23/08/2025
জেনেটিক হোমিওপ্যাথির বিশেষ বৈশিষ্ট্য -
১) এখানে ক্যান্সারসহ যেকোন রোগ আরোগ্য হবে। একুইট বা কয়েক ধরে হওয়া জটিল কঠিন রোগ "মাত্র ৩ দিন থেকে সর্বোচ্চ ৩মাসে" আরোগ্য হবে।
আর ডায়াবেটিস ক্যানসারের মত দুরারোগ্য রোগ নিয়ন্ত্রণে দ্রুত নিয়ন্ত্রণে আসবে কিন্তু অল্প খরচে সর্বদিকে উন্নতি হবে ধীরে ধীরে ঔষধ কমতে থাকবে ।
পাথর টিউমার আঁচিল ইত্যাদি অপারেশন ছাড়াই দুর হবে ইনশাআল্লাহ।
২) শারীরিক মানসিক সামাজিক ৩ দিকেই পুর্নাঙ্গ সুস্থতার দিকে এগিয়ে যাবেন।
৩)টেস্ট বাণিজ্য আর ঔষধ নির্ভরতা থেকে বাঁচতে চাইলে অবশ্যই জেনেটিক হোমিওপ্যাথি চিকিৎসা নিবেন।
৪) আমাদের চিকিৎসায় আপনার এলোপ্যাথি ঔষধ বন্ধ করতে হবে না বরং আপনার শরীর ধীরে ধীরে এলোপ্যাথি ঔষধ কমাতে বাধ্য করবে।
৫) খাবার পানীয় নিয়ে অবৈজ্ঞানিক কোন নিষেধাজ্ঞা নেই । বরং আপনার পছন্দের সকল খাবার পানীয় খেতে পারবেন।
৬) শুধুমাত্র প্রচলিত হোমিও শক্তিকৃত ঔষধ স্পর্শ ঘ্রাণ খাওয়া নিষিদ্ধ।
৭) নিতান্ত প্রয়োজনে এন্টিবায়োটিক , স্টেরয়েড বিশেষজ্ঞ চিকিৎসক পরামর্শে ছাড়া নিষেধ । এছাড়া যেকোন ভেষজ খাবার খেতে পারবেন । প্রয়োজনে সাধারণ মডার্ণ ড্রা*গস স্বল্প পরিমাণ খাওয়া যাবে (তবে মনে রাখতে হবে সব কেমিকেল ক্ষতিকর)
৮) শিশু থেকে বৃদ্ধ সবার জন্য নিরাপদ চিকিৎসা।
৯) আমাদের উদ্দেশ্য আপনি সকল প্রকার ঔষধমুক্ত শক্তিশালী ইমিউনিটির অধিকারী হবেন। আপনি ঔষধ্মুক্ত সুস্থ স্বাভাবিক জীবনে প্রবেশ করুন।
#সুন্দর_পৃথিবীর_খোঁজে
#সুন্দর_পৃথিবীর_জন্য
GENETIC HOMEOPATHY