CHILD Development

CHILD Development It's about all kind of child rearing.

শিশুরা যখন বাবা-মায়ের খুব কাছে বা একই ঘুমের পরিবেশে থাকে, তখন ব্রেনের বিকাশ ও মানসিক বিকাশ ভালোভাবে এবং দ্রুতগতিতে হয় ...
11/12/2025

শিশুরা যখন বাবা-মায়ের খুব কাছে বা একই ঘুমের পরিবেশে থাকে, তখন ব্রেনের বিকাশ ও মানসিক বিকাশ ভালোভাবে এবং দ্রুতগতিতে হয় অন্যদের তুলনায় ।জীবনের প্রথম দিকে অসাধারণ পরিমাণ শারীরিক স্পর্শ পায়—প্রায় তিন বছর বয়সে অতিরিক্ত ১৩,০০০ ঘণ্টা পর্যন্ত। এই বাড়তি স্পর্শ কোনো খারাপ অভ্যাস তৈরি করার বিষয় নয়। নবজাতকের স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে মস্তিষ্ক ও প্রতিরোধব্যবস্থার সবচেয়ে সংবেদনশীল বিকাশের সময়ে। স্পর্শ হলো শিশুর প্রাপ্ত প্রথম ও সবচেয়ে শক্তিশালী জৈবিক সংকেতগুলোর একটি, যা শরীরকে চাপ, স্বস্তি ও নিরাপত্তার প্রতি কিভাবে প্রতিক্রিয়া জানাতে হয় তা শেখায়।
কাছাকাছি ঘুমানো ও নিয়মিত শারীরিক স্পর্শ শিশুর হৃদস্পন্দন, শ্বাস-প্রশ্বাস এবং কর্টিসল মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। যখন একটি শিশু নিরাপদ বোধ করে, তার স্নায়ুতন্ত্র শান্ত অবস্থায় চলে যায়, ফলে শরীর বেঁচে থাকার মোডের বদলে শক্তি ব্যবহার করে বৃদ্ধি ও বিকাশে। এই নিয়ন্ত্রণ শক্তিশালী রোগ প্রতিরোধ ক্ষমতা, ভালো হজম এবং স্বাস্থ্যকর ঘুমের চক্রকে সহায়তা করে।
গবেষণায় দেখা গেছে, যেসব শিশু নিয়মিত শারীরিক ঘনিষ্ঠতা পায়, তারা সাধারণত কম চাপজনিত অসুস্থতায় ভোগে এবং পরবর্তীতে মানসিকভাবে আরও স্থিতিশীল হয়।

স্পর্শ মস্তিষ্কের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ত্বক-থেকে-ত্বকের সংস্পর্শ এমন স্নায়ুবন্ধনকে উদ্দীপিত করে যা আবেগ বোঝা, স্মৃতি এবং সামাজিক বন্ধনের সাথে জড়িত। এই প্রথম দিকের সংযোগগুলো নিরাপদ সংযুক্তির ভিত্তি তৈরি করে, যা শিশুর আত্মবিশ্বাস, সম্পর্ক ও মানসিক স্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। নিরাপদভাবে সংযুক্ত শিশুরা সাধারণত চাপ সামলাতে পারে ভালোভাবে, সুস্থ সম্পর্ক গড়ে তোলে এবং বড় হওয়ার সঙ্গে সঙ্গে আবেগ নিয়ন্ত্রণে সক্ষম হয়।
মানব শিশু স্বভাবগতভাবেই পরিচর্যাকারীর কাছাকাছি থাকার জন্য তৈরি। জীবনের প্রথম কয়েক বছরে এই শারীরিক ঘনিষ্ঠতা দীর্ঘমেয়াদে এমন সব স্বাস্থ্য উপকার দেয়, যা শৈশবের অনেক বাইরে পর্যন্ত বিস্তৃত।
brain development #শিশু

🎯 বয়সভিত্তিক শিশুদের অবশ্যই যে দক্ষতার শেখানো উচিত 👶 ২ বছর বয়স (1.5–3 বছর):⭐ মূল লক্ষ্য: অভ্যাস + ভাষা + বেসিক জীবনদক্ষত...
07/12/2025

🎯 বয়সভিত্তিক শিশুদের অবশ্যই যে দক্ষতার শেখানো উচিত
👶 ২ বছর বয়স (1.5–3 বছর):
⭐ মূল লক্ষ্য: অভ্যাস + ভাষা + বেসিক জীবনদক্ষতা
* নিজের নাম বলা ।
• * সহজ শব্দ বলা (মা, পানি, খেলনা)।
• * রঙ, প্রাণী, ফল চেনা
। * খেলনা গুছাতে সাহায্য
* হাত ধোয়া, মুখ মুছা
* “না” ও “হ্যাঁ” বোঝা
• * অন্য বাচ্চার সাথে খেলায় অংশ নেওয়া
• * স্ক্রিন টাইম সীমিত করা
* পটি ট্রেনিং শুরু করা
👦 ৪ বছর বয়স (3–5 বছর)
⭐ মূল লক্ষ্য: সামাজিকতা + বুদ্ধিবৃত্তিক চিন্তা
• ABC, ১–২০ বলা
• গল্প শুনে বোঝা
• সহজ ধাঁধা সমাধান
• বন্ধুদের সঙ্গে শেয়ার করা
• ধন্যবাদ, দয়া করে, মাফ করবেন—ব্যবহার
• রঙ, আকৃতি, দিক (ডানে–বামে) শেখা
• নিজের জামা পরা/খোলা শিখা
• নিরাপত্তা: আগুন, পানি, অপরিচিত বোঝানো
• পেন্সিল ধরে আঁকা-লেখা শুরু
🧒 ৬ বছর বয়স (5–7 বছর)
⭐ মূল লক্ষ্য: বিদ্যালয় দক্ষতা + আবেগ নিয়ন্ত্রণ
• সহজ শব্দ পড়া
• ১–৫০ লেখা
• নিজের অনুভূতি বলা (রাগ, ভয়, দুঃখ)
• নিয়ম মেনে দলবদ্ধ খেলা
• সময় বোঝা (সকাল–বিকেল–রাত)
• ছোট কাজ করা (জুতা রাখা, ব্যাগ গোছানো)
• ডিজিটাল নিরাপত্তার বেসিক
• মনোযোগ ধরে কাজ করা
সাহায্য চাইতে শেখা।

14/11/2025

দীর্ঘক্ষণ সময় বাচ্চাদের ডায়াপার পরিয়ে রাখার কারণে তাদের টয়লেট ট্রেনিং দেরিতে হয়। টয়লেট ট্রেনিং হতে তিন থেকে চার বছর সময় লেগে যায় এমনকি তারও বেশি সময়। #শিশু

কখনো মিথ্যা বলে খাওয়াবেন না।  ভয় দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন না।মিথ্যা ভূতের গল্প বলবেন না। দাদি নানি এর কাছ থেকে ম...
10/10/2025

কখনো মিথ্যা বলে খাওয়াবেন না।
ভয় দেখিয়ে খাওয়ানোর চেষ্টা করবেন না।
মিথ্যা ভূতের গল্প বলবেন না।
দাদি নানি এর কাছ থেকে মিথ্যা গল্প শুনতে দিবেন না।
আপনার শিশুর সাথে সেই রকম আচরণ করেন যেমনটা আপনি প্রত্যাশা করেন।
সেই বাচ্চাদের সাথে মিশতে দেবেন না যাদের আচরণ আপনার শিশুকে প্রভাবিত করবে।
শিশুর সামনে অযথা আবেগ প্রকাশ করবেন না। যেমন- ভান করে কান্নাকাটি।
শিশুর চাওয়ার সাথেই কিছু না দিয়ে একটু পরে দেন।
কখনো শিশুকে পরে দেবো বলে মিথ্যা আশ্বাস দিবেন না।

03/07/2025
30/06/2025

#শিশুরযত্ন যারা শিশুদের কে অতিরিক্ত পরিষ্কার-পরিচ্ছন্ন এবং বাসায় সবসময় জীবাণুনাশক ব্যবহার করেন তারা নিজের অজান্তেই শিশুর যে সকল ক্ষতি করছেন তা হল:

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when CHILD Development posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category