17/08/2025
অনেকে বলেন 👉 "ডাক্তাররা অকারণে টেস্ট দেন!"
আচ্ছা বলেন তো—
শুধু প্রেশার (Hypertension) পেলেই
📖 আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেডিকেল টেক্সট বই বলছে শুরুতেই ৮টা টেস্ট লাগবে!
তাতেও যদি না মেলে, আরও ১০–১৫টা টেস্ট।
কিডনির অসুখেও একই নিয়ম।
✅ তাহলে কি বই-ই ব্যবসায়ী? 🤔
না কি ডাক্তাররা বইয়ের নিয়ম না মেনে, রোগীর খরচ বাঁচানোর চেষ্টা করেই আসল ঝুঁকি নিচ্ছেন?
👉 আসল সমস্যা ডাক্তার নয়,
👉 আসল সমস্যা টেস্টের অতিরিক্ত খরচ।
তাই, ডাক্তারকে দোষ না দিয়ে বলুন—
✊ “টেস্টের সংখ্যা কমাবেন না, খরচ কমান।”
✊ “স্বাস্থ্যবীমা চালু করুন।”
✊ “সিন্ডিকেট ভাঙুন।”
🚑 সঠিক টেস্ট মানেই সঠিক চিকিৎসা।
অন্যথায় চিকিৎসা হবে শুধু ভাগ্যনির্ভর।
🔎 মূল কথা: ডাক্তারদের অকারণে টেস্ট দেওয়ার অভিযোগ আসলে ভিত্তিহীন। সঠিক চিকিৎসা দিতে গেলে সঠিক টেস্ট দরকার। আর টেস্টকে সবার নাগালে আনতে হলে খরচ কমানোই হলো একমাত্র সমাধান।