31/05/2025
বৃষ্টি আল্লাহর রহমত। জ্বীন-জাদুর থেকে মুক্তির উপায়ও নিয়ত করে বৃষ্টিতে ভেজা।। বৃষ্টিতে ভেজার কারণে জ্বর হয় না। যাদের জ্বীন জাদু সমস্যা আছে বা শারীরিক কোন সমস্যা আছে সাথে বৃষ্টিতে ভিজতে ভয় পায়, না জানি সরদি, জ্বর বা অসুস্থতা আসে। তাদেরই সমস্যা দেখা দেয়।
বৃষ্টিতে বের হওয়া ও কাপড় ভেজানো সুন্নত। অনেক সময় বৃষ্টি হলে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বৃষ্টিতে ভিজতেন। আনাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সঙ্গে ছিলাম, এ সময় বৃষ্টি শুরু হলো। আল্লাহর রাসুল (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার শরীরের ওপরের অংশ থেকে কাপড় সরিয়ে দিলেন। ফলে তাঁর শরীর ভিজে গেল। আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসুল! আপনি কেন এ রকম করলেন? তিনি উত্তরে বললেন,لِأَنَّهُ حَدِيثُ عَهْدٍ بِرَبِّهِ تَعَالَىযেহেতু মহান প্রভুর কাছ থেকে সদ্য আগত (তাই আমি শরীরে লাগিয়ে নিলাম বরকতের জন্য)। (সহিহ মুসলিম: ১৯৫৬)
নিজের এবং পরিবার অন্যদের নিয়ে সুস্থতায় রুকইয়াহর নিয়্যাতে বৃষ্টিতে ভিজার চেষ্টা করলে ভালো হয়, আর এই ঘোর বর্ষায় ভিজার সুযোগও আছে আলহামদুলিল্লাহ। । দুঃশ্চিন্তা, ভয়, বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যা, ওসিডি কিংবা ওয়াসওয়াসা, শারীরিক দুর্বলতা, অবসাদ, নজরজনিত সমস্যার জন্য প্রচুর পরিমাণে বৃষ্টিতে ভিজুন। এতে করে আইন, হাসাদ নষ্ট হবে,ইনশাআল্লাহ।হয়তো এইবার এই বৃষ্টিই আপনার অনেক সুস্থতা বয়ে আনবে।
সুরা আনফাল আয়াত ১১,
❝যখন তিনি (আল্লাহ) তাঁর পক্ষ থেকে প্রশান্তির জন্য তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন, আকাশ হতে বারি বর্ষণ করেন, (উদ্দেশ্য ছিল) তোমাদেরকে এর দ্বারা পবিত্র করবেন এবং তোমাদের হতে শাইতানের কু-মন্ত্রনা দূর করবেন, আর তোমাদের হৃদয়কে সুদৃঢ় করবেন এবং তোমাদের পা স্থির ও প্রতিষ্ঠিত রাখবেন।❞
এছাড়াও, এখন বর্ষাকাল তাই ঝড় বাদল আর ব্জ্রপাত এর সময়।তাই মনোযোগ সহকারে দিল লাগিয়ে বজ্রপাত শোনার চেষ্টা করুন, কারণ শইত্বান ব্জ্রপাত এর শব্দ ভয় পায়।
দুয়া করুন যাতে, ব্জ্রপাত এর সময় শইত্বান এর ধংস্ব হয়ে আল্লাহতায়ালা জ্বীন জাদু মুক্ত করেন।
সমস্যা বেশি হলে বা হিজামা রুকইয়াহ করাতে চাইলে যোগাযোগ করুন
কল দিন বা হোয়াটসএ্যাপে নক দিন: 01886-224884
"Darul Ilaj Hijama Ruqyah Center, Badda, Dhaka
২০১৫ সাল থেকে সম্পূর্ণ নিরাপদ ও সর্বোচ্চ হাইজেন অনুসরণে হিজামা ও কুরআন ও সহীহ সুন্নাহ ভিত্তিক, তাবীজ-শিরক-কুফরমুক্ত রুকইয়াহ সেবা প্রতিষ্ঠান। মহিলা থেরাপিস্ট আছেন। হোম সার্ভিসও দেয়া যাবে।
বিস্তারিত: https://www.facebook.com/DarulIlajHijama/
👍🏻 রুকইয়াহ ও হিজামা সম্পর্কে জানতে আমাদের পেইজ Follow করতে পারেন]
ঠিকানা: গ-২৭/১, ত্রিশ একর মসজিদের পাশের বেকারীর বিল্ডিংয়ের ২য় তলা, বাশঁতলা, শাহজাদপুর, বাড্ডা, ঢাকা
Google Map Location:
https://maps.app.goo.gl/jvWxxcchx1i4tzeS7"