Movement Physiotherapy & Rehabilitation Center

Movement Physiotherapy & Rehabilitation Center Neck, Back, knee Pain, Arthritis, Paralysis, Sports Injury Specialist

Dr. Md Milton kabir
Sports Physiotherapist
ARMY GOLF CLUB
Mobile :+8801711789982

Physical Therapy Center

অল্প বয়সে ছেলেদের মাথার মাঝখান চুল কমে টাক পড়তে শুরু করে। টাক ক্রমাগত বাড়তে থাকে এবং মাথার চুল প্রায় খালি হয়ে যায়। বংশগত...
15/11/2020

অল্প বয়সে ছেলেদের মাথার মাঝখান চুল কমে টাক পড়তে শুরু করে। টাক ক্রমাগত বাড়তে থাকে এবং মাথার চুল প্রায় খালি হয়ে যায়। বংশগত ও এনড্রোজেন হরমোনের প্রভাবে এটি ঘটে। সাধারনতঃ ২০ বৎসর বয়সের পর উপসর্গ দেখা যায়। কোন কোন সময়ে বয়ঃসন্ধির সময়েই টাক শুরু হয়।

কারণ:
বংশানুগতি ধারায় পুরুষদের এনড্রোজেন হরমোনের প্রভাবে টাক দেখা দেয়। আবার জিনগত বংশের প্রভাবে হয়ে থাকে।

লক্ষণ:
আক্রান্ত চুল প্রথমে পাতলা এবং ফেকাসে থাকে। পরে চুল বড় হয় না হয়ে অনেকটা বাচ্চদের গায়ের পশমের মত দেখায়। শেষে স্থায়ীভাবে পড়ে যায়, তখন মাথার ত্বক মসৃণ তেলতেলে দেখায়। এই পরিবর্তনগুলো মাথার মধ্যস্থলে এবং কপালের দুপাশে দেখা দেয়।

চিকিৎসা (Treatment):
প্রাথমিক পর্যায়ে মাইনো অক্সিডিল ঔষধ ব্যবহার করা হয়। এতে উপকারও পাওয়া যায়। ফিনাসটিরাইড একটি খাবার ঔষধ যা পুরুষদের টাক পড়া রোধে ভালই কাজ করে। তবে দীর্ঘমেয়াদী ব্যবহার করতে হয়। মেয়েদের এই ঔষুধে কাজ করে না। নির্বাচিত কিছু রোগীদের Hair transplant ক্ষেত্রে করা হয়। আমাদের দেশে এই চিকিৎসা সুবিধা আছে। PRP, নিজ রক্তের প্লেটলেট প্লাজমা থেরাপিতে অনেক সময়ে ভালো ফল পাওয়া যায়। এর ফলে চুল আগের মত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
বিস্তারিত তথ্যের জন্য কল করুন।

📲 #হটলাইনঃ📞 01715939633 📞01719026578 📞01718407328

⏰সকাল ০৯টা থেকে রাত ০৯ টা পর্যন্ত।
🏠ঠিকানাঃ বাড়ি # ০২,রোড #১৪/এ,সেক্টর # ০৪,উত্তরা,ঢাকা -১২৩০।।

