Cupping Centre Bangladesh

Cupping Centre Bangladesh Inspiring Better Healing.

 "কি???? হিজামাতে 'সত্যিকার অর্থে' কোন রক্ত বের হয়না???" - জ্বি!! ঠিক শুনেছেন!! মাথা ঠান্ডা রেখেই বলছিরে ভাই !!আসুন পরিষ...
22/10/2019



"কি???? হিজামাতে 'সত্যিকার অর্থে' কোন রক্ত বের হয়না???"
- জ্বি!! ঠিক শুনেছেন!! মাথা ঠান্ডা রেখেই বলছিরে ভাই !!

আসুন পরিষ্কারভাবে একটা ব্যাপার বুঝি।

রক্ত মানে কি?

রক্ত = পানি (প্লাজমা)+ রক্ত কণিকা

আমরা যখন রক্ত দেই তখন রক্ত নেয়া হয় শিরা(Vein)র ভেতরে সরাসরি সিরিঞ্জ ঢুকিয়ে। এতে রক্তের পানির(প্লাজমা) মত অংশ এবং সেই সাথে সরাসরি কোটি কোটি রক্ত কনিকা বের হয়।

শরীর থেকে যত লোহিত রক্তকনিকা ( RBC) বের হয় রক্তে হিমোগ্লোবিন তত কমে। সেটা যে কারনেই হোক না কেন! এই যেমন ধরেন অপারেশন,এক্সিডেন্ট এরকম কিছু !! তখন যে অবস্থা দাঁড়ায় তার নাম এনিমিয়া (Anaemia)! আর সেটা আমাদের দূর্বল করে।

এখন বলেন! হিজামার রক্তটা আসে কোত্থেকে?
-ঠিক বলেছেন!

হিজামার রক্ত কিন্তু শিরা (Vein) থেকে আসেনা। আসে আরো সূক্ষ্ম রক্তনালী থেকে যার নাম Dermal Capillary! যা জালির মত আমাদের সারা শরীরের চামড়ার দ্বিতীয় লেয়ারে ছড়ানো আছে!

এসব রক্তনালীগুলোর মধ্যে আবার হাজার হাজার ফুটা থাকে।চা ছাঁকার ছাঁকনি দেখেছেন তো নিশ্চয়ই? তাইনা?অনেক টা সেরকম।

আচ্ছা! ছাঁকনি দিয়ে কি চা পাতা গুলো পড়ে যায়? কেন পড়ে না?

জ্বি ঠিক ধরেছেন! কারণ চা পাতাগুলোর সাইজ ছাঁকনির ফুটাগুলো থেকে বড়!!

আমাদের স্কিন এর ক্যাপিলারির ছিদ্রগুলো ১২ ন্যানোমিটার সাইজের। তাহলে খেয়াল করুন, ১২ ন্যানোমিটার এর চেয়ে ছোট যে কোন জিনিস এই ছিদ্র দিয়ে কি বের হবে? হবে না কিন্তু !!

লোহিত রক্ত কনিকা বা RBC, শ্বেত রক্ত কনিকা বা WBC, অনুচক্রিকা বা Platelets এর সাইজ জানেন? এখানেই তো মজার বিষয়। এগুলোর সাইজ ন্যানোমিটার রেঞ্জেই নেই। বরং, এর চেয়ে অনেক বড়!!! মাইক্রোমিটার ডায়ামিটার এ। এজন্য এগুলো এই Dermal Capillaryর ছিদ্র দিয়ে সাধারণ হিসেব মতে বের হতে পারে না!!

কিন্তু, তাহলে হিজামার রক্ত দেখতে তো আসল রক্তের মতই লাগে। সেটা কি করে ব্যখ্যা করবেন?

মজার বিষয় শেষ হয়নি এখনো!! বাকি আছে আরেকটু!

খেয়াল করেছেন তো আমরা হাতে একটা প্লাঞ্জার দিয়ে কাপের ভেতরে পাম্প করি।

আমাদের শরীরের ছাঁকন যন্ত্রের নাম কি? কিডনি!!
কিডনী রক্ত কিভাবে ছাঁকে? ছাঁকে এভাবে যে,কিডনীতে নিজস্ব একটা ফিল্ট্রেশন প্রেসার প্রাকৃতিকভাবে তৈরি। যা ঠেলে সব রক্ত Glomerulous নামক এর জালির মত রক্তনালী ( স্কিন এর জালিটার কাছাকাছি দেখতে) তে নিয়ে ফেলে!

হিজামাতে একই ফিল্ট্রেশন প্রেশার তৈরির কাজটাই কৃত্রিম ভাবে হাতে করা হচ্ছে!! রিসার্চ করে জানা গেছে এই পাম্প কিডনীর ফিল্ট্রেশন এর চেয়ে ১৬ থেকে ৪৩ গুণ বেশি শক্তিশালী ফিল্ট্রেশন প্রেশার তৈরি করতে সক্ষম!!

তাতে লাভ টা কি হয় ???

হাতেগোনা অল্প কিছু লোহিত রক্ত কণিকা এই প্রচন্ড টানের জন্যে ক্যাপিলারির ছিদ্র দিয়ে বের হতে চায়! আর তখনই ভেঙে যায়! এই লোহিত রক্ত কনিকাগুলো ভেঙে যাবার সাথে সাথে ভেতরের হিমোগ্লোবিন কাপ ব্লাড এর প্লাজমার সাথে মিশে।

আর জানেন ই তো! রক্ত লাল হয় কেন? হিমোগ্লোবিনের জন্য।

এজন্যেই আপনি কাপে জমা অধিকাংশ 'শুধু প্লাজমা' কে খাঁটি রক্তকণিকাসহ রক্ত ভেবে ভুল করেন অথবা মিথ্যা প্রচারণার স্বীকার হন।

রোগের জন্যে দায়ী Causative Pathologic Substance গুলো প্লাজমাতে থাকে , রক্ত কনিকার ভেতরে না!

হিজামা শেষে যেই সামান্য প্লাজমা বের হয় তাতে দূর্বলতার এজন্যেই কোন সুযোগ নেই!

মজার একটা উদাহরণ দিয়ে শেষ করি!
আচ্ছা হজ্জ একটা পরিশ্রমের কাজ?রোযা রাখাও? ঠিক??

আপনি নিশ্চয় শুনেছেন রাসূল সা: হাজ্জ্বের ইহরাম বাঁধা অবস্থায় হিজামা করেছেন! রোযা রেখে হিজামা করেছেন তাইনা??
দূর্বল হবার ভয় থাকলে কি রাসূল সা: তাঁর উম্মতের সামনে এই উদাহরণ দুটো রাখতেন?
হিজামা কি আর সুন্নাহ হোত???

10/08/2019
আমাদের সেন্টারে তাইয়্যিবা মেজানিজম এর সব নিয়ম ফলো করে কাপিং করা হয়।যেকোন রোগের জন্যেই নিরাময় এর মাধ্যম হিসেবে হিজামাকে ব...
20/07/2019

আমাদের সেন্টারে তাইয়্যিবা মেজানিজম এর সব নিয়ম ফলো করে কাপিং করা হয়।

যেকোন রোগের জন্যেই নিরাময় এর মাধ্যম হিসেবে হিজামাকে বেছে নেয়া যায়। যেহেতু হিজামার কন্সেপ্টটা অনেকের জন্যেই নতুন তাই সবার একটা কমন আগ্রহ থাকে কোন রোগে হিজামা কেমন কাজ করছে সেটা নিয়ে জানার। তারই আলোকে আজকের এই পোষ্ট।

১) হিজামা সবচেয়ে ভাল যেকোন ধরনের ব্যথা উপশমে। মাইগ্রেইন, কোমড় ব্যথা, মিন্সট্রুয়াল পেইন, রিউমাটয়েড /এনকাইলজিং আথ্রাইটিস, চিকুনগুনিয়া,ফ্রোজেন শোল্ডার, কার্পাল টানেল সিন্ড্রোম - বিভিন্ন ধরনের ব্যথায় রোগীরা হিজামা করাচ্ছেন।

