13/07/2025
❌ ভ্রান্ত বিশ্বাস:
"একবার চিকেনপক্স হওয়া ভালো, তাহলে জীবনে আর হবে না।"
✅ সত্য:
"চিকেনপক্স একবারও না হওয়াই ভালো।"
শিশুকে আজীবন সুরক্ষার জন্য ইচ্ছাকৃতভাবে চিকেনপক্সে আক্রান্ত হতে দেওয়া, ঠিক যেন আগুনে একবার হাত দিতে দেওয়া — যাতে সে বুঝে ফেলে তা কতটা ক্ষতিকর। কিন্তু একবারের সংক্রমণই হতে পারে গভীর ও স্থায়ী ক্ষতির কারণ।
"একবার হলে ভালো" এই বিশ্বাস কেন ক্ষতিকর?
– প্রথমবারের চিকেনপক্সও হতে পারে মারাত্মক।
– নিউমোনিয়া, এনসেফালাইটিস, লিভার সমস্যা ও ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখা যেতে পারে।
– এই রোগের তীব্রতা আগে থেকে বোঝা যায় না — অনেকেই হাসপাতালে ভর্তি হন।
– গর্ভাবস্থায় হলে হতে পারে মিসক্যারেজ, জন্মগত ত্রুটি বা নবজাতকের মৃত্যু।
– ভেরিসেলা ভাইরাস শরীরে থেকে যায় আজীবন এবং পরবর্তীতে জটিলতা তৈরি করতে পারে।
মাত্র একটি ভ্যারিসেলা ভ্যাকসিনই এই সব ঝুঁকি থেকে সুরক্ষা দিতে পারে। সঠিক সময়ে ভ্যাকসিন দিন, শিশুকে নিরাপদ রাখুন।