13/03/2020

না পারে কইতে, না পারে সইতে,লজ্জার কালো মেঘ আমাদের জীবনের আনন্দময় দিগন্তকে ঢেকে রাখে।এই লজ্জার নাম,যৌন অক্ষমতা।
আমেরিকার ম্যাসাচুসেটস গবেষণায় দেখা গেছে সে দেশের প্রায় ৫২ শতাংশ চল্লিশোর্ধ্ব পুরুষই যৌন অক্ষমতায় ভুগছেন। আমাদের তিরিশের পরেই এই সমস্যা দেখা যায়।
অপর্যাপ্ত উত্থান এবং দ্রুত স্খলনের ফলে সন্তোষজনক যৌন সম্পর্ক স্থাপনে অক্ষমতা দেখা দিতে পারে।
৩ টি কারনে পুরুষের যৌন অক্ষমতা হয়, তাহলোঃ
ঃমনোদৈহিক--মনঃপীড়া,দুশ্চিন্তা, ভয়,লজ্জা,
ঃঅর্গানিক--স্নায়বিক(neurogenic),পুরুষাঙ্গর রক্তনালির সমস্যা (arterial), হরমোন ভারসাম্যহীনতা এবং কিছু ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে।
ঃমিক্সড--বেশিরভাগ অক্ষমতার কারন।
শুধুমাত্র লাইফ স্টাইল পরিবর্তন করেও এই লজ্জা থেকে আপনি মুক্তি পেতে পারেন।হাল্কা ব্যায়ামে বাড়তি মেদ ঝরিয়ে ফেলা,খাবারে চর্বি পরিহার করা,নেশা ও দুশ্চিন্তা এড়িয়ে সংগিকে নিয়ে আনন্দিত গোধূলি কিংবা জোতস্নায় গড়িয়ে পড়াই হতে পারে আসল দাওয়াই।
কারন মনো-দৈহিক যৌন অক্ষমতা এভাবেই সারিয়ে
দেয়া যায়।
কিন্তু বিপত্তি বাধে অংগের রক্তনালির সমস্যার কারনে
(vusculogenic and mixed) অক্ষমতা দেখা দিলে।
তাই সবার আগে একজন এন্ড্রোলজিষ্টের পরামর্শ নিয়ে
চিকিৎসা শুরু করুন।
চিকিৎসা নিতে বেশিরভাগ পুরুষই লজ্জা পায়।ফলে তারা আশ্রয় নেয় বন্ধুর উপদেশ, হেকিমি দাওয়াখানা,
কবিরাজি, গাছ গাছড়ার উপর। সাম্প্রতিক কালে ইউ টিউব টোটকা চিকিৎসাও চালু হয়েছে।এই দুর্বলতাকে
পুঁজি করে বিজ্ঞাপনের ফাঁদে ফেলে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে অপচিকিৎসকেরা।
সবচেয়ে ক্ষতিকর হচ্ছে ফার্মেসী থেকে যৌন উত্তেজক ঔষধ কিনে খাওয়া।এতে তরুণদের ক্ষতি হচ্ছে মাথা বিগড়ানো এবং যৌবনের শক্তি অসময়ে ক্ষয়ে যাওয়া।
আর বয়স্কদের বাড়ছে উচ্চ রক্তচাপ, হৃদরোগ,হার্ট এটাক, ব্রেইন ষ্ট্রোক,হার্ট ফেইলিউর,এরিথমিয়া এরকম
সব জীবনঘাতি রোগের ঝুঁকি।
সুতরাং নিরাপদে বৈধভাবে জীবনের ক্ষীনতম মুহুর্তগুলিকে আনন্দময় করে তুলতে বিজ্ঞান দাঁড়িয়েছে
অক্ষম পুরুষের পাশে।যে কোন বয়েসের যৌন অক্ষম
পুরুষের জন্যে আকু(ACKU) নিয়ে এসেছে জার্মানির বিশ্বখ্যাত রিচার্ড উলফ পিজো ওয়েভ মেশিন। এই মেশিনে উতপাদিত স্বল্পমাত্রার শক ওয়েভ (low intensity shock wave) বা শব্দতরঙ্গ পুরুষাঙ্গর টিসুতে প্রবেশ করে নতুন নতুন রক্তনালির সৃষ্টি করে
পুরুষাংগে রক্তচলাচল প্রবাহ বাড়িয়ে দেয়।যার ফলে
উত্থান সহজ হয় এবং স্খলন বিলম্বিত হয়।
বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন লিনিয়ার শক ওয়েভ টিস্যু
কাভারেজ (LSTC--ED)
এই পদ্ধতি সম্পূর্ণভাবে পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন ও ব্যথামুক্ত।ভর্তিও হতে হয়না।অবশও করা লাগেনা।
এবং সব বয়েসের সকল পুরুষের জন্যে নিরাপদ ও
দীর্ঘস্থায়ী।
যোগাযোগের জন্য মোবাইলঃ

📲 01718407328,01715939633

🏬ঠিকানাঃ
বাড়ি ০২,রোড ১৪/এ,সেক্টর ০৪,উত্তরা,ঢাকা ১২৩০।

মুখে বয়সের ছাপ কারোর আগে আসে, কারোর পরে।  মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে ত্বকের বয়স বৃদ্ধি পায়। তারুণ্য উজ্জ্বল দীপ্তিময়...
22/02/2020

