21/02/2024
আমরা জাতিগতভাবে আসলেই অনেক দুর্বল!
আজকের তারিখ: 21 Feb 2024 (International mother language day)
কিন্তু আমার কাছে অবাক লাগে যে আমরা বাঙালি যে ভাষার জন্য জীবন দিলাম অথচ আমরাই আমাদের নিজের ভাষার মূল্যায়ন করি না, আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, ভাষা আন্দোলন নিয়ে যত কবিতা, গান, সিনেমা সবকিছুই 21 February নিয়ে, কিন্তু 1952 সালের 21 Feb ঐদিন বাংলার কোন মাসের কত তারিখ ছিল আমরা অধিকাংশ মানুষই হয়তো জানি না,
০৮ ফাল্গুন ১৩৫৮!
কিন্তু আমাদের আশেপাশের কিছু আবেগি মানুষদের ভাষাগত জাগরণ দেখলে খুবই অবাক হয়ে যায়,সারারাত গান বাজনা করে,ফেসবুকে আবেগি পোস্ট দিয়ে, সকালে শহীদ মিনারে ফুল দিলে হয়তো আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়। কিন্তু ১৩৫৮ সালের ৮ ফাল্গুন, রফিক জব্বর বরকতদের জন্য ঠিক এমনটা ছিল না!
বাংলা আমাদের অহংকার,আসুন আমাদের ভাষা কে ভালবাসি,দেশকে ভালবাসি,সবার উপরে দেশ ❤️🩹
১৯৫২ সালে মানুষগুলা ১৪৪ ধারা ভঙ্গ করে শুধু বাংলা ভাষা,বাংলা কে মাতৃভাষায় রূপদানের জন্য পাকিস্তানি পুলিশের রাইফেলের গুলি কে ভয় করেনি,তারা জানত ১৪৪ ধারা ভঙ্গের শাস্তি কি হতে পারে, তারপরও সেদিন আমাদের বীর ভাইয়েরা হাসিমুখে তা বরণ করে নিয়েছে 🖤! আসলে তারাই আসল বাঙালি,বীর বাঙালি,আমাদের ইতিহাস, আমাদের বাংলার গর্ব, পৃথিবীতে আমরা একটি দেশ যে দেশ কিনা ভাষার জন্য জীবন দিয়েছে!