Rehab Solutions

Rehab Solutions Our mission is to deliver high quality, affordable healthcare services to the broader population

19/10/2025

✅ ACL সার্জারির পরও থেমে নেই আমাদের Fighters!
Rehab Solutions-এ ACL Rehabilitation সম্পন্ন করার পর আমাদের পেশেন্টরা এখন যোগ দিচ্ছেন FIFA 360° Challenge with BlazePod-এ!

এটা প্রমাণ করে—
👉 সঠিক রিহ্যাব প্রোটোকল
👉 স্পোর্টস-স্পেসিফিক ট্রেনিং
👉 রিঅ্যাকশন + কো-অর্ডিনেশন ড্রিল
👉 এবং অভিজ্ঞ Sports Physiotherapist-এর গাইডেন্স

একজন অ্যাথলিটকে আবারও ফিট, কনফিডেন্ট ও গেম-রেডি করে তুলতে পারে!

BlazePod-এর মাধ্যমে আমরা শুধু রিঅ্যাকশন ট্রেনিং করি না, বরং FIFA স্ট্যান্ডার্ড 360° মুভমেন্ট, Decision Making ও Agility ফিরে আনার জন্য কাজ করি—যা অ্যাথলেটিক পারফরম্যান্সের জন্য গেম চেঞ্জার!

🎯 Rehab Solutions = Recovery থেকে Performance পর্যন্ত সম্পূর্ণ সাপোর্ট
এ কারণেই আমাদের ACL-R পেশেন্টরাই এখন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত!

তাদের এই সাহস ও অগ্রগতির জন্য আমরা গর্বিত!

Rehab Solutions পরিবারের জন্য গর্বের একটি দিন!আজকের Basecamp কার্যক্রমে আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত চেয়ারম...
19/10/2025

Rehab Solutions পরিবারের জন্য গর্বের একটি দিন!

আজকের Basecamp কার্যক্রমে আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত চেয়ারম্যান Dr. Debashis Chowdhury Sir.

তিনি শুধু আমাদের প্রতিষ্ঠাতা নন, তিনি আমাদের শিক্ষক, মেন্টর এবং আমাদের পথচলার সবচেয়ে বড় অনুপ্রেরণা।
পুরো টিমের সাথে একসাথে কাজ করেছেন, অংশগ্রহণ করেছেন, আমাদের উৎসাহ দিয়েছেন—আর ঠিক এই জায়গাটাতেই আমরা অনুভব করেছি, Rehab Solutions শুধুই একটি প্রতিষ্ঠান নয়… এটি একটি পরিবার।

✅ যখন লিডার সামনে থেকে হাতে-কলমে অংশ নেন, তখন টিমের আত্মবিশ্বাস কয়েকগুণ বেড়ে যায়।
✅ যখন মেন্টর পাশে থাকেন, তখন প্রতিটি চ্যালেঞ্জ হয়ে যায় নতুন শেখার সুযোগ।

Dr. Debashis Chowdhury sir আমাদের দেখিয়ে দিয়েছেন—
Leadership means standing with your team, not above them.

Rehab Solutions আজ যেখানেই দাঁড়িয়ে, এর পেছনে তাঁর দিকনির্দেশনা, ভিশন ও অক্লান্ত পরিশ্রম আমাদের সবচেয়ে বড় শক্তি।
আমরা সৌভাগ্যবান যে তিনি আমাদের সাথে, আমাদের পাশে।

Thank you Sir, for being our Guiding Light! 🙏
Together We Rise. Together We Grow. 💚✨

🌟 পরিচিত হই আমাদের ক্লিনিক্যাল এক্সেলেন্সের অন্যতম স্তম্ভের সঙ্গে 🌟Mahfuz Hossain MuhitFounder & Director – Rehab Soluti...
19/10/2025

🌟 পরিচিত হই আমাদের ক্লিনিক্যাল এক্সেলেন্সের অন্যতম স্তম্ভের সঙ্গে 🌟
Mahfuz Hossain Muhit
Founder & Director – Rehab Solutions Physiotherapy & Wellness Centre
In-charge – Musculoskeletal Physiotherapy Unit

গত ৮ বছর ধরে তিনি শুধু কাজ করেননি—
👉 তিনি গড়েছেন মান
👉 তিনি তৈরি করেছেন আস্থা
👉 তিনি প্রতিষ্ঠা করেছেন Musculoskeletal Physiotherapy-তে এক নতুন Benchmark!

✅ ক্লিনিক্যাল এক্সপার্টিজে অসাধারণ দক্ষতা
✅ জটিল মাংসপেশী ও জয়েন্ট সমস্যার সমাধানে Proven Excellence
✅ Evidence-Based Treatment ও সঠিক Diagnosis-এ পারদর্শী
✅ টিমকে ট্রেনিং ও গাইড করার ক্ষেত্রে অসাধারণ Mentorship

Rehab Solutions যেখানেই আজ দাঁড়িয়ে—
তার পেছনে মাহফুজ হোসাইন মুহিত -এর নিরলস পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্ব একটি বড় শক্তি।

তিনি আমাদের Clinical Services-এর একজন অমূল্য সম্পদ,
একজন সত্যিকারের লিডার, এবং রোগীদের জন্য আস্থার নাম।

💙 আমরা গর্বিত তাঁকে আমাদের পরিবারের অংশ হিসেবে পেয়ে।

আসুন, তাঁর প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানাই! 🙏



https://rehabsolutionsbd.com/specialists/md-mahfuz-hossain-muhit

🌿 A Journey From Pain to Possibility 🌿৭৩ বছর বয়স হওয়া সত্ত্বেও, জনাব আবু জাফর হার মানেননি।দীর্ঘদিন ধরে Sciatica ও Vert...
19/10/2025

🌿 A Journey From Pain to Possibility 🌿

৭৩ বছর বয়স হওয়া সত্ত্বেও, জনাব আবু জাফর হার মানেননি।

দীর্ঘদিন ধরে Sciatica ও Vertigo-র কারণে ব্যালান্স হারিয়ে ফেলা, হাঁটতে কষ্ট হওয়া, হঠাৎ ঘুরে দাঁড়াতে না পারা—এইসব ছোট ছোট দৈনন্দিন কাজই একসময় তাঁর কাছে ছিল বড় চ্যালেঞ্জ।

কিন্তু তিনি হাল ছাড়েননি।
ধৈর্য, নিয়মিত সেশনে উপস্থিতি এবং ইতিবাচক মানসিকতা—এই তিনটি জিনিসকে সঙ্গী করে তিনি শুরু করলেন তাঁর পুনর্বাসন যাত্রা।

আমাদের Physiotherapy & Balance Rehabilitation Program এর মাধ্যমে ধীরে ধীরে তিনি—

✅ শরীরের ভারসাম্য ফিরে পেয়েছেন
✅ ব্যথা কমেছে
✅ চলাফেরায় আত্মবিশ্বাস ফিরে এসেছে
✅ আবার নিজের কাজ নিজে করতে পারছেন

আজ তিনি শুধু ভালো নন…
তিনি আরও শক্তিশালী, আরও আত্মবিশ্বাসী।

এই পরিবর্তন শুধু চিকিৎসার সাফল্য নয়,
👉 এটি তাঁর অদম্য ইচ্ছাশক্তি ও মনের জয়ের গল্প।

👨‍⚕️ চিকিৎসা পরিচালনা করেছেনঃ
অর্পণ কুমার পাল
Senior Clinical Physiotherapist
🏥 Rehab Solutions Physiotherapy & Wellness Centre

“Age is just a number, when determination leads the way.”

With Regards
Team Rehab Solutions
Rehabilitation Redefined
www.rehabsolutionsbd.com
What'sApp: 01886-032243
Location: https://maps.app.goo.gl/w2XBpitqEqQG1E5C9

“বয়স নয়, সঠিক চিকিৎসাই দেয় স্বাভাবিক জীবনের স্বাধীনতা!”৮১ বছর বয়সী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক...
18/10/2025

“বয়স নয়, সঠিক চিকিৎসাই দেয় স্বাভাবিক জীবনের স্বাধীনতা!”

৮১ বছর বয়সী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক
দিলারা চৌধুরী ম্যাম — একজন সম্মানিত শিক্ষক, অনেক প্রজন্মের প্রেরণার নাম।

কিন্তু কিছুদিন ধরে তীব্র কোমর ব্যথা (Low Back Pain) তার স্বাভাবিক জীবনযাপনকে করে তুলেছিলো অত্যন্ত কষ্টদায়ক।

🔸 হাঁটাচলা করতে ব্যথা
🔸 বিছানা থেকে উঠা-করা কঠিন
🔸 দীর্ঘক্ষণ বসে থাকা অসম্ভব
🔸 দৈনন্দিন কাজেও মারাত্মক অসুবিধা

