RAQI

RAQI We offer globally recognized products renowned for their excellence in beauty and healthcare.

RAQI  Beauty Tips (সহজ ও কাজের):✨ ১. সঠিক সময় বেছে নিনগোসলের পর হালকা ভেজা ত্বকে lotion লাগালে বেশি ভালোভাবে শোষিত হয়।✨ ...
15/01/2026

RAQI Beauty Tips (সহজ ও কাজের):

✨ ১. সঠিক সময় বেছে নিন
গোসলের পর হালকা ভেজা ত্বকে lotion লাগালে বেশি ভালোভাবে শোষিত হয়।

✨ ২. পরিমাণ বুঝে নিন
অল্প নিয়ে শুরু করুন, প্রয়োজন হলে বাড়ান—একসাথে বেশি দিলে ত্বক আঠালো লাগতে পারে।

✨ ৩. ম্যাসাজ করে লাগান
হাত, পা ও শরীরের শুষ্ক জায়গায় গোল করে হালকা ম্যাসাজ করুন।

✨ ৪. দিনে ২ বার ব্যবহার করুন
সকাল ও রাতে ব্যবহার করলে ত্বক নরম ও ময়েশ্চারাইজড থাকে, বিশেষ করে শীতে।

✨ ৫. Sunscreen ভুলবেন না
দিনে বাইরে গেলে lotion-এর পর অবশ্যই sunscreen ব্যবহার করুন।

কয়েক বছর আগে আমি একটি স্থানীয় ক্রিয়েটিভ এজেন্সিতে আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করতাম। আমাদের কাজের মধ্যে ছিল ব্র্যান্ডিং, ডি...
15/01/2026

কয়েক বছর আগে আমি একটি স্থানীয় ক্রিয়েটিভ এজেন্সিতে আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করতাম। আমাদের কাজের মধ্যে ছিল ব্র্যান্ডিং, ডিজিটাল ক্যাম্পেইন, ওয়েবসাইট—এইসব পরিচিত কাজ। আমাদের বড় ক্লায়েন্টদের একজন ছিল একটি পরিচিত ট্রাভেল কোম্পানি। সেখানে আমার সরাসরি যোগাযোগ ছিল তাদের দেশের মার্কেটিং ম্যানেজারের সাথে।

একদিন দুপুরে হঠাৎ আমার ফোন বেজে উঠল।

ক্লায়েন্ট:
“আমি ডিজাইনগুলো দেখেছি, আর রঙগুলো একদমই ভুল। বিশেষ করে আমাদের মূল ব্র্যান্ড কালারটা—পুরোপুরি ঠিক নেই!”

আমি:
“আচ্ছা। আপনি যে ডিজাইনটা দেখছেন, সেটি একটু পাঠাবেন? আমি দেখে নিচ্ছি।”

এই ডিজাইনটা আমি নিজেই তৈরি করেছিলাম। আমি নিশ্চিত ছিলাম যে রঙগুলো তাদের ব্র্যান্ড গাইডলাইন অনুযায়ী একদম ঠিক RGB ও Hex ভ্যালু ব্যবহার করেই নেওয়া হয়েছে। তবুও আমি ডিজাইন ফাইলটা খুলে রঙ স্যাম্পল করলাম, গাইডলাইনের সাথে মিলালাম, এমনকি তাদের ওয়েবসাইট আর সাম্প্রতিক ক্যাম্পেইনের সাথেও মিলিয়ে দেখলাম। সবকিছুই নিখুঁতভাবে মিলছিল।

আমি তাকে আবার ফোন করলাম।

আমি:
“আমি সব ডাবল-চেক করেছি। এই ডিজাইনগুলো আপনার ব্র্যান্ড গাইডলাইনের সাথেই পুরোপুরি মিলে যাচ্ছে, এমনকি আপনার ওয়েবসাইটের রঙের সাথেও।”

ক্লায়েন্ট:
“না, এগুলো ভুল। আমি এখনই দেখছি। দেখতে কেমন যেন… ফিকে লাগছে।”

ফিকে শব্দটা শুনেই আমার মাথায় একটা অস্বস্তিকর সন্দেহ তৈরি হলো।

আমি:
“আপনি কি আপনার মনিটরের সেটিংস একবার চেক করতে পারবেন?”

ক্লায়েন্ট:
“আমি জানি না সেটা কীভাবে করতে হয়।”

এরপর শুরু হলো রঙ নিয়ে এক লম্বা ও ঘুরপাক খাওয়া আলোচনা। আমি ধৈর্য ধরে সমস্যার কারণ বোঝানোর চেষ্টা করছিলাম, আর তিনি আত্মবিশ্বাসের সাথে এমন ভাব করছিলেন যেন আমি আমার কাজটাই ঠিকমতো জানি না। আমাদের ক্রিয়েটিভ ডিরেক্টর মাঝেমাঝে এসে কথা শুনছিলেন, আবার চলে যাচ্ছিলেন—একেবারে চিন্তিত আবহাওয়ার মতো।

শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিলাম সামনাসামনি দেখা করব।

কয়েক দিন পর তিনি আমাদের অফিসে এলেন। টেবিলের ওপর একটি অনেক পুরনো, বহুদিনের ব্যবহারে ক্লান্ত ল্যাপটপ রাখলেন এবং সেই ডিজাইন ফাইলটা খুললেন।

ক্লায়েন্ট:
“দেখুন, এই ডিজাইনটার রঙগুলো ঠিক নেই!”

আমি স্ক্রিনের দিকে তাকালাম। দেখে মনে হলো যেন ১৯৯০-এর দশকের পুরনো রঙের জগতে ফিরে গেছি।

আমি:
“আপনার ডিসপ্লে খুব সীমিত রঙ দেখাতে পারে। তাই এই ডিজাইনগুলো ফিকে দেখাচ্ছে। কিন্তু আধুনিক মনিটরে এই মূল ব্র্যান্ড কালারটা ঠিক যেভাবে নির্ধারণ করা আছে, সেভাবেই দেখা যায়। এই দেখুন—আমার স্ক্রিনে।”

তিনি আমার মনিটরের দিকে ঝুঁকে তাকালেন। সেখানে মূল ব্র্যান্ড কালারটা ছিল উজ্জ্বল, সঠিক এবং একদম ব্র্যান্ড অনুযায়ী।

ক্লায়েন্ট:
“…আমি বুঝতে পারছি।”

এর কিছুদিন পর আমরা পুরো ক্যাম্পেইনের সব ডিজাইন ডেলিভারি দিলাম। এরপর আর তেমন কোনো অভিযোগ আসেনি।

শিক্ষা:
অনেক সময় মনে হয় ডিজাইনের রঙ ভুল,
কিন্তু আসলে সমস্যা ডিজাইনে না—
সমস্যা হয় যেটা দিয়ে ডিজাইনটা দেখা হচ্ছে, সেটায়।

জীবন ডায়েরির পাতার মতো, যেখানে প্রতিদিন নতুন কিছু লেখার সুযোগ থাকে। নিজের ওপর বিশ্বাস রাখুনসফলতার প্রথম ধাপ হলো নিজের ওপ...
15/01/2026

জীবন ডায়েরির পাতার মতো, যেখানে প্রতিদিন নতুন কিছু লেখার সুযোগ থাকে।
নিজের ওপর বিশ্বাস রাখুন
সফলতার প্রথম ধাপ হলো নিজের ওপর বিশ্বাস রাখা। মনে রাখবেন, সূর্য যেমন মেঘের আড়ালে ঢাকা পড়লেও হারিয়ে যায় না, ঠিক তেমনি আপনার পরিশ্রমের ফলও সাময়িক ব্যর্থতায় হারিয়ে যাবে না।
মনে রাখার মতো তিনটি কথা:
* ধৈর্য ধরুন: কোনো বড় পরিবর্তন একদিনে আসে না। ছোট ছোট পদক্ষেপই একদিন বড় গন্তব্যে নিয়ে যায়।
* অতীতকে বিদায় দিন: পেছনের ভুল থেকে শিক্ষা নিন, কিন্তু তাকে বোঝা বানিয়ে বয়ে বেড়াবেন না।
* নিজেকে অন্যের সাথে তুলনা করবেন না: মনে রাখবেন, আকাশের চাঁদ এবং সূর্য দুজনেই জ্বলে, কিন্তু যার যার সঠিক সময়ে।
> "আপনার বর্তমান পরিস্থিতিই আপনার শেষ গন্তব্য নয়। ভালো দিন আসতে এখনো বাকি, শুধু লড়াইটা চালিয়ে যান।"
All products from RAQI

Glow that shows! ✨ত্বকের গভীরে কাজ করে দাগ-ছোপ কমায়, এনে দেয় নরম আর উজ্জ্বল ত্বক 💖”
15/01/2026

Glow that shows! ✨
ত্বকের গভীরে কাজ করে দাগ-ছোপ কমায়, এনে দেয় নরম আর উজ্জ্বল ত্বক 💖”

ব্রাইট এবং ইভেন স্কিন টোন—এখন আরও সহজে! 💙দাগহীন ও উজ্জ্বল ত্বকের সিক্রেট এখন আপনার হাতে! 🙌Hada Labo Shirojyun Whitening ...
14/01/2026

ব্রাইট এবং ইভেন স্কিন টোন—এখন আরও সহজে! 💙
দাগহীন ও উজ্জ্বল ত্বকের সিক্রেট এখন আপনার হাতে! 🙌
Hada Labo Shirojyun Whitening Lotion-এর লাইটওয়েট ফর্মুলা ডার্ক স্পট কমিয়ে ত্বককে করে তোলে মসৃণ ও প্রাণবন্ত।

জাপানে স্কিন কেয়ার মানে শুধু সৌন্দর্য নয়, এটা একধরনের অভ্যাস।প্রতিদিন নিঃশব্দে, ধীরে ধীরে ত্বকের যত্ন নেওয়ার গল্প।বছরের ...
14/01/2026

জাপানে স্কিন কেয়ার মানে শুধু সৌন্দর্য নয়, এটা একধরনের অভ্যাস।
প্রতিদিন নিঃশব্দে, ধীরে ধীরে ত্বকের যত্ন নেওয়ার গল্প।
বছরের পর বছর এই যত্নই গড়ে তোলে স্বচ্ছ, নরম আর হেলদি স্কিন।
জাপান শেখায়—ভালো স্কিন ট্রিটমেন্ট নয়, ধারাবাহিক যত্নের ফল

আপনার ত্বককে গভীরভাবে পরিষ্কার ও সতেজ করতে BCL- AHA Cleansing Research Wash Cleansing C ব্যবহার করুন। এই উন্নত ফর্মুলা আ...
14/01/2026

আপনার ত্বককে গভীরভাবে পরিষ্কার ও সতেজ করতে BCL- AHA Cleansing Research Wash Cleansing C ব্যবহার করুন। এই উন্নত ফর্মুলা আপনার ত্বকের প্রাকৃতিক গ্লো ফিরিয়ে আনে এবং অতিরিক্ত তেল ও ময়লা মুক্ত করে। AHA (Alpha Hydroxy Acid) উপাদানটি ত্বকের মৃত কোষগুলোকে সরিয়ে দিয়ে ত্বককে মসৃণ এবং উজ্জ্বল করে তোলে।

BCL- AHA Cleansing Research Wash Cleansing C 120g

এমন রিভিউ ই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায় ❤️
14/01/2026

এমন রিভিউ ই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায় ❤️

বারবার ব্রণ ফিরে আসছে? ✨✅ Medicated Acne Care✅ Oil Control Formula✅ Gentle & Creamyব্রণকে দিন পার্মানেন্ট বিদায় এবং কনফি...
13/01/2026

বারবার ব্রণ ফিরে আসছে? ✨

✅ Medicated Acne Care
✅ Oil Control Formula
✅ Gentle & Creamy

ব্রণকে দিন পার্মানেন্ট বিদায় এবং কনফিডেন্সের সাথে গ্লো করুন!

অয়েলি স্কিনের পারফেক্ট হাইড্রেশন পার্টনার এখন হাতের নাগালে।

শীত হোক বা রোদ,লিপবাম মানেই ঠোঁটের বেস্ট ফ্রেন্ড 💋💖নরম, স্মুথ আর কিউট লুক—সব একসাথেই!👉 আজই লিপবাম ব্যবহার করুনকারণ হাসি ...
13/01/2026

শীত হোক বা রোদ,
লিপবাম মানেই ঠোঁটের বেস্ট ফ্রেন্ড 💋💖
নরম, স্মুথ আর কিউট লুক—সব একসাথেই!

👉 আজই লিপবাম ব্যবহার করুন
কারণ হাসি সুন্দর, কিন্তু স্মুথ ঠোঁট হলে হাসি আরো সুন্দর 😍✨

শীতে নিজেকে সতেজ রাখুন🌸অর্ডার করুন❤️
13/01/2026

শীতে নিজেকে সতেজ রাখুন🌸
অর্ডার করুন❤️

শীতের রুক্ষতাকে বিদায় জানিয়ে ত্বককে দিন গভীর পুষ্টি ও আর্দ্রতা। 🧴 আপনার উইন্টার স্কিনকেয়ার রুটিনের অপরিহার্য অংশ— হাদা ...
13/01/2026

শীতের রুক্ষতাকে বিদায় জানিয়ে ত্বককে দিন গভীর পুষ্টি ও আর্দ্রতা। 🧴 আপনার উইন্টার স্কিনকেয়ার রুটিনের অপরিহার্য অংশ— হাদা লাবো শিরোজ্যুন। ত্বকের যত্নে আপোষ নয় আর! 💙"

Address

Dhaka

Telephone

+8801813048202

Website

Alerts

Be the first to know and let us send you an email when RAQI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram