15/01/2026
কয়েক বছর আগে আমি একটি স্থানীয় ক্রিয়েটিভ এজেন্সিতে আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করতাম। আমাদের কাজের মধ্যে ছিল ব্র্যান্ডিং, ডিজিটাল ক্যাম্পেইন, ওয়েবসাইট—এইসব পরিচিত কাজ। আমাদের বড় ক্লায়েন্টদের একজন ছিল একটি পরিচিত ট্রাভেল কোম্পানি। সেখানে আমার সরাসরি যোগাযোগ ছিল তাদের দেশের মার্কেটিং ম্যানেজারের সাথে।
একদিন দুপুরে হঠাৎ আমার ফোন বেজে উঠল।
ক্লায়েন্ট:
“আমি ডিজাইনগুলো দেখেছি, আর রঙগুলো একদমই ভুল। বিশেষ করে আমাদের মূল ব্র্যান্ড কালারটা—পুরোপুরি ঠিক নেই!”
আমি:
“আচ্ছা। আপনি যে ডিজাইনটা দেখছেন, সেটি একটু পাঠাবেন? আমি দেখে নিচ্ছি।”
এই ডিজাইনটা আমি নিজেই তৈরি করেছিলাম। আমি নিশ্চিত ছিলাম যে রঙগুলো তাদের ব্র্যান্ড গাইডলাইন অনুযায়ী একদম ঠিক RGB ও Hex ভ্যালু ব্যবহার করেই নেওয়া হয়েছে। তবুও আমি ডিজাইন ফাইলটা খুলে রঙ স্যাম্পল করলাম, গাইডলাইনের সাথে মিলালাম, এমনকি তাদের ওয়েবসাইট আর সাম্প্রতিক ক্যাম্পেইনের সাথেও মিলিয়ে দেখলাম। সবকিছুই নিখুঁতভাবে মিলছিল।
আমি তাকে আবার ফোন করলাম।
আমি:
“আমি সব ডাবল-চেক করেছি। এই ডিজাইনগুলো আপনার ব্র্যান্ড গাইডলাইনের সাথেই পুরোপুরি মিলে যাচ্ছে, এমনকি আপনার ওয়েবসাইটের রঙের সাথেও।”
ক্লায়েন্ট:
“না, এগুলো ভুল। আমি এখনই দেখছি। দেখতে কেমন যেন… ফিকে লাগছে।”
ফিকে শব্দটা শুনেই আমার মাথায় একটা অস্বস্তিকর সন্দেহ তৈরি হলো।
আমি:
“আপনি কি আপনার মনিটরের সেটিংস একবার চেক করতে পারবেন?”
ক্লায়েন্ট:
“আমি জানি না সেটা কীভাবে করতে হয়।”
এরপর শুরু হলো রঙ নিয়ে এক লম্বা ও ঘুরপাক খাওয়া আলোচনা। আমি ধৈর্য ধরে সমস্যার কারণ বোঝানোর চেষ্টা করছিলাম, আর তিনি আত্মবিশ্বাসের সাথে এমন ভাব করছিলেন যেন আমি আমার কাজটাই ঠিকমতো জানি না। আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর মাঝেমাঝে এসে কথা শুনছিলেন, আবার চলে যাচ্ছিলেন—একেবারে চিন্তিত আবহাওয়ার মতো।
শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম সামনাসামনি দেখা করব।
কয়েক দিন পর তিনি আমাদের অফিসে এলেন। টেবিলের ওপর একটি অনেক পুরনো, বহুদিনের ব্যবহারে ক্লান্ত ল্যাপটপ রাখলেন এবং সেই ডিজাইন ফাইলটা খুললেন।
ক্লায়েন্ট:
“দেখুন, এই ডিজাইনটার রঙগুলো ঠিক নেই!”
আমি স্ক্রিনের দিকে তাকালাম। দেখে মনে হলো যেন ১৯৯০-এর দশকের পুরনো রঙের জগতে ফিরে গেছি।
আমি:
“আপনার ডিসপ্লে খুব সীমিত রঙ দেখাতে পারে। তাই এই ডিজাইনগুলো ফিকে দেখাচ্ছে। কিন্তু আধুনিক মনিটরে এই মূল ব্র্যান্ড কালারটা ঠিক যেভাবে নির্ধারণ করা আছে, সেভাবেই দেখা যায়। এই দেখুন—আমার স্ক্রিনে।”
তিনি আমার মনিটরের দিকে ঝুঁকে তাকালেন। সেখানে মূল ব্র্যান্ড কালারটা ছিল উজ্জ্বল, সঠিক এবং একদম ব্র্যান্ড অনুযায়ী।
ক্লায়েন্ট:
“…আমি বুঝতে পারছি।”
এর কিছুদিন পর আমরা পুরো ক্যাম্পেইনের সব ডিজাইন ডেলিভারি দিলাম। এরপর আর তেমন কোনো অভিযোগ আসেনি।
শিক্ষা:
অনেক সময় মনে হয় ডিজাইনের রঙ ভুল,
কিন্তু আসলে সমস্যা ডিজাইনে না—
সমস্যা হয় যেটা দিয়ে ডিজাইনটা দেখা হচ্ছে, সেটায়।