21/11/2019
আপনি কি কম খরচে বিদেশ এ ভাল INTERNATIONAL STANDARD ট্রিটমেন্ট করতে আগ্রহি ?
কোথায় ট্রিটমেন্ট করাবেন এমন বিষয় নিয়া টেনশন এ আছেন?
আমাদের কাজ হলো এইসব টেনশন থেকে রোগী এবং তার এটেন্ডেন্টকে মুক্তি দেয়া। আমরা BANGKOK, THAILAND এ অনেকগুলি সেরা INTERNATIONAL LEVEL হাসপাতালের অনুমোদিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করছি ।
আপনার কাজ হলো আমাদের ফোন দিয়ে রোগী এবং রোগ এর বিস্তারিত জানানো। সাথে সাথেই আমরা আপনাকে কয়েকটা হসপিটাল আর ডাক্তার এর নাম দিয়ে দিব। যেমন, Samitivej hospital, Vejthani Hospital, Bumrungrad Hospital, Phayathai Nawamin Hospital, Kasemrad Hospital, Piyavate hospital, Rama 9 Hospital, Yanhee Hospita l কিংবা, আপনার পছন্দের কোন হসপিটাল/ডাক্তার থাকলেও আমরা এর পরবর্তী যাবতীয় কাজ করে দেব।
ডাক্তার/হসপিটাল সাজেশান, খরচের সঠিক ধারনা, ডাক্তারের সিরিয়াল, ভিসা ইনভাইটেশান, যাতায়তের পরামর্শ ইত্যাদি সার্ভিস পাবেন কোন খরচ ছাড়াই।
আমরা এটা পারি কারন সব ভালো BANGKOK এর INTERNATIONAL হসপিটালের সাথেই আমাদের কর্পোরেট চুক্তি আছে ।
শুধু তাই নয়, আপনার খরচ কমাতে আপনার হাসপাতাল বিলের উপরও আমরা ডিস্কাউন্ট করে দিব ।
আমাদের সার্ভিস সমূহঃ
১। আপনার রোগ সম্পর্কে ধারনা নিয়ে সাথে সাথেই সে রোগের জন্য বেস্ট ডাক্তার, হাসপাতাল এবং চিকিৎসার জন্য কত টাকা খরচ হবে তার ধারনা দেয়া ।
২। আপনার প্রয়োজনীয় প্রেসক্রিপশান, প্যাথলজী রিপোর্ট এবং রোগের বর্তমান অবস্থা আমরা চেয়ে নিব এবং ১২ ঘন্টার মধ্যে সেই রোগের জন্য বেস্ট ডাক্তারদের (এপয়েন্টমেন্ট) এবং বেস্ট INTERNATIONAL STANDARD হাসপাতাল কোনগুলো এবং খরচ সম্পর্কে নিশ্চিত তথ্য আমাদের কাছ থেকে পাবেন ।
৩। আমাদের কোন সার্ভিস চার্জ দিতে হবে না বরং আপনার সর্বমোট হাসপাতাল খরচের উপর কর্পোরেট ডিস্কাউন্ট নিয়ে দেয়ার দায়িত্ব সম্পূর্ণ আমাদের ।
শুধুমাত্র আমাদের নির্ধারিত হাসপাতাল নয়, আপনি নিজের পছন্দ মত হাসপাতালে চিকিৎসা সেবা নিতে প্রয়োজনীয় সহায়তা আমাদের কাছে পাবেন ।
৪। বাংলাদেশী আন্তর্জাতিক স্তরের প্রশিক্ষণ প্রাপ্ত ডাক্তার, মেডিক্যাল স্টাফ দ্বারা দোভাসি সহায়তা প্রদান, এছাড়া অপশনাল সার্ভিস হিসেবে আপনি চাইলে এয়ারটিকেটস, হোটেল, হালাল খাবার, এয়ারপোর্ট পিক আপ এবং ড্রপ আপ, সহায়তা নিতে পারবেন ।
আমরা যদি আপনার এবং আপনার পরিবারের সাথে কাজ করার সুযোগ পাই তবে আমরা আমাদের পরিষেবার মাধ্যমে খুব তাড়াতাড়ি আপনাকে এবং আপনার পরিবারকে খুশি করব ইনশাআল্লাহ্ ।
চিকিৎসা সম্পর্কিত যেকোন পরামর্শের জন্য যোগাযোগ করুনঃ
N.A.C. THAI HEALTH POINT
Hot Line :
MO- 01844044428, 01844044432 (CTG)
018440444429, 01844044431(DHAKA)
01819327666 (SYLHET)