GENESIS PG entrance

GENESIS PG entrance FCPS/MD/MS/Diploma/ Basic যাই হোকনা কেন ,জেনেসিসের একমাত্র লক্ষ্য সফলতা ।

চিকিৎসক মানুষের বন্ধু আর জেনেসিস চিকিৎসকের বন্ধু।
একজন বিশেষজ্ঞ মেডিকেল চিকিৎসক হিসাবে আপনাকে গড়ে তোলা স্বপ্ন বাস্তবায়নে জেনেসিস আপনার অতি আপনজন।

প্রিয় চিকিৎসক
অপ্রয়োজনীয় তথ্য দিয়ে মস্তিস্ক ভারাক্রান্ত করে বা শুধু দাগানো নয়, জেনেসিস দুটো বিষয়কে সামনে রেখে কাজ করে, "এক্সাম নির্ভর প্রস্তুতি" ও "কনসেপশন ক্লিয়ারেন্স"
FCPS/MD/MS/MRCP/MRCS/Diploma/ Basic subjects বা যেকোন বিষয়ই হোকনা, জেনেসিসের কারিকুলাম, শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুমে অনবদ্য লেকচার, মাল্টি মিডিয়া প্রেজেন্টেশন, অপ্রতিরোধ্য শীট, প্রতিদিনের পরীক্ষা, মক এক্মামস আপনাকে প্রতিদিন একটু একটু করে গড়ে তুলবে, বানিয়ে তুলবে কনফিডেন্ট।

জেনেসিস বয়সে তরুন সত্য, সফলতা প্রতি তিনজনে একজন। আর এটাও তো সত্য বহু বছরের গতানুগতিক ওপেন সার্জারীর বিপরীতে এখন চলছে লেজার, ল্যাপ্রোস্কপি, মিনিমাল সার্জারীর যুগ-যার আগমন; মাত্র সেই-দিন।

আমাদের মাস্টার অব অল নেই; যিনি যে বিষয়ে অগাধ জ্ঞান রাখেন, শেয়ারিং এ এক্সপার্ট,অনেক বছর ধরে এক্মাম-প্রশ্ন-উত্তর-সম্ভাব্যতা নিয়ে কাজ করছেন, তাদের নিয়েইআমাদের টিম।

আমাদের সাথে পথ চলতে গিয়ে একটি মেসেজ আপনার মনে অবশ্যই গেঁথে যাবে; তা হল ''পরীক্ষায় সফলতার জন্য মহাজ্ঞানী হবার চাইতে প্রতিটি পেপারে প্রয়োজন কম্প্লিট প্রিপারেশন''। তা ই যেকোন সিদ্ধান্ত নেবার আগে জেনেসিসের সাবেক কোন শিক্ষার্থীর সাথে কথা বলে নিতে ভুলবেন না যেন?

প্রিয় চিকিৎসক, চলে এসেছে আপনাদের জন্য এই সেশনের শেষ Diploma Regular Crash Batchসময়ের পরিক্রমায় ডিপ্লোমা/এম.ফিল বেশ জনপ...
01/12/2025

প্রিয় চিকিৎসক, চলে এসেছে আপনাদের জন্য এই সেশনের শেষ Diploma Regular Crash Batch

সময়ের পরিক্রমায় ডিপ্লোমা/এম.ফিল বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এফসিপিএস বা এমডি/এমএসের মতো দীর্ঘমেয়াদি কোর্স করতে যারা আগ্রহ পাচ্ছেন না বা অনেকদিন ধরে চেষ্টা করার পরও যারা ওইসব কোর্সে এন্ট্রি করতে পারছেন না তাদের জন্য বেস্ট অল্টারনেটিভ হতে পারে ডিপ্লোমা /এমফিল ডিগ্রী।

# কেন ক্রাশ ব্যাচে ভর্তি হবেন?
-যারা অতিদ্রুত পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করতে চান,স্বল্প সময়ে পড়াশুনা শেষ করে প্রাক্টিস করতে চান,পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে বাবা-মা কে দিতে চান স্বস্তির নিঃশ্বাস তাদের জন্য ডিপ্লোমা/এম.ফিলের অল্টারনেটিভ আর কিছুই হতে পারে না। ডিপ্লোমা/এমফিলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মাত্র ২ বছরে বিশেষজ্ঞ চিকিৎসক হবার হাতছানি। তাছাড়া মাসিক সম্মানী ভাতা প্রদান করার মতো যুগান্তকারী সিদ্ধান্ত তো আছেই।
হ্যাঁ,প্রিয় চিকিৎসক,
আমরা চাই জেনেসিসের হাত ধরে আপনার স্বপ্ন পরিপূর্ণতা পেয়ে যাক,আপনার সফলতার সঙ্গী হতে জেনেসিস সর্বদা বদ্ধপরিকর,আপনাকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দেয়ার ব্রত নিয়েই জেনেসিসের পথচলা। তাই সামনের ডিপ্লোমা/এমফিল পরীক্ষাতে আপনাকে এগিয়ে রাখতে জেনেসিস নিয়ে এসেছে- Offline M.Phil/Diploma Crash Regular Batch March 2026

আগামী ০৪/১২/২৫ তারিখ রোজ বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে আপনাদের সকলের কাঙ্খিত Offline M.Phil/Diploma Crash Regular Batch সপ্তাহে প্রতি শনি,সোম ও বৃহস্পতিবার দুপুর ২:৩০ মিনিট থেকে ক্লাস ও এক্সাম অনুষ্ঠিত হবে। যারা এই স্বল্প সময়ের মধ্যে নিজেকে ঝালাই করে সেরা প্রস্তুতি নিতে চান তারা এখনি এনরোল করুন আমাদের এই ব্যাচে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://genesisedu.info/batch-details/3060

01/12/2025

Genesis Alumni is organizing a Scientific Session Webinar on the occasion of World AIDS Day 2025 under the motto "Let Communities Lead".

রেসিডেন্সিতে সফলতার পর Last Blast এবার ডিপ্লোমাতে। প্রিয় চিকিৎসক,নিজের প্রস্তুতিকে যাচাই করার এবং সাফল্যের পথে এগিয়ে যাও...
01/12/2025

রেসিডেন্সিতে সফলতার পর Last Blast এবার ডিপ্লোমাতে। প্রিয় চিকিৎসক,

নিজের প্রস্তুতিকে যাচাই করার এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য একটি সুশৃঙ্খল পরীক্ষার রুটিন অপরিহার্য। আর সেই লক্ষ্যেই GENESIS প্রতিবারের মতো এবারও আপনাদের জন্য নিয়ে এসেছে —🎓 Offline M.Phil / Diploma Last Blast Exam Batch- এটি শুধু একটি পরীক্ষা নয় — এটি আপনার সফলতার পূর্ণাঙ্গ প্রস্তুতি নির্দেশিকা।

# কেন অফলাইনে পরীক্ষা দেবেন?
• অফলাইন পরীক্ষার মাধ্যমে আপনি মূল পরীক্ষার পরিবেশে নিজেকে অভ্যস্ত করে তুলতে পারেন।
এর সুবিধাগুলো হলো —
Real Exam Environment: আসল পরীক্ষার হলের মতো পরিবেশে সময় ও নিয়ম মেনে পরীক্ষা দেওয়ার অনুশীলন।
Time Management: নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দেওয়ার অভ্যাস গড়ে ওঠে।
Focus & Discipline: ডিজিটাল ডিভাইস থেকে দূরে শান্ত পরিবেশে মনোযোগ ধরে রাখা সহজ হয়।
Writing Practice: নিয়মিত লেখার মাধ্যমে উত্তর লেখার গতি ও স্পষ্টতা বৃদ্ধি পায়।
Mental Preparedness: পরীক্ষার চাপ সামলাতে মানসিকভাবে প্রস্তুত হতে সহায়তা করে।

# কেন জেনেসিস সেরা?
জেনেসিস শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি একটি পরিবার — যেখানে প্রতিটি শিক্ষার্থীকে সর্বোচ্চ যত্নে প্রস্তুত করা হয়।
১. দক্ষ ও অভিজ্ঞ ফ্যাকাল্টি টিম, যারা শিক্ষার্থীদের চাহিদার আলোকে গাইড করেন।
২. BMU মানের প্রশ্নপত্রে নিয়মিত পরীক্ষা ও রিভিউ সেশন।
৩.পরীক্ষার সর্বশেষ পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে আপডেটেড কারিকুলাম তৈরী ও বাস্তবায়ন করা।
৪. শিক্ষার্থীর প্রতিটি সমস্যা সমাধানে সর্বদা মেন্টর প্যানেলের থাকে প্রতিশ্রতিবদ্ধ সহযোগিতা।

আগামী ০৩/১২/২৫ তারিখ রোজ বুধবার থেকে শুরু হতে যাচ্ছে আপনাদের সকলের কাঙ্খিত Last Blast Exam Batch যারা এই স্বল্প সময়ের মধ্যে নিজেকে ঝালাই করে সেরা প্রস্তুতি নিতে চান তারা এখনি এনরোল করুন আমাদের এই ব্যাচে।

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://genesisedu.info/batch-details/3069

প্রিয় চিকিৎসক,নিজের প্রস্তুতিকে যাচাই করা এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য একটি আদর্শ পরীক্ষার রুটিন অপরিহার্য। সেই লক...
01/12/2025

প্রিয় চিকিৎসক,

নিজের প্রস্তুতিকে যাচাই করা এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য একটি আদর্শ পরীক্ষার রুটিন অপরিহার্য। সেই লক্ষ্যে, Diploma/M.Phil প্রিপারেশনে জেনেসিস আপনার জন্য নিয়ে এসেছে-
Offline M.Phil/Diploma D-2 Without Solve Exam Batch Mar'2026!
এই ব্যাচটি শুধু একটি পরীক্ষা নয়, বরং আপনার সফলতার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন।

এই এক্সাম ব্যাচটি কেন আপনার জন্য অপরিহার্য?
১. 📜 বিএমইউ (BMU) মানের প্রশ্নপত্র:
এই ব্যাচের প্রতিটি প্রশ্ন তৈরি করা হয়েছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (BMU) পরীক্ষার প্রশ্নের ধরন এবং মান অনুসরণ করে। এর ফলে আপনি আসল পরীক্ষার পরিবেশের একটি বাস্তব অভিজ্ঞতা পাবেন। যা আপনাকে পরীক্ষার হলে অপ্রত্যাশিত প্রশ্ন দেখে ঘাবড়ে যাওয়া থেকে রক্ষা করবে এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।
২. 📚 সম্পূর্ণ সিলেবাস কভার:
এই এক্সাম ব্যাচে আপনার এম.ফিল/ডিপ্লোমা কোর্সের সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে প্রশ্ন তৈরি করা হবে। প্রতিটি গুরুত্বপূর্ণ টপিক এবং সাব-টপিক কভার করা হবে, যাতে কোনো বিষয়ই আপনার প্রস্তুতির বাইরে না থাকে।
৩. 🔄 সময়োপযোগী এবং আপডেটেড:
শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে পরীক্ষার সময়সূচি এমনভাবে সাজানো হয়েছে, যাতে আপনি পড়াশোনার পাশাপাশি সহজেই পরীক্ষায় অংশ নিতে পারেন। কোর্স ম্যাটেরিয়াল এবং প্রশ্নপত্রগুলো নিয়মিতভাবে আপডেট করা হয়, যাতে বর্তমান সিলেবাসের সাথে তা সামঞ্জস্যপূর্ণ থাকে।
🚀 জেনেসিসের এই এক্সক্লুসিভ এক্সাম ব্যাচে আপনার দুর্বলতা খুঁজে বের করতে এবং চূড়ান্ত পরীক্ষায় সেরা ফলাফল অর্জনে সাহায্য করবে। সুতরাং আর দেরি কেন!


🗓️ Exam শুরু: 06th Dec' 25 দুপুর ১২:০০ মিনিট থেকে।

⏳ প্রতি সপ্তাহে Saturday, Monday & Wednesday দুপুর ১২:০০ মিনিট থেকে Banglamotor Rupayon Trade Centre List-7 Genesis.


বিস্তারিত জানতে: https://genesisedu.info/mphil-diploma/batches/3066

🌟 FCPS Mid-Term SURGERY (Long Batch–2), July 2026Genesis Mid-Term নিয়ে আসছে সার্জারি বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি সমৃ...
01/12/2025

🌟 FCPS Mid-Term SURGERY (Long Batch–2), July 2026

Genesis Mid-Term নিয়ে আসছে সার্জারি বিভাগের শিক্ষার্থীদের জন্য একটি সমৃদ্ধ ও দিকনির্দেশনামূলক Orientation Program!
এতে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসক ও ট্রেইনিদের মূল্যবান অভিজ্ঞতা শেয়ার এবং গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা।

🎤 Guests:
🔸 Dr. Md. Reduanullah Ameni
MBBS, FCPS Final Part (Surgery)

🔸 Dr. Shudipto Muhammad
MBBS, BCS (Health), MCPS (Surgery),
FCPS (Surgery) – Final Part
Registrar (Surgery), Dhaka Medical College Hospital

💬 Feeling Sharing:
🔹 Dr. Sadia Islam Khan – FCPS Part II Trainee
🔹 Dr. Israt Jahan Sumana – FCPS Part II Trainee

🎙️ Moderator:
🔸 Dr. Md. Shahariar Arifin
FCPS Final Part (Orthopaedic Surgery)
Dhaka Medical College Hospital

📅 Orientation Date:
07 December | 04:00 PM
📍 Online Session

👉 উচ্চমানের প্রস্তুতি, অভিজ্ঞ চিকিৎসকদের দিকনির্দেশনা এবং সঠিক স্টাডি প্ল্যানের জন্য আজই ভর্তি হয়ে নিন!
📢 Admission Going On
📞 Contact: 01404 432522, 28 (10 AM – 7 PM)
🌐 Website: https://genesispg.info/batch-details/930

প্রিয় চিকিৎসক,নিজের প্রস্তুতিকে যাচাই করা এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য একটি আদর্শ পরীক্ষার রুটিন অপরিহার্য। সেই লক...
01/12/2025

প্রিয় চিকিৎসক,

নিজের প্রস্তুতিকে যাচাই করা এবং সাফল্যের পথে এগিয়ে যাওয়ার জন্য একটি আদর্শ পরীক্ষার রুটিন অপরিহার্য। সেই লক্ষ্যে, Diploma/M.Phil প্রিপারেশনে জেনেসিস আপনার জন্য নিয়ে এসেছে-
Online M.Phil/Diploma D-2 Without Solve Exam Batch Mar'2026!
এই ব্যাচটি শুধু একটি পরীক্ষা নয়, বরং আপনার সফলতার একটি পূর্ণাঙ্গ গাইডলাইন।

এই এক্সাম ব্যাচটি কেন আপনার জন্য অপরিহার্য?
১. 📜 বিএমইউ (BMU) মানের প্রশ্নপত্র:
এই ব্যাচের প্রতিটি প্রশ্ন তৈরি করা হয়েছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (BMU) পরীক্ষার প্রশ্নের ধরন এবং মান অনুসরণ করে। এর ফলে আপনি আসল পরীক্ষার পরিবেশের একটি বাস্তব অভিজ্ঞতা পাবেন। যা আপনাকে পরীক্ষার হলে অপ্রত্যাশিত প্রশ্ন দেখে ঘাবড়ে যাওয়া থেকে রক্ষা করবে এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে।
২. 📚 সম্পূর্ণ সিলেবাস কভার:
এই এক্সাম ব্যাচে আপনার এম.ফিল/ডিপ্লোমা কোর্সের সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে প্রশ্ন তৈরি করা হবে। প্রতিটি গুরুত্বপূর্ণ টপিক এবং সাব-টপিক কভার করা হবে, যাতে কোনো বিষয়ই আপনার প্রস্তুতির বাইরে না থাকে।
৩. 🔄 সময়োপযোগী এবং আপডেটেড:
শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে পরীক্ষার সময়সূচি এমনভাবে সাজানো হয়েছে, যাতে আপনি পড়াশোনার পাশাপাশি সহজেই পরীক্ষায় অংশ নিতে পারেন। কোর্স ম্যাটেরিয়াল এবং প্রশ্নপত্রগুলো নিয়মিতভাবে আপডেট করা হয়, যাতে বর্তমান সিলেবাসের সাথে তা সামঞ্জস্যপূর্ণ থাকে।
🚀 জেনেসিসের এই এক্সক্লুসিভ এক্সাম ব্যাচে আপনার দুর্বলতা খুঁজে বের করতে এবং চূড়ান্ত পরীক্ষায় সেরা ফলাফল অর্জনে সাহায্য করবে। সুতরাং আর দেরি কেন!


🗓️ Exam শুরু: 03th Dec' 25 দুপুর ১২:০০ মিনিট থেকে।

⏳ প্রতি সপ্তাহে Saturday, Monday & Wednesday দুপুর ১২:০০ মিনিট থেকে www.genesisedu.info এই ওয়েবসাইটের মাধ্যমে এক্সাম হবে।

বিস্তরিত জানতে: https://genesisedu.info/mphil-diploma/batches/3067

01/12/2025

FCPS Mid-Term Medicine Long Batch-2 Jun'26 Orientation Program

  🎉 যারা ধীরে ধীরে Mid-Term সিলেবাস শেষ করতে চান, অথবা ট্রেনিং এর পাশাপাশি পড়াশোনা করতে চান.. তাদের জন্য  জেনেসিস মিড-টর...
01/12/2025



🎉 যারা ধীরে ধীরে Mid-Term সিলেবাস শেষ করতে চান, অথবা ট্রেনিং এর পাশাপাশি পড়াশোনা করতে চান.. তাদের জন্য জেনেসিস মিড-টর্ম আয়োজন করেছে এই লং ব্যাচ...

🎉 July'2026 Session FCPS Midterm RADIOLOGY & IMAGING পরীক্ষা ২০২৬ সালের ১৫ ই জুন অনুষ্ঠিত হবে।

✅ সুতরাং সময় কিন্তু কম! এখনই সময় প্রস্তুতি নেওয়ার.......

✅ আগামী ০৭ ডিসেম্বর’২৫ রবিবার বিকেল ৩.০০ টায় Orientation প্রোগ্রামের মাধ্যেমে শুরু হচ্ছে Radiology & Imaging Long Batch July'2026 ব্যাচটি।

🔹 Batch Details:
https://genesispg.info/fcps-midterm-others/batches/917

👉 বিস্তারিত জানতে এবং ব্যাচে ভর্তি হতে কল করুনঃ 01404432528,01404432527,01404432522

👉 আমাদের লোকেশন : রাজধানী কমপ্লেক্স, ২৩৭/২, নিউ এলিফ্যান্ট রোড (পেট্রোল পাম্পের পশ্চিম পাশে ২য় তলায়), ঢাকা- ১২০৫

 🔹 Batch Details:https://genesispg.info/fcps-midterm-paediatrics/batches/932👉 বিস্তারিত জানতে এবং ব্যাচে ভর্তি হতে কল কর...
30/11/2025


🔹 Batch Details:https://genesispg.info/fcps-midterm-paediatrics/batches/932
👉 বিস্তারিত জানতে এবং ব্যাচে ভর্তি হতে কল করুনঃ 01404432528,01404432527,01404432522
👉 আমাদের লোকেশন : রাজধানী কমপ্লেক্স, ২৩৭/২, নিউ এলিফ্যান্ট রোড (পেট্রোল পাম্পের পশ্চিম পাশে ২য় তলায় )
👉 Orientation Class আগামী ০৮ ডিসেম্বর’২৫ সোমবার বিকেল ৩.০০টায়।
✅ 👉 প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এই ব্যাচের লেকচার, পরীক্ষা এবং সলভ ক্লাস অনুষ্ঠিত হয়।
🍀🍀 কি থাকছে এই ব্যাচে ??
🟥🟥 এই ব্যাচে থাকছে-

🍀Text Book Based Lecture- 14

🍀OSPE Class-06

🍀Clinical Class- 06

🍀Text Book Based Exam- 14

🍀Review Exam- 03

🍀Model Test- 04

🍀Mock Test- 02

🍀Exclusive Solve Class- 23

🍀Last Session Question Discussion- 01

🍀Total 72 Session

Address

Genesis Centre, 230, Raj Monjil, Katabon More, Elephant Road
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Friday 08:00 - 18:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801404432580

Alerts

Be the first to know and let us send you an email when GENESIS PG entrance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to GENESIS PG entrance:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram