25/07/2025
আমি বিবাহিত।আমাদের প্রায় ৫ বছরের সংসার। আড়াই বছরের একটা মেয়ে আছে আমাদের।
আমাদের বিয়ের শুরুতে আমাদের সম্পর্ক ভালো ই ছিলো৷ বিজনেস সংক্রান্ত কারনে আমরা বিয়ের প্রথম থেকেই আলাদা। এক সপ্তাহ পরপর সে বাড়ি যেতো ২ দিন পর চলে আসতো৷ আমাদের সম্পর্ক ও ভালো ছিলো৷
প্রেগন্যান্সি টাইমে আমি অসুস্থ ছিলাম কিন্তু সম্পর্ক আলহামদুলিল্লাহ ভালো ই ছিলো। বাট বেবী হবার পর থেকে আমার হাজবেন্ডের ফিজিক্যাল রিলেশনশিপের প্রতি আর আগ্রহ থাকে না। বিয়ের ৫ বছরের ৫ টা রমজান পার করলাম পুরো রমজানে আমার সাথে তাঁর কোন সম্পর্ক নাই।
বর্তমানে আমার কাছে সে মাসে ১/২ বার আসে তাও তাঁর ইচ্ছে তে হয়তো না।
সম্পর্কের খাতিরে৷
তার টাইমিং ১ মিনিট সর্বোচ্চ।
কিন্তু সে মানে না এটা তাঁর সমস্যা।
আমি আপনার ভিডিও, আপনার পেইজ ফলো করতে বলি ।
সে দেখে, তাও সে বুঝে না তাঁর ট্রিটমেন্টের প্রয়োজন৷
এখন আমি কি করবো....
আমার স্বামী অনেক চাপা স্বভাবের সে আমার সাথে কোন বিষয় নিয়ে ফ্রী কথা বলে ও না।
আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করি কিন্তু কোন কাজ হয় না৷
বিয়ের শুরুতে সমস্যা ছিলো না কোন কিন্তু এখন একবারেই তাঁর আগ্রহ নেই৷
বয়স ৩৯ হবে।
এটা কি তাঁর শুধু ই শারীরিক সমস্যা নাকি মানসিক.....পুরুষের সমস্যা ই।
আমি জানালাম।
আমার হাজবেন্ডের বিষয় এটা আমি তাঁর স্ত্রী আমার তাঁকে দরকার হতে পারে, সুস্থ একটা সম্পর্ক, সুন্দর একটা জীবন আমাদের দরকার।
এই অনুভূতি ওর নেই।
আমি ওকে নিয়ে ভালো থাকতে চাই সব বুঝিয়ে বলি কিন্তু তাঁর কোন রেসপন্স নাই৷
কিছু ই বলে না সে।
তাঁর কোন চারিত্রিক সমস্যা নেই এটা আমি শিওর৷
কিন্তু এমন কেনো হবে৷
আমি নিজেও ওর আচরণে ডিপ্রেশনে চলে গেছি
এ বিষয়ে স্যার আপনি একটা ভিডিও /পরিচয় গোপন রেখে একটা পোস্ট দিলে উপকৃত হবো।। আমি ওরে দেখাবো দেখো তোমার মত সমস্যা ডাক্তার এ বিষয়ে কি বলে শোনো৷
এতে যদি সে আগ্রহ পায় আপনার কাছে যাবার জন্য।
পরামর্শ :- আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে সমস্যাগুলো শেয়ার করার জন্য। আপনি যে সমস্যার মধ্যে আছেন, এখন অনেক পরিবারেই এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে।এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে স্বামী - স্ত্রী দুজনের আলাদা থাকাটা! দুজনের মধ্যে দূরত্ব বেশি হলে এটা অনেক সমস্যার সৃষ্টি করে,কাছাকাছি থাকলে সে সব সমাধান হয়ে যায়।
এখন আপনার জন্য করনীয় হবেঃ-
-আপনার স্বামীর সাথে খোলাখুলি আরেকবার আলোচনা করুন।