Darul Ilaj Hijama Ruqyah Center

Darul Ilaj Hijama Ruqyah Center Hijama Home Service
(1)

হিজামা, রুকইয়া ও সুন্নাহভিত্তিক চিকিৎসার বিশ্বস্ত কেন্দ্র।
আমরা ২০১৫ সাল থেকে অভিজ্ঞ হিজামা থেরাপিস্ট দ্বারা হিজামা ও সহীহ আকীদাহর রাক্বী দ্বারা কুরআন-সুন্নাহর আলোকে জ্বীন, জাদু, বদনজর বা ওয়াসওয়াসা, মানসিক শারীরিক রোগের চিকিৎসার চেষ্টা করে আসছি।

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল
03/07/2025

সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল

সকাল সন্ধ্যায় সাত বার করে নিয়মিত এই দোয়া পাঠ করুন,أَعُوذُ بكَلِمَاتِ اللَّهِ التَّامَّةِ مِن كُلِّ شيطَانٍ وهَامَّةٍ ومِنْ كُلِّ عَيْنٍ لَام....

শুনতে থাকুন মুখস্ত হয়ে যাবে: যাবতীয় দুঃখ ও দুশ্চিন্তা দূর হবে Dua for anxiety and sorrow
25/06/2025

শুনতে থাকুন মুখস্ত হয়ে যাবে: যাবতীয় দুঃখ ও দুশ্চিন্তা দূর হবে Dua for anxiety and sorrow

দুঃখ ও দুশ্চিন্তার সময় পড়ার দো‘আ #২اَللّٰهُمَّ اِنِّيْٓ اَعُوْذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْن....

20/06/2025

কি রুকইয়াহ করবো হুজুর- মেয়েতো আমল করে না! | Darul Ilaj 01886-224884 ‍ #হিজামা #রুকইয়াহ #ইসলামিক_চিকিৎসা #সুন্নাহ_চিকিৎসা #আয়ুর্বেদিক #ইউনানি ilaj #শিঙ্গা #জ্বিন #জাদু #তাবীজ #কবজ #বান_মারা #বশিকরন

যাদের জ্বিন জাদুর সমস্যা আছে এটি একটি শক্তিশালী রুকইয়াহ ইন শা আল্লাহ। এই রুকইয়াহটি নিয়মিত শুনুন
16/06/2025

যাদের জ্বিন জাদুর সমস্যা আছে এটি একটি শক্তিশালী রুকইয়াহ ইন শা আল্লাহ। এই রুকইয়াহটি নিয়মিত শুনুন

এই রুকইয়াহটি সৌদি আরবের বিখ্যাত ইমাম মুহাম্মদ আল-লুহাইদান (حفظه الله) এর কণ্ঠে কুরআনের আয়াত দ্বারা পাঠ করা হয়েছে, যা জ...

রাসূলুল্লাহ সা. মেরাজে গেলে ফেরেশতারা হিজামার নির্দেশ দেন | Darul Ilaj     আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
16/06/2025

রাসূলুল্লাহ সা. মেরাজে গেলে ফেরেশতারা হিজামার নির্দেশ দেন | Darul Ilaj

আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

রাসূলুল্লাহ সা. মেরাজে গেলে ফেরেশতারা হিজামার নির্দেশ দেন | Darul Ilaj 📌 এই ভিডিওটি Darul Ilaj Hijama & Ruqyah Center থেকে তৈরি। ...

07/06/2025
https://youtu.be/IWAqnHEqni4
05/06/2025

https://youtu.be/IWAqnHEqni4

এই ২টি ভুল এড়িয়ে বিয়ের সিদ্ধান্ত নিন | বিয়ের আগে ভুল করবেন না িসমিল্লাহির রাহমানির রাহিমএই ভিডিওতে আলোচনা করা ...

https://youtube.com/shorts/a_rbWk4m0Qw?feature=share
31/05/2025

https://youtube.com/shorts/a_rbWk4m0Qw?feature=share

শুনতে থাকুন মুখস্ত হয়ে যাবে: টয়লেটে ঢুকার ও বের হওয়ার দুআ | Darul Ilaj 🚽 টয়লেটে প্রবেশের সময় দুআ:📖 আরবী:اللَّهُمَّ إِنِّ...

ইবনে আব্বাস রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ দিনগুলোর তুল...
31/05/2025

ইবনে আব্বাস রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ দিনগুলোর তুলনায় কোনো আমল-ই অন্য কোন সময় উত্তম নয় । তারা বলল : জিহাদও না ? তিনি বললেন : জিহাদও না, তবে যে ব্যক্তি নিজের জানের শঙ্কা ও মাল নিয়ে বের হয়েছে, অতঃপর আর ফিরে আসেনি। (বুখারী)
#সাদাকায়ে_জারিয়ার_লাভে_শেয়ার_করুন
ইবনে ওমর রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন : রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট কোন দিন প্রিয় নয়, আর না তাতে আমল করা, এ দশ দিনের তুলনায়। সুতরাং তাতে তোমরা বেশী করে তাহলীল, তাকবীর ও তাহমীদ পাঠ কর। (তাবারানী ফীল মুজামিল কাবীর)
উলামায়ে কেরাম বলেছেন : যিলহজ্জ মাসের দশদিন সর্বোত্তম দিন, আর রমযান মাসের দশ রাত, সব চেয়ে উত্তম রাত।
#যিলহজ্জের_১ম_১০_দিনে_করণীয়ঃ
১) তাহবীহ, তাহলীল, তাহমীদ ও তাকবীর পাঠ করা। অর্থাৎ বিভিন্ন দোয়া ও জিকিরসমূহ পাঠ করা।
২) ১ তারিখ থেকে কুরবানির আগ পর্যন্ত চুল, নখ ইত্যাদি না কাঁটা।
৩) বেশি বেশি কুরআন, হাদীস ও ইসলামী সাহিত্য পাঠ করা।
৪) দাওয়ার কাজ বাড়িয়ে দেয়া।
৫) সালাতে নিমঘ্ন থাকা। ফরয সালাতে দেরী না করা, নফল সালাতগুলোতে গুরুত্ব দেয়া। রাতে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা।
৬) সিয়াম পালন করা। বিশেষ করে আরাফার দিবসের রোজা। ১ থেকে ৯ তারিখ রোযা রাখা যায়।
হাজী ছাড়া অন্যদের জন্য আরাফার দিনের রোজা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, তিনি আরাফার দিনের রোজার ব্যাপারে বলেছেন : আমি আল্লাহর কাছে আশাবাদী, ইহা পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের গুনার কাফ্ফারা হবে। (মুসলিম)
৭) যাবতীয় গুনাহ থেকে বিরত থাকা। অপরকে বিরত রাখা।
৮) গুনাহের জন্য বেশি বেশি তাওবাহ ও ইসতেগফার করা।
৯) আরাফার দিনে বেশি বেশি ইবাদাত করা।
১০) যিলহজ্জের চাঁদ ওঠার পর থেকে শুরু করে তাশরীকের দিনের শেষ পর্যন্ত অর্থাৎ ১৩ তারিখের আসর পর্যন্ত ১৩দিন তাকবীর বলা।
তাকবীর বলার পদ্ধতি :
” الله أكبر، الله أكبر، لا إله إلا الله والله أكبر، الله أكبر ولله الحمد “
আল্লাহর যিকির বুলন্দ ও সর্বত্র ব্যাপক করার নিয়তে পুরুষদের জন্য মসজিদে, বাজারে, বাড়িতে ও সালাতের পশ্চাতে পূর্বে উচ্চ স্বরে তাকবীর পাঠ করা সুন্নত।
১১) বেশি বেশি সাদাকাহ করা।
১২) অনর্থক কাজ ও কথা থেকে দূরে থাকা। ইত্যাদি
আসুন, রামাদানের পর ইবাদাতে যতটুকু পিছিয়ে গেছি তা এই দশকের গুরুত্ব উপলব্ধি করে আগিয়ে নেই। আল্লাহ তাওফিক দিন।

#হিজামা বা #রুকইয়াহ করাতে যোগাযোগ করুন
Darul Ilaj Hijama Ruqyah Center, Badda, Dhaka
২০১৫ সাল থেকে সম্পূর্ণ নিরাপদ ও সর্বোচ্চ হাইজেন অনুসরণে হিজামা ও কুরআন ও সহীহ সুন্নাহ ভিত্তিক, তাবীজ-শিরক-কুফরমুক্ত রুকইয়াহ সেবা প্রতিষ্ঠান। মহিলা থেরাপিস্ট আছেন। হোম সার্ভিসও দেয়া যাবে।
বিস্তারিত: https://www.facebook.com/DarulIlajHijama/
👍🏻 রুকইয়াহ ও হিজামা সম্পর্কে জানতে আমাদের পেইজ Follow করতে পারেন]
ঠিকানা: গ-২৭/১, ত্রিশ একর মসজিদের পাশের বেকারীর বিল্ডিংয়ের ২য় তলা, বাশঁতলা, শাহজাদপুর, বাড্ডা, ঢাকা Whatsapp: 01886-224884
Google Map Location:
https://maps.app.goo.gl/jvWxxcchx1i4tzeS7"

31/05/2025

রুকইয়াহ শুনলে যদি বমি বমি ভাব হয় তাহলে এই রুকইয়াহটি প্রতিদিন ২বার শুনুন। বমি করার চেষ্টা করুন। খাওয়ানো ও পান করানো যাদু ধ্বংসকারী #রুকইয়াহ! | مهلكة ومزلزلة السحر المأكول والمشروب | Darul Ilaj

রুকইয়াহ শুনার আগে পড়া পানি খেয়ে নিবেন, যেখানে বসবেন, পানি স্প্রে করবেন। শরীরে তেল মালিশ করে নিবেন। শোনার আগে নিয়ত করবে, দুআ করবে। মনোযোগ দিয়ে শুনবেন। পায়ে প্রবলেম হলে, পানি আর লবণ পানিতে পা চুবিয়ে বসবেন। কোথাও ব্যাথা বা ভার হলে, কাউকে দিয়ে তেল মালিশ করবেন। এইভাবে পুরোটা শুনবেন।

🔥 مهلكة ومزلزلة السحر المأكول والمشروب | Powerful Ruqyah for Eaten & Drunk Sihr 🔥 খাওয়ানো ও পান করানো যাদুর ধ্বংসকারী রুকইয়াহ!

📌 এই ভিডিওটি Darul Ilaj Hijama & Ruqyah Center থেকে তৈরি।
দারুল ইলাজ ২০১৫ সাল থেকে সম্পূর্ণ নিরাপদ ও সর্বোচ্চ হাইজেন অনুসরণে হিজামা ও কুরআন ও সহীহ সুন্নাহ ভিত্তিক, তাবীজ-শিরক-কুফরমুক্ত রুকইয়াহ সেবা দিয়ে আসছে। অভিজ্ঞ মহিলা থেরাপিস্ট আছেন। এছাড়া বয়স্ক ও অক্ষম রোগীদের হোম সার্ভিসও দেয়া হয়।
👍🏻 রুকইয়াহ ও হিজামা সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেইজ Follow করতে পারেন এবং ইউটিউব ও মাহফিল চ্যানেল সাবসক্রাইব করতে পারেন।
আমাদের সেবাসমূহ:
✅ সম্পূর্ণ নিরাপদ ও প্রাকৃতিক হিজামা / শিঙ্গা / কাপিং থেরাপী সেবা
✅ জ্বীন/জাদু/তাবীজ-কুফর-শিরক মুক্ত রুকইয়াহ শরইয়াহ
✅ আধ্যাত্মিক ও মানসিক চিকিৎসা ও কাউন্সেলিং
✅ আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসা
আমাদের বৈশিষ্ট্যসমূহ:
✅ অভিজ্ঞ থেরাপিস্ট ও রাকিদের দ্বারা সেবা প্রদান
✅ কুরআন, সহী সুন্নাহ, সালফে সালেহিনদের অনুসরণ
✅ মহিলা রোগীদের হিজামা করাতে মহিলা থেরাপিস্ট
✅ সম্পূর্ণ পর্দার পরিবেশ নিশ্চিতকরণ
✅ সেবা পরবর্তী সার্বক্ষনিক পরামর্শ প্রদান
✅ হোম সার্ভিস সুবিধা

🕌 আমাদের কেন্দ্র: ঠিকানা: গ-২৭/১, ত্রিশ একর মসজিদের পাশের বেকারীর বিল্ডিংয়ের ২য় তলা, বাশঁতলা, শাহজাদপুর, বাড্ডা, ঢাকা
📞 যোগাযোগ: +8801886224884
🌐 ওয়েবসাইট: www.darulilaj.com
📩 ইনবক্স করুন পেইজে বা WhatsApp: +8801886224884

👇 দাওয়াহ ছড়িয়ে দিন – ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ইনশাআল্লাহ।
















































#الحسد
#العين
#السحر
#سورة


#التابعة

#العقد





#العلم
#الدين






#হিজামা #রুকইয়াহ #ইসলামিক_চিকিৎসা #সুন্নাহ_চিকিৎসা #আয়ুর্বেদিক #ইউনানি ilaj #শিঙ্গা #জ্বিন #জাদু #তাবীজ #কবজ #বান_মারা #বশিকরন

বৃষ্টি আল্লাহর রহমত। জ্বীন-জাদুর থেকে মুক্তির উপায়ও নিয়ত করে বৃষ্টিতে ভেজা।। বৃষ্টিতে ভেজার কারণে জ্বর হয় না। যাদের জ্বী...
31/05/2025

বৃষ্টি আল্লাহর রহমত। জ্বীন-জাদুর থেকে মুক্তির উপায়ও নিয়ত করে বৃষ্টিতে ভেজা।। বৃষ্টিতে ভেজার কারণে জ্বর হয় না। যাদের জ্বীন জাদু সমস্যা আছে বা শারীরিক কোন সমস্যা আছে সাথে বৃষ্টিতে ভিজতে ভয় পায়, না জানি সরদি, জ্বর বা অসুস্থতা আসে। তাদেরই সমস্যা দেখা দেয়।
বৃষ্টিতে বের হওয়া ও কাপড় ভেজানো সুন্নত। অনেক সময় বৃষ্টি হলে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বৃষ্টিতে ভিজতেন। আনাস (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আল্লাহর রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সঙ্গে ছিলাম, এ সময় বৃষ্টি শুরু হলো। আল্লাহর রাসুল (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) তার শরীরের ওপরের অংশ থেকে কাপড় সরিয়ে দিলেন। ফলে তাঁর শরীর ভিজে গেল। আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসুল! আপনি কেন এ রকম করলেন? তিনি উত্তরে বললেন,لِأَنَّهُ حَدِيثُ عَهْدٍ بِرَبِّهِ تَعَالَىযেহেতু মহান প্রভুর কাছ থেকে সদ্য আগত (তাই আমি শরীরে লাগিয়ে নিলাম বরকতের জন্য)। (সহিহ মুসলিম: ১৯৫৬)

নিজের এবং পরিবার অন্যদের নিয়ে সুস্থতায় রুকইয়াহর নিয়্যাতে বৃষ্টিতে ভিজার চেষ্টা করলে ভালো হয়, আর এই ঘোর বর্ষায় ভিজার সুযোগও আছে আলহামদুলিল্লাহ। । দুঃশ্চিন্তা, ভয়, বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যা, ওসিডি কিংবা ওয়াসওয়াসা, শারীরিক দুর্বলতা, অবসাদ, নজরজনিত সমস্যার জন্য প্রচুর পরিমাণে বৃষ্টিতে ভিজুন। এতে করে আইন, হাসাদ নষ্ট হবে,ইনশাআল্লাহ।হয়তো এইবার এই বৃষ্টিই আপনার অনেক সুস্থতা বয়ে আনবে।
সুরা আনফাল আয়াত ১১,
❝যখন তিনি (আল্লাহ) তাঁর পক্ষ থেকে প্রশান্তির জন্য তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন, আকাশ হতে বারি বর্ষণ করেন, (উদ্দেশ্য ছিল) তোমাদেরকে এর দ্বারা পবিত্র করবেন এবং তোমাদের হতে শাইতানের কু-মন্ত্রনা দূর করবেন, আর তোমাদের হৃদয়কে সুদৃঢ় করবেন এবং তোমাদের পা স্থির ও প্রতিষ্ঠিত রাখবেন।❞
এছাড়াও, এখন বর্ষাকাল তাই ঝড় বাদল আর ব্জ্রপাত এর সময়।তাই মনোযোগ সহকারে দিল লাগিয়ে বজ্রপাত শোনার চেষ্টা করুন, কারণ শইত্বান ব্জ্রপাত এর শব্দ ভয় পায়।
দুয়া করুন যাতে, ব্জ্রপাত এর সময় শইত্বান এর ধংস্ব হয়ে আল্লাহতায়ালা জ্বীন জাদু মুক্ত করেন।
সমস্যা বেশি হলে বা হিজামা রুকইয়াহ করাতে চাইলে যোগাযোগ করুন
কল দিন বা হোয়াটসএ্যাপে নক দিন: 01886-224884

"Darul Ilaj Hijama Ruqyah Center, Badda, Dhaka
২০১৫ সাল থেকে সম্পূর্ণ নিরাপদ ও সর্বোচ্চ হাইজেন অনুসরণে হিজামা ও কুরআন ও সহীহ সুন্নাহ ভিত্তিক, তাবীজ-শিরক-কুফরমুক্ত রুকইয়াহ সেবা প্রতিষ্ঠান। মহিলা থেরাপিস্ট আছেন। হোম সার্ভিসও দেয়া যাবে।
বিস্তারিত: https://www.facebook.com/DarulIlajHijama/
👍🏻 রুকইয়াহ ও হিজামা সম্পর্কে জানতে আমাদের পেইজ Follow করতে পারেন]
ঠিকানা: গ-২৭/১, ত্রিশ একর মসজিদের পাশের বেকারীর বিল্ডিংয়ের ২য় তলা, বাশঁতলা, শাহজাদপুর, বাড্ডা, ঢাকা
Google Map Location:
https://maps.app.goo.gl/jvWxxcchx1i4tzeS7"

30/05/2025

শয়তান যতই ভয় দেখাক, সে আসলে দুর্বলই।কুরআন বলছে — إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًاশয়তান ভয় দেখায়, বিভ্রান্ত করে, কিন্...

Address

Ga-27/1, 1st Floor, Near 30 Acore Bayturnoor Zam-e-Moshjid, Bashtola, Shahjadpur, Gulshan
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Darul Ilaj Hijama Ruqyah Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Darul Ilaj Hijama Ruqyah Center:

Share

Category

Hijama Service at your home

With 4 years of Experiance in Hijama Therapy Sector, we received many of our brothers and sisters requested us if we can provide the cupping therapy in their own home that will be more helpful for them. Many patients are not able to come to the therapy center for their age and illness but need hijama service. We are here for them. Allah recovers you from all kind of illness.