Hijama therapy হিজামা থেরাপি

Hijama therapy হিজামা থেরাপি হিজামা সহজ,নিরাপদ ও অত্যন্ত কার্যকরী একটি চিকিৎসা। হোম সার্ভিস 01859885554

07/10/2025

Sunnah date 12/14/16 october 2025 inshallah 01859-885554 for appointment

22/09/2025

মালয়েশিয়ান এক ভাই হিজামা নিয়েছেন । আমার কাছে ভালো লেগেছে একজন ভিনদেশী আগ্রহের সাথে হি জামা নিয়েছেন। তাই ভিডিও করলাম...

অনেকে এখনো মনে করেন, হিজামার মাধ্যমে “বদ রক্ত” বের হয়।কিন্তু আসলে রক্ত কখনোই খারাপ বা দূষিত হয় না।👉 আমাদের রক্তে এমন কিছ...
22/09/2025

অনেকে এখনো মনে করেন, হিজামার মাধ্যমে “বদ রক্ত” বের হয়।
কিন্তু আসলে রক্ত কখনোই খারাপ বা দূষিত হয় না।
👉 আমাদের রক্তে এমন কিছু waste materials জমা হয়, যা রক্তের কোয়ালিটি ও শরীরের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলে।আমাদের রক্তের কোয়ালিটি কে নষ্ট করে দেয়।
হিজামার মাধ্যমে যে রক্ত বের হয়, সেখানে সাধারণত এগুলোর পরিমাণ বেশি পাওয়া যায়, যেমন:
🧪 Bilirubin
💧 Uric Acid
⚡ Creatinine
🩸 Urea

✅ তাই হিজামা শরীরের জন্য একধরনের ডিটক্সিফিকেশন প্রক্রিয়া, যা waste clearance এ সহায়তা করে।

💬 এখন আপনাদের জন্য প্রশ্ন:
শরীরে আরও কী কী ধরণের waste materials জমা হতে পারে বলে মনে করেন❓
👉 কমেন্টে লিখে জানান

©An Nahyan Medical Practice

14/09/2025

১৪ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত এই মাসের শেষ সুন্নাহ তারিখ শুরু হল । মানে ২১ রবিউল আউয়াল । এছাড়াও সাপ্তাহিক সুন্নাহ তারিখ আছে সোম মঙ্গল বৃহস্পতি বার । তবে মাসিক সুন্নাহ তারিখ টি সর্বোত্তম।

14/09/2025

🌹 হযরত আবূ হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখে হিজামা লাগাবে,এ হিজামা তার সকল রোগের নিরাময়কারী হবে। [আবূ দাউদ শরীফ ৩৮৬১]

14/09/2025

হিজামার পূর্বে টক্সিন সাবস্টেন্স রিলিজের জন্য ও ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য মাসাজ কাপিং এর একটা ইম্পর্টেন্ট রোল রয়েছে।

মাসাজ কাপিং এর জন্য সবচেয়ে আগে জানা প্রয়োজন মাসল ডিরেকশন এবং বেসিক কিছু মাসল এর নাম। সাথে জানা প্রয়োজনের পেশেন্টের স্কিনের কন্ডিশন এবং নির্ধারণ করতে হবে কতোটুকু সাকশন দিতে হবে।

সঠিকভাবে মাসাজ দিতে না জানলে মাসল টিয়ার হয়ে যেতে পারে,যা উপকারের চায়তে আরো ক্ষতি বয়ে আনতে পারে।

আমাদের বেসিক হিজামা কোর্সে হাতে কলমে শিখতে পারবেন মাসাজ কাপিং এর ডিটেইলস।

📣 ট্রেনিং‌য়ের সব‌চেয়ে আকর্ষণীয় দিক হ‌লো প‌য়েন্ট মুখস্ত করা এবং মনে রাখার কোন ঝা‌মেলা নেই।

🗣️ইন্সট্রাক্টরঃ🗣️
ডা.সজীব হো‌সেন
MBBS, FCGP, MPH, CCD, DUMS

©An Nahyan Medical Practice

13/09/2025

শুধুমাত্র আজকে ও আগামীকাল সন্ধ্যা পর্যন্ত ৫০০ টাকায় দশ কাপ হিজামা কাপিং। ফায়ার cuping ৩০০ টাকা

12/09/2025
10/09/2025

আজ সন্ধ্যা থেকে ১৭ রবিউল আউয়াল
হিজামার চন্দ্রমাসিক সুন্নাহ ডেট 🌿🌿

হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ। [ তিরমিযী শরীফ২০৫১]

Address

১১১, দক্ষিন বাসাবো (মহাসড়ক মসজিদের পাশে/ডাচ-বাংলা বুথ বিল্ডিং(নিচতলা)
Dhaka
1214

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 16:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801859885554

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijama therapy হিজামা থেরাপি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama therapy হিজামা থেরাপি:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram