24/11/2025
জরায়মুখ ক্যান্সার একটি নিরব ঘাতক। বাংলাদেশে প্রত্যেক নারী এই ক্যান্সারের ঝুঁকিতে আছে। প্রতিটি মেয়ের জরায়ুমুখ ক্যান্সার সম্পর্কে সচেতন হওয়াটা জরুরি। এই ক্যান্সার শতভাগ প্রতিরোধযোগ্য—
শুধু প্রয়োজন সচেতনতা, সঠিক সময়ে স্ক্রিনিং ও ভ্যাকসিন গ্রহণ। এইচপিভি ভ্যাক্সিন জরায়ুমুখ ক্যান্সার ছাড়াও অন্যান্য এইচপিভি সম্পরকিত ক্যান্সার যেমন - ভালভার ( যোনিপথ), ভ্যাজাইনাল (যোনি), এনাল ( পায়ুপথ), অরোফ্যারিঞ্জিয়াল ( মুখগহ্বর ও গলার) ক্যান্সার প্রতিরোধ করতে পারে।
📌 নিরাপদ ভবিষ্যৎ গড়তে এখনই সময় সচেতনতার।
📌 ভ্যাকসিন, স্ক্রিনিং এবং স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে জানুন — আর সিদ্ধান্ত নিন আগেভাগেই।
🟦 আরও জানতে ইনবক্স করুন আমাদের পেজে
🌐 ভিজিট করুন: https://papilovax.com/
#জরায়ুমুখ_ক্যান্সার #স্বাস্থ্য_সচেতনতা #মেয়ের_নিরাপত্তা