Bangladesh Midwifery Society - BMS

Bangladesh Midwifery Society - BMS - BMS started, journey ON 18/10/2010 with 24 members . Now the total number of BMS members are more than 2658 over Bangladesh.
(1)

বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা  প্রসঙ্গে...
17/07/2025

বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা প্রসঙ্গে...

14/07/2025

Important Announcement for All BMS General Members

The National Executive Committee (NEC) Election of the BMS is scheduled to be held on 30 September 2025.

To vote in this election or stand for any position, you must:

✅ Have an active and renewed membership

✅ Be enrolled as a BMS member before the official voter list is finalized

If you have not yet renewed your membership or have not enrolled as a member, please do so immediately. Failure to renew or enroll will result in ineligibility to vote or contest in the upcoming election.

🔗 For renewal or enrollment assistance, please contact 01844453451, or 01834003407

Special offers of BMS (Start 10-Jul-2025, Deadline: 30-Aug-2025)
1. Three years renew is normally 1530 Taka for Midwives. During this offer period midwives can renew with 1230 taka for three years.
2. Students membership is normally with 310 taka by bKash payment, during the offer period student can be member of BMS with 260 taka by bKash payment.
3. Student midwives of 1st year can renew with 510 taka for two years.
4. If all four midwives of any Upazila Health Complex (UHC) will renew with BMS and complete 10 online courses each, BMS will provide them a color rechargeable Doppler machine to that UHC. (Up-to 15)
5. If all students of a batch of an institute will become member will get a color rechargeable Doppler machine
*** three years members will get preference in participating upcoming training on fundraising, digital marketing and AGM.

These offers are available first come first serve basis and must have to inform your full name, mobile number, your registered bKash number to bms.info.bd@gmail.com

বাংলা অনুবাদ
বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির জাতীয় নির্বাহী কমিটির নির্বাচন আসছে!
এই নির্বাচনে ভোটার হতে বা প্রার্থী হতে চাইলে এখনই সদস্যপদ নবায়ন বা নতুন সদস্যপদ গ্রহণ করুন।
⛔ নবায়ন না করলে/সদস্য না হলে:
🚫 আপনি ভোট দিতে পারবেন না
🚫 কোনো পদের জন্য মনোনয়ন দিতেও পারবেন না
✅ তাই আর দেরি নয়! এখনই সদস্যপদ নিশ্চিত করুন!
বিস্তারিত জানতে যোগাযোগ করুন – 01834003407/01844453451

নবায়নের উপর বিশেষ অফার:
1. তিন বছরের নবায়ন সাধারণত 1530 টাকা। কিন্তু এই অফার চলাকালীন মিডওয়াইফরা 1230 টাকা দিয়ে তিন বছরের জন্য নবায়ন করতে পারবেন।
2. সাধারণভাবে শিক্ষার্থীদের সদস্যপদ ফি ৩১০ টাকা, (বিকাশের মাধ্যমে)। তবে অফার চলাকালীন সময়ে শিক্ষার্থীরা মাত্র ২৬০ টাকা বিকাশ পেমেন্টের মাধ্যমে BMS এর সদস্য হতে পারবেন।
3. প্রথম বর্ষের স্টুডেন্ট মিডওয়াইফরা 510 টাকা দিয়ে দুই বছরের জন্য রিনিউ করতে পারবেন।
4. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (ইউএইচসি) চারজন মিডওয়াইফ যদি একসাথে বিএমএস-এর সাথে সদস্যপদ নবায়ন করে এবং প্রত্যেকে 10টি অনলাইন কোর্স সম্পন্ন করে, তবে বিএমএস তাদের সেই ইউএইচসি-তে একটি রঙিন রিচার্জেবল ডপলার মেশিন সরবরাহ করবে (প্রথম ১৫টি ইউ এস সি ) ।
5. একটি ইনস্টিটিউটের একটি ব্যাচের সকল শিক্ষার্থী সদস্য হলে একটি কালার রিচার্জেবল ডপলার মেশিন পাবে ।

এই অফারগুলি আগে আসলে আগে পাবেন ভিত্তিতে চলবে। অফারগুলি পেতে অবশ্যই
o আপনার পুরো নাম,
o মোবাইল নম্বর,
o আপনার নিজের নামে নিবন্ধিত বিকাশ নম্বর bms.info.bd@gmail.com-ইমেইল এড্রেস এ জানাতে হবে।

আজ DGNM (Directorate General of Nursing and Midwifery) কর্তৃক ৮২ জন মিডওয়াইফের বদলি আদেশ প্রকাশিত হয়েছে সম্পূর্ণ ঘুষ ও...
19/06/2025

আজ DGNM (Directorate General of Nursing and Midwifery) কর্তৃক ৮২ জন মিডওয়াইফের বদলি আদেশ প্রকাশিত হয়েছে সম্পূর্ণ ঘুষ ও তদবিরমুক্ত স্বচ্ছ প্রক্রিয়ায়।
এ অর্জন আমাদের সবার জন্য গর্বের, যা বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির দীর্ঘমেয়াদী, দৃঢ় ও সুচিন্তিত অ্যাডভোকেসির সরাসরি ফলাফল।
বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির একনিষ্ঠ প্রচেষ্টা, ধারাবাহিক উদ্যোগ এবং আন্তরিক অংশগ্রহণ এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়নে অপরিহার্য ভূমিকা পালন করেছে।
বদলিপ্রাপ্ত সকল মিডওয়াইফদের রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা।
নতুন কর্মস্থলে আপনারা যেন আরও সৎ ও দায়িত্বশীল সেবা দিয়ে মাতৃশিশু স্বাস্থ্য উন্নয়নে অনন্য অবদান রাখতে পারেন, এই কামনাই আমাদের।
এ সফলতার পেছনে রয়েছে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতা ও সদিচ্ছা, যার প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি ভবিষ্যতেও মিডওয়াইফদের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং পেশাগত মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে অটলভাবে কাজ করে যাবে ইনশাআল্লাহ।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অর্জন বাংলাদেশের মিডওয়াইফদের জন্য নতুন সাহস, অনুপ্রেরণা ও উত্তরণের পথ খুলে দিয়েছে

07/06/2025

🌙✨ ঈদ মোবারক | বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি ✨🌙

প্রিয় সকল মিডওয়াইফ,
ঈদুল আজহার এই পবিত্র দিনে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির পক্ষ থেকে আপনাদের ও আপনাদের পরিবারের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।

বিশেষ কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই সেই সকল মিডওয়াইফদের, যারা ঈদের আনন্দ ত্যাগ করে আজও হাসপাতাল ও ক্লিনিকে সেবা প্রদান করে যাচ্ছেন।
মায়ের নিরাপদ প্রসব ও নবজাতকের সুস্থতা নিশ্চিত করতে আপনাদের এই অবিরাম প্রচেষ্টা আমাদের গর্বিত করে।

আপনাদের এই নিষ্ঠা ও মানবিকতার কাছে ঈদের সবচেয়ে বড় উৎসবও ছোট হয়ে যায়।

সবার জীবন হোক শান্তি, সুখ ও ভালোবাসায় পূর্ণ।
একটি মানবিক, নিরাপদ মাতৃত্বের বাংলাদেশ গড়তে আমাদের এই পথচলা একসঙ্গে চলুক আরও দৃঢ়ভাবে।

ঈদ মোবারক!
বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি

03/06/2025
03/06/2025
03/06/2025
03/06/2025
🌸 Safe Motherhood Day 🌸Today, we honour the hands that hold life with care, courage, and compassion. To all the midwives...
28/05/2025

🌸 Safe Motherhood Day 🌸
Today, we honour the hands that hold life with care, courage, and compassion. To all the midwives who stand by mothers during their most vulnerable moments — your dedication saves lives and builds healthier futures. You are the true heroes of safe motherhood, and your contribution is beyond measure.
Thank you for being the heart of maternal and newborn care.






🌸নিরাপদ মাতৃত্ব দিবস 🌸
আজ, আমরা সেই হাতগুলিকে সম্মান জানাই যারা জীবনকে যত্ন, সাহস এবং সহানুভূতির সাথে ধরে রাখে।
সব মিডওয়াইফদের প্রতি শ্রদ্ধা যারা সবচেয়ে ঝুঁকিপূর্ণ মুহূর্তে মায়েদের পাশে দাঁড়িয়েছেন - আপনার নিষ্ঠা জীবন বাঁচায় এবং স্বাস্থ্যকর ভবিষ্যত গড়ে তোলে। 💜
আপনারাই আসল নিরাপদ মাতৃত্বের নায়ক, এবং আপনাদের অবদান অতুলনীয়

27/05/2025

Update on 401 Midwife Recruitment

Dear Midwives,
First of all I would like to thank DGNM & UNFPA for your tremendous support throughout the whole process of midwife recruitment.

Today, we finally had the opportunity to discuss with the BPSC Chairman regarding the 401 midwife recruitment process. We’ve received a clear assurance that the written exam is scheduled to be held in the first week of August.

If this commitment is not upheld, we are prepared to take the next course of action.

So to all midwives—stay focused and give your best. Use this time wisely and prepare thoroughly for the written exam. Your hard work will pay off!

৪০১ জন মিডওয়াইফ নিয়োগের আপডেট

প্রিয় মিডওয়াইফগণ,

সবার আগে আমি DGNM এবং UNFPA-কে মিডওয়াইফ নিয়োগ প্রক্রিয়া জুড়ে তাদের অসাধারণ সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।

আজ আমরা অবশেষে BPSC চেয়ারম্যানের সাথে ৪০১ জন মিডওয়াইফ নিয়োগ নিয়ে আলোচনা করার সুযোগ পেয়েছি। আমাদের স্পষ্টভাবে আশ্বস্ত করা হয়েছে যে লিখিত পরীক্ষা আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে।

যদি এই প্রতিশ্রুতি বাস্তবায়িত না হয়, তাহলে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য প্রস্তুত রয়েছি।

তাই সকল মিডওয়াইফদের উদ্দেশ্যে বলব—একাগ্র থাকুন এবং সর্বোচ্চ চেষ্টা করুন। এই সময়টাকে কাজে লাগান এবং লিখিত পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিন।

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Midwifery Society - BMS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Bangladesh Midwifery Society - BMS:

Share