27/11/2023
সদকায়ে জারিয়া আরবি শব্দ। সদকা শব্দের অর্থ দান করা এবং জারিয়া অর্থ প্রবহমান, সদাস্থায়ী প্রভৃতি। সদকায়ে জারিয়া হলো- এমন দান যার কার্যকারিতা কখনো শেষ হবে না এবং তা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। অর্থাৎ এই পৃথিবী যত দিন থাকবে তত দিন পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সদকাকারী ব্যক্তি এর সওয়াব পেতেই থাকবে।
আমরা যদি সবাই গাছ লাগাই সেটা কিন্তু সদকায়ে জারিয়া, গাছ ফল দিবে, অক্সিজেন দিবে যা আমাদের দেশের তাপমাত্রা কমাতে সবচেয়ে কার্যকরী হবে। আসুন সবাই অন্তত ১ টা করে হলেও গাছ লাগাই।