Dr. Md. Mizanur Rahman-Physiotherapist

Dr. Md. Mizanur Rahman-Physiotherapist Pain, Paralysis, Disability, Sports injury & Physiotherapy Specialized Treatment Center.
(1)

🧒 আপনার সন্তান কি সেরিব্রাল পালসি (CP)–তে ভুগছে?সমস্যা যত দ্রুত শনাক্ত হবে, চিকিৎসার ফল তত ভালো!🔍 সেরিব্রাল পালসির চেনার...
03/12/2025

🧒 আপনার সন্তান কি সেরিব্রাল পালসি (CP)–তে ভুগছে?
সমস্যা যত দ্রুত শনাক্ত হবে, চিকিৎসার ফল তত ভালো!

🔍 সেরিব্রাল পালসির চেনার লক্ষণসমূহ:
• হাত–পা শক্ত হয়ে যাওয়া বা বেঁকে যাওয়া
• বসা, দাঁড়ানো বা স্বাভাবিকভাবে চলাফেরা করতে না পারা
• দৃষ্টি ও বুদ্ধির সমস্যা
• শ্রবণ বৈকল্য বা অস্পষ্ট কথা বলা
• প্রসাব–পায়খানা নিয়ন্ত্রণে অসুবিধা

🧑‍⚕️ সময়মতো ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি ও স্পিচ থেরাপি শিশুর উন্নতির জন্য অত্যন্ত জরুরি।

👉 অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিন:
www.comfort-physio.com/appointment

📞 প্রয়োজনে কল করুন: 01711-236096

⭐ ট্রিগার ফিঙ্গার? আঙুল আটকে যায় বা ব্যথা করে?✔ ফিজিওথেরাপিতেই সম্ভব দ্রুত আরাম!🔴 লক্ষণসমূহ:✨ আঙুল বাঁকা হয়ে আটকে যায়✨ ন...
02/12/2025

⭐ ট্রিগার ফিঙ্গার? আঙুল আটকে যায় বা ব্যথা করে?
✔ ফিজিওথেরাপিতেই সম্ভব দ্রুত আরাম!

🔴 লক্ষণসমূহ:
✨ আঙুল বাঁকা হয়ে আটকে যায়
✨ নড়াচড়া করলে কট্ কট্ শব্দ
✨ ব্যথা ও ফোলা অনুভূত হয়
✨ সকালে আঙুল সোজা করতে কষ্ট হয়

💆‍♂️ ফিজিওথেরাপিতে কীভাবে উপকার পাবেন?

✨ প্রদাহ ও ব্যথা কমানো
✨ টেনডন গ্লাইডিং এক্সারসাইজ
✨ নরমাল মুভমেন্ট ফিরিয়ে আনা
✨ অত্যাধুনিক ইলেক্ট্রোথেরাপিতে আরোগ্য দ্রুত হয়
✨ সার্জারি ছাড়াই অধিকাংশ রোগীর উন্নতি সম্ভব

🏥 কমফোর্ট ফিজিওথেরাপি কেয়ার

ট্রিগার ফিঙ্গারের জন্য বিশেষায়িত ম্যানুয়াল থেরাপি + ইলেক্ট্রো-মেডিসিন চিকিৎসা।

📞 প্রয়োজনে কল করুন: 01711-236096
👉 অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট: www.comfort-physio.com/appointment

❄️ শীত বাড়লে কি আপনার পিএলআইডি ব্যথাও বাড়ে?এখনই সময় সঠিক চিকিৎসার!💢 ডিস্ক স্লিপ (PLID) সমস্যায় অপারেশন নয়—অত্যাধুনিক ফিজ...
27/11/2025

❄️ শীত বাড়লে কি আপনার পিএলআইডি ব্যথাও বাড়ে?
এখনই সময় সঠিক চিকিৎসার!

💢 ডিস্ক স্লিপ (PLID) সমস্যায় অপারেশন নয়—
অত্যাধুনিক ফিজিওথেরাপিই দিতে পারে স্থায়ী প্রতিকার!