মুখে বয়সের ছাপ কারোর আগে আসে, কারোর পরে। মানুষের বয়স বৃদ্ধির সাথে সাথে ত্বকের বয়স বৃদ্ধি পায়। তারুণ্য উজ্জ্বল দীপ্তিময় ত্বক সব নারীর কাম্য। অ্যান্টি এজিং এর জন্য সবথেকে প্রচলিত এবং আধুনিক ব্যবস্থা হল #হাইফু #আরএফ #পি_আর_পি ।

আপনার সৌন্দর্য বর্ধনে আপনাদের পাশে ডিএসপিসি বাংলাদেশ অতি আধুনিক মেডিকেল প্রযুক্তির সাথে স্বাস্থ্য ও সৌন্দর্য সচেতন ব্যক্তিদের সেবা করছেন।

বিস্তারিত জানতে বা এপয়েন্টমেন্টের জন্য কল করুন 01718407328

 বয়স্কজনিত কারণে আমাদের মুখের চামড়া কুঁচকে যায়। আবার অনেকক্ষেত্রে অতিরিক্ত দুঃশ্চিন্তার ফলেও মুখে বয়সের ছাপ চলে আসে। আপা...
17/02/2020


বয়স্কজনিত কারণে আমাদের মুখের চামড়া কুঁচকে যায়। আবার অনেকক্ষেত্রে অতিরিক্ত দুঃশ্চিন্তার ফলেও মুখে বয়সের ছাপ চলে আসে। আপাতদৃষ্টিতে এটি স্বাভাবিক মনে হলেও এর ফলে আপনার সৌন্দর্য হ্রাস পায় বহুগুণে।
বিশ্বব্যাপী চামড়া কুঁচকে যাওয়া জনিত সমস্যা সমাধানে ফিলার ট্রিটমেন্ট জনপ্রিয়। আর কুঁচকানো বা ঢিলে যাওয়া অংশের দাগ সারিয়ে চামড়াকে করে তুলুন একদম নতুন এবং লাবন্যময়।
এছাড়াও তারকাদের মতো দীর্ঘদিন তারুণ্যদীপ্ত, উজ্জ্বল ত্বক ধরে রাখতে HIFU সার্ভিস Best Choice. বয়স বাড়লেই শুরু হয়ে যায় কপালের ভাঁজ, চোখ এবং ঠোঁটের কোণে ভাঁজ। এর মূল কারণ কোলাজেন নিঃসরণ হার বয়স বাড়ার সাথে সাথে হ্রাস পায়। HIFU সার্ভিসটির সাহায্যে কোলাজেনের নিঃসরণ হার পুনরায় বৃদ্ধি পায় আর আপনি পাবেন টানটান, দৃঢ় ত্বকের নিশ্চয়তা। তাই তো হোমমেকার থেকে কর্পোরেট সার্ভিস হোল্ডার, সবার ত্বকের পরিচর্যায় DSPC Bangladesh নিয়ে এলো HIFU & RF Treatment যা নিমেষেই আপনাকে দেবে উজ্জ্বল, মসৃন ও আকর্ষণীয় মুখশ্রী। আপনিও যদি চামড়া কুঁচকে যাওয়া বা শিথিলতা নিয়ে চিন্তিত হয়ে থাকুন তাহলে চলে আসুন DSPC Bangladesh এ, আর অনায়াসেই ব্যস্ত জীবনের মাঝেও HIFU & RF করিয়ে নিতে পারবেন সহজেই।
এপয়েন্টমেন্ট বুকিং করতে বা যে কোন জিজ্ঞাসায় ফোন করুন 01718407328 নাম্বারে অথবা পেইজের ইনবক্সে মেসেজ করুন।
আমাদের ঠিকানা -
House #02, Road #14/A,Sector 04,Uttara, Bangladesh.

07/10/2019

বিপদে পড়লে মহানবী (সাঃ) – আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) মহান আল্লাহর দীন প্রতিষ্ঠাকালে

05/10/2019

আজকাল প্রায়ই আলোচিত শারীরিক জটিলতা গুলোর মধ্যে অন্যতম হলো মেরুদন্ডে ব্যথা। মেরুদন্ডে ব্যথা মানে সেটি হতে পারে মেরুদন্ড জুড়ে যে কোন জায়গায়। হতে পারে ঘাড়ে ব্যথা, পিঠের মাঝখানে ব্যথা কিংবা কোমরে ব্যথা। সাধারণত এ জটিলতা বয়স বাড়ার সাথে সাথে বাড়তে থাকে।

নানা কারণে মেরুদণ্ডে ব্যথা সৃষ্টি হয়ে থাকে। সাধারণত দেখা যায় মেরুদণ্ডের মাংসপেশি, লিগামেন্ট মচকানো বা আংশিক ছিঁড়ে যাওয়া, দুই কশেরুকার মধ্যবর্তী ডিস্ক সমস্যা, কশেরুকার অবস্থান পরিবর্তনের কারণে ব্যথা হয়ে থাকে। চলাফেরা, খুব বেশি ভার বা ওজন তোলা, মেরুদণ্ডের অতিরিক্ত নড়াচড়া, একটানা বসে বা দাঁড়িয়ে কোন কাজ করা, মেরুদণ্ডে আঘাত পাওয়া, সর্বোপরি কোমরের অবস্থানগত ভুলের জন্য এ ব্যথা দেখা যায়।

প্রচলিত ভাষায় এ জাতীয় ব্যথাকে মেরুদণ্ডের হাড়ের ক্ষয়, হাড়ের ফাঁক হয়ে যাওয়া বলা হয়ে থাকে।

প্রকৃতপক্ষে চিকিৎসাশাস্ত্রে এই জটিলতাকে ডিস্ক প্রোল্যাপ্স, হার্নিয়েটেড ডিস্ক বা স্পাইনাল স্টেনোসিস বলা হয়। ডিস্কের স্থানচ্যূতি বা সরে যাওয়ার মাত্রার ওপর নির্ভর করে ডিস্ক প্রোল্যাপ্স বা PLID রোগের জটিলতা।

অন্যান্য কারণের মধ্যে বয়সজনিত মেরুদণ্ডে ক্ষয় বা বৃদ্ধি, অস্টিওআথ্র্যাটিস বা গেঁটে বাত, অস্টিওপোরেসিস, এনকাইলজিং স্পনডাইলাইটিস, মেরুদণ্ডের স্নায়ুবিক সমস্যা, টিউমার, ক্যান্সার, বোন টিবি, কোমরের মাংসে সমস্যা,বিভিন্ন ভিসেরার রোগ বা ইনফেকশন, বিভিন্ন স্ত্রীরোগজনিত সমস্যা, মেরুদণ্ডের রক্তবাহী নালির সমস্যা, অপুষ্টিজনিত সমস্যা, মেদ বা ভুড়ি, অতিরিক্ত ওজন ইত্যাদি।

মেরুদন্ডের ব্যথার কারণ নির্ণয়ের জন্য প্রাথমিকভাবে যে পরীক্ষাগুলো করা হয় সেগুলোর মধ্যে প্রধান কয়েকটি হলো মেরুদণ্ডের এক্স-রে, সিটি স্ক্যান বা এমআরআই।

এই সমস্যার সমাধানে ৩ ভাবে চিকিৎসা দেওয়া হয়ে থাকে।

ফার্মাকোথেরাপিঃ চিকিৎসকরা রোগীকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর সাধারণত ব্যথানাশক এনএসএআইডিএস গ্রুপের ওষুধ, মাসল রিলাক্সজেন ও সেডেটিভজ জাতীয় ওষুধ দিয়ে থাকেন।

ফিজিওথরাপি :- কোমর ব্যথাজনিত সমস্যার অত্যাধুনিক চিকিৎসা হচ্ছে ফিজিওথেরাপি। এই চিকিৎসাব্যবস্থায় চিকিৎসক রোগীকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আল্ট্রাসাউন্ড থেরাপি, লাম্বার ট্রাকশন শর্টওয়েভ ডায়াথার্মি, অতিলোহিত রশ্মি, ইন্টারফেরেনশিয়াল থেরাপি, ইনফারেড রেডিয়েশন, ট্রান্স কিউটেনিয়াস ইলেকট্রিক নার্ভ ইস্টিমুলেটর, ইলেকট্রিক নার্ভ ও মাসেল ইস্টিমুলেটর, অটো মেনুয়াল ট্রাকশন, হাইড্রোথেরাপি, লেজার থেরাপি ও বিভিন্ন প্রকার ব্যায়ামের মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকেন।

সার্জারি :- যদি দীর্ঘদিন ফার্মাকোথেরাপি ও ফিজিওথেরাপি চিকিৎসা চালানোর পরও রোগীর অবস্থার পরিবর্তন না হয় রোগীকে অবস্থা অনুযায়ী কোমর-মেরুদন্ডের অপারেশন বা সার্জারির করানোর পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা।সার্জারির পরবর্তীতে রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নির্দেশ মতো নির্দিষ্ট ব্যায়াম দীর্ঘ দিন চালিয়ে যেতে হয়।

এই রোগের কম সময়ে সঠিক এবং উন্নত চিকিৎসার জন্য বর্তমান বিশ্বে ভারতের চিকিৎসাসেবা এখন বাংলাদেশে সবার প্রথম পছন্দ।
ঢাকার ভালো সব হসপিটালের বিখ্যাত সব ডাক্তারদের তত্ত্বাবধানে আপনার সাধ্যের মধ্যেই চিকিৎসা করতে চাইলে যোগাযোগ করুন DSPC Bangladesh এর সাথে। আপনার চিকিৎসার জন্য যাবতীয় পরামর্শ, ডাক্তার কিংবা হসপিটাল এপয়েন্টমেন্ট সব কিছুরই সমাধান পাচ্ছেন আমাদের কাছে।
যোগাযোগ করুন অথবা এসএমএস আমাদের পেইজে করুন -
01719026578,01715939633,01711789982

House 02, Road 14/A, Sector 04, Uttara, Dhaka 1230.
(বিঃদ্রঃ হোম সার্ভিস দেওয়া হয়)

# DSPC Bangladesh in Bangladesh

05/10/2019

ওজন বাড়লেই মনে হয় সব মেদ পেটেই জমছে, ভুড়ি নিয়ে মহা বিপদে আছেন? সুস্বাস্থ্যের জন্য তো বটেই, শারীরিক সৌন্দর্যের জন্যও নারী-পুরুষ উভয়েই ভাবেন ওজন কমাবেন। পেটের মেদ হৃদ রোগের সাথে জড়িত সেই সাথে উচ্চ রক্তচাপ, স্ট্রোক, কিডনির রোগ এমনকি ক্যান্সার হবার সম্ভাবনাও থাকে। এখন আপনি ও মুক্তি পেতে পারবেন এই সমস্যা থেকে।
DSPC Bangladesh দিচ্ছে এর সঠিক সমাধান। আমাদের এক্সপার্টরা রয়েছেন সর্বদা আপনার পাশে। বিস্তারিত জানতে পেইজে যোগাযোগ করুন।

DSPC BANGLADESH এর বিভিন্ন অফার নিয়ে আরও বিস্তারিত জানতে ইনবক্স বা ফোন করুনঃ
উত্তরা সেন্টারে - 01711789982, 01719026578,01715939633,01625983043

23/07/2019
22/03/2019

“বাসা ও স্কুলে শিখবে শিশু সবখানে”

সম্মানিত,
জনাব,
সালাম নিবেন,
বাবা ও মাকে বাসায় শিশুদের সময় দিতে হবে। যারা চাকরি করেন ও বাচ্চাদের সময় দিতে পারেন না তারা অন্যের সেবা নিয়ে থাকেন ।

“ আমাদের সেবা সমুহ”
১. কাউন্সিলিং করা ।
২. বিশেষ শিশুদের চাহিদা অনুযায়ী পড়ানো।
৩.খেলার চর্চা করা।
৪. সামাজিক গল্প শোনানো।
৫. বেড়ানো।
৬. কম্পিউটার শিক্ষা।
৭. ভোকেশোনালের শিক্ষা।
এই সেবা সমূহ বাসায় গিয়ে শিক্ষকরা প্রদান করবেন।

যোগাযোগ 01711789982

Address

Army Golf Club, Airport Road, Dhaka Cantonment, Dhaka-1206
Dhaka
1218

Telephone

01711789982

Website

Alerts

Be the first to know and let us send you an email when Movement Physiotherapy & Rehabilitation Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Movement Physiotherapy & Rehabilitation Center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram