01/12/2025
প্রিয় চিকিৎসক, চলে এসেছে আপনাদের জন্য এই সেশনের শেষ Diploma Regular Crash Batch
সময়ের পরিক্রমায় ডিপ্লোমা/এম.ফিল বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এফসিপিএস বা এমডি/এমএসের মতো দীর্ঘমেয়াদি কোর্স করতে যারা আগ্রহ পাচ্ছেন না বা অনেকদিন ধরে চেষ্টা করার পরও যারা ওইসব কোর্সে এন্ট্রি করতে পারছেন না তাদের জন্য বেস্ট অল্টারনেটিভ হতে পারে ডিপ্লোমা /এমফিল ডিগ্রী।
# কেন ক্রাশ ব্যাচে ভর্তি হবেন?
-যারা অতিদ্রুত পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে চান,স্বল্প সময়ে পড়াশুনা শেষ করে প্রাক্টিস করতে চান,পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে বাবা-মা কে দিতে চান স্বস্তির নিঃশ্বাস তাদের জন্য ডিপ্লোমা/এম.ফিলের অল্টারনেটিভ আর কিছুই হতে পারে না। ডিপ্লোমা/এমফিলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মাত্র ২ বছরে বিশেষজ্ঞ চিকিৎসক হবার হাতছানি। তাছাড়া মাসিক সম্মানী ভাতা প্রদান করার মতো যুগান্তকারী সিদ্ধান্ত তো আছেই।
হ্যাঁ,প্রিয় চিকিৎসক,
আমরা চাই জেনেসিসের হাত ধরে আপনার স্বপ্ন পরিপূর্ণতা পেয়ে যাক,আপনার সফলতার সঙ্গী হতে জেনেসিস সর্বদা বদ্ধপরিকর,আপনাকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দেয়ার ব্রত নিয়েই জেনেসিসের পথচলা। তাই সামনের ডিপ্লোমা/এমফিল পরীক্ষাতে আপনাকে এগিয়ে রাখতে জেনেসিস নিয়ে এসেছে- Offline M.Phil/Diploma Crash Regular Batch March 2026
আগামী ০৪/১২/২৫ তারিখ রোজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে আপনাদের সকলের কাঙ্খিত Offline M.Phil/Diploma Crash Regular Batch সপ্তাহে প্রতি শনি,সোম ও বৃহস্পতিবার দুপুর ২:৩০ মিনিট থেকে ক্লাস ও এক্সাম অনুষ্ঠিত হবে। যারা এই স্বল্প সময়ের মধ্যে নিজেকে ঝালাই করে সেরা প্রস্তুতি নিতে চান তারা এখনি এনরোল করুন আমাদের এই ব্যাচে।
বিস্তারিত জানতে ভিজিট করুন: https://genesisedu.info/batch-details/3060