22/11/2025
#থাইরয়েড_ক্যান্সার 📢
থাইরয়েড ক্যান্সারের হার খুব দ্রুত বাড়ছে। আগে যেটিকে বিরল রোগ বলে মনে করা হতো, এখন সেটাই বিশেষ করে নারীদের মধ্যে ভয়ঙ্করভাবে সাধারণ হয়ে উঠছে।
এর একটি বড় কারণ হলো আধুনিক স্ক্যান প্রযুক্তি। এখন স্ক্যানে গলার ভেতরে থাকা খুব ছোট ছোট নডিউলও ধরা পড়ে, যেগুলো আগে লুকিয়ে থাকত। এই ছোট বৃদ্ধি বা গাঁটগুলোর অনেকগুলোই এখন বেশি করে ধরা পড়ছে, এবং এর কিছু আবার ক্যান্সার হিসেবে শনাক্ত হচ্ছে। উদ্বেগের বিষয় হলো—এই ছোট ক্যান্সারগুলোর কতগুলো আসলে সারা জীবন ক্ষতিকরই হতো না, সেটা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না।
আরও ভয়াবহ বিষয় হলো, উন্নত স্ক্যানিং প্রযুক্তিই এই বাড়তি সংখ্যার কারণ নয়। বিভিন্ন মহাদেশ থেকে আসা গবেষণায় দেখা গেছে, কয়েক দশক ধরেই থাইরয়েড ক্যান্সারের হার বাড়ছে। এর মানে হলো, আরও কিছু অজানা কারণ সংখ্যা বাড়িয়ে দিতে পারে। রেডিয়েশন, আয়োডিনের মাত্রার পরিবর্তন, কিংবা অন্যান্য পরিবেশগত কারণ এর পেছনে থাকতে পারে।
এই অনিশ্চয়তার কারণে ছোট নডিউলগুলো নিয়ে এখন আরও সতর্ক। তবু অজানা কারণে ক্যান্সারের হার বাড়ছে—এটি অনেকের মনেই অস্বস্তি তৈরি করছে। ভয়টা আসে এই সত্য থেকে: থাইরয়েড ক্যান্সারের বৃদ্ধি বাস্তব, কিন্তু এর কারণ এখনো পুরোপুরি জানা যায়নি।