Tareq Skin and Hair Treatment Center

Tareq Skin and Hair Treatment Center চর্ম,যৌনরোগ,চুল,এলার্জী,স্কিন সার্জারী ,লেজার সার্জারী ও হেয়ার ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ

19/05/2025

PRP therapy চুল পড়া রোগের কার্যকরী চিকিৎসা।
PRP therapy - উপকারিতা এবং দেওয়ার পদ্ধতি ভিডিওতে দেখুন।

যোগাযোগ করুন:

১. হেলথ ল্যাবস লিমিটেড
মোবাইল নং- ০১৮২৩২৫৯৪১৪
১০৪১/২এ, পূর্ব শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬। (মেট্রো রেলের ২৯৯ নং পিলারের পূর্ব দিকে)
Appointment:📋শনি - বৃহস্পতিবার

২. পিয়ারলেস ডক্টর'স পয়েন্ট ,স্টেডিয়াম রোড,চাদপুর।
Appointment:📋শুক্রবার

পরামর্শ :
ডা: মোহাম্মদ তারিকুজ্জামান মিয়া
সহকারী অধ্যাপক শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা।
এম.বি.বি.এস (সিইউ), বিসিএস (স্বাস্থ্য)
ডি ডি ভি (চর্ম ও যৌন রোগ)
ফেলোশীপ অন স্কিন সার্জারী এন্ড লেজার (থাইল্যান্ড),
চর্ম, যৌনরোগ চুল, এলার্জী, স্কিন সার্জারী,
লেজার সার্জারী ও হেয়ার ট্রান্সপান্ট বিশেষজ্ঞ

PRP therapy চুল পড়া রোগের বিজ্ঞান ভিত্তিক,সবচেয়ে জনপ্রিয় ,বহুল ব্যবহৃত ,পার্শপ্রতিক্রিয়া বিহীন চিকিৎসা। উপকারিতা:  ১।চুল...
30/12/2024

PRP therapy চুল পড়া রোগের বিজ্ঞান ভিত্তিক,সবচেয়ে জনপ্রিয় ,বহুল ব্যবহৃত ,পার্শপ্রতিক্রিয়া বিহীন চিকিৎসা।

উপকারিতা: ১।চুল পড়া অনেক কমে যাবে।
২।চিকন,পাতলা চুল গুলো মোটা ,কালো হবে।চুলের গোড়া শক্ত হবে।
৩। যেসব চুল পড়ে গেছে,সেগুলো গজাবে।

চিকিৎসা শেষে চুল পুর্বের মত অনেক ঘন হবে।
ছেলে,মেয়ে যে কেউ,ডাক্তারের পরামর্শ অনুযায়ী PRP therapy নিতে পারবে।

25/09/2024
গরমের তীব্র দাবদাহে নাজেহাল সকলে। এই সময় ঘামে ভিজে ত্বক ও চুলের অনেক ক্ষতি হয়। এজন্যে ত্বকের বিশেষ যত্ন প্রয়োজন। গ্রীষ্ম...
24/04/2024

গরমের তীব্র দাবদাহে নাজেহাল সকলে। এই সময় ঘামে ভিজে ত্বক ও চুলের অনেক ক্ষতি হয়। এজন্যে ত্বকের বিশেষ যত্ন প্রয়োজন। গ্রীষ্মের প্রখর রোদ এবং বাতাসে উপস্থিত দূষিত উপাদান ত্বকের ক্ষতি করে। এতে ত্বক শুষ্ক ও প্রাণহীন হয়ে যায়। এর পাশাপাশি ত্বকের নানা সমস্যাও দেখা দেয়। তাই রইল কিছু টিপস, যা এই ঋতুতে আপনার ত্বক সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করবে এবং গ্রীষ্মের মরসুমেও চকচকে, সতেজ থাকবে

গরমে কীভাবে ত্বকের যত্ন নেবেন?

* ভিটামিন-সি সমৃদ্ধ খাবার খান।

ভিটামিন-সি ত্বকের জন্য খুবই উপকারী। কমলালেবু, লেবু, আমলা, আঙুর, টমেটো ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন-সি রয়েছে। গ্রীষ্মকালে এগুলি খেলে স্বাস্থ্যের পাশাপাশি ত্বকও সুস্থ থাকে।

* ত্বক হাইড্রেটেড রাখুন

গ্রীষ্মের মরসুমে আর্দ্রতার পাশাপাশি ত্বকেরও হাইড্রেশন প্রয়োজন। এই সময়ে সপ্তাহে অন্তত ২ বার হাইড্রেটিং ফেস ওয়াশ ব্যবহার করতে ভুলবেন না।
* সানস্ক্রিন লাগান

গ্রীষ্মে ত্বকের সবচেয়ে বেশি প্রয়োজন সানস্ক্রিন । গ্রীষ্মের প্রখর রোদ থেকে ত্বককে রক্ষা করতে বাইরে যাওয়ার আগে হাতে, ঘাড়ে, পায়ে এবং বিশেষ করে মুখে সানস্ক্রিন লাগান।

*কম মেকআপ ব্যবহার করুন

গ্রীষ্মে ন্যূনতম মেকআপ ব্যবহার করা প্রয়োজন। বাতাসে আর্দ্রতা এবং তাপ ত্বকের শ্বাস নেওয়ার ক্ষমতাকে ধীর করে দেয়। সেজন্য মুখে ন্যূনতম মেকআপ লাগান, যাতে ত্বক শ্বাস নিতে পারে। এছাড়াও, মুখে ভারী ফাউন্ডেশন এবং ক্রিম লাগানো এড়িয়ে চলুন। শুধুমাত্র জৈব এবং হালকা প্রসাধনী পণ্য ব্যবহার করুন।

* বেশি করে পানি পান করুন

ত্বক সুস্থ রাখতে পানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রচুর পানি পান করলে, ত্বক কোমল হওয়ার পাশাপাশি উজ্জ্বল হয়। সারাদিনে অন্তত ২ থেকে ৩ লিটার পানি পান করুন।

* চোখে-মুখে পানির ঝাপটা

গরমে বারবার চোখে-মুখে পানির ঝাপটা দিন। এতে ঘাম জমতে পারবে না এবং ত্বক সতেজ থাকবে।

-গরমে বেশী সময় রোদে থাকবেন না।বাহিরে গেলে রোদে হাটাহাটি করার সময় ছাতা ব্যবহার করুন। ছায়া সুশীতল জায়গায় অবস্থান করুন।ভালো মানের ঘামাচি পাউডার ব্যবহার করুন।সুতির সাদা,আকাশী হাল্কা কালারের ড্রেস পরিধান করুন।কালো কালারের ড্রেস পরিধান থেকে বিরত থাকুন।

#বিস্তারিত_জানতে_যোগাযোগ_করুন_০১৮২৩২৫৯৪১৪_নাম্বারে .
ডা: মোহাম্মদ তারিকুজ্জামান মিয়া
চর্ম ,যৌনরোগ,চুল ও লেজার বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক ,শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ,ঢাকা।

-ঠিকানা: #হেলথ_ল্যাবস_লিমিটেড।
-পূর্ব শেওড়াপাড়া, বেগম রোকেয়া শোরনী, মিরপুর, ঢাকা, বাংলাদেশ ।

06/02/2024

-𝐥𝐚𝐬𝐞𝐫 𝐡𝐚𝐢𝐫 𝐫𝐞𝐦𝐨𝐯𝐚𝐥.

#অত্যাধুনিক_লেজার_মেশিন_(জার্মানীর লেজার বার) #দিয়ে_শরীর_ও_মুখের_অবাঞ্চিত_চুল_নির্মূল_করুন।

-ঠিকানা: #হেলথ_ল্যাবস_লিমিটেড।
-পূর্ব শেওড়াপাড়া, বেগম রোকেয়া শোরনী, মিরপুর, ঢাকা, বাংলাদেশ ।

#বিস্তারিত_জানতে_যোগাযোগ_করুন_০১৮২৩২৫৯৪১৪_নাম্বারে .

শ্বেতী রোগ কোনো ছোঁয়াচে রোগ না,কোনো পাপের ফল ও না।এটা স্কিনের একটা রোগ। Melanocyte নামক স্কিনের ১ টা কোষ  যাহা Melanin ন...
17/08/2023

শ্বেতী রোগ কোনো ছোঁয়াচে রোগ না,কোনো পাপের ফল ও না।এটা স্কিনের একটা রোগ। Melanocyte নামক স্কিনের ১ টা কোষ যাহা Melanin নামক রঞ্জক পদার্থ তৈরি করে স্কিনে সরবরাহ করে এর স্বাভাবিক রং সৃষ্টি করে। কিন্তু শরীরের Immune system ভুলবশত শরীরের কোনো স্থানে Melanocyte কে শত্রু মনে করে এটাকে মেরে ফেলে,তাই ওই স্থানে কোন Melanin থাকে না। আর এ জন্যই ওই নির্দিষ্ট স্থান টি সাদা হয়ে যায়।আর এটিকেই শ্বেতী বা ধবল রোগ বলে। শ্বেতীরোগ চিকিৎসায় ভালো হয়।এই রোগীর চিকিৎসা চলমান। আলহামদুলিল্লাহ ,ভালোই উন্নতি হচ্ছে।

পি আর পি থেরাপীর পুর্বে  এবং ৩(তিন) সেশন পি আর পি থেরাপীর  পরে।চিকিৎসা  চলমান। চেম্বার:  ১। হেলথ ল্যবস, ১০৪১/২এ,পুর্ব শে...
25/07/2023

পি আর পি থেরাপীর পুর্বে এবং ৩(তিন) সেশন পি আর পি থেরাপীর পরে।
চিকিৎসা চলমান।

চেম্বার:
১। হেলথ ল্যবস, ১০৪১/২এ,পুর্ব শেওড়াপাড়া,মিরপুর,ঢাকা(মেট্রো রেলের ২৯৯ নং পিলারের পুর্বে)।
সাক্ষাতের সময়- শনি থেকে ব্রিহস্পতিবার , সন্ধ্যা ৭ pm থেকে রাত ৯:৩০ pm পর্যন্ত (শুক্র বার বন্ধ)

২। পিয়ারলেস ডক্টরস পয়েন্ট,স্টেশন রোড ,চাদপুর(স্টেডিয়ামের কাছে) - শুধু শুক্রবার খোলা।
সাক্ষাতের সময়: সকাল ৯ am থেকে বিকাল ৫ pm পর্যন্ত।
Whatsapp number: 01823259414

08/05/2023

চুল পড়া রোগের কারন ও অত্যাধুনিক চিকিৎসা( NTV interview)

11/02/2023

শ্বেতি রোগের কারণ ও চিকিৎসা | NTV Interview

আসছি NTV তে, ০৩/০২/২৩, শুক্রবার (আগামীকাল), সকাল ৮ঃ১৫ মিনিটে। বিষয়ঃ শ্বেতী রোগের কারন ও চিকিৎসা।
02/02/2023

আসছি NTV তে, ০৩/০২/২৩, শুক্রবার (আগামীকাল), সকাল ৮ঃ১৫ মিনিটে।
বিষয়ঃ শ্বেতী রোগের কারন ও চিকিৎসা।

Address

Dhaka

Telephone

+8801712172637

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tareq Skin and Hair Treatment Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Tareq Skin and Hair Treatment Center:

Share

Category