Shaheed Suhrawardy Medical College Hospital

Shaheed Suhrawardy Medical College Hospital Shaheed Suhrawardy Medical College Hospital (ShSMCH) was established in 1963 as Ayub Central Hospita

https://m.facebook.com/story.php?story_fbid=723723093192023&id=100066630157989&mibextid=Nif5oz
11/01/2024

https://m.facebook.com/story.php?story_fbid=723723093192023&id=100066630157989&mibextid=Nif5oz

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সাবেক প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় শপথগ্রহণ অনুষ্ঠানে, নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে মন্ত্রিত্ব দিয়েছেন। আমি তা যথাযথভাবে পালনের চেষ্টা করব।”

ডা. সামন্ত লাল সেন, বাংলাদেশ প্লাস্টিক সার্জন সোসাইটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও চিকিৎসাসেবায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি তাঁকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এর পক্ষ থেকে নব নিযুক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. সামন্ত লাল সেনকে অভিনন্দন ও শুভেচ্ছা।

https://www.facebook.com/100066630157989/posts/709272671303732/
17/12/2023

https://www.facebook.com/100066630157989/posts/709272671303732/

নিপাহ ভাইরাস : জরুরী স্বাস্থ্য বার্তা

নিপাহ ভাইরাস থেকে বাঁচার জন্য কেউ খেজুরের কাঁচা রস খাবেন না, বাদুড় খাওয়া আংশিক ফল খাবেন না। ২০২২-২৩ সালে দেশে এ রোগে আক্রান্ত ১৪ জনের মধ্যে ১০ জনই মৃত্যুবরণ করেন। খেজুরের রস বিক্রেতাদের প্রতি অনুরোধ কেউ কাঁচা রস খেতে চাইলে বিক্রি করবেন না।

নিপাহ একটি ভাইরাসজনিত মারাত্মক প্রাণঘাতী রোগ। সাধারণত শীতকালে নিপাহ রোগের প্রাদুর্ভাব দেখা যায়। কাঁচা খেজুরের রসে বাদুড়ের বিষ্ঠা বা লালা মিশ্রিত হয় এবং ঐ বিষ্ঠা বা লালাতে নিপাহ ভাইরাসের জীবাণু থাকে। ফলে খেজুরের কাঁচা রস পান করলে মানুষ নিপাহ ভাইরাসে আক্রান্ত হতে পারে। বর্তমান সময়ে বড়দের পাশাপাশি শিশু-কিশোরেরা নিপাহ ভাইরাসে বেশি আক্রান্ত হচ্ছে। খেজুরের কাঁচা রস সংগ্রহ, বিক্রয় ও বিতরণের সাথে সংশ্লিষ্ট গাছীগণকে এবং জনসাধারণকে প্রাণিবাহিত সংক্রামক ব্যাধি রোগ নিপাহ ভাইরাস। সম্পর্কে অবহিত করা হলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। এই রোগে মৃত্যুর হার প্রায় ৭০ শতাংশেরও বেশি। ২০২২-২৩ সালে দেশে এ রোগে আক্রান্ত ১৪ জনের মধ্যে ১০ জনই মৃত্যুবরণ করেন। তাই প্রতিরোধই হচ্ছে এই রোগ থেকে বাঁচার উপায়। খেজুরের রস বিক্রেতাদের প্রতি অনুরোধ কেউ কাঁচা রস খেতে চাইলে বিক্রি করবেন না। উল্লেখ্য যে, খেজুরের রস থেকে তৈরি গুড় খেতে কোন বাধা নেই।

নিপাহ রোগের প্রধান লক্ষণ সমূহ-

১.⁠ ⁠জ্বরসহ মাথা ব্যাথা

২.⁠ ⁠খিঁচুনি

৩.⁠ ⁠প্রলাপ বকা

৪.⁠ ⁠অজ্ঞান হওয়া

৫.⁠ ⁠কোন কোন ক্ষেত্রে শ্বাসকষ্ট হওয়া

নিপাহ রোগ প্রতিরোধে করণীয়-

১.⁠ ⁠খেজুরের কাঁচা রস খাবেন না।

২.⁠ ⁠কোন ধরনের আংশিক খাওয়া ফল খাবেন না

৩.⁠ ⁠ফল-মূল পরিষ্কার পানি দিয়ে ভালভাবে ধুয়ে খাবেন

৫.⁠ ⁠আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর সাবান ও পানি দিয়ে দুই হাত ভালভাবে ধুয়ে ফেলবেন

৪.⁠ ⁠নিপাহ রোগের লক্ষণ দেখা দিলে রোগীকে অতি দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে নিয়ে যাবেন

জনস্বার্থে: সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর
ছবি: World Health Organization


17/09/2023

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের (ইচিপ) ২০২২-২৩ সেশনের কার্যকরী পরিষদের নতুন ....

অভিনন্দন ইন্টার্নী  চিকিৎসক পরিষদ ।। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল  কার্যকরী পরিষদ ২০২২-২৩
16/09/2023

অভিনন্দন
ইন্টার্নী চিকিৎসক পরিষদ ।। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল কার্যকরী পরিষদ ২০২২-২৩

https://m.facebook.com/story.php?story_fbid=617710610507493&id=100068056778188&mibextid=Nif5oz
06/09/2023

https://m.facebook.com/story.php?story_fbid=617710610507493&id=100068056778188&mibextid=Nif5oz

আবার আবারো প্রমাণিত হলো--

"মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।"

আজ তিন সেপ্টেম্বর ২০২৩।

আন্তঃনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে (৮০৫ চিলাহাটি গামী) বরাবরের মতোই পিছন থেকে টিকিট চেকিং শুরু করি। সাথে ছিল জনাব বেলাল হোসেন,টিটিই/ পার্বতীপুর।
সকাল থেকেই মনটা আজ খুব ভালো ছিল। অনেকদিন পর রেল ভবনে প্রিয় স্যারের সাথে দেখা হয়েছে। প্রায় ৩৪ মিনিট স্যারের সাথে আলাপ আলোচনা হল। অনেক অজানা বিষয়ে, অনেক কনফিউশন মন থেকে দূর করে দিলেন।

যথারীতি আমরা টিকিট চেক করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। 'জ' কোচে আসার পর হঠাৎ করে এক ভদ্রলোক (জনাব শাহিন আলম,নামটা পরে জেনেছি)আমাকে জানালো যে, ঘ কোচরর একটি রোগীর সমস্যা হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন।

সাথে সাথে আমার পেছনের গার্ড সাহেব জনাব সিফাত হোসেন কে আমি জানালাম যে, দ্রুত পিএ অপারেটরকে এনাউন্সমেন্ট করতে বলেন যে জরুরী ভিত্তিতে 'ঘ' কোচর একজন ডাক্তার প্রয়োজন।

সিফাত ভাই দ্রুত মাইকিং এর ব্যবস্থা করলেন। একজন ডাক্তার 'জ' কোচ থেকে দ্রুত সামনের দিকে এগুতে দেখলাম।
চ কোচ থেকে একজন ৫ম বর্ষের শিক্ষানবীশ মহিলা ডাক্তার।, দুজন নার্স পাওয়া গেল।
সবাই দ্রুত ঘ কোচের দিকে গেলেন।

ডাক্তার সাহেব রোগীর ব্লিডিং দেখে জরুরী ভাবে হাসপাতালে নেবার কথা বললেন।
আমি পেছনে গার্ড সাহেবের সাথে কথা বলতে শুরু করলাম, দ্রুত ৯৯৯ এ কল দিলেন এক যাত্রী। টাঙ্গাইল স্টেশনে ট্রেন থামানো হবে। ভাগ্য আমাদের ভালো চিলাহাটি এক্সপ্রেসের ক্রচিং পড়েছে এখানে। ৯৯৯ আমাদের অ্যাম্বুলেন্স এর নম্বর দিলেন। অ্যাম্বুলেন্স এর সাথে কথা হলো,উনারাও রেডি।

