30/07/2021
কিছু কিছু ব্যবসায়ী এখনো মানবতার কথা বলে মানুষের কথা ভাবে৷।
এমডি, এসটাজেনেকা আজ ঘোষণা দিলো যতদিন পৃথিবীতে মহামারি থাকবে তারা এ টিকা নিয়ে ব্যবসা করবে না।
জনসন এন্ড জনসন আগেই ঘোষনা দিয়ে রেখেছে তাদের টিকা হলো পিপলস ভ্যাক্সিন ,এটা ব্যাবসা করার জন্য তারা এটা তৈরী করেনি।
কোভ্যাক্স এর আওতায় আমরা যে ভ্যাক্সিন পাচিছ তার পিছনে বিশাল অনুদান রয়েছে বিল গেটসের।