
14/05/2025
ছোট সন্তানের কারণে বড় সন্তানের যত্নের ঘাটতি হলে যে সমস্যাগুলো হয় :-
#এক গবেষণায় দেখা গেছে বাবা-মা প্রধানত সন্তানদের মধ্যে হিংসা এবং আক্রমনাত্মক আচরণ তৈরি করার জন্য অনেকাংশেই দায়ী ।
ধরুন আপনার দুইটা বাচ্চা, বড় সন্তানকে পিতা-মাতা খুব আদর যত্নে লালন- পালন করে। সমস্যা হয় ছোট সন্তান জন্মানোর পর, কারণ বাবা মায়ের আগ্রহ চলে আসে ছোটটার আদর যত্নের প্রতি। এক্ষেত্রে বড় সন্তানের যত্নের কিছুটা হলেও ঘাটতি পড়ে । বড় সন্তান যখন দেখে পিতা-মাতা তাকে আগের মতন আগ্রহ দিচ্ছে না তখন তার মনে বিরূপ প্রতিক্রিয়া পড়ে। আর এটাকে বলে sibling rivalism।
★★গবেষণায় দেখা গেছে যে এই সময়টাই বড় সন্তানের মনে একাকীত্ববোধ তৈরি হয়, মানসিক চাপ অনুভব করে এবং সে তার ছোট ভাইয়ের প্রতি বা বোনের প্রতি আক্রমণাত্মক আচরণ পোষণ করে।
পিতা-মাতা হিসাবে আপনার প্রধান দায়িত্ব হচ্ছে ছোট সন্তান গর্ভে আসার সাথে সাথেই বড় সন্তানকে কাউন্সিলিং করা। তাকে বোঝাতে হবে তার একজন খেলার সঙ্গী আসছে।
***জন্মের পর মা বড় সন্তানের সাথে যে আচরণগুলো করতে পারে তা হল:
১/ মা বড় সন্তানের সাথে attachment কোন ঘাটতি করবেন না। তার সাথে আগের মতনই মিশতে হবে । ছোট সন্তানের কারণে বড় সন্তানকে কখনোই বকা দিবেন না।
২/বড় শিশুটাকে মা যতটা সম্ভব ছোট শিশুর যত্নে অন্তর্ভুক্ত করবেন। বড় সন্তানকে মা বোন এভাবে বলতে পারে যেহেতু ছোট ভাই তোমার বা বোন নিজে কোন কাজ করতে পারে না সেহেতু তোমার দায়িত্ব তাকে সাহায্য করা।
৩/মায়ের অনুপস্থিতে ছোট শিশুর লক্ষ্য রাখার জন্য অনুরোধ করুন কিন্তু বাধ্য করবেন না।
৪/বড় সন্তানের সামনে কখনো ছোট সন্তানের প্রশংসা করবেন না কিংবা ছোট সন্তানের ভালো গুণ বলে বড় সন্তানকে অবহেলা করবেন না।