Dr.Arif Uddin BHMS "Homeopath"

Dr.Arif Uddin BHMS "Homeopath" হোমিওপ্যাথি চিকিৎসা ও পরামর্শের জন্য যোগাযোগ করুন,, 01629478383 (WhatsApp, imo,Telegram).

03/11/2023
সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ,  মিরপুর ১৪,ঢাকা।
02/11/2023

সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, মিরপুর ১৪,ঢাকা।

লক্ষণভিত্তিক ডেঙ্গু জ্বরের চিকিৎসা হোমিওপ্যাথি তে দ্রুত আরোগ্য হয়। সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভা...
13/10/2023

লক্ষণভিত্তিক ডেঙ্গু জ্বরের চিকিৎসা হোমিওপ্যাথি তে দ্রুত আরোগ্য হয়। সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের বর্হিবিভাগে প্রতিদিন ডেঙ্গু জ্বরের চিকিৎসা বরাবরই দিয়ে আসছে।
প্রয়োজনে ডেঙ্গু আক্রান্ত রোগীগন চিকিৎসার জন্য যোগাযোগ করে ও আসতে পারেন।।
01629-478383 ,01739466927

হোমিওপ্যাথি চিকিৎসা নিন,  সুস্থ থাকুন।01629-478383
13/10/2023

হোমিওপ্যাথি চিকিৎসা নিন, সুস্থ থাকুন।
01629-478383

এডিনয়েড গ্রন্থি কী: নাকের পেছনে এডিনয়েড গ্রন্থি থাকে। এটি গঠনগত দিক থেকে টনসিলের মতো। এডিনয়েড বাইরে থেকে দেখা যায় না। কা...
05/02/2023

এডিনয়েড গ্রন্থি কী:
নাকের পেছনে এডিনয়েড গ্রন্থি থাকে। এটি গঠনগত দিক থেকে টনসিলের মতো। এডিনয়েড বাইরে থেকে দেখা যায় না। কারণ আমাদের তালুর ওপরে এডিনয়েড থাকে। কাজেই এটা খালি চোখে দেখার কোনো উপায় নেই।
এডিনয়েড দেখতে হলে এক্স-রে করতে হবে বা বিশেষ ধরনের অ্যান্ড্রোস্কোপ (Nasoendoscope) আছে, সেগুলো দিয়ে দেখা যেতে পারে।

শিশুর ঘনঘন ঠান্ডা লাগার কারণে নাকের পেছনে এডিনয়েড গ্রন্থি বড় হয়ে যায়। যার কারণে নাকের মাংস বাড়ে।
এডিনয়েড গ্রন্থি বড় হলে যেসব সমস্যা হয়:

১. শিশু মুখ হাঁ করে ঘুমায়। রাতে ঘুমের মধ্যে শব্দ হয় বা নাক ডাকে। এ সমস্যা বেশিমাত্রায় হলে ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে আসতে পারে। যাকে চকিং বলে। ঘুমের মধ্যে কিছু সময়ের জন্য দম বন্ধ থাকতে পারে। যাকে অবস্ট্রাকটিভ স্লিপ এপনিয়া বলে।
২. শিশু ঘনঘন সর্দি-কাশিতে ভোগে। একবার সদি-কাশি হলে তা সহজে সারতে চায় না।
৩. সর্দি গলার পেছন থেকে ইউস্টেশিয়ান টিউবের মাধ্যমে কানে চলে যায়। ফলে কানে ঘনঘন ব্যথা, কানে ইনফেকশন, কানের পর্দা ফেটে যাওয়া, কানের ভেতর পানি জমা, কানে কম শোনা বা গ্লুইয়ার সমস্যা হতে পারে।
৪. এডিনয়েডের কারণে ঘনঘন গলার ইনফেকশন, খুসখুসে কাশি, গলার স্বর বসে যাওয়া হতে পারে।
৫. শরীরের ভেতর অক্সিজেনের স্বল্পতার জন্য ঘুম ঘুম ভাব, পড়ালেখা ও স্কুলে অমনোযোগী হওয়া, বুদ্ধিমত্তা কমে যাওয়ার মতো সমস্যা হয়। রাতে বিছানায় প্রস্রাবও করতে পারে।
এসব উপসর্গ দেখলে বুঝবেন শিশু এডিনয়েডের সমস্যায় ভুগছে।

এডিনয়েডের সঙ্গে কানের সম্পর্ক:
কানের সঙ্গে উর্ধ্বশ্বাসনালীর সংযোগ রক্ষাকারী পথটিকে বলা হয় ইউস্টেসিয়ান টিউব। এর পাশেই থাকে এডিনয়েড। তাই এডিনয়েড বড় হলে ইউস্টেসিয়ান টিউবের পথটি রুদ্ধ হয়ে পড়তে পারে। ফলে মধ্যকর্ণে শ্লেষ্মা আবদ্ধ অবস্থায় জমে যেতে পারে, কানে ব্যথা হতে পারে এবং অবস্থাভেদে শিশু কানে কম শুনতে পারে। এডিনয়েড বড় হয়ে যাওয়ার কারণে শিশুর নাক বন্ধ থাকে। ফলে শিশু মুখ দিয়ে শ্বাস নেয়।
এই মুখ দিয়ে শ্বাস নেয়ার কারণে শিশুর খাবার গ্রহণে বিলম্ব কিংবা অসুবিধা হয়। এছাড়া শিশুর মুখের কোনা দিয়ে লালা পড়তে পারে। দীর্ঘদিন এ অবস্থা চলতে থাকলে শিশুর উপরের পাটির সামনের দাঁত উঁচু হয়ে যায়, মাড়ি নরম হয়ে পড়ে, নাক চেপে যায়, সর্বোপরি চেহারায় একটা হাবাগোবা ভাব চলে আসে। সামগ্রিকভাবে এই উপসর্গসমূহের কারণে শিশুর চেহারায় যে পরিবর্তন সূচিত হয় তাকে বলা হয় ‘এডিনয়েড ফেসিস’।
#কিছু_গুরুত্বপূর্ণ_হোমিওপ্যাথিক_মেডিসিন:
cal carb, cal flour, car, iod,merc, nat mur, staphy, spigelia, sulphur, thuja, tub.
Dr.Arif Uddin

সন্তানদের ভালো মানুষ না করতে পারাটা ব্যর্থতা 😭
27/12/2022

সন্তানদের ভালো মানুষ না করতে পারাটা ব্যর্থতা 😭

মেডিক্যাল সংবাদ করার সময় অবশ্যই একজন চিকিৎসক এর থেকে ভালো ভাবে জেনে সংবাদ লিখুন অথবা অল্প বিদ্যা ভয়ংকর, প্রমান হয়ে যায়।প...
05/11/2022

মেডিক্যাল সংবাদ করার সময় অবশ্যই একজন চিকিৎসক এর থেকে ভালো ভাবে জেনে সংবাদ লিখুন অথবা অল্প বিদ্যা ভয়ংকর, প্রমান হয়ে যায়।
প্রস্টেট শুধুমাত্র পুরুষদের হয়।

13/10/2022

মায়ের বুকের দুধে প্লাস্টিক কণা পেলেন বিজ্ঞানীরা।

28/09/2022

আধ ঘণ্টা পানিতে ভাসা আড়াই বছরের শিশু জীবিত উদ্ধার!

24/09/2022

গৃহপালিত পশুপ্রাণীর ভয় কাজ করলে গুরুত্বপূর্ণ ১ টি ওষুধ।
MIND, FEAR, Animals of, Domestic -
CHINA OFFICINALIS
(synthesis repertory)

23/09/2022

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Arif Uddin BHMS "Homeopath" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category