এদিকে মহিলা যাত্রী সন্তান সম্ভবা ছিলেন। কিন্তু ট্রেনেই উনার রক্তপাত শুরু হয়। চার মাসের বাচ্চাটা গর্ভেই মারা যায়।
মহিলা ডাক্তার, নার্সরা ডাক্তার সাহেবের পরামর্শ মেনে কাজ করে যাচ্ছিলেন।
'ঘ' কোচের মহিলা যাত্রীরা কাপড় দিয়ে ঘিরে রেখেছিলেন পুরো জায়গাটা। তিন সিটের চেয়ারের সারিটা সেই মুহূর্তে মনে হচ্ছিল অপারেশন থিয়েটার।

স্বামী বেচারা বোকার মতো এদিক সেদিক
তাকাচ্ছিলেন। বেচারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছেন। একজন যাত্রী জানালেন উনার পকেটে মাত্র ১২০০ টাকার মতো আছে। তৎক্ষণাৎ সব যাত্রীরা যে যার মতো ফান্ড সংগ্রহ করা শুরু করলেন।
প্রায় ৫ হাজারের মতো টাকা রোগীর স্বামীর হাতে তুলে দেয়া হলো।

আল্লাহর অশেষ রহমতে, মহিলার মৃত বাচ্চাটিকে বের করে ফেলা হলো ডাক্তার,নার্স সহ সবার সহযোগীতায়।

সবাই কে ডাক্তার সাহেব আশ্বস্ত করলেন, রোগী এখন অনেকটা বিপদ মুক্ত। কিন্তু ব্লিডিং আটকাতে হবে। মহিলা যাত্রীর ব্যাগ থেকে কাপড় ও অন্যান্য যাবতীয় জিনিস দিয়ে সহযোগীতা করলেন সবাই।
রোগীকে স্যালাইন খাওয়াতে হবে। সেই সেলাইন,হেক্সিসল,ডেটল যাত্রীরা যে যার রয়েছে,দিয়ে সাহায্য করলেন।

আমার চাকরি জীবনে এমন এটি চতুর্থ ঘটনা।
কিন্তু সব যাত্রীদের এমন সহযোগীতা আজ অভূতপূর্ব মনে হলো।
যে যার জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলো। একটি বারও রোগী ও তার স্বামীকে মনে করতে দেয়া হয় নাই যে, তারা তাদের বিপদে নিকটজনের সাথে নেই। কোচের সব যাত্রীই আজ তার আপনজন।

সব কিছু যখন অনেকটা স্থিতিশীত। তখন দুশ্চিন্তা শুরু হলো আর একটি বিষয় নিয়ে। জরুরী ভিত্তিতে কিছু ওষুধ প্রয়োজন। ডাক্তার সাহেব ওষুধ লিখে দিলেন।
হঠাৎ মনে পড়ে গেল মানবতার আর এক নাম ঈশ্বরদীর টিটিই জনাব আব্দুল আলীম বিশ্বাস মিঠু ভাইর কথা।
আজ রাতে ঈশ্বরদীতে প্রচুর বৃষ্টিপাত হচ্ছিল। তবুও তিনি প্রেসক্রিপশন পেয়ে নিজেই ওষুধের দোকানে গিয়ে সব ওষুধ কিনে রিক্সাওয়ালাকে দিয়ে ঈশ্বরদীবাইপাস কেবিন স্টেশন মাস্টারকে দিয়ে পাঠালেন। পরে ট্রেন স্টেশনে থামলে ওষুধ নিয়ে ডাক্তার সাহেবের হাতে
পৌছে দেয়া হয়। তরুণ এই ডাক্তার সাহেব অনেকবার কৃতজ্ঞতা প্রকাশ করলেন। পুরো রেলওয়েকে উনি অন্তর থেকে ধন্যবাদ জানালেন।
মনে মনে ভাবছি,প্রিয় স্যারের একটি কথা,যা সদ্যই তাঁর মুখ থেকে শুনে আসলাম। টিটিইদের কাজের অনেক প্রভাব পড়ে যাত্রীদের উপর। সেটা মন্দ কাজই হোক,কিংবা ভালো কাজ।

এরই মাঝে আমার ঊর্দ্ধতন কর্তৃপক্ষ পাকশীর এসিও ফারহান মাহমুদ স্যারকে সমস্ত বিষয়টি জানিয়ে রাখলাম।পথে যদি রোগীর অবস্থা শঙ্কটাপন্ন হয় তাহলে যেন জরুরী যে কোন পদক্ষেপ নিতে পারি এবং গৃহিত সব পদক্ষেপ সম্পর্কে তাকে
জানিয়ে রাখলাম। তিনি কোন রকম সমস্যায় পড়লে যোগাযোগ করার জন্য বললেন।।

এত দ্রুত এমন ভাবে একটি মায়ের জীবন
বাঁচানোর জন্য যাদের প্রতি চির কৃতজ্ঞ --
তারা হলেন
১) ডা.সানাউল্লাহ,ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল,ঢাকা।( যিনি সারাটা রাত,সারাটা পথ রোগীর পাশে বসে ছিলেন।এই তরুণ ডাক্তার একদিন অনেক নামকরা ডাক্তার হবেন মনে হচ্ছে।)
২) ডা. আফসানা ইসলাম রোজা, স্টুডেন্ট ৫ম বর্ষ,রংপুর কমিউনিটি হাসপাতাল।
৩) মোসাঃ ফারজানা আক্তার (নার্স)
৪) মোসা: মুন্নি খাতুন (স্টাফ নার্স ওটি)
৫) রেরেকা সুলতানা ( নার্সিং ইন্সট্রাকটর)
৬) খাদিজা খাতুন নিশা ( নার্সিং ইন্সট্রাকটর)
৭) রুমি ইসলাম ( নার্সিং ইন্সট্রাকটর)
৮) আব্দুল আলিম মিঠু, টিটিই ঈশ্বরদী।

মহান আল্লাহ নিকট আপনাদের জন্য দোয়া চাইলাম। আপনারা এমন করেই মানবতার হাত বাড়িয়ে দিবেন সব সময় সব জায়গায়।

ছবিতে ডা. সাহেবকে প্রেসক্রিপশন লিখতে দেখা যাচ্ছে। পাশে সব মানবতার ফেরিওয়ালা।

©️আমিরুল ইসলাম জাহেদী ভাই

05/09/2023
30/08/2023

২৩ আগস্ট, গর্ভবতী মা প্রসব বেদনা নিয়ে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃদ্ধা শাশুড়ি ও দিনমজুর স্বামী নিয়ে আসে।রোগীর যা অবস্থা, পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়, নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব সম্ভব নয়।

দিনমজুর স্বামীর যে আর্থিক অবস্থা তাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বা অন্য প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়াও সামর্থ্যের বাইরে । উক্ত পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রদত্ত ভরসার বানী ও গাইনী কনসালট্যান্টের তাৎক্ষণিক বিচক্ষণ সিদ্ধান্ত এবং দলীয় চেষ্টায়, সিজারিয়ান সেকশনের মাধ্যমে জন্ম নেয় এক ফুটফুটে সন্তান।

মুহুর্তেই রোগীর পরিবারের বুকফাটা আর্তনাদ পরিণত হয় আনন্দ অশ্রুতে ।

বিশেষ দ্রষ্টব্য : সাধারণত যে সকল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সমূহে মায়েদের জন্য নরমাল ডেলিভারি অর্থাৎ স্বাভাবিক প্রক্রিয়ায় প্রসবের ব্যবস্থা থাকে সেখানে সিজারিয়ান সেকশনেরও ব্যবস্থা রাখা হয়। কারণ চিকিৎসকগন, মা এবং শিশুর স্বাস্থ্য অবস্থা অনুযায়ী প্রাথমিক পর্যায়ে স্বাভাবিক প্রসব প্রক্রিয়ার প্রস্তুতি নিয়ে থাকলেও অনেক সময় শেষ পর্যন্ত মায়ের স্বাস্থ্য অবস্থার দরুন স্বাভাবিক প্রক্রিয়ায় সম্ভব হয় না তখন সিজারিয়ান সেকশনের মাধ্যমে অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।

26/08/2023

Address

Jigatala

Alerts

Be the first to know and let us send you an email when Shaheed Suhrawardy Medical College Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shaheed Suhrawardy Medical College Hospital:

Share

Category