✨ ব্যথা কমানো
✨ স্নায়ুর চাপ মুক্ত করা
✨ স্বাভাবিক চলাফেরা ফিরিয়ে আনা
সবই সম্ভব নিয়মিত ও বৈজ্ঞানিক ফিজিওথেরাপি চিকিৎসায়।

📞 প্রয়োজনে কল করুন: 01711-236096

🦵 হাঁটু ব্যথায় সিঁড়ি ওঠা–নামা করতে কষ্ট?❌ ব্যথা বাড়ার আগেই নিন সঠিক সিদ্ধান্ত!💆‍♂️ ফিজিওথেরাপি চিকিৎসা নিন✨ এবং স্থায়ীভা...
24/11/2025

🦵 হাঁটু ব্যথায় সিঁড়ি ওঠা–নামা করতে কষ্ট?
❌ ব্যথা বাড়ার আগেই নিন সঠিক সিদ্ধান্ত!

💆‍♂️ ফিজিওথেরাপি চিকিৎসা নিন
✨ এবং স্থায়ীভাবে হাঁটু ব্যথাকে জানান বিদায়।

📞 প্রয়োজনে কল করুন: 01711-236096

💬 স্ট্রোক পরবর্তী জটিলতা? এখনই নিন সঠিক পদক্ষেপ!স্ট্রোকের পর অনেকেই ভোগেন—⚠️ পক্ষাঘাত⚠️ হাত-পা দুর্বল হয়ে যাওয়া⚠️ কথা ব...
17/11/2025

💬 স্ট্রোক পরবর্তী জটিলতা? এখনই নিন সঠিক পদক্ষেপ!

স্ট্রোকের পর অনেকেই ভোগেন—
⚠️ পক্ষাঘাত
⚠️ হাত-পা দুর্বল হয়ে যাওয়া
⚠️ কথা বলতে অসুবিধা
⚠️ মুখ বেঁকে যাওয়া

🧠 সময়মতো ফিজিওথেরাপি না নিলে এই জটিলতাগুলো আরও বাড়তে পারে।
কিন্তু সুসংবাদ হলো — অত্যাধুনিক প্রযুক্তির ফিজিওথেরাপি শরীরের স্বাভাবিক কার্যক্ষমতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

🏥 আজই শুরু করুন পুনর্বাসন থেরাপি, ফিরিয়ে আনুন স্বাভাবিক জীবনের গতি।

👉 কাঁধের ব্যথা /ফ্রোজেন শোল্ডার বা এডহেসিভ ক্যাপসুলাইটিস হলে করনীয়।👉 কাঁধের তীব্র ব্যাথার এক নাম ফ্রোজেন শোল্ডার। রোগী হ...
16/11/2025

👉 কাঁধের ব্যথা /ফ্রোজেন শোল্ডার বা এডহেসিভ ক্যাপসুলাইটিস হলে করনীয়।
👉 কাঁধের তীব্র ব্যাথার এক নাম ফ্রোজেন শোল্ডার। রোগী হাতটিকে উপরে উঠাতে পারে না, মহিলারা চুল বাঁধতে পারে না, পুরুষরা ব্যাক ব্রাশ করতে পারে না, হাত ঘুড়িয়ে কোন কাজ করতে পারে না, টয়লেটে পানি ব্যবহার করতে কষ্ট হয়। কারন কাঁধের জোড়াটি ঠিকমত নড়ে না। জোড়াটি ফ্রোজেন বা জমাট বেধে যায়। জয়েন্টের ভিতরে যে লুব্রিকেন্ট বা অয়েল বা সাইনোভিয়াল ফ্লুইড থাকে সেটি কমে যায় বা শুকিয়ে যায় বা টাইট হয় । এটাকে কখনও কখনও এডহেসিভ ক্যাপসুলাইটিসও বলে। কেন এমন হয় নির্দিষ্ট কারন বলা মুশকিল, তবে জোড়ার ভিতরে যে রোটাটার কাফ থাকে তার প্রদাহ, বাইসিপিটাল টেনডনের প্রদাহ, জোড়ার ভিতরের সাইনোভিয়ামের প্রদাহ, আঘাত জনিত কারনে, দীর্ঘদিন কাধের জোড়া নড়াচড়া না করা, ডায়াবেটিস, জোড়ার আশেপাশের কোন অপারেশন হলে ইত্যাদি কারনে।
শোল্ডার জয়েন্টের চারদিকে মাংসপেশী টাইট হয়ে যায়, কিছু কিছু মাংসপেশী শুকিয়ে যায়, মাংসপেশীর শক্তি কমে যায়। কনকনে তীব্র ব্যাথা হয়, ঘুমাতে কষ্ট হয়।
👉 চিকিৎসা:
ফিজিওথেরাপি এ রোগের প্রধান চিকিৎসা। যেহেতু বয়স্ক ও ডায়াবেটিস রোগীর বেশী হয় এজন্য ব্যাথার ঔষধ বেশী না খাওয়াই ভাল সাধারনত ফিজিওথেরাপিতে ভাল ফলাফল পাওয়া যায়। তবে ব্যথার মাত্রা অনেক বেশি হলে বা ইমপ্রুভমেন্ট কম হলে ফিজিওথেরাপির পাশাপাশি জয়েন্ট এ ইনজেকশন দেয়ার প্রয়োজন হতে পারে।
ফ্রোজেন শোল্ডার ভাল হতে ১মাস থেকে ১বৎসর পর্যন্ত সময় লাগতে পারে। ডায়াবেটিস ও ইউরিক এসিডের মাত্রা নিয়ন্ত্রনে রাখতে হবে। হতাশ না হয়ে ফিজিওথেরাপিস্টের পরামর্শ মত চিকিৎসা নিতে হবে এবং শেখানো ব্যায়ামগুলো নিয়মিত করতে হবে।
👉 উপদেশঃ এ রোগে আক্রান্ত হলে যত দ্রুত সম্ভব ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করা যায় তোতই ভাল। কারণ যত দেরি হবে ফিজিওথেরাপি চিকিৎসার সময় ও তোত বাড়বে।

#কমফোর্ট_ফিজিওথেরাপি_কেয়ার
#শেওড়াপাড়া_শাখা_মিরপুর_ঢাকা
#নাটোর_শাখা_কানাইখালি_নাটোর
#ফোন_০১৭১১২৩৬০৯৬
#ফ্রোজেনসোল্ডার
#কাঁধেব্যথা #হাতব্যথা

💭 আজ ব্যথা, কাল স্বস্তি!সঠিক ফিজিওথেরাপি চিকিৎসাতেই মিলবে মুক্তি 💪🏥 কোমর, ঘাড়, হাঁটু বা গোড়ালির যেকোন ব্যথা জনিত সমস্যায়...
03/11/2025

💭 আজ ব্যথা, কাল স্বস্তি!
সঠিক ফিজিওথেরাপি চিকিৎসাতেই মিলবে মুক্তি 💪

🏥 কোমর, ঘাড়, হাঁটু বা গোড়ালির যেকোন ব্যথা জনিত সমস্যায় —
আজই নিন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ।

📞 পরামর্শের জন্য কল করুন: 01711-236096

🌿 ফিজিওথেরাপি চিকিৎসা শুধু ব্যথা কমায় না, এটি আপনার পুরো শরীর ও মনের যত্ন নেয়!✨ ফিজিওথেরাপির উপকারিতা —✅ বাত বা ব্যথা জন...
30/10/2025

🌿 ফিজিওথেরাপি চিকিৎসা শুধু ব্যথা কমায় না, এটি আপনার পুরো শরীর ও মনের যত্ন নেয়!

✨ ফিজিওথেরাপির উপকারিতা —
✅ বাত বা ব্যথা জনিত রোগ উপশমে সাহায্য করে
✅ শরীরের কার্যক্ষমতা বাড়ায়
✅ শ্বাস-প্রশ্বাসের উন্নতি সাধন করে
✅ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে
✅ মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়

🏥 নিয়মিত ফিজিওথেরাপি নিন — ফিরে পান প্রাণবন্ত ও ব্যথামুক্ত জীবন।

🏃‍♂️ স্পোর্টস ইনজুরি? চিন্তার কিছু নেই!সঠিক সময়ে ফিজিওথেরাপি নিলেই দ্রুত ফিরে আসা যায় স্বাভাবিক জীবনে।💪 পেশি, লিগামেন্ট ...
29/10/2025

🏃‍♂️ স্পোর্টস ইনজুরি? চিন্তার কিছু নেই!
সঠিক সময়ে ফিজিওথেরাপি নিলেই দ্রুত ফিরে আসা যায় স্বাভাবিক জীবনে।
💪 পেশি, লিগামেন্ট বা জয়েন্ট ইনজুরিতে আধুনিক ফিজিওথেরাপিই কার্যকর সমাধান।

📞 প্রয়োজনে কল করুন – 01711-236096

Address

846, East Shewrapara, Begum Rokeya Sarani, Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Mizanur Rahman-Physiotherapist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Mizanur Rahman-Physiotherapist:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram