SalfCare

SalfCare Solution To All The Problem Of Pregnant Mothers

আমরা জাতিগতভাবে আসলেই অনেক দুর্বল!  আজকের তারিখ: 21 Feb 2024 (International mother language day)  কিন্তু আমার কাছে অবাক ...
21/02/2024

আমরা জাতিগতভাবে আসলেই অনেক দুর্বল!
আজকের তারিখ: 21 Feb 2024 (International mother language day)
কিন্তু আমার কাছে অবাক লাগে যে আমরা বাঙালি যে ভাষার জন্য জীবন দিলাম অথচ আমরাই আমাদের নিজের ভাষার মূল্যায়ন করি না, আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, ভাষা আন্দোলন নিয়ে যত কবিতা, গান, সিনেমা সবকিছুই 21 February নিয়ে, কিন্তু 1952 সালের 21 Feb ঐদিন বাংলার কোন মাসের কত তারিখ ছিল আমরা অধিকাংশ মানুষই হয়তো জানি না,
০৮ ফাল্গুন ১৩৫৮!
কিন্তু আমাদের আশেপাশের কিছু আবেগি মানুষদের ভাষাগত জাগরণ দেখলে খুবই অবাক হয়ে যায়,সারারাত গান বাজনা করে,ফেসবুকে আবেগি পোস্ট দিয়ে, সকালে শহীদ মিনারে ফুল দিলে হয়তো আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়। কিন্তু ১৩৫৮ সালের ৮ ফাল্গুন, রফিক জব্বর বরকতদের জন্য ঠিক এমনটা ছিল না!
বাংলা আমাদের অহংকার,আসুন আমাদের ভাষা কে ভালবাসি,দেশকে ভালবাসি,সবার উপরে দেশ ❤️‍🩹

১৯৫২ সালে মানুষগুলা ১৪৪ ধারা ভঙ্গ করে শুধু বাংলা ভাষা,বাংলা কে মাতৃভাষায় রূপদানের জন্য পাকিস্তানি পুলিশের রাইফেলের গুলি কে ভয় করেনি,তারা জানত ১৪৪ ধারা ভঙ্গের শাস্তি কি হতে পারে, তারপরও সেদিন আমাদের বীর ভাইয়েরা হাসিমুখে তা বরণ করে নিয়েছে 🖤! আসলে তারাই আসল বাঙালি,বীর বাঙালি,আমাদের ইতিহাস, আমাদের বাংলার গর্ব, পৃথিবীতে আমরা একটি দেশ যে দেশ কিনা ভাষার জন্য জীবন দিয়েছে!

24/01/2024

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

জাতীয় শিক্ষক ফোরাম আয়োজনে বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তুক বাস্তবতা ও ভবিষ্যৎ শীর্ষক জাতীয় সেমিনারে“— সপ্তম শ্রেণীর পাঠ্যবইয়ে ট্রা-ন্স-জে-ন্ডার পাঠের একটি গল্পের শিরোনাম ছিলো “শরীফ থেকে শরিফা'।

সেই গল্পের উদ্ধৃতি টেনে এইভাবেই গল্পের পাতা ছিড়ে প্রতিবাদ করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ স্যার। স্যারের এই সাহসী প্রতিবাদের কারণে কিছুক্ষণ পূর্বে তাকে বিশ্ববিদ্যালয় থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এটি অন্তত ন্যাক্কারজনক ব্যপার।

এই মুসলিম দেশে ট্রা-ন্স-জে-ন্ডার মতাদর্শ প্রতিষ্ঠা করার সমস্ত আয়োজন ইতিমধ্যেই সম্পন্ন।

শিক্ষা নিয়ে বানিজ্য করার অন্যতম প্রতিষ্ঠান ব্রাকের এই দুঃসাহসী কর্মকান্ড নেয়ার মত নয়।

19/12/2023
12/12/2023

সুস্থ থাকার উপায়:
ফল, শাকসবজি এবং মাছ সমৃদ্ধ খাবার আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং বিভিন্ন ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া থেকে শরীরকে রক্ষা করবে। তাছাড়া ফল ও সবজি অ্যান্টি-অক্সিডেন্টের ভালো উৎস। অ্যালকোহল, চিনিযুক্ত ও চর্বিযুক্ত খাবার ও লাল মাংস বাদ দেওয়াই ভালো। নিয়মিত হাত ধোয়া সারা বছর সুস্থ থাকার আর একটি চমৎকার উপায়।

Address

Kha-199/5, Bir Uttam Rafiqul Islam Avenue
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when SalfCare posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to SalfCare:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram