Dr. Saiful Islam Bhuiyan

Dr. Saiful Islam Bhuiyan We Care ...InshaAllah Allah Cure

অনেকে বলেন 👉 "ডাক্তাররা অকারণে টেস্ট দেন!"আচ্ছা বলেন তো—শুধু প্রেশার (Hypertension) পেলেই 📖 আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেডি...
17/08/2025

অনেকে বলেন 👉 "ডাক্তাররা অকারণে টেস্ট দেন!"
আচ্ছা বলেন তো—
শুধু প্রেশার (Hypertension) পেলেই
📖 আন্তর্জাতিকভাবে স্বীকৃত মেডিকেল টেক্সট বই বলছে শুরুতেই ৮টা টেস্ট লাগবে!
তাতেও যদি না মেলে, আরও ১০–১৫টা টেস্ট।
কিডনির অসুখেও একই নিয়ম।

✅ তাহলে কি বই-ই ব্যবসায়ী? 🤔
না কি ডাক্তাররা বইয়ের নিয়ম না মেনে, রোগীর খরচ বাঁচানোর চেষ্টা করেই আসল ঝুঁকি নিচ্ছেন?

👉 আসল সমস্যা ডাক্তার নয়,
👉 আসল সমস্যা টেস্টের অতিরিক্ত খরচ।

তাই, ডাক্তারকে দোষ না দিয়ে বলুন—
✊ “টেস্টের সংখ্যা কমাবেন না, খরচ কমান।”
✊ “স্বাস্থ্যবীমা চালু করুন।”
✊ “সিন্ডিকেট ভাঙুন।”

🚑 সঠিক টেস্ট মানেই সঠিক চিকিৎসা।
অন্যথায় চিকিৎসা হবে শুধু ভাগ্যনির্ভর।

🔎 মূল কথা: ডাক্তারদের অকারণে টেস্ট দেওয়ার অভিযোগ আসলে ভিত্তিহীন। সঠিক চিকিৎসা দিতে গেলে সঠিক টেস্ট দরকার। আর টেস্টকে সবার নাগালে আনতে হলে খরচ কমানোই হলো একমাত্র সমাধান।

08/08/2025

❌ মানুষ কথা হারালে, হারিয়ে ফেলে আত্মবিশ্বাসও…
কিন্তু— মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে এবং সঠিক চিকিৎসায়, মাত্র ১৫ দিনের মধ্যেই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান।

🩺 মাত্র ১৫ দিনে এক অবিশ্বাস্য সুস্থতার গল্প!
৩৮ বছরের এক সুস্থ-দেখতে পুরুষ হঠাৎ করেই কথা বলতে পারছিলেন না!
বলতে গেলেই— গলা চেপে আসে, ৩০ সেকেন্ডের বেশি কথা বললে শ্বাস বন্ধ হওয়ার মতো অবস্থা… 😔

এখন তিনি আগের মতো স্বাভাবিকভাবে কথা বলছেন, হাসছেন, জীবন উপভোগ করছেন।

📽 এই অসাধারণ পরিবর্তনের ভিডিওটি দেখে নিন – আপনিও অবাক হয়ে যাবেন!

💖 মনে রাখবেন, সঠিক সময়ে সঠিক চিকিৎসাই পারে জীবন বদলে দিতে!

#️⃣ আপনার কাছের কেউ যদি এমন সমস্যায় ভুগে থাকেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করুন – হয়তো এই ভিডিও কারো জীবন বদলে দিতে পারে!

🔥
#সুস্থতারগল্প #স্বাস্থ্যসচেতনতা #ডাক্তারপরামর্শ #গলারসমস্যা #কণ্ঠরোগ #স্বাস্থ্যটিপস #স্বাস্থ্যসেবা #কণ্ঠসুস্থতা #জীবনবদলে_যায়

07/08/2025

🔍 "পায়ে ব্যথা" – এটা কি সাধারণ ব্যথা, নাকি লুকানো আছে নার্ভের সমস্যা?

অনেকে দিনের পর দিন ব্যথার ওষুধ খেয়ে যাচ্ছেন – কিন্তু আরাম পাচ্ছেন না। কারণ সমস্যাটা হাড় বা পেশীতে নয়, নার্ভে!

✅ যদি ব্যথা পায়ের নিচ থেকে কোমর পর্যন্ত ছড়িয়ে পড়ে,
✅ ঝিঁ ঝিঁ বা অবশ লাগে,
✅ বসে বা দাঁড়ালে বাড়ে...

তাহলে এটি হতে পারে সায়াটিকা বা নার্ভের সমস্যা।

⛔ শুধু ব্যথার ওষুধ নয় – দরকার সঠিক চিকিৎসা!

📽️ ভিডিওটি দেখুন, শেয়ার করুন এবং নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।

🔥
#পায়েব্যথা #নার্ভেরসমস্যা #সায়াটিকা #ডাক্তারবলছেন
#পায়েরঝিঁঝিঁ #ব্যথামুক্তজীবন
াংলা

জেনে নিন ডায়েবেটিস রোগীদের খাবারের তালিকা  #ভাইরালভিডিওシ        #ডিএসবিহেল্থটিভি    #খাবার  #তালিকা
07/08/2025

জেনে নিন ডায়েবেটিস রোগীদের খাবারের তালিকা

#ভাইরালভিডিওシ
#ডিএসবিহেল্থটিভি #খাবার #তালিকা

04/08/2025

আলহামদুলিল্লাহ
ইন্ডিয়া থেকে যখন রোগী সেবা নিতে আমাদের ডাক্তার খানা- বুড়িচং শাখা, কুমিল্লা তে আসে ♥️

31/07/2025

"স্ট্রোকের পর হাঁটতেই পারতেন না – এখন নিজে হেঁটে আসলেন!"
(একজন রোগীর বাস্তব সুস্থতার গল্প)

📄স্ট্রোকের পর মানুষ আশা হারিয়ে ফেলে...
কিন্তু সঠিক চিকিৎসা, নিয়মিত ফলোআপ এবং আল্লাহর রহমতে অনেক কিছুই সম্ভব।

এই রোগীটি যখন প্রথম আমার চেম্বারে আসেন –
👉 তিনি একা দাঁড়াতে পারতেন না,
👉 বসতে পারতেন না – বসালেও এক পাশে হেলে পড়ে যেতেন,
👉 প্রস্রাব-পায়খানা সবই হতো বিছানায়।

আমরা ধৈর্য সহকারে চিকিৎসা শুরু করি।
📅 মাত্র দেড় মাস পর...

🌟 আজ তিনি নিজে নিজে হেঁটে আমার চেম্বারে এসেছেন।
🌟 নিজে বসে কথা বলেছেন।
🌟 এমনকি এখন তিনি উঠাবসা করে নামাজও আদায় করতে পারছেন।

আলহামদুলিল্লাহ!
একজন রোগীর এই উন্নতি আমাদের জন্য দোয়ার উৎসাহ, আর আপনাদের জন্য আশার আলো।
আপনার আশেপাশে কেউ যদি এমন সমস্যায় ভোগেন, হাল ছেড়ো না। সময়মতো সঠিক চিকিৎসা নিন।

🧑‍⚕️ ডাঃ মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া

🏥 ডাক্তার খানা- বুড়িচং শাখা, কুমিল্লা

🏥 ডাক্তার খানা-রামপুরা শাখা,ঢাকা

📞 01621- 747426

💬 "আপনার পরিবারে কি কেউ স্ট্রোকের পর হাল ছেড়ে দিয়েছেন?
শেয়ার করুন এই গল্পটি তাঁর সাথে।"

🤲 দয়া করে রোগীটির সুস্থতার জন্য দোয়া করবেন।

#স্ট্রোক #রোগীর_সুস্থতার_গল্প
#ডাক্তারখানা #বুড়িচং #আলহামদুলিল্লাহ

26/07/2025

🔥 এই গরমে হার্টের রোগীরা সবচেয়ে বেশি বিপদে? 💔 প্রচণ্ড গরমে শুধু ডিহাইড্রেশন না — হার্টের উপরও পড়ে ভয়াবহ চাপ! 😓

🌡️ শরীরের তাপমাত্রা বেড়ে গেলে রক্তচাপ ওঠানামা করে
💧 অতিরিক্ত ঘামে শরীর থেকে ইলেক্ট্রোলাইট বেরিয়ে যায়
❤️ হার্টের রোগীদের জন্য এটা হতে পারে মারাত্মক!

✅ এই ভিডিওতে জেনে নিন –
✔ গরমে হার্টের রোগীদের কী কী ঝুঁকি থাকে
✔ কী লক্ষণ দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাবেন
✔ এবং সুস্থ থাকার ৫টি দরকারি টিপস!

👨‍⚕️ হৃদরোগীদের জন্য ভিডিওটি অবশ্যই দেখা উচিত এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন।

#গরমকাল #হৃদরোগ

24/07/2025

🔥 এই গরমে সুস্থ থাকতে চান?

গরমে হিটস্ট্রোক, পানিশূন্যতা আর দুর্বলতা খুবই সাধারণ সমস্যা।
তাই শরীরকে সুস্থ রাখতে জেনে নিন গরমে করণীয় কিছু কার্যকর টিপস —

✅ কোন খাবার খাবেন
✅ কী পানীয় আপনার শরীরকে ঠান্ডা রাখবে
✅ কীভাবে রোদ ও গরম থেকে বাঁচবেন
✅ আর কখন চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি!

👉 ভিডিওটি দেখে রাখুন এবং প্রিয়জনদের সাথেও শেয়ার করুন।

নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।
গরমে সুস্থ থাকুন, নিরাপদ থাকুন!

📽️ 🧑‍⚕️ডাঃ মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া

🏥 ডাক্তার খানা- বুড়িচং শাখা, কুমিল্লা

🏥 ডাক্তার খানা-রামপুরা শাখা,ঢাকা

🤳সিরিয়ালের জন্য:
📞 01621- 747426

🏷️
#গরমের_টিপস #গরমে_সুস্থতা #হিটস্ট্রোক #গরমে_সতর্কতা #ডিহাইড্রেশন #ডাক্তারের_পরামর্শ

▶️ 💬 আপনি গরমে সুস্থ থাকতে আর কী কী করেন?
কমেন্টে লিখে জানাতে ভুলবেন না!

22/07/2025

✍️অতিরিক্ত ঘাম আর দুর্বলতা হলে কি করবেন?

"ঘাম আর দুর্বলতা অবহেলা নয়, দ্রুত পরীক্ষা করান"

“দুর্বলতা আর অতিরিক্ত ঘাম একসাথে হলে সেটাকে হালকা ভাববেন না। এটা হতে পারে শরীরের ভেতরের বড় কোনো অসুস্থতার ইঙ্গিত।

ভিডিওটি শেয়ার করুন — যাতে অন্যরাও সচেতন হন। ✅”
👉 Follow করুন এমন স্বাস্থ্য সচেতন ভিডিওর জন্য।

#দুর্বলতা #অতিরিক্তঘাম #ডায়াবেটিস #থাইরয়েড #স্বাস্থ্যসচেতনতা #ডাক্তারেরপরামর্শ

20/07/2025

"একটি চিকিৎসা, একটি জীবন — রোগীর মুখে আমাদের সাফল্যের গল্প"

"বুকে তীব্র ব্যথা, ঘাড়-মাথা পর্যন্ত ছড়ানো, হাঁটাহাঁটি করলে শ্বাসকষ্ট — এমন কষ্টে ভুগছিলেন এক রোগী বহুদিন। ঢাকাসহ কুমিল্লার অনেক চিকিৎসা কেন্দ্র ঘুরেও মিলছিল না আরাম।

কিন্তু আমাদের ডাক্তার খানা - বুড়িচং শাখার চিকিৎসায় মাত্র ১০ দিনের মধ্যেই তিনি ফিরে পান স্বস্তি। আজ তিনি নিজেই জানাচ্ছেন তার সুস্থতার গল্প।

🗣️
"রোগী নিজেই বলছেন তার সুস্থতার কথা — আর সেটাই আমাদের চিকিৎসা সেবার সবচেয়ে বড় পুরস্কার।
আলহামদুলিল্লাহ!"
👉 ভিডিওটি দেখে শেয়ার করুন — আপনার পরিচিত কেউ যদি এমন সমস্যায় ভোগেন, তার উপকার হতেই পারে।

📍আপনার কাছেই অবস্থিত 🏥
ডাক্তারখানা - বুড়িচং শাখা
🏥
ডাক্তার খানা - রামপুরা শাখা

📞🤳অ্যাপয়েন্টমেন্ট নিতে কল করুন: 01621-747426

#রোগীরসাফল্যেরগল্প
#চিকিৎসারসফলতা
#বুকেব্যথা
#ডাক্তারখানাবুড়িচং
#ডাক্তারদেখান
#স্বাস্থ্যসেবা


#স্বাস্থ্যহোকসবারজন্য







#বুড়িচং

19/07/2025

😴 ঘুমের ঔষধ কি আসক্তি তৈরি করে?
🛌 প্রতিদিন ঘুমের ওষুধ খান? জানেন কি এটা আসক্তি তৈরি করতে পারে? 😳
ঘুম না হওয়াটা সমস্যা, কিন্তু না জেনে ওষুধ খাওয়াটা আরও বড় সমস্যা!
এই ভিডিওতে জানুন – কিভাবে ঘুমের ওষুধ আসক্তি তৈরি করে, কবে বিপদ বাড়ে, আর কখন ডাক্তারি পরামর্শ নেওয়া জরুরি।

🧑‍⚕️ ডাঃ মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া

🤳 01621- 747426

🏥 ডাক্তার খানা- বুড়িচং শাখা, কুমিল্লা

🏥 ডাক্তার খানা-রামপুরা শাখা,ঢাকা

📌 জীবন বাঁচাতে পারে আপনার এক শেয়ার।
✅ সচেতন হোন, সচেতন করুন।

📽️ ভিডিওটি দেখুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।

#ঘুমেরওষুধ #ঘুম #নিদ্রা #স্বাস্থ্য_সচেতনতা #ডাক্তারপরামর্শ #রিলসবাংলা Dr. Saiful Islam Bhuiyan

Address

Cumilla
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+880 1721-717726

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Saiful Islam Bhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Saiful Islam Bhuiyan:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category