বাংলাদেশ মেডিক্যাল বার্তা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বাংলাদেশ মেডিক্যাল বার্তা

বাংলাদেশ মেডিক্যাল বার্তা প্রথম অনলাইন মেডিক্যাল সোস্যাল মাধ্যম। যার শুরু ২০১০ সালের ৭ এপ্রিল।

02/02/2025

পুলিশের ব্যারিকেট ভেঙ্গে ড.ইউনুসের বাসভবনে আহতরা এগিয়ে যাচ্ছে

02/02/2025
02/02/2025

গেঞ্জি পড়ে ডিএমএফ নামধারী বিশেষজ্ঞ ভুয়া চিকিৎসক এর অপারেশন করার ভিডিও। যে অপারেশনে কোন সার্জন নেই, এনাস্থেসিয়ালজিস্ট নেই। এমন ডিএমএফ প্রতি উপজেলায় উপজেলায় অপচিকিৎসা দিয়ে যাচ্ছে। অপারেশন করছে। স্বাস্থ্য ব্যবস্থায় অংশিন সংকেত

প্রায় অসম্ভব রকমের একটা কাজ সম্পন্ন হয়েছে বলা চলে। দীর্ঘদিন ধরে এক স্যাকমো ওটি করে বেড়ায়,খোঁজ পাওয়া যায় কিন্তু প্রমাণ পা...
02/02/2025

প্রায় অসম্ভব রকমের একটা কাজ সম্পন্ন হয়েছে বলা চলে। দীর্ঘদিন ধরে এক স্যাকমো ওটি করে বেড়ায়,খোঁজ পাওয়া যায় কিন্তু প্রমাণ পাওয়া যায়না। ছোটখাটো সাক্ষী মিললেও নানা রকম চাপে নতি স্বীকার করে হয়তো মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
এসব ভুয়া ডাক্তার এবং ডাক্তারের অধিকারের ব্যাপারে বরাবরই সোচ্চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কেশবপুর এর সম্মানিত এনেস্থিসিয়া কনসালট্যান্ট মো:জহিরুল হক ওয়াসিম মহোদয়।

UHFPO কে অবহিত করে,গোপন তথ্যের ভিত্তিতে উনার নেতৃত্বে একটা টিম গিয়ে হাতে নাতে ধরি। সাথে সাথে ছবি, ভিডিও ও সব ধরনের প্রমাণ রাখি। ওটির ভেতরে গিয়ে আমার নিজেরই চক্ষু চড়কগাছ। হার্নিওপ্লাস্টি অপারেশন করছে, কোন সার্জন নাই এনেস্থেটিস্ট নাই এবং আমরা যাবার পরেও বীরদর্পে তারমতো কাজ করেই যাচ্ছে। গায়ে ওটি গাউন তো দুরের কথা একটা ওটি ড্রেস,ক্যাপ কিছুরই বালাই নাই।

আমাদের আসার খবর ইতোমধ্যে সব জায়গায় পৌঁছে গেছে। চারিদিক থেকে বিভিন্ন ফোন আসতেই আছে। নানা সময়ে দরজা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে গেছে। আমরা বাহুবল দিয়ে আটকানোর চেষ্টা করেছি।
UNO, AC Land সবাইকে জানানো হয়েছে। উনারা আসতে দেরি করছেন, আর ক্রমেই যেন চাপ বাড়ছে। আশেপাশের বিভিন্ন উটকো পাতি নেতা এসে বিভিন্ন তদবির করার চেষ্টা করছেন।

বেশ কয়েকবার যোগাযোগ করার পর ম্যাজিস্ট্রেট আসলেন। সকল ভিডিও ফুটেজ দেখানো হল। আমাদের কনসালট্যান্ট এই সংক্রান্ত আইন তাকে স্মরণ করে দিলেন। আমরা আমাদের মতো করে বললাম।
দীর্ঘক্ষণ বিচার বিশ্লেষণ করে এসিল্যান্ড দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

উল্লেখ্য এর পূর্বে কেশবপুর এর ইতিহাসে কখনো কোন ভুয়া ডাক্তারের এরকম শাস্তি হয়নি। আমাদের UHFPO মহোদয়, বিশেষত এনেস্থিসিয়া কনসালট্যান্ট স্থানীয় হবার সুবাদে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এর স্ত্রী একজন চিকিৎসক হবার সুবাদে সম্ভবত শেষ পর্যন্ত এই "ন্যুনতম " শাস্তি দেওয়া গেল।

আদেশে সিগ্নেচার করার পর একদল পাতি নেতা এসে সুপারিশ করা শুরু করল। শেষ পর্যন্ত কোন কাজ হয়নি। জানিনা ওই নেতা গুলো আরও কিছু আগে আসলে কি ঘটনা ঘটত।

আর এই পুরো সময়টা সাহস সঞ্চয় করে থাকাটাও ব্যক্তিগত চ্যালেঞ্জিং ছিলো আমার নিজের, ইমদাদ হোসেন শামীমের জন্যও।

এই শাস্তিতে কতটুকু কি হবে জানিনা। তবে ইতোপূর্বে এতটুকু শাস্তিও কখনো কাউকে নিশ্চিত করা যায়নি।

রাত ১২:১৫
২ ফেব্রুয়ারী, ২০২৫

Dr. Gmsk Dalim
৪২ তম বিসিএস
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কেশবপুর, যশোর

ফিরোজ কবির একজন মেডিকেল এসিস্ট্যান্ট/ডিএমএফ। অত্র এলাকায় নিজেকে চিকিৎসক পরিচয় দেন
02/02/2025

ফিরোজ কবির একজন মেডিকেল এসিস্ট্যান্ট/ডিএমএফ। অত্র এলাকায় নিজেকে চিকিৎসক পরিচয় দেন

02/02/2025

খালি গায়ে ডিএমএফ/মেডিকেল এসিস্ট্যান্ট করছেন অপারেশন। যশোরের কেশবপুর ভ্রামমান আদালত এই ডিএমএফ তথা
ভুয়া চিকিৎসককে ২ মাসের জেল দেন

02/02/2025

জয়পুরহাট ২৫০ শয্যা হাসপাতালে ৩ চিকিৎসককে মারধর।

02/02/2025

ইউএসএআইডির ওয়েবসাইট বন্ধ

জাতির উদ্দেশ্য খোলা চিঠি ম্যাটস জাতির
02/02/2025

জাতির উদ্দেশ্য খোলা চিঠি ম্যাটস জাতির

02/02/2025

মেডিকেল চিকিৎসক কেন বানানো হয়

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ মেডিক্যাল বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share