একসময় ম্যাম ভাবছিলেন—
“হয়তো বয়সের কারণে আর ভালো হবো না…”

কিন্তু Rehab Solutions-এ আসার পর আমরা প্রথমেই সম্পূর্ণ Clinical Assessment করি এবং কারণ হিসেবে পাই Lumbar Spondylosis।

✅ এরপর ম্যামের জন্য ডিজাইন করা হয় 100% Personalised Treatment Plan
✅ প্রয়োগ করা হয় আমাদের Pain Reduction Protocol
✅ প্রতিটি সেশনে দেওয়া হয়েছিলো বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টদের ঘনিষ্ঠ গাইডেন্স ও কেয়ার

মাত্র ৪টি সেশন করার পরই—
✔ ম্যামের ব্যথা অনেকাংশে কমে গেছে
✔ হাঁটা-চলাফেরা আগের চেয়ে অনেক সহজ
✔ মুখে ফিরে এসেছে আত্মবিশ্বাস ও স্বস্তির হাসি

ম্যাম আবেগ নিয়ে বললেন, “আমি তো ভাবিনি এত দ্রুত এতটা রিলিফ পাবো!”
বয়স কখনোই বাধা নয়, যদি সঠিক ডায়াগনসিস ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চিকিৎসা করা হয়।

Rehab Solutions বিশ্বাস করে—
“Every Movement Tells a Story of Hope.”

আমরা শুধু চিকিৎসা করি না,
আমরা পাশে দাঁড়াই,
আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিই।

💚 Rehab Solutions — Your Trusted Partner in Pain-Free Movement.

With regards
Team Rehab Solutions
Rehabilitation Redefined
www.rehabsolutionsbd.com
WhatsApp: 01886-032243
Location: https://maps.app.goo.gl/seTgwWdApynujrNQ9

🌟 পরিচিত হই আমাদের নিবেদন ও নেতৃত্বের প্রকৃত উদাহরণের সাথে 🌟Jonayed Karim Founder & Executive Director – Rehab Solutions...
17/10/2025

🌟 পরিচিত হই আমাদের নিবেদন ও নেতৃত্বের প্রকৃত উদাহরণের সাথে 🌟
Jonayed Karim
Founder & Executive Director – Rehab Solutions Physiotherapy & Wellness Centre

১৩ বছরের অবিচল পরিশ্রম, বিশ্বস্ততার অসাধারণ উদাহরণ এবং প্রতিষ্ঠানকে নিজের পরিবারের মতো ভালোবাসার একটাই নাম — জুনায়েদ উল করিম।

✅ Rehab Solutions-এর শুরু থেকে আজ পর্যন্ত প্রতিটি সাফল্যের নেপথ্যের অন্যতম কারিগর
✅ Gerontological Rehabilitation-এ দেশে নতুন দিগন্তের সূচনা
✅ Evidence-Based Treatment ও Quality Service নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা
✅ টিম বিল্ডিং, প্রশিক্ষণ, এবং আধুনিক থেরাপি সিস্টেম গঠনে অসামান্য অবদান
✅ রোগী-কেন্দ্রিক সেবা ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য সবার আস্থার প্রতীক

তার Royalty মানে শুধু পদবি নয় —
👉 এটি তার Loyalty ও Dedication-এর স্বীকৃতি,
👉 এটি তার সৎ নেতৃত্ব ও নিরবচ্ছিন্ন ছায়ার প্রমাণ।

১৩ বছরের এই যাত্রায় তিনি শুধু একটি প্রতিষ্ঠান গড়েননি,
বরং গড়ে তুলেছেন একটি শক্তিশালী টিম, একটি পরিবার, এবং ফিজিওথেরাপি সেবার একটি নতুন মানদণ্ড।

আমরা গর্বিত,
জুনায়েদ উল করিম আমাদের সাথে আছেন একজন Visionary Leader, Mentor এবং True Gentleman হিসেবে।

আসুন, তাঁর প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই! 🙏



https://rehabsolutionsbd.com/specialists/jonayed-ul-karim

৮১ বছর বয়সেও জীবন থেমে নেই! আমাদের প্রিয় আবু সালেহ স্যার ডিমেনশিয়া সমস্যায় ভুগছিলেন, যার ফলে দৈনন্দিন কাজ ও চলাফেরায় কিছ...
17/10/2025

