হয়। আপনি, ভালো থাকলে, সুস্থ থাকলে স্বাভাবিক ভাবেই হরমোন নিঃসরণ ঠিকঠাক হবে।

এছাড়াও আমাদের পেইজে PCOS প্রাকৃতিক উপায়ে নিরাময় করার ঔষধ পাওয়া যায় ❤️

বা"চ্চা" দে"ও"য়া"র  মা"লি"ক আ"ল্লা"হ 🕋কেমন হত যদি  এত বছর চেষ্টা করার পরে যদি এক মাসেই হঠাৎ  বেবি কনসিব হয়ে যেত😍🤰🧚‍♀️আল্...
05/11/2023

বা"চ্চা" দে"ও"য়া"র মা"লি"ক আ"ল্লা"হ 🕋কেমন হত যদি এত বছর চেষ্টা করার পরে যদি এক মাসেই হঠাৎ বেবি কনসিব হয়ে যেত😍🤰🧚‍♀️
আল্লাহ প্রতিটা নারী কে কোন না কোন ওসিলায় মা হওয়ার তৌফিক দেন 😊🤰🧚‍♀️
নিঃসন্তান থাকার চেয়ে কোল জোরে একটি ফুটফুটে সন্তান এসে ঘর আলো করা ভালো😄 আপনার বা ভাইয়ার যে কোনো সমস্যা থাক চিকিৎসা আমরা দিব এবং (১-৩) মাসের কোর্স এর মধ্যে ইনশাআল্লাহ একটি বাচ্চার মুখ দেখতে পারবেন😊একটু চেষ্টা করলে হয়ত আপনার সেই খুশির দিনটি আসতে চলেছে। 🤰🧚‍♀️
তাই আর দেরি না করে আল্লাহ তায়ালার ওপরে ভরসা করে চোখ বন্ধ করে আপনার সমস্যা অনুযায়ী মেডিসিন গুলি নিয়ে নিন😊🤰🧚‍♀️
কে যানে হয়ত আল্লাহ এই ওসিলায় আপনার এত দিন এর চাওয়া কবুল করবেন 😊

বাকি ডিটেইলস জানতে ইনবক্সে করুন🌼

বা'চ্চা হচ্ছে না তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে❤️

✅আপনি কি বাবুর আম্মু হতে চান কিন্তু অতিরিক্ত মেদ চর্বি থাকার কারনে বাচ্চা কনসিব হচ্ছে না 😥✅বা হাসবেন্ড এর ইস্পারম এর সমস...
05/11/2023

✅আপনি কি বাবুর আম্মু হতে চান কিন্তু অতিরিক্ত মেদ চর্বি থাকার কারনে বাচ্চা কনসিব হচ্ছে না 😥
✅বা হাসবেন্ড এর ইস্পারম এর সমস্যা?
✅অথবা আপনার বা ভাইয়ার ডায়াবেটিস?
যার কারণে বেবি কনসিব হচ্ছে না তাহলে তার সমাধান আছে আমাদের কাছে 🎀🧚‍♀️

cutter
অতিরিক্ত ও'জন এবং তল'পেটের মেদ ভুড়ি নিয়ে চিন্তিত..? ডা'য়েট ও ব্যায়াম করেও ও'জন কমাতে পারছেন না!!!

➡এক দিন পর পর (ফ্যাট কাটার) খেয়ে যদি আপনার এই অতি'রিক্ত ও'জন কমিয়ে ফেলে! তাহলে কেমন হয়!!

⬅️১৫-২০ দিনেই সুস্থ, সুন্দর দেহের মালিক হোন। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি।

🧚‍♀️তাই সা'ইড এ'ফেক্ট এর বিন্দুমাত্র ভয় নেই।।

***m ***mia

⬅️তাদের জন্য ও আমাদের কাছে ১০০% গ্যারান্টি সহকারে সমাধান আছে মাত্র তিন মাসের কোর্সেই ওনার সমস্যার সমাধান হয়ে যাবে দিন দিন ইস্পারম বারতে থাকবে এবং শুক্রাণু বৃদ্ধি পাবে সহবাসের প্রতি আগ্রহ বাড়বে 🧚‍♀️


⬅️ যাদের ডায়াবেটিসের জন্য ইনসুলেন্স ইউজ করতে হয় তা থেকে মুক্তি পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন মা-বাবা দাদা-দাদী বা আপনার নিজস্ব যারি সমস্যা থাক না কেন আমরাই সমাধান দিব কোন ধরনের সাইড ইফেক্ট নেই ১০০% ডায়াবেটিস থেকে মুক্ত করবে মাত্র তিন মাসের মধ্যে ✅
আবার রোগ মুক্ত হিন জীবন যাপন করতে পারবেন 🎀ডায়াবেটিসের মেডিসিনের আরো অনেক গুনাগুন আছে🎀
উচ্চ রক্ত'চাপ কমাবে
শরীর ব্যথা কমাবে
বা'তের ব্যথা কমাবে
ঠান্ডা কাশি থেকে দূরে রাখবে
রো'গ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে
রক্ত' থেকে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রাখবে
দাঁতের মা'ড়ি শক্ত করবে
চু'ল পড়া ক'মাবে
চুল থেকে খুশকি কমাবে
মুখে'র রুচি বাড়বে
#শুক্রাণু_সমস্যা েশি
ানোর_মেডিসিন

তাই দেরি না করে এখনি Send message অপশনে ক্লিক করে বিস্তারিত জেনে নিন

বা"চ্চা" দে"ও"য়া"র  মা"লি"ক আ"ল্লা"হ 🕋কেমন হত যদি  এত বছর চেষ্টা করার পরে যদি এক মাসেই হঠাৎ  বেবি কনসিব হয়ে যেত😍🤰🧚‍♀️আল্...
05/11/2023

বা"চ্চা" দে"ও"য়া"র মা"লি"ক আ"ল্লা"হ 🕋
কেমন হত যদি এত বছর চেষ্টা করার পরে যদি এক মাসেই হঠাৎ বেবি কনসিব হয়ে যেত😍🤰🧚‍♀️
আল্লাহ প্রতিটা নারী কে কোন না কোন ওসিলায় মা হওয়ার তৌফিক দেন 😊🤰🧚‍♀️
নিঃসন্তান থাকার চেয়ে কোল জোরে একটি ফুটফুটে সন্তান এসে ঘর আলো করা ভালো😄 আপনার বা ভাইয়ার যে কোনো সমস্যা থাক চিকিৎসা আমরা দিব এবং (১-৩) মাসের কোর্স এর মধ্যে ইনশাআল্লাহ একটি বাচ্চার মুখ দেখতে পারবেন😊একটু চেষ্টা করলে হয়ত আপনার সেই খুশির দিনটি আসতে চলেছে। 🤰🧚‍♀️
তাই আর দেরি না করে আল্লাহ তায়ালার ওপরে ভরসা করে চোখ বন্ধ করে আপনার সমস্যা অনুযায়ী মেডিসিন গুলি নিয়ে নিন😊🤰🧚‍♀️
কে যানে হয়ত আল্লাহ এই ওসিলায় আপনার এত দিন এর চাওয়া কবুল করবেন 😊

🧚‍♀️এছাড়াও আমাদের পেইজে ফুল বডি হোয়াইটেনিং এর ক্যাপসুল পাওয়া যায় যদি কারো লাগে তা নিতে পারেন 🥰🥰
এক মাসের নিলে আর এক মাসের ফ্রী

🧚‍♀️দীর্ঘস্থায়ী লম্বা মজবুত করার হেয়ার পেইক + হেয়ার ওয়েল পাওয়া যায় একদম অর্গানিক😊😊
একটা ওয়েল কিনলে একটা হেয়ার প্যাক ফ্রী🥰

বাকি ডিটেইলস জানতে ইনবক্সে করুন🌼

Address

Malibagh
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Smile Organic Health Care Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram