সহজেই সকল স্বাস্থ্যসেবা ‘প্রিয়জন’ হোম হেলথ কেয়ার। ‘প্রিয়জন হেলথকেয়ার লিঃ’ এর প্রতিষ্ঠানের লোগোজুড়ে এ কথাগুলোই সাজানো হয়েছে সুন্দরভাবে। যুগোপযোগী সব স্বাস্থ্যসেবা, বিশেষ করে ঘরে বসে জরুরি স্বাস্থ্যসেবা পেতে আপনি আস্থা রাখতে পারেন প্রতিষ্ঠানটির ওপর।
নাগরিক এই জীবনে আমরা সবাই বড় বেশি ব্যস্ত। আর এ ব্যস্ততার কারণে বাধ্য হয়েই অনেক ক্ষেত্রে আমরা পারি না পরিবারের বয়স্ক বা অসুস্থ সদস্যের সেবা করতে, তাদের দিকে যথাযথ মনোযোগ দিতে। এই বাস্তবতায় অসুস্থ বা বয়স্কদের পাশে দাঁড়াতে উদয় হয়েছে একটি প্রতিষ্ঠান। নাম প্রিয়জন। যাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষের সেবা করা। পাশাপাশি দেশের বেকারত্ব দূর করনে ভূমিকা রাখছে।
বাসায় কেয়ার গিভার প্রয়োজনে
প্রথমত রোগী ও বয়স্ক ব্যক্তিদের বাড়িতে গিয়ে সব ধরনের যত্ন ও পরিচর্চা সেবা দেয় প্রিয়জন। যেসব বয়স্ক ব্যক্তি নিজে হাঁটাচলা করতে পারেন না, নিজের অতি প্রয়োজনীয় কাজগুলো করতে পারেন না প্রিয়জন প্রশিক্ষিত কর্মীরা সেসব ব্যক্তির কাজগুলো পরম মমতা ও যত্নে করে দেয়। কাপড় পাল্টানো, হাত-মুখ ধোয়া, দাঁত ব্রাশ করা, বিছানা থেকে উঠানো-শোয়ানো, গোসল করানো, বিছানা পরিস্কার করা, হাত-পায়ের নখ কেটে দেয়া, টয়লেট সারানোসহ সব ধরনের ব্যক্তিগত পরিচর্চা সেবা দেয়।
বাসায় ফিজিওথেরাপি, নার্সিং প্রয়োজনে
কোনো অসুস্থ ব্যক্তির যদি ফিজিওথেরাপি, নার্সিং প্রয়োজন হয় তাহলে প্রিয়জন নিজস্ব ফিজিশিয়ান, ফিজিওথেরাপিস্ট ও ডায়েটিশিয়ান এবং নার্স-ব্রাদাররা বাসায় গিয়ে যেইসকল সেবা দেন। রোগীর ডায়াবেটিস, ব্লাডপ্রেশার, সাধারণ স্বাস্থ্যপরীক্ষা, ডায়েট বিষয়ক পরামর্শ প্রদান করেন। রোগীর নেবুলাইজিং, ক্যাথেটার সেটিং, ড্রেসিং-আনড্রেসিং, ওষুধ ও পথ্য খাইয়ে দেয়ার মতো প্রয়োজনীয় সকল জরুরি সেবা দেয়া হয়। এর বাইরে রোগী বা রোগীর স্বজনরা চাইলে রোগীকে বেড়াতে নিয়ে যাওয়া, বাসায় সঙ্গ দেয়া, নানা ধরনের ক্লিনিক্যাল টেস্টের জন্য স্বাস্থ্য সেন্টার ও হাসপাতালে আনা-নেয়ার কাজও করে দেয় প্রিয়জন এর কর্মীরা। প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের জন্যও সার্বক্ষণিক সেবা দেয় প্রতিষ্ঠানটি। প্রিয়জন কর্পোরেট স্বাস্থ্য সেবাও দিয়ে থাকে।
ইনস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট
ইনস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট বুকিং ফিচার এর দ্বারা সাথে সাথে এক ক্লিক এর মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করে ফেলতে পারবে। ডাক্তার এবং কনজিউমার সাথে সাথে মোবাইল অ্যাপস বা ওয়েবসাইট এমনকি মোবাইলের এসএমএস এর মাধ্যমে নোটিফাই হবে। এটিও সম্পূর্ণ ফ্রি।
অনলাইন কনসাল্টেন্সি
অনলাইন কনসাল্টেন্সি ফিচার এর মাধ্যমে ডক্টর এর ক্রিয়েট করা অনলাইন কনসাল্টেন্সি প্যাকেজে একজন গ্রাহক ঘরে বসেই ওই ডাক্তারের সাথে অনলাইনে অডিও/ভিডিও/চ্যাট অপশন এর মাধ্যমে শারীরিক পরামর্শ নিতে পারেন। অনলাইনে ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দিবে।
পেশেন্ট গ্রুপ ডিসকাশন
রোগীদের গুরুফ ডিসকাশন ফিচার এ যেকোনো রোগী স্বাস্থ্য বিষয়ক সমস্যার কথা লিখতে পারবে, অন্য রোগী দেখবে এবং তারা তাদের এক্সপেরিয়েন্স শেয়ার করবে। ডাক্তার এর সাথে ও কনসাল্ট করতে পারবেন।
পেশেন্টস লাইক মি
এই ফিচারের মাধ্যমে একজন রোগী মাত্র এক ক্লিক এর মাধ্যমে খুঁজে পেতে পারেন তার মতো অন্য রোগীকে। যিনি একই শারীরিক সমস্যায় ভুগছেন। তার সাথে ইন্টারনাল ম্যাসেজ ফিচারের মাধ্যমে যোগাযোগ করতে পারবে। তার অভিজ্ঞতা জানতে পারবে, তার ট্রিটমেন্ট জানতে পারবে।
হেলথ ম্যাগাজিন
হেলথ ম্যাগাজিন ফিচারসের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তাররা স্বাস্থ্য বিষয়ক নানা ধরণের আর্টিকেল লিখবে, যা পড়ে যে কেউ স্বাস্থ্য বিষয়ক ধারণা নিতে পারে। যা তাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
অনলাইন প্রেসক্রিপশন
অনলাইন প্রেসক্রিপশন ফিচারসের মাধ্যমে ডাক্তার এর থেকে অনলাইনে প্রেসক্রিপশন নিতে পারবে। এমনকি নিজের প্রেসক্রিপশন আপলোড করে সেভ করে রাখতে পারবে, প্রয়োজনে যেকোনো সময় অ্যাপস বা ওয়েবসাইট এগিয়ে দেখতে পারবে।
কীভাবে পাওয়া যায় সেবা লাগবে এর সেবা?
মাত্র একটি ফোনকলেই রোগী ও বয়স্কদের পাশে হাজির হয় প্রতিষ্ঠানটির নিবেদিতপ্রাণ কর্মীরা। হেল্পলাইনে কল করে রোগী বা বয়স্ক ব্যক্তির বিস্তারিত তথ্য জানালে প্রতিষ্ঠানটির মনিটরিং টিম রোগীর বাসা ভিজিট করে। এ সময় দুই পক্ষের আলোচনাসাপেক্ষে একদিন থেকে সারা বছর ধরে কাঙ্খিত সেবা নেয়া যায়। প্রাথমিকভাবে ঢাকা মহানগরীর সব এলাকায়ই এসব সেবা প্রদান করে প্রিয়জন।
সেবা লাগবে এর অর্জন
২০১৫ সালের ১ জানুয়ারি যাত্রা শুরু করে প্রিয়জন। প্রতিষ্ঠার প্রথম দিন থেকেই প্রতিষ্ঠানটি রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিতভাবে আয়োজন করে আসছে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প। এছাড়া বেশকিছু কর্পোরেট হাউজেও হেলথ ক্যাম্প করেছে প্রতিষ্ঠানটি। দশ মাসের সেবা কার্যক্রমে প্রায় দুইশর বেশি রোগীকে বাড়িতে গিয়ে সেবা দিয়েছে প্রিয়জন। এর মধ্যে শতভাগ রোগীই প্রিয়জন এর সেবা নিয়ে তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিশেষ করে প্যারালাইসিস ও সড়ক দুর্ঘটনায় আহত রোগীরা হোম কেয়ার সার্ভিস নিয়ে সম্পূর্ণ স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন।
প্রিয়জন এর টিম
ডাক্তার, নার্স, কেয়ারগিভার, ফিজিশিয়ান, ফিজিওথেরাপিস্ট, নিউট্রিশনিস্ট, মেডিকেল ট্রেইন্ড এটেনডেন্ট।
প্রিয়জন এর ইমারজেন্সি সাপোর্ট সেন্টার
প্রিয়জন এর রয়েছে ইমারজেন্সি অক্সিজেন সার্ভিস, যা আমরা কোন প্রকার ডিপোজিট ছাড়াই আপনার নিজ দুয়ারে সাপ্তাহিক মাসিক বেসিসে ভাড়া দেওয়া হয়, এবং অক্সিজেন রিফিল করা হয়। আর আছে নিজ দুয়ারে গিয়ে নেবুলাইজেশন মেশিন, সাকশন মেশিন, হাসপাতাল বেড, এ্যাম্বুলেন্স অসংখ্য সাস্থ্য বিষয়ের হোম সার্ভিস।
প্রিয়জন এর হেল্পলাইন— 01940101080/ 01944333555 (২৪ ঘণ্টা)