৮১ বছর বয়সেও জীবন থেমে নেই!
আমাদের প্রিয় আবু সালেহ স্যার ডিমেনশিয়া সমস্যায় ভুগছিলেন, যার ফলে দৈনন্দিন কাজ ও চলাফেরায় কিছুটা কষ্ট হচ্ছিল। নিয়মিত ফিজিওথেরাপি সেশন ও যত্নশীল গাইডলাইনের মাধ্যমে, আমাদের সিনিয়র ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট অর্পণ পাল স্যারের নিবিড় পর্যবেক্ষণে তিনি এখন অনেকটাই সুস্থ ও আত্মবিশ্বাসী।

প্রতিটি ছোট অগ্রগতি আমাদের জন্য বিশাল আনন্দের — কারণ Rehab Solutions-এ আমরা বিশ্বাস করি, প্রতিটি হাসি মানেই এক নতুন আশার গল্প।

📍 Rehab Solutions Physiotherapy & Wellness Centre
দেশের সর্বাধুনিক ফিজিওথেরাপি সেবা, এখন ঢাকার বনানীতে।
With regards
Team Rehab Solutions
Rehabilitation Redefined
www.rehabsolutionsbd.com
What'sApp: 01886-032243
Location: https://maps.app.goo.gl/gqocXQ5rxEFFuAsz8

🌟 TEAM REBOUND 2025 – LET’S MAKE IT UNFORGETTABLE! 🌟Rehab Solutions সবসময় বিশ্বাস করে—শক্তিশালী টিম = শক্তিশালী প্রতিষ্ঠ...
16/10/2025

🌟 TEAM REBOUND 2025 – LET’S MAKE IT UNFORGETTABLE! 🌟

Rehab Solutions সবসময় বিশ্বাস করে—
শক্তিশালী টিম = শক্তিশালী প্রতিষ্ঠান 💪

গত এক বছরে আমাদের প্রতিটি সহকর্মী হৃদয় দিয়ে কাজ করেছে, একে অপরকে সাপোর্ট করেছে, চ্যালেঞ্জ মোকাবিলা করেছে এবং একসাথে বেড়ে উঠেছে। এই পরিবারকে আরও শক্তিশালী করতে এবং নতুন এনার্জি নিয়ে সামনে এগিয়ে যেতে…

আগামীকাল আমরা যাচ্ছি Organisation Sponsored Day-Long BASECAMP Challenge Activities এ! 🚍🔥🎯

✅ এডভেঞ্চার
✅ টিমওয়ার্ক
✅ লিডারশিপ
✅ ফান & মেমোরিজ
✅ নতুন উদ্দীপনা নিয়ে ফিরে আসা!

এটি শুধু একটি ট্রিপ নয়, এটি আমাদের Bond Beyond Boundaries –
যেখানে পজিশন নয়, মানুষ কথা বলে
যেখানে কাজ নয়, সম্পর্ক আরও গভীর হয়
যেখানে সবাই মিলে হয় ONE TEAM, ONE FAMILY!

💙 আমাদের এই শক্তির প্রতীক হিসেবেই
আজ থেকে আমাদের নতুন TEAM PROFILE PICTURE!

চলুন, কালকের দিনটি করি সবচেয়ে এনার্জেটিক, সবচেয়ে ইউনিক এবং সবচেয়ে স্মরণীয়!
Rehab Solutions Family – Ready to Rebound! 🚀

🧠✨ একটি সাহসী পুনরুদ্ধারের গল্প | Dr. Anwar Hossain Khan৭২ বছর বয়সী জেনারেল ফিজিশিয়ান ডা. আনোয়ার হোসেন খান হঠাৎ ঘটে য...
16/10/2025

🧠✨ একটি সাহসী পুনরুদ্ধারের গল্প | Dr. Anwar Hossain Khan

৭২ বছর বয়সী জেনারেল ফিজিশিয়ান ডা. আনোয়ার হোসেন খান হঠাৎ ঘটে যাওয়া CVA (Stroke)-এর পর Left Side Hemiparesis (LSH) সমস্যায় ভুগতে শুরু করেন। শরীরের অর্ধেক অংশে দুর্বলতা, ভারসাম্যহীনতা—সবকিছু যেন থেমে গিয়েছিল এক মুহূর্তে। কিন্তু তাঁর মনোবল থেমে থাকেনি 💪

“Rehab Solutions Physiotherapy & Wellness Centre”-এর নিবেদিতপ্রাণ টিম — Maruful Hasan Faruki (Hand Rehabilitation Specialist) এবং Arpon Kumar Paul (Adult Neuro Rehabilitation Specialist)-এর দক্ষ হাতের ছোঁয়ায় তিনি ধীরে ধীরে পুনরায় নিজের জীবনের তাল খুঁজে পাচ্ছেন। প্রতিটি সেশনেই তিনি এক ধাপ এগিয়ে যাচ্ছেন স্বনির্ভরতার পথে।

আমরা বিশ্বাস করি — ‘যেখানে আছে ইচ্ছাশক্তি, সেখানেই আছে পুনরুদ্ধারের পথ।’
With regards
Team Rehab Solutions
Rehabilitation Redefined
www.rehabsolutionsbd.com
WhatsApp: 01886-032243
Location: https://maps.app.goo.gl/bowkdoP4nw2M44aj6

🌟 এক বছর পর… চলুন উদযাপন করি আমাদের টিম স্পিরিট! 🌟গত এক বছরে Rehab Solutions পরিবারের প্রতিটি সদস্য যে নিষ্ঠা, পরিশ্রম এ...
16/10/2025

🌟 এক বছর পর… চলুন উদযাপন করি আমাদের টিম স্পিরিট! 🌟

গত এক বছরে Rehab Solutions পরিবারের প্রতিটি সদস্য যে নিষ্ঠা, পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে কাজ করেছেন—তার ফলেই আজ আমরা এই অবস্থানে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি।
আপনাদের প্রত্যেকের অবদানই আমাদের সবচেয়ে বড় শক্তি! 💙

👉 তাই টিমের এই সাফল্যকে উদযাপন করতে
👉 নিজেদেরকে আরও রিচার্জ ও রিবাউন্ড করতে
👉 টিম বন্ডিং আর একসাথে শেখার নতুন অভিজ্ঞতা নিতে

আমরা কাল যাচ্ছি BASECAMP-এ দিনব্যাপী চ্যালেঞ্জিং ও মজাদার Team Rebound Program এ! 🚍🔥

🎯 কায়াকিং
🎯 সুইমিং চ্যালেঞ্জ
🎯 আর্চারি
🎯 টিম গেমস ও অ্যাক্টিভিটিজ
🎯 অনেক হাসি, উদ্দীপনা এবং স্মৃতি!

✅ এই ট্রিপ শুধু বিনোদনের জন্য না
👉 এটি আমাদের টিমওয়ার্ককে আরও শক্তিশালী করবে
👉 একে অপরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে
👉 এবং আমাদের পরবর্তী লক্ষ্য অর্জনের জন্য তৈরি করবে আরও দৃঢ় ভিত্তি!

কারণ Rehab Solutions শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার।
আর পরিবার একসাথে থাকলেই সম্ভব—BOUND BEYOND BOUNDARIES! ✨

চলুন একসাথে রিবাউন্ড করি, আরও উচ্চতায় উড়ি! 🚀

🌟 Rehab Solutions পরিবারে আনন্দের মুহূর্ত! 🌟আমাদের পরিশ্রমী ও নিষ্ঠাবান টিম মেম্বারMustafizur Rahman Poragপেয়েছেন Employ...
16/10/2025

🌟 Rehab Solutions পরিবারে আনন্দের মুহূর্ত! 🌟

আমাদের পরিশ্রমী ও নিষ্ঠাবান টিম মেম্বার
Mustafizur Rahman Porag
পেয়েছেন Employee of the Month সম্মাননা! 🎉

এই অর্জনের স্বীকৃতি হিসেবে
Managing Director – Aisha Khan Rumi
তাঁর হাতে তুলে দিয়েছেন একটি বিশেষ Token of Appreciation Gift 🎁
যা Porag-এর কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব ও রোগীর প্রতি অসাধারণ সেবার প্রতি আমাদের কৃতজ্ঞতার নিদর্শন।

Rehab Solutions সবসময় নিজের টিমকে সম্মান ও মূল্যায়নের মাধ্যমে এগিয়ে যেতে বিশ্বাস করে।
কারণ “যারা প্রতিষ্ঠানকে আপন করে নেয়, প্রতিষ্ঠানও তাদের সম্মানিত করে।” 💙

চলুন অভিনন্দন জানাই Mustafizur Rahman Porag-কে! 👏
আর অনুপ্রেরণা নেই — আগামী মাসে হয়তো আপনিই হবেন আমাদের সেরার সেরা! 🚀

Address

Concord Modhumoti Plaza, Level 3, 6 & 12, House 11, Road 11, Block G, Banani, Dhaka-
Dhaka
1213

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801674117236

Alerts

Be the first to know and let us send you an email when Rehab Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rehab Solutions:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram