MBBS,MD(Neurology), FRCP (Glasgow) UK
Professor&Unit Head Department of Neurology
Bangabandhu Sheikh Mujib Medical University
Parkinson's Disease and Movement Disorder Specialist. Prof Dr Ahsan Habib Helal was born in Shihali village under Shibganj Upzilla of Bogura District, Bangladesh. He passed SSC in 1983 from Bogura Zilla School and HSC in 1985 from Government Azizul Haque College, Bogura. H
e joined the Bangladesh Civil Services (17th BCS-Health Cadre) under the Ministry of Health and Family Welfare in 1997 as Medical Officer. Dr Ahsan completed MD (Neurology) degree from Bangabandhu Sheikh Mujib Medical University in 2011. In the same year, he left the government job and joined as Assistant professor in the department of Neurology at the same university. He was promoted as Associate professor in 2016 and Professor of Neurology in 2022. As a Neurologist, Dr Ahsan has special interest on Parkinson’s disease and other movement disorders. After joining the department of Neurology, BSMMU he was directly involved with the weekly Movement Disorder Clinic of BSMMU. For improved treatment and research of Movement disorders in Bangladesh he took initiative to form the Movement Disorder Society of Bangladesh. Beside national seminars and congresses he participated in more than twenty international workshops, short course training, seminars, congress abroad. He received a travel grant for a poster presentation on Writer’s cramp at the International Congress of Movement Disorders in Sydney, Australia in 2014. Dr Ahsan is involved with national and international research work. He is the principal investigator of genetic study of Bangladeshi Wilson’s disease patient. He is Co-Principal investigator of “Cognitive function of Parkinson’s disease patient”, which is a collaborative research between BSMMU and Queen Marry University of London (QMUL). Genetic study of 150 million Parkinson’s disease patients will be done worldwide under the supervision of Michael J Fox Foundation. The aim of this research is long term management of Parkinson’s disease, intervention of new therapy, observing variation of different symptoms of Parkinson’s disease according to race and ethnicity and intervention of new treatment according to individual expressivity of symptoms of the disease. Six hundred Parkinson’s disease patients will be recruited from Bangladesh for genetic study. Dr Ahsan is the main investigator of the Bangaladesh part of this research work. Dr Ahsan is also involved with another international research work on a baseline survey of Parkinson’s disease patients. In total, thirteen countries of South Asia, Middle East and North America are involved in this study. Dr Ahsan is Principal Investigator of Bangladesh part of this research work. More than thirty five scientific articles by Dr Ahsan have been published in national and international scientific journals.
অধ্যাপক ডাঃ আহসান হাবীব হেলাল বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শিহালী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বগুড়া জিলা স্কুল থেকে ১৯৮৩ সালে এসএসসি এবং সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া থেকে ১৯৮৫ সালে এইচএসসি পাস করেন। ১৯৯৩ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সম্পন্ন করেন।১৯৯৭ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সিভিল সার্ভিসে (১৭ তম বিসিএস-স্বাস্থ্য ক্যাডার) মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। ডাঃ আহসান ২০১১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এমডি (নিউরোলজি) ডিগ্রি অর্জন করেন। একই বছর তিনি সরকারি চাকরি ছেড়ে উক্ত বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০১৬ সালে সহযোগী অধ্যাপক এবং ২০২২ সালে নিউরোলজির অধ্যাপক হিসাবে পদোন্নতি পান।
একজন নিউরোলজিস্ট হিসেবে, ডাঃ আহসানের পারকিনসন্স ডিজিজ এবং অন্যান্য মুভমেন্ট ডিজঅর্ডার সম্পর্কে বিশেষ আগ্রহ রয়েছে। বিএসএমএমইউর নিউরোলজি বিভাগে যোগদানের পর তিনি এই বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক মুভমেন্ট ডিজঅর্ডার ক্লিনিকের সাথে সরাসরি জড়িত ছিলেন। বাংলাদেশে মুভমেন্ট ডিজঅর্ডারের উন্নত চিকিৎসা ও গবেষণার জন্য তিনি মুভমেন্ট ডিজঅর্ডার সোসাইটি অব বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন। জাতীয় সেমিনার এবং কংগ্রেসের পাশাপাশি তিনি বিশটিরও বেশি আন্তর্জাতিক কর্মশালা, শর্ট কোর্স ট্রেনিং, সেমিনার, আন্তর্জাতিক কংগ্রেসে অংশগ্রহণ করেন। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ মুভমেন্ট ডিজঅর্ডার কংগ্রেসে Writer's cramp শীর্ষক পোস্টার উপস্থাপনার জন্য Travel grant পান।
ডাঃ আহসান জাতীয় ও আন্তর্জাতিক গবেষণা কাজের সাথে জড়িত। তিনি বাংলাদেশি উইলসন রোগের জেনেটিক স্টাডির প্রধান গবেষক। "পারকিনসন্স রোগে জ্ঞানীয় কার্যকারিতা" এর সহ-প্রধান গবেষক, যা বিএসএমএমইউ এবং লন্ডনের কুইন ম্যারি ইউনিভার্সিটি (QMUL) এর মধ্যে যৌথ গবেষণা।
মাইকেল জে ফক্স ফাউন্ডেশন (MJFF) এর তত্ত্বাবধানে বিশ্বব্যাপী ১৫০ মিলিয়ন পারকিনসন্স রোগীর জেনেটিক এনালাইসিস করা হচ্ছে। এই গবেষণার লক্ষ্য হল পারকিনসন্স রোগের দীর্ঘমেয়াদী চিকিৎসা, নতুন চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন, জাতি ও জাতিতত্ব অনুসারে পারকিনসন্স রোগের বিভিন্ন উপসর্গের তারতম্য পর্যর্বেক্ষণ করা এবং রোগের লক্ষণগুলির স্বতন্ত্র অভিব্যক্তি অনুসারে নতুন চিকিৎসা আবিষ্কার করা। পারকিনসন্স ডিজিজের জেনেটিক এনালাইসিস এর জন্য বাংলাদেশ থেকে ছয়শত পারকিনসন্স রোগীকে অন্তর্ভুক্ত করা হবে। ডাঃ আহসান এই গবেষণা কাজের বাংলাদেশ অংশের প্রধান গবেষক।
ডাঃ আহসান পারকিনসন্স রোগের রোগীদের বেজলাইন জরিপের আরেকটি আন্তর্জাতিক গবেষণা কাজের সাথে জড়িত। দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মোট ১৩টি দেশ এই গবেষণায় জড়িত। ডাঃ আহসান এই গবেষণা কাজের বাংলাদেশের অংশের প্রধান গবেষক।
ডাঃ আহসানের ৩৫টিরও বেশি বৈজ্ঞানিক প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে।