Varasa Health

Varasa Health আপনার নিজ বাসায় পেয়ে যাচ্ছেন সকল প্রকার
নার্সিং ও স্বাস্থ্য সেবা এখন ভরসা অ্যাপে।
ফ্রি ডাউনলোড করুন অ্যাপটি।
📞01824536209 📞01712659271

08/12/2025

ICU, CCU, HDU, ভেন্টিলেশন কী; কখন কোনটায় নেওয়া হয়?

12/11/2025

স্বাস্থ্যসেবা এক নতুন যুগে প্রবেশ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর রোগ নির্ণয় থেকে শুরু করে ইউনিফাইড ই-হেলথ প্ল্যাটফর্ম পর্যন্ত — ইন্ডাস্ট্রি ৪.০ ও ৫.০-এর সমন্বয় স্বাস্থ্যসেবাকে রূপান্তর করছে, যা হচ্ছে আরও বুদ্ধিদীপ্ত, টেকসই এবং প্রকৃত অর্থেই রোগীকেন্দ্রিক।

বাংলাদেশের হেলথ সেক্টর ট্রান্সফরমেশন রোডম্যাপ–এ গুরুত্ব দেওয়া উচিত: কিভাবে উদীয়মান অর্থনীতিগুলো এআই, ডিজিটাল নীতি এবং কেন্দ্রীয় মেডিকেল প্রসেসের মাধ্যমে কাঠামোগত প্রতিবন্ধকতাকে অতিক্রম করে সর্বজনীন স্বাস্থ্যসেবা (UHC) অর্জন করতে পারে।
মনে রাখা জরুরি, স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ শুধুমাত্র প্রযুক্তি নিয়ে নয় — এটি সমতা, নৈতিকতা এবং স্থিতিস্থাপকতারও বিষয়।

দেখা হবে বিজয়ে, ইনশাআল্লাহ!!

Md Shahinur Alam Johnny Youth Carnival

বিস্তারিত কমেন্ট বক্সে.....
04/10/2025

বিস্তারিত কমেন্ট বক্সে.....

28/09/2025

সবাইকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা....❣️বাসায় বসে স্বাস্থ্য সেবায় একমাত্র ভরসা
Varasa Health

30/04/2025

আগামীকাল আন্তর্জাতিক শ্রমিক দিবস – মে দিবস।

এই দিনটি শুধু একটি তারিখ নয়, শ্রমিকদের শ্রম কেও স্বীকার করে নেওয়ার দিন, যারা ঘাম ঝড়িয়ে, দেশ গড়ে!
ভরসা হেলথে, আমরা প্রতিদিন অসংখ্য স্বাস্থকর্মীর সঙ্গে কাজ করি। তারা আমাদের স্বাস্থসেবা দিয়ে আমাদের জীবনকে রোগমুক্ত ও নিরাময় করে তুলেন। এই মে দিবসে, আসুন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই, এবং একটি সুন্দর কর্মপরিবেশ তৈরিতে অঙ্গীকার করি।

যেমন আগামীকাল ও আমাদের স্বাস্থকর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ আপনাদের দিনটি যাতে স্বাস্থউজ্জ্বল ও সুন্দর কাটে সে লক্ষ্যে তারা কাজ করে যাবেন।

আজকের দিনটি তাদের উৎসর্গ করা হলো সেই স্বাস্থকর্মীদের, যারা প্রতিনিয়ত আমাদের জন্য নিঃশব্দে কাজ করে যাচ্ছেন।




#শ্রমিক_দিবস

13/04/2025

সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা....❣️বাসায় বসে স্বাস্থ্য সেবায় একমাত্র ভরসা
Varasa Health

30/03/2025

Varasa Health এর পক্ষ থেকে সকলকে জানাই ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

🩺💊আমাদের দক্ষ মেডিকেল টিমের মাধ্যমে ঘরে বসেই ঢাকা সিটির সর্বত্র নিন আপনার অসুস্থ স্বজনদের জন্য  নার্সিং ও স্বাস্থ্য সেবা...
26/03/2025

🩺💊আমাদের দক্ষ মেডিকেল টিমের মাধ্যমে ঘরে বসেই ঢাকা সিটির সর্বত্র নিন আপনার অসুস্থ স্বজনদের জন্য নার্সিং ও স্বাস্থ্য সেবা।
আমাদের হোম সার্ভিস সমূহঃ
১. জরুরী মূহুর্তে আপনার বাসায় গিয়ে অভিজ্ঞ ও প্রশিক্ষিত নার্স দ্বারা সকল প্রকার নার্সিং সেবা প্রদান করে থাকিঃ
📌 ইনজেকশন পুশ
📌 ক্যানোলা করা
📌 ক্যাথটার করা
📌 স্যালাইন পুশ
📌 যেকোন ধরনের ড্রেসিং
📌 NG Tube পরানো
📌 অক্সিজেন সাপোর্ট।
২. ফিজিওথেরাপী হোম সার্ভিস।
৩. কেয়ার গিভার , সিনিয়র কেয়ারগিভার।
৪. বেবি কেয়ার, বেবিসিটার ।
৫. হোম ডায়াগনস্টিক ল্যাব টেষ্ট।
৬. জরুরী মূহুর্তে অ্যাম্বুলেন্স সার্ভিস।
আমাদের প্রতিটি স্বাস্থ্যকর্মীর ভোটার আইডি, ঠিকানা এবং সার্টিফিকেট ভেরিফাইড করা যা আপনার পরিবারকে রাখবে সম্পূর্ণ নিরাপদ এবং সুরক্ষিত। তাই এখনই যোগাযোগ করুন আমাদের সাথে।
কল করুনঃ ☎️01712-659271
01824-536209
অথবা Whatsapp করুন।
Visit us: www.varasahealth.com
Follow us: https://www.facebook.com/VarasaHealth
YouTube: https://www.youtube.com/

Address

1/Ga/2, Green Palace, Central Bashabo
Dhaka
1214

Alerts

Be the first to know and let us send you an email when Varasa Health posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram