GENESIS PG entrance

GENESIS PG entrance FCPS/MD/MS/Diploma/ Basic যাই হোকনা কেন ,জেনেসিসের একমাত্র লক্ষ্য সফলতা ।

চিকিৎসক মানুষের বন্ধু আর জেনেসিস চিকিৎসকের বন্ধু।
একজন বিশেষজ্ঞ মেডিকেল চিকিৎসক হিসাবে আপনাকে গড়ে তোলা স্বপ্ন বাস্তবায়নে জেনেসিস আপনার অতি আপনজন।

প্রিয় চিকিৎসক
অপ্রয়োজনীয় তথ্য দিয়ে মস্তিস্ক ভারাক্রান্ত করে বা শুধু দাগানো নয়, জেনেসিস দুটো বিষয়কে সামনে রেখে কাজ করে, "এক্সাম নির্ভর প্রস্তুতি" ও "কনসেপশন ক্লিয়ারেন্স"
FCPS/MD/MS/MRCP/MRCS/Diploma/ Basic subjects বা যেকোন বিষয়ই হোকনা, জেনেসিসের কারিকুলাম, শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুমে অনবদ্য লেকচার, মাল্টি মিডিয়া প্রেজেন্টেশন, অপ্রতিরোধ্য শীট, প্রতিদিনের পরীক্ষা, মক এক্মামস আপনাকে প্রতিদিন একটু একটু করে গড়ে তুলবে, বানিয়ে তুলবে কনফিডেন্ট।

জেনেসিস বয়সে তরুন সত্য, সফলতা প্রতি তিনজনে একজন। আর এটাও তো সত্য বহু বছরের গতানুগতিক ওপেন সার্জারীর বিপরীতে এখন চলছে লেজার, ল্যাপ্রোস্কপি, মিনিমাল সার্জারীর যুগ-যার আগমন; মাত্র সেই-দিন।

আমাদের মাস্টার অব অল নেই; যিনি যে বিষয়ে অগাধ জ্ঞান রাখেন, শেয়ারিং এ এক্সপার্ট,অনেক বছর ধরে এক্মাম-প্রশ্ন-উত্তর-সম্ভাব্যতা নিয়ে কাজ করছেন, তাদের নিয়েইআমাদের টিম।

আমাদের সাথে পথ চলতে গিয়ে একটি মেসেজ আপনার মনে অবশ্যই গেঁথে যাবে; তা হল ''পরীক্ষায় সফলতার জন্য মহাজ্ঞানী হবার চাইতে প্রতিটি পেপারে প্রয়োজন কম্প্লিট প্রিপারেশন''। তা ই যেকোন সিদ্ধান্ত নেবার আগে জেনেসিসের সাবেক কোন শিক্ষার্থীর সাথে কথা বলে নিতে ভুলবেন না যেন?

প্রিয় চিকিৎসক,নিজের প্রস্তুতিকে যাচাই করা এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য একটি সুশৃঙ্খল পরীক্ষার রুটিন অপরিহার্য।সেই ...
10/10/2025

প্রিয় চিকিৎসক,
নিজের প্রস্তুতিকে যাচাই করা এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য একটি সুশৃঙ্খল পরীক্ষার রুটিন অপরিহার্য।সেই লক্ষ্যেই জেনেসিস নিয়ে এসেছে —🎓 Offline M.Phil / Diploma Maxilla Exam Batch! এটি শুধু একটি পরীক্ষা নয় — এটি আপনার সফলতার পূর্ণাঙ্গ প্রস্তুতি নির্দেশিকা।
✍️ কেন অফলাইনে পরীক্ষা দেবেন?
• অফলাইন পরীক্ষার মাধ্যমে আপনি মূল পরীক্ষার পরিবেশে নিজেকে অভ্যস্ত করে তুলতে পারেন।
এর সুবিধাগুলো হলো —
Real Exam Environment: আসল পরীক্ষার হলের মতো পরিবেশে সময় ও নিয়ম মেনে পরীক্ষা দেওয়ার অনুশীলন।
Time Management: নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দেওয়ার অভ্যাস গড়ে ওঠে।
Focus & Discipline: ডিজিটাল ডিভাইস থেকে দূরে শান্ত পরিবেশে মনোযোগ ধরে রাখা সহজ হয়।
Writing Practice: নিয়মিত লেখার মাধ্যমে উত্তর লেখার গতি ও স্পষ্টতা বৃদ্ধি পায়।
Mental Preparedness: পরীক্ষার চাপ সামলাতে মানসিকভাবে প্রস্তুত হতে সহায়তা করে।

🌟 কেন জেনেসিস সেরা?
জেনেসিস শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার — যেখানে প্রতিটি শিক্ষার্থীকে সর্বোচ্চ যত্নে প্রস্তুত করা হয়।
💡 দক্ষ ও অভিজ্ঞ ফ্যাকাল্টি টিম, যারা শিক্ষার্থীদের চাহিদার আলোকে গাইড করেন।
📚 BMU মানের প্রশ্নপত্রে নিয়মিত পরীক্ষা ও রিভিউ সেশন।
🔄 পরীক্ষার সর্বশেষ পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে আপডেটেড কারিকুলাম তৈরী ও বাস্তবায়ন করা।
🤝 শিক্ষার্থীর প্রতিটি সমস্যা সমাধানে সর্বদা মেন্টর প্যানেলের থাকে প্রতিশ্রতিবদ্ধ সহযোগিতা।

📅 Exam শুরু: ১৬ই অক্টোবর, থেকে
👉দিন ও বার : প্রতি সপ্তাহের রবিবার ও বৃহস্পতিবার, দুপুর ২:৩০ মিনিট এক্সাম ও সলভ সেশন হবে।
📍 স্থান: রুপায়ন ট্রেড সেন্টার, লিফট–৭, বাংলা মোটর, ঢাকা–১০০০
⚠️ বি.দ্র: ফ্যাকাল্টি এক্সাম, সলভ, সাবজেক্ট ফাইনাল ক্লাস ও মক পরীক্ষার সময়সূচি নির্ধারিত দিনের বাইরেও হতে পারে। বিশেষ কোনো পরিবর্তন হলে, অংশগ্রহণকারীদের SMS এর মাধ্যমে জানানো হবে।

🎯 নিজের প্রস্তুতিকে যাচাই করুন, আত্মবিশ্বাস বাড়ান —
আজই জেনেসিস Offline M.Phil / Diploma Maxilla Exam Batch–এ ভর্তি হয়ে এক্সাম দিন!

বিস্তারিত জানতে: https://genesisedu.info/batch-details/2927

10/10/2025

Target FCPS P-I SURGERY & Allied-Jan'2026
(Online P-1 Surgery 300 Topics Rapid Revision Live Batch)

প্রিয় চিকিৎসক বৃন্দ,,
জানুয়ারি/২৬ পার্ট ওয়ান এর বাকি সময় টাতে,,
৩০০ র-ও বেশি হাই ভোল্টেজ টপিক্স এর কনফিউশান ক্লিয়ার করা,, কোশ্চেন এনালাইসিস করার অবারিত সুযোগ নিয়ে আসছে,
৩০০ টপিকস সার্জারী র‍্যাপিড রিভিশন লাইভ ব্যাচ।

যুক্ত হোন,, সহজ সাবলীল করুন পার্ট ওয়ান স্বপ্নজয়ের যাত্রা।

বিস্তারিত জানতে-
https://genesisedu.info/fcps-p-i-surgery/batches/2946

Target FCPS P-I SURGERY & Allied-Jan'2026প্রিয় চিকিৎসক বৃন্দ,,জানুয়ারি/২৬ পার্ট ওয়ান এর বাকি সময় টাতে,,৩০০ র-ও বেশি হাই ...
10/10/2025

Target FCPS P-I SURGERY & Allied-Jan'2026

প্রিয় চিকিৎসক বৃন্দ,,
জানুয়ারি/২৬ পার্ট ওয়ান এর বাকি সময় টাতে,,
৩০০ র-ও বেশি হাই ভোল্টেজ টপিক্স এর কনফিউশান ক্লিয়ার করা,, কোশ্চেন এনালাইসিস করার অবারিত সুযোগ নিয়ে আসছে,
৩০০ টপিকস সার্জারী র‍্যাপিড রিভিশন লাইভ ব্যাচ।

যুক্ত হোন,, সহজ সাবলীল করুন পার্ট ওয়ান স্বপ্নজয়ের যাত্রা।

বিস্তারিত জানতে-
https://genesisedu.info/fcps-p-i-surgery/batches/2946

10/10/2025

Orientation Program (Online Premium Record P-1 DC Dutta Plus Batch-2 Jan'2026)

10/10/2025
প্রিয় চিকিৎসক,নিজের প্রস্তুতিকে যাচাই করা এবং সাফল্যের পথে এগিয়ে যেতে হলে একটি সুশৃঙ্খল ও কার্যকর পরীক্ষার রুটিন অপরিহার...
10/10/2025

প্রিয় চিকিৎসক,
নিজের প্রস্তুতিকে যাচাই করা এবং সাফল্যের পথে এগিয়ে যেতে হলে একটি সুশৃঙ্খল ও কার্যকর পরীক্ষার রুটিন অপরিহার্য। সেই লক্ষ্যেই জেনেসিস নিয়ে এসেছে —
🚀 Online Live M.Phil / Diploma Mitosis Exam Batch
এটি শুধুমাত্র একটি পরীক্ষা নয়,বরং আপনার সফলতার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন!
এই ব্যাচটি কেন আপনার জন্য অপরিহার্য?
💡 BMU Standard Simulation: এই ব্যাচের প্রতিটি প্রশ্ন তৈরি করা হয়েছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (BMU)-এর প্রশ্নের ধরন ও মান অনুসারে, যাতে আপনি আসল পরীক্ষার অভিজ্ঞতা আগেভাগেই অর্জন করতে পারেন।
🎓 In-depth Solve Class: পরীক্ষার পর প্রতিটি প্রশ্নের উত্তর বিশ্লেষণসহ ব্যাখ্যা করা হবে —
কেন উত্তরটি সঠিক, কেন অন্যগুলো নয় — সবকিছু বিস্তারিতভাবে জানানো হবে। এছাড়া live interaction থাকায় অফলাইন ক্লাসের ভাইভ থাকবে ফলে যেকোন দূর্বলতা সহজেই সমাধান করা যাবে।
📘 Full Syllabus Coverage: আপনার M.Phil/Diploma কোর্সের সম্পূর্ণ সিলেবাস অন্তর্ভুক্ত করে প্রশ্ন সাজানো হয়েছে যাতে প্রস্তুতির কোনো অংশ গ্যাপ / বাদ না পড়ে, এজন্য Syllabus Coverage এ- সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়ে থাকে।
🕒 Smart & Flexible Schedule: চিকিৎসকদের ব্যস্ততা মাথায় রেখে সময়সূচি সাজানো হয়েছে,
যাতে আপনি পড়াশোনা, ডিউটি ও পরীক্ষা — সবকিছু সামলাতে পারেন অনায়াসে।
এছাড়া লাইভ এক্সাম মিস হলেও পরে তা দেওইয়ার সুযোগ তো থাকছেই!
🧭 আপনি যা পাবেন:
✅ আসল পরীক্ষার মতো অভিজ্ঞতা (Real Exam Environment)
✅ ব্যক্তিগত পারফরম্যান্স বিশ্লেষণ (Performance Report)
✅ দুর্বল দিক শনাক্ত করে টার্গেটেড গাইডলাইন
✅ পরবর্তী প্রস্তুতির জন্য Clear Roadmap
🏆 কেন জেনেসিস?
Genesis শুধু একটি প্রতিষ্ঠান নয় — এটি চিকিৎসকদের স্বপ্নপূরণের সহযাত্রী।
অভিজ্ঞ মেন্টর, প্রমাণিত রেজাল্ট ও সুনির্দিষ্ট দিকনির্দেশনার মাধ্যমে
আমরা প্রতিটি পরীক্ষার্থীকে নিয়ে যাই আত্মবিশ্বাসের সর্বোচ্চ স্তরে।
🎓 Genesis — Where Aspirants Become Achievers.
🚀 এখনই সময় নিজের সম্ভাবনা যাচাইয়ের! আপনার সাফল্যের যাত্রা শুরু হোক জেনেসিসের সঙ্গে।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://genesisedu.info/mphil-diploma/batches/2942

✨ স্বপ্নের ডিপ্লোমা এখন হাতের মুঠোয়! ✨প্রিয় চিকিৎসকবৃন্দ,প্রস্তুতি যদি গোছানো হয়, তবে ডিপ্লোমাতে চান্স পাওয়া কঠিন নয়—...
10/10/2025

✨ স্বপ্নের ডিপ্লোমা এখন হাতের মুঠোয়! ✨
প্রিয় চিকিৎসকবৃন্দ,
প্রস্তুতি যদি গোছানো হয়, তবে ডিপ্লোমাতে চান্স পাওয়া কঠিন নয়—এটি কোনো স্লোগান নয়, বাস্তব! আপনার মেধার সঠিক মূল্যায়ন, দিকনির্দেশনা এবং পর্যাপ্ত সময়ের সমন্বয়েই আসে কাঙ্ক্ষিত সফলতা। যারা জুলাই ২০২৬ এমফিল/ডিপ্লোমা পরীক্ষা দিয়ে নিজেদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে চান, তাদের জন্য জেনেসিস নিয়ে এসেছে এক অনন্য সুযোগ:
🔴Online Live M.Phil/Diploma Carotid Regular Batch Mar'2026
কেন এটি আপনার সেরা পছন্দ?
আপনি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে জুমে সরাসরি মেন্টরদের সাথে সংযুক্ত হতে পারবেন এবং মুহূর্তেই আপনার সমস্যার সমাধান করে নিতে পারবেন। এখানে প্রতিটি বিষয় এমনভাবে পড়ানো হয়, যেন আপনি শুধু তথ্য মুখস্থ না করে বরং কনসেপ্টগুলো পরিষ্কারভাবে বুঝতে পারেন। ফলে পরীক্ষায় প্রশ্ন যেভাবেই আসুক না কেন, আপনি সহজে বিভ্রান্ত হবেন না। "আজ নয় কাল" বলে সময় নষ্ট নয়! একদিন আগে পড়া শুরু করা মানেই প্রতিযোগিতার দৌড়ে আপনার এক ধাপ এগিয়ে থাকা।
ডিপ্লোমা পরীক্ষার মূল ভিত্তি হলো Basic এবং Faculty—এই দুই ধরনের জ্ঞান। আর জেনেসিস অত্যন্ত স্বল্প খরচে একটি পূর্ণাঙ্গ প্রস্তুতির মাধ্যমে এই দুটি ক্ষেত্রেই আপনাকে অপ্রতিদ্বন্দ্বী করে তুলবে।
কেন জেনেসিস লাইভ ব্যাচ সেরা?
প্রতিটি ব্যাচে BMU মানের প্রশ্নপত্র ব্যবহার করা হয়, যা রেসিডেন্সি এবং ডিপ্লোমা পরীক্ষার জন্য খুবই প্রাসঙ্গিক। এটি শিক্ষার্থীদের পরীক্ষার ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। Live Interaction: লাইভ ব্যাচের সবচেয়ে বড় সুবিধা হলো, আপনি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে জুমে যোগ দিয়ে মেন্টরদের কাছে সরাসরি প্রশ্ন করতে পারবেন। এতে আপনার প্রস্তুতি আরও গোছানো ও নিখুঁত হয়। বিস্তারিত সলভ ক্লাস: পরীক্ষার পর প্রতিটি প্রশ্নের ওপর এক্সক্লুসিভ লাইভ সলভ ক্লাস থাকে। এর মাধ্যমে আপনি শুধু ভুল চিহ্নিত করতে পারেন না, বরং প্রতিটি বিষয়ের কনসেপ্টও পরিষ্কার করতে পারেন। নিয়মিত পরীক্ষা এবং লাইভ ক্লাসের মাধ্যমে আপনি আপনার প্রস্তুতির অবস্থা ক্রমাগত যাচাই করতে পারবেন এবং আপনার দুর্বল জায়গাগুলো চিহ্নিত করে সে অনুযায়ী কাজ করতে পারবেন। জেনেসিস আপডেটেড এবং পরিপূর্ণ লেকচার শীট সরবরাহ করে, যা ডিপ্লোমা পরীক্ষার প্রস্তুতির জন্য অপরিহার্য। যারা ঢাকার বাইরে থাকেন বা চাকরির কারণে অফলাইনে পরীক্ষা দিতে পারেন না, তাদের জন্য অনলাইনে রিয়েল-টাইমে অফলাইন পরীক্ষার মতো অভিজ্ঞতা নেওয়ার সুযোগ তৈরি করে দেয় এই লাইভ ব্যাচ।
🗓️ আগামী ১৭ই অক্টোবর, ২০২৫ থেকে ব্যাচটি অরিয়েন্টেশন, প্রিপারেটরি মক ও লেকচার ক্লাস এর মাধ্যমে ব্যাচটি শুরু হবে
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ https://genesisedu.info/mphil-diploma/batches/2939

09/10/2025

প্রিয় চিকিৎসক,
🎁🎁 আপনি কি Medicine & Allied এ Part-1 প্রস্তুতির শেষ সময়ের ব্যাচ খুঁজছেন??
তাহলে লেখাটি আপনার জন্য!

💢💢 একটা বিষয় মনে রাখতে হবে, জীবনের প্রতিটি অর্জনের পেছনে একজন মানুষের যে বিষয়গুলো অপরিহার্য তা হলো:
১) কঠোর পরিশ্রম,
২) অধ্যবসায়
৩) সৎ উদ্দেশ্য

🍊🍊 ৩ টি গুণের সমন্বয়ে আপনি যেকোনো বাধা অতিক্রম করে যেতে পারবেন নিশ্চিতভাবে, ইনশাআল্লাহ।

সম্মানিত চিকিৎসক,
👉 আপনার কি একবার প্রস্তুতি নেওয়া আছে??
👉 নিজে নিজে পড়াশোনা এগুচ্ছে না??
👉 নিয়মিত পরীক্ষা দিয়ে নিজের Performance Analysis করতে চান??

🌴🌴 তাহলে আপনার জন্য আমাদের আয়োজন (With or Without Solve class)

1.Online P-1 Medicine Crash Exam Batch Jan'2026
🔗 https://genesisedu.info/fcps-p-i-medicine/batches/2914
2.Online P-1 Medicine Exam With Online Explanation Batch-2 Jan'2026
🔗 https://genesisedu.info/fcps-p-i-medicine/batches/2913

  Premium Record P-1 DC Dutta Plus Batch-2 Jan'2026  From 10 Oct 2025সম্মানিত চিকিৎসক,👉Gynae এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষা...
09/10/2025

Premium Record P-1 DC Dutta Plus Batch-2 Jan'2026

From 10 Oct 2025

সম্মানিত চিকিৎসক,

👉Gynae এফসিপিএস পার্ট ওয়ান পরীক্ষার জন্য Obs & Gynae Dutta অত্যন্ত গুরুত্বপূর্ণ।

💁‍♀️আবার অনেকেই আছেন, যারা ব্যাসিক ক্লাসগুলো করেছেন এবং ব্যাসিকের সাবজেক্টে ভালো প্রস্তুতি নিয়েছেন বা নিচ্ছেন এবং ক্লিনিক্যালের পাশাপাশি ব্যাসিক সাবজেক্টের পরীক্ষার দিতে চান তাদের জন্য এ ব্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্যাচের বিস্তারিত লিংকে -

https://genesisedu.info/batch-details/2918

09/10/2025

Paediatrics Special session Thursday paediatrics day. Topic : Henoch-Schönlein purpura (HSP)

09/10/2025

🎀Offline Combined Concord Batch :
( July'26, FCPS Part 1 & Nov'26,Residency)

📢 সম্মানিত চিকিৎসকবৃন্দ,
MBBS পরবর্তী, পোস্ট-গ্রাজুয়েশন এর যাত্রায় আপনাদের স্বাগতম। FCPS Part 1,July'26 এবং Residency,Nov'26 কে সামনে রেখে জেনেসিস নিয়ে আসছে offline combined concord batch

📢 কাদের জন্য এই অফলাইন কম্বাইন্ড কনকর্ড ব্যাচ :
📌 যারা সরাসরি ক্লাসে উপস্থিত হয়ে মেন্টর এর
সাথে সরাসরি interaction এর মাধ্যমে ক্লাসেই
পড়ার সিংহভাগ শেষ করতে চান।
📌 অফলাইনে নিয়মিত পরীক্ষা দিয়ে চূড়ান্ত পরীক্ষার
পরিবেশের জন্য নিজেকে প্রস্তুত করতে চান।

📌 যারা ইতিমধ্যে ইন্টার্ণশীপ শেষ করেছেন বা
ফেব্রুয়ারী ২০২৬ এর মধ্যে ইন্টার্ণশীপ শেষ
করবেন এবং জুলাই,২৬ FCPS part 1, এবং
নভেম্বর'২৬, Residency , এই ২ টি পরীক্ষার
জন্যই eligible.
📌 যারা পর্যাপ্ত সময় নিয়ে জুলাই'২৬ FCPS part 1,
নভেম্বর'২৬ Residency , এই ২ টি পরীক্ষার জন্য
অফলাইনে প্রস্তুতি নিতে চান।

📌অরিয়েন্টেশন, ২৬/১০/২৫, বিকাল ৩ টায়..

🍁ব্যাচ লিংক:
📢 Offline Batch Link -
https://genesisedu.info/combined/batches/2910

📢 Online Batch Link -
https://genesisedu.info/combined/batches/2949

Address

Genesis Centre, 230, Raj Monjil, Katabon More, Elephant Road
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Friday 08:00 - 18:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801404432580

Alerts

Be the first to know and let us send you an email when GENESIS PG entrance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to GENESIS PG entrance:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram