CHILD Development

CHILD Development It's about all kind of child rearing.

03/07/2025
30/06/2025

#শিশুরযত্ন যারা শিশুদের কে অতিরিক্ত পরিষ্কার-পরিচ্ছন্ন এবং বাসায় সবসময় জীবাণুনাশক ব্যবহার করেন তারা নিজের অজান্তেই শিশুর যে সকল ক্ষতি করছেন তা হল:

পরিবারের বড় সন্তানের মধ্যে যে আচরণ গুলো সবচেয়ে বেশি দেখা যায়: ★পরিবারের বিভিন্ন দায়িত্ব এদের পালন করতে হয়। প্রাপ্তব...
28/06/2025

পরিবারের বড় সন্তানের মধ্যে যে আচরণ গুলো সবচেয়ে বেশি দেখা যায়:
★পরিবারের বিভিন্ন দায়িত্ব এদের পালন করতে হয়। প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের মতো আচরণ করতে শিখতে হয় তাড়াতাড়ি ।

★ছোট ভাই বোনদের আদর যত্ন করতে হয়,বড় সন্তানকে ছোট ভাইবোনদের সামনে আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হতে হয়।

★সামাজিক প্রত্যাশা ও চাপের কাছে খুব বেশি নত শিকার করতে হয় ,তাদেরকে সবচেয়ে বেশি বাধ্যবাধকতা মেনে চলতে হয়।
★যখন পরিবারে দ্বিতীয় সন্তান আসে তখন বড় সন্তান তার নিজেকে অসহায় হিসেবে খুঁজে পায়।

★বড় সন্তানের প্রতি বাবা-মা অতিরিক্ত রক্ষণশীল হয়, যে কারণে এরা অন্যদের সাথে সহজে মারামারি করতে পারেন।

★পরিবারের উপরে যত ঝড় ঝাপসা দেয় সবকিছুর অংশীদার হয় বড় সন্তান।
★অন্য সন্তানদের থেকে পরিবারের অর্থনীতিক দিক সহ অন্যান্য দিক নিয়ে সবচেয়ে বেশি ভাবে বড় সন্তানরা।

★সেক্রিফাইস করতে হয় সবচেয়ে বেশি বড় সন্তানদের।

★দিনশেষে সবচেয়ে বেশি প্রশ্নের মুখোমুখি হয় বড় সন্তানরা।

#ভাই #বড় সন্তান

13/10/2024

কি ভাবে বাচ্চার নাভির যত্ন নিবেন।

নবজাতক শিশুর নাভির যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নাড়ির গোড়া (umbilical stump) পড়ে যাওয়ার আগে। এখানে কিছু ধাপ দেওয়া হলো যা অনুসরণ করতে পারেন:

১. নাভিকে পরিষ্কার ও শুকনো রাখুন:

নরম তুলা বা কটন ব্যবহার করে হালকা গরম পানি অথবা আপনার ডাক্তার পরামর্শ দিলে অ্যালকোহল দিয়ে নাভির গোড়া মৃদুভাবে পরিষ্কার করুন।

পরিষ্কারের পর, নাভির গোড়াটি বাতাসে শুকাতে দিন।

২. নাভি ঢেকে রাখবেন না:

বাচ্চার ডায়াপার এমনভাবে ভাঁজ করুন যাতে নাভির নিচে থাকে এবং নাভির গোড়া শুকনো থাকে।

নতুন জন্মানো বাচ্চার জন্য বিশেষভাবে তৈরি ডায়াপার ব্যবহার করতে পারেন, যাতে নাভির জন্য জায়গা কাটা থাকে।

৩. গোড়া টানবেন না:

নাভির গোড়াটি স্বাভাবিকভাবে পড়ে যেতে দিন, যা সাধারণত ১ থেকে ৩ সপ্তাহের মধ্যে হয়ে যায়। কখনই গোড়া টানবেন না, এমনকি যদি মনে হয় যে তা পড়ে যেতে যাচ্ছে।

৪. স্নানের সময় সাবধানতা:

গোড়া পড়ে যাওয়ার আগে পুরো শরীর ডুবিয়ে স্নান না করিয়ে, স্পঞ্জ দিয়ে স্নান করান যাতে নাভি শুকনো থাকে।

৫. সংক্রমণের লক্ষণগুলির প্রতি নজর দিন:

যদি নাভি লাল হয়ে যায়, ফুলে যায়, খারাপ গন্ধ হয়, বা জ্বর আসে, তাহলে অবিলম্বে আপনার ডাক্তারকে জানান।

৬. বাচ্চার পোশাক আলগা রাখুন:

এমন পোশাক পরান যা খুব বেশি শক্ত না হয় এবং নাভির সাথে ঘষা না খায়।

নাভির গোড়া পড়ে যাওয়ার পরও, পুরোপুরি সেরে ওঠা পর্যন্ত পরিষ্কার ও শুকনো রাখুন।

আরও কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন!

30/11/2023

বাংলার পাশাপাশি ইংরেজি বা অন্য কোন ভাষা কেন শিখাবেন আপনি কি জানেন!

শিশুদেরকে ভাষা শেখানোর ব্যাপারে বর্তমানে প্রায় সব পিতা-মাতারাই চিন্তিত। পিতা মাতারা অবশ্যই চান তাদের বাচ্চা বাংলার পাশাপাশি ইংরেজিতে বা আরবি তে যেন পারদর্শী হয়। আবার কিছু কিছু পিতা-মাতা চিন্তা করে যে বাচ্চাদের কে বেশি ভাষা শেখালে তাদের ব্রেইনের উপরে চাপ পড়বে। চলুন গবেষণা থেকে জেনে আসি বাচ্চাদের বেশি ভাষা শেখার উপকারিতা।

জন্মের পর থেকে বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্ট হয় খুব তাড়াতাড়ি। তাদের ব্রেন কোন কিছু খুব তাড়াতাড়ি রপ্ত করতে পারে । সুতরাং একাধিক ভাষা শেখা তাদের জন্য কঠিন কিছু নয়।
★যে সকল শিশুরা একাধিক ভাষা শেখে তাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট হয় যা তাদের পরবর্তী জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে।
★যে সকল শিশুরা একাধিক ভাষা জানে তারা কখনো সিদ্ধান্তহীনতাই ভোগে না ।দেখা যায় যে তারা দ্রুত এক কাজ থেকে অন্য কাজে move করতে পারে।
★যে সকল শিশুরা একাধিক ভাষা জানে তাদের ব্রেইনের neural response বেশি থাকে তাদের তুলনায় যারা একটা ভাষা জানে।
★একাধিক ভাষা জানা শিশুরা সহজেই সাংস্কৃতিক বৈচিত্র্য কে মনে নিতে পারে। যেটা সাহায্য করে তাদের emotion কে
control করতে।
★একাধিক ভাষা শেখার সময় শিশুদেরকে নতুন নতুন নিয়ম শেখা লাগে ।যেটা তাদেরকে সাহায্য করে ভবিষ্যতে নিয়ম-কানুন মেনে চলতে।
★এ সকল শিশুরা যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে সেহেতু তারা নতুন নতুন আইডিয়া তৈরি করতে পারে।

17/11/2023

লোশন এর পরিবর্তে আপনার শিশুর জন্য ঘরোয়া পদ্ধতিতে মশ্চারাইজার তৈরি করে ব্যবহার করতে পারেন ।যা শিশুর ত্বকের জন্য খুবই নিরাপদ এবং এটা তৈরি করতে মাত্র তিনটি উপকরণ প্রয়োজন।

10/11/2023

আপনার শিশুর জন্য জীবনের শুরুতে কোন শিক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ?
বাংলা ভাষা না ইংলিশ ভাষা আপনার শিশুকে শেখাবেন ? একটি শিশু যখন কথা বলতে শেখে শিক্ষিত পিতা-মাতারা বর্তমানে দেখা যায় ইংলিশ শব্দের গুলা পাশাপাশি বাংলা। অর্থাৎ পিতা মাতা ইংলিশ শব্দগুলোকে বেশি গুরুত্ব দেয় আর বাংলা শিশুরা তাদের পারিপার্শ্বিক পরিবেশ থেকে শিখে থাকে। এই ভাষা শেখানোর দৌড়ে বাবা-মা তাদের সন্তানদের কে আসল শিক্ষাটা দিতেই বেশিরভাগ ক্ষেত্রে ভুলে যায়। জন্মের পর থেকে আট বছর পর্যন্ত বর সাধারণত শিশুদের ফাউন্ডেশন এই স্কুলে বিবেচিত হয়। এই সময় শিশুরা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখে। বাবা মা হিসেবে শিশুদেরকে যে সকল বিষয়গুলো শিক্ষা দিলে তারা আজীবন স্বাবলম্বী হবে এবং একজন ভালো মানুষ হিসাবে গড়ে গড়ে উঠবে। সে বিষয়গুলো হলো:
★নৈতিকতা: জাপানি শিশুদেরকে এই বিষয়টা খুব ভালোভাবে শিক্ষা দেয়া হয়ে থাকে। যে কারণে তারা একটা ভদ্র জাতি হিসেবে খুবই পরিচিত সারা পৃথিবীতে। নৈতিকতার বিষয়গুলো বাবা-মা খুব শক্তভাবে সন্তানের মধ্যে গেঁথে দিতে পারলে সে সন্তান অন্যায় করতে গেলে হাজার বার ভাববে। ভালো মন্দ বিবেচনার সময় বাবা-মা কখনোই ছোট ছোট বিষয়গুলো সন্তানদের ছাড় দিবে না।
★সমাজে আচার-আচরণ: একটা শিশু যখন বড় হয় অবশ্যই তাকে তার সমাজের আচার-আচরণ গুলো রপ্ত করতে হয়। আর এটা শিশুকে শেখায় সে কোথা থেকে উঠে আসছে এবং তার foundationটা কি।
★ভালো খারাপের পার্থক্য বোঝানো: তাদেরকে বুঝাতে হবে খারাপ কাজ করলে কি হবে আর ভালো কাজ করলে কি হবে।
★অন্যকে সম্মান করা: এই আচরণটা বেশিরভাগ ক্ষেত্রেই শিশুরা পিতা-মাতা কিংবা তার আশেপাশে যারা থাকে তাদের দেখে শেখে । সুতরাং অভিভাবক হিসাবে আপনি আপনার সন্তানের সামনে কোন ধরনের আচরণ করছেন সেটা তার জীবনে প্রভাব ফেলছে।
★নিজের কাজ নিজে করতে শেখানো: ছোটবেলা থেকে আমারা বাচ্চাদেরকে এত বেশি ভালোবাসি যে তাদের কাজগুলো যেটা তারা করতে পারে সেটাও আমরা করে দেই। এতে দেখা যায় আমাদের বাচ্চারা অলস হয়ে যায়।
★স্কুলের রেজাল্ট ভালো করার প্রতিযোগিতায় অংশগ্রহণ না করানো: বাবা মায়েরা সবসময় ভালোবাসে তার সন্তানের রেজাল্ট অন্যের কাছে বলতে ।এটা অবশ্য একটা গর্বের ব্যাপার। কিন্তু এর থেকেও বড় ব্যাপার হচ্ছে আপনার সন্তান অন্যের সাথে কিভাবে ব্যবহার করছে এবং আপনি যখন তাকে বাইরে নিয়ে যাচ্ছেন তার আচরণ কেমন হচ্ছে।
★ধর্মীয় শিক্ষা: ধর্ম মানুষকে সঠিক শিক্ষা দান করে, ভালো-মন্দ বুঝতে সাহায্য করে, সবচেয়ে বড় কথা হচ্ছে ধর্ম মানুষের জীবনের একটা বড় অংশ । যে যে ধর্ম অনুসরণ করে সে ধর্ম অনুসারে তাদের বাচ্চাদেরকে সঠিক আচরণ কিভাবে করতে হবে সেটা শিক্ষা দেওয়া।

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when CHILD Development posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category