ব্যথার প্রব্লেম হলে ১-২ সেশনেই দেখবেন অনেক টা আরাম হবে ইন শা আল্লাহ৷ সেক্ষেত্রে এটাকে আবার অনেকে ম্যাজিক ভেবে বসেন! এরকম ভাববেন না। আবার কারো কারো রেস্পন্স স্লো ও হতে পারে। ডাক্তার এর কথা অনু্যায়ী ট্রিটমেন্ট কন্টিনিউ করুন। রোগ কমে আসলে কয়েক মাস গ্যাপ দিয়ে দিয়ে দেখুন কতদিন ভাল থাকেন। রোগ বাড়ছে বুঝলে লাগলে আবার করুন।

২) ক্যান্সার, সার্জারি এর কেইসগুলোতেও অনেকে হিজামা করাচ্ছেন। এসব ক্ষেত্রে দেখা যায়, ব্যথায় বেশ হেল্প হয়। কেমোথেরাপির রেসপন্স ভাল পেয়েছেন বলেও কেউ কেউ মন্তব্য করেছেন। তবে মূল রোগ শুধু হিজামা করে সেরে যাবে এমন দাবি আমাদের অভিজ্ঞতার আলোকে করতে পারছি না। এবং সেজন্যে এসব রোগে conventional treatment কেই আগিয়ে রাখছি। আল্লাহ ভাল জানেন।

৩) নার্ভ এর যেকোন প্রব্লেমে হিজামাতে কারো কারো রেস্পন্স ম্যাজিক্যাল, কারো কারো রেস্পন্স বেশ স্লো। কিন্তু overall বললে, খুব ভাল। সায়াটিকা, নিউরোপ্যাথি, স্ট্রোক রিলেটেড ডিজেবিলিটি তে হিজামা যারা নিয়মিত নিচ্ছেন সবাই সন্তুষ্টি প্রকাশ করেন। এই একটি ক্ষেত্রেই আমরা স্পেশালি পেশেন্স রাখতে বলি।

৪) ছেলেদের সেক্সুয়াল ডিসফাংশনে প্রতি মাসে হিজামা করতে হয়।২-৩ টা সেশন পর থেকেই চেঞ্জ টা বুঝবেন। এরপর প্রতিমাসে মেইন্টেন করবেন। নতুবা দেখা যায় ছেড়ে দিলে ইফেক্টিভনেস থাকেনা। যারা করছেন ভাল রিভিউ দিচ্ছেন সেই আলোকে বলা।

৫)পুরুষ বা মহিলাদের ইনফারটিলিটি প্রব্লেমের জন্যেও হিজামা করে ভাল ফল এসছে। ১৭ বছর পর প্রেগ্নেন্ট হয়েছেন এমন রোগীও আমরা পেয়েছি৷ এই কেইস গুলো আমরা ইচ্ছে করেই ফলাও ভাবে প্রকাশ করি না।

৬) হিজামাতে হরমোনাল ডিসরেগুলেশন ঠিক হয়। পলিসিস্টিক ওভারিতে ভাল কাজ করছে৷

৭)সোরিয়াসে করাতে পারেন। তবে Koebner phenomenon আছে কীনা বুঝতে আগে ট্রায়াল কাপিং করাতে হবে। প্রতি মাসে করলে দেখবেন অনেক ভাল আছেন।

৮) ব্রণের জন্যে অনবদ্য। প্রতি মাসে ১ টা করে মোট ৬ মাস। ওষুধ ছাড়া শুধু হিজামা নিয়েই উপকার হবে। স্কার থাকলে সেগুলো সারবে। মুখে কাপিং এ কোন দাগ থাকে না। উলটো কোলাজেন টিস্যু স্কার সারায়। প্রথম ৫ দিন পরেই দেখবেন স্ক্র‍্যাচ এর দাগ নেই। উলটো ওষুধ লাগানো বা খাওয়া থেকে বাঁচবেন। ফেস কাপিং ভীষণ স্কিলফুল একটা কাজ তাই সেশন ফি ২৫০০ ই থাকছে যদিও কাপিং সাইট কম।

৯) গ্যাস্ট্রিক এর প্রব্লেমে পর পর ৩ মাস করুন। অনেক চেঞ্জ বুঝতে পারবেন। গ্যাসের ওষুধ এর উপর ডিপেন্ডেনসি নিঃসন্দেহে কমবে।

১০) প্রেশার খুব ফ্ল্যাকচুয়েটিং হলে ওষুধের পাশাপাশি নিয়মিত ১-২ মাস পর পর হিজামা করলেই দেখবেন অনেক ভাল নিয়ন্ত্রণে থাকবে।

১১)ডায়েবেটিস এ ওষুধ বা এক্সারসাইজ এর পাশাপাশি হিজামা দীর্ঘমেয়াদী কম্পলিকেশন গুলো কমায় বলে রিসার্চ এ উঠে এসছে।

১২) ফ্যাটি লিভার ডিজিজ এবং ক্রণিক রেনাল ফেইলিউর এর কেইস অনেক পাওয়া যায়। SGPT এরং Serum Creatinine কমাটা হিজামার excretory benefit এর জন্যেই সম্ভব হচ্ছে বলে আমরা মনে করছি।

হিজামা এতো রোগে কিভাবে কাজ করে তার কারন হিসেবে নাইট্রিক অক্সাইড কে মনে করা হয়। পেইজে পোষ্ট পাবেন। এছাড়া পেইন মেডিয়েটর বের করা, স্কিন এর মাধ্যমে Causative pathilogic element excretion করা, nitric Oxide mediated improvement of local blood circulation - মূলত এই কয়টিই ব্যাখ্যা। আরো জানতে চাইলে হিজামার সময় ডাক্তারকে জিগ্যেস করতে পারেন।

হিজামা নিয়ে আমরা জানিনা বলেই এর সায়েন্স নিয়ে আমরা প্রশ্ন তুলি। আপনি এ সংক্রান্ত রিসার্চ পেপার চাইলে peer reviewed article এর জন্যে ডাক্তারদের নির্ভর‍যোগ্য এবং বহুল ব্যবহুত সার্চ ইঞ্জিন Google Scholar এ 'wet cupping '(হিজামার ইংলিশ নাম) লিখে সার্চ করুন।

আর হিজামা নিয়ে হাদিস জানতে google তো আছেই।

আল্লাহ আপনাকে ভাল রাখুন।

03/07/2019

Our new chamber address:
Level #14, Union height (Square Hospital Extension Building, ),Panthapath, Dhaka 1215

Thanking all of you for your love & support in all these years.

From 7th July onward, slots are open for booking.

Stay blessed.

Steps of Hijamah:1)1st cycle of Suction2) Scarification3) 2nd cycle of Suction
26/03/2019

Steps of Hijamah:
1)1st cycle of Suction
2) Scarification
3) 2nd cycle of Suction

বিশ্বের নানা দেশে হিজামা বেশ জনপ্রিয়, সেই সাথে পেয়েছে গ্রহণযোগ্যতাও । ইংল্যান্ড সেসব দেশেরই একটি। এতো কঠোর আইনের ফাঁক গল...
11/03/2019

বিশ্বের নানা দেশে হিজামা বেশ জনপ্রিয়, সেই সাথে পেয়েছে গ্রহণযোগ্যতাও । ইংল্যান্ড সেসব দেশেরই একটি। এতো কঠোর আইনের ফাঁক গলে ইংল্যান্ডের মত জায়গাতেও হিজামার রেগুলেশন নিয়ে বেশ ঝামেলা চলছে। সংযুক্ত লিংকটা সেই প্রসংগ নিয়েই৷ বাংলাদেশেও হিজামার সেই একই অবস্থা! উল্টো বলা যায়, আমাদের দেশে পরিস্থিতি আরো এক ধাপ ভয়াবহ।

প্রশ্ন আসছে, হিজামা আসলে কে করাবে?কার এক্সপার্টাইজ এটা? ডাক্তার, নার্স নাকি থেরাপিস্ট? আর সেই 'থেরাপিস্ট' মানেই বা আসলে কি?

দুঃখজনক হল, থেরাপিস্ট হিসেবে আমাদের দেশে বিভিন্ন জায়গাতে যারা কাজ করছেন তাদের ৯৯% ই দেখা যায়, মেডিকেল সংক্রান্ত কেউ নন।যেটা বাংলাদেশের মেডিকেল রেগুলেশন অনুযায়ী একটা বড় ধরনের প্রতারণারই নামান্তর।অথচ সেই নৈতিকতা নিয়ে আমরা ভাবছি না! ইউটিউব দেখেই যে হিজামা শিখে ফেলার জিনিস না, হিজামা নিয়েও প্রচুর পড়াশোনার ব্যাপার আছে, ট্রেইনিং এর গুরুত্ব আছে সেটা হয়ে উঠেছে একটা হেলাফেলার বিষয়!

মানসম্মত সেবা দেয়ার লক্ষ্যেই আমদের সেন্টার এই ব্যাপারে কোন আপস করে না। কেবলমাত্র পুরুষ এবং মহিলা ডাক্তারই আমাদের সেন্টারে হিজামা করান। আমাদের কোন থেরাপিস্ট নেই। আগেও ছিল না।

ভিন্ন মত থাকতেই পারে কিন্তু আমরা বিশ্বাস রোগীর রোগের দায়িত্ব ডাক্তারের কাছেই থাকা উচিত।

হিজামা করানোর আগে কোথায় হিজামা করছেন, ডাক্তার না থেরাপিস্ট দিয়ে হিজামা করছেন এই ব্যাপারগুলোতে সজাগ থাকুন। হিজামা নিয়ে সঠিকভাবে জানুন যাতে হিজামা নিয়ে মনগড়া তথ্য বা অবৈজ্ঞানিক প্রক্রিয়ায় হিজামা আপনাকে বিভ্রান্ত না করে।

A complementary therapy called Hijama, or wet cupping, needs tighter regulation, say experienced practitioners.

https://m.facebook.com/story.php?story_fbid=489483898238818&id=175465656307312
10/03/2019

https://m.facebook.com/story.php?story_fbid=489483898238818&id=175465656307312

যেভাবে হিজামার জন্যে এপয়েন্টমেন্ট দেয়া হয় -

হিজামার জন্যে এপয়েন্টমেন্টটি দিয়ে থাকেন আমাদের চীফ কো-অর্ডিনেটর। রোগীর কাজ শুধু তাঁর হিজামার জন্যে সম্ভাব্য তারিখটি নিশ্চিত করা, বাকি কাজটুকু আমাদের।

এপয়েন্টমেন্ট নিশ্চিত হবার পর রোগীকে কিছু নির্দেশনা জানানো হয়। এর মাধ্যমে প্রাথমিক স্ক্রিনিং এর কাজটা হয়ে যায়। হিজামা করানোর জন্যে সাধারণত খুব বড় ধরনের কোন প্রস্তুতির প্রয়োজন হয়না। সুন্নাহ কাপিং বা যেকোন রোগ সব ক্ষেত্রেই প্রস্তুতি একই।

এর বাইরে রোগীর আলাদা উল্লেখযোগ্য কোন প্রব্লেম আছে রোগী জানালে হিজামার আগে যেকোন দিন আমাদের সিনিয়র কন্সালট্যান্ট ফিজিশিয়ান সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে ফোনে রোগীর সাথে কথা বলে নেন। বেশিরভাগ ক্ষেত্রে, কম্পলিকেটেড কেইস না হলে রোগীকে সরাসরি হিজামার জন্যে দেয়া এপয়েন্টমেন্ট এর তারিখেই চলে আসতে বলা হয়।

শুধুমাত্র কম্পলিকেটেড কেইসগুলোর ক্ষেত্রে প্রয়োজন হলে রোগীকে সরাসরি কন্সাল্ট্যান্সির জন্যে আগে চেম্বারে আসতে বলা হয়। সেক্ষেত্রে আলোচনার মাধ্যমে হিজামার এপয়েন্টমেন্ট দিনটির আগেই চেক-আপের জন্যে আরেকটি তারিখ রোগীকে জানানো হয়।

এপয়েন্টমেন্ট এর শুরুতেই প্রতিটি রোগীর জন্যে ডক্টর নির্দিষ্ট করে দেয়া থাকে। এপয়েন্টমেন্ট এর দিনে তিনিই প্রথমে রোগীর ব্যাপারে বিস্তারিত হিস্ট্রি নেন।

প্রতিটি রোগের জন্যেই কাপিং পয়েন্ট ভিন্ন ভিন্ন হয়। ডাক্তার হিস্ট্রি নিয়ে হিজামার সময় নিজে সিদ্ধান্ত নেন কোন পয়েন্টে হিজামা হবে। তিনিই কাপিং প্ল্যান সাজান এবং রোগীর যেকোন জিজ্ঞাসার উত্তর দেন।

নির্দিষ্ট দিনে হিজামা শেষে পরবর্তিতে যেকোন প্রয়োজনে রোগী ডাক্তারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন।

07/03/2019

হিজামার জন্যে এপয়েন্টমেন্ট নেবেন ভাবছেন? তার আগে চলুন জেনে নেই কিছু কথা।

ব্রণ অথবা ব্রণের দাগ নিয়ে দুশ্চিন্তা?হিজামা বা Wet Cupping ব্যথা কমাতে অনবদ্য- এই তথ্য আমাদের অনেকেরই জানা কারন ঘুরেফিরে...
06/02/2019

ব্রণ অথবা ব্রণের দাগ নিয়ে দুশ্চিন্তা?

হিজামা বা Wet Cupping ব্যথা কমাতে অনবদ্য- এই তথ্য আমাদের অনেকেরই জানা কারন ঘুরেফিরে এটা নিয়েই আমাদের মাঝে বেশি আলোচনা হয়। এর বাইরেও যে হিজামা আরো অনেক রোগেই খুব ভাল ফল দেয় সেটা কিন্তু অনেকেরই অজানা। আজকে এরকম আরেকটি রোগের ব্যাপারে আমাদের এক্সপেরিয়েন্স শেয়ার করব যেটা আমাদের রোগীদেরকে হয়তো আশান্বিত করবে।

সমস্যাটির নাম ব্রণ বা পিম্পল।
কারা উপকৃত হবেন ইন শা আল্লাহ?

১) যারা ব্রণ এর সমস্যায় ভুগছেন অথবা
২)যাদের ব্রণ হয়তো সেরে গেছে কিন্তু মুখে ছোট ছোট গর্ত হয়ে দাগ বসে গেছে অথবা
৩) ব্রণ এর কারনে স্কিন টেক্সচার ভীষণ খারাপ হয়ে গেছে

হিজামা একটি Absolutely natural therapy কোন ওষুধ বা কেমিকেল এর ব্যবহার যেখানে নেই। হিজামার মাধ্যমে লোকাল সাইট থেকে স্কিন surface এর ব্লাড টা বের করে আনা হয়। যার মাধ্যমে ব্রণের জন্যে দায়ী ব্যাক্টেরিয়াগুলো excreted হয় বলে ধারণা করা হচ্ছে। দ্বিতীয়ত finest scratch গুলো Collagen Induction করে। তাই স্কিন টেক্সচার ঠিক হয় এবং গর্তগুলো ভরাট হয়। অর্থাৎ হিজামাতে একই সাথে bacterial load কমে,follicilar plugging বাঁধান্বিত হয়, লোকাল ব্লাড সার্কুলেশন উন্নত হয় আর এসবের পাশাপাশি কোলাজেন সিন্থেসিস হয় যা স্কিন টেক্সচার এ ইমপ্রুভমেন্ট আনে,আস্তে আস্তে দাগ সারায়।

হিজামার জন্যে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছেন আমাদের অভিজ্ঞ পুরুষ এবং মহিলা চিকিৎসকবৃন্দ। পাশাপাশি আমাদের টিম এ রয়েছেন অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট। তাই সেরা সেবার নিশ্চয়তা এবং নির্ভরতায় বেছে নিন কাপিং সেন্টার বাংলাদেশকে।

প্যাকেজ ডিটেইলঃ
Anti Acne Wet Cupping
মোট সেশনঃ প্রতি মাসে একটি সেশন। ন্যূনতম ৩ মাস
সময়ঃ ১ ঘন্টা
সেবামূল্যঃ ২০০০/- (কন্সাল্ট্যান্সি+কাপিং)

এপয়েন্টমেন্ট এর জন্যে যোগাযোগ - ০১৭৯০৬৮৯৮৭৯

নাইট্রিক অক্সাইড আমাদের শরীরে যেসব অসাধারণ উপকারগুলো করে সেই লম্বা লিস্টে এখন আর না যাই!স্কিন এ সামান্য Incision এর মাধ্...
17/01/2019

নাইট্রিক অক্সাইড আমাদের শরীরে যেসব অসাধারণ উপকারগুলো করে সেই লম্বা লিস্টে এখন আর না যাই!

স্কিন এ সামান্য Incision এর মাধ্যমে সার্জিক্যাল wound করলে যে আমাদের শরীরে Nitric Oxide তৈরি হয় (Nitric Oxide Synthase নামক একটি এনজাইম এক্টিভেশন দ্বারা) - এই ব্যাপারটা আমরা যখন মিলিয়ে দেখি (নিশ্চয় আল্লাহ ভাল জানেন!) তখন নিচের হাদিসটা ছিল আমাদের জন্যে এক 'সোনার খনি'!

হাদিসটিতে আল্লাহর রাসূল (সা:) নিশ্চিত করেছেন যে, শিফা আছে যিনি কাপিং করেন তার করা 'Incision' এর মাঝে! সুবহান আল্লাহ!!

-----------------------------------------
তথ্য ও অ্যাপয়েন্টমেন্ট এর জন্য কল করুনঃ ০১৭৯০-৬৮৯৮৭৯

HERBS এর স্বত্তাধিকারী শাহীনা আফরিন মৌসুমী। প্রতি মাসে হিজামার জন্যে কমপক্ষে একটা এপয়েন্টমেন্ট লাগতোই তাঁর!কিন্তু কেন?তি...
14/01/2019

HERBS এর স্বত্তাধিকারী শাহীনা আফরিন মৌসুমী। প্রতি মাসে হিজামার জন্যে কমপক্ষে একটা এপয়েন্টমেন্ট লাগতোই তাঁর!কিন্তু কেন?

তিনি জানিয়েছেন এর পেছনের রহস্যঃ

"হিজামা বা কাপিং যে সুন্নাহ সেটা অনেক আগে থেকে জানতাম। সৌদিতে গিয়ে আমি প্রথম হিজামা করিয়েছিলাম কয়েক বছর আগে। তবে তখন কাপিং এর যে এত রকমফের আছে এ ব্যাপারে তেমন বেশি কিছু জানতাম না। কয়েক মাস আগে একবার আমার কাঁধ এবং হাতে ব্যথা খুব বেড়ে গেল।কোন ব্যথার ওষুধে কিছুতে কমছিল না। বিপদে পড়ে গেলাম।বাধ্য হয়ে হন্যে হয়ে কাপিং কোথায় হয় খুঁজছিলাম।

আমার একজন ক্লায়েন্ট এর কাছে Cupping Centre Bangladesh'র খবর পাই যেখানে নাকি সুন্নাহ কাপিং হয়। উনিও এখানে কাপিং করিয়েছেন। আমি বলতে গেলে সাথে সাথে হিজামার জন্যে ছুটে আসি!

আমি শুনেছি যে একেকজনের রেসপন্স একেক রকম হয় হিজামা করালে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি দেখলাম যে একদম হাতে হাতে ফল পেয়েছি। যে বিশাল ব্যথা নিয়ে আসছিলাম সেটা একদিনেই অনেকাংশ কমে গেল। এর সাথে কোন পেইন কিলার ও যোগ করা লাগল না! কয়েকদিনের মাঝে জয়েন্ট মুভমেন্ট এত স্মুথ হয়ে গেল! সত্যি আমি খুব অবাক হয়েছি ব্যাপারটাতে।

এরপর তো বহুবার করেছি হিজামা! কোনটা ফেলে কোনটা বলব ভাবছি!

যেমন আমি গ্যাস্ট্রিক এর প্রব্লেমে সাফার করতাম খুব। ওটাতে খুব আরাম পেয়েছি।

পিঠ আর হাতের কথা তো বললামই। পাশাপাশি কোমর আর হাঁটুতে করা হয়েছে। চেয়ার লাগে না আর নামাজের জন্যে। এটা যে কত বড় মেন্টাল রিলিফ বলে বোঝাতে পারব না।

মাথা ব্যথার যে ভোগান্তি সেটা যে কমবে এভাবে আমি আশা করিনি কোনদিন।

এর বাইরে বলব ডক্টর এর দেয়া একটা মেডিসিন আমার মুখের স্কিন এ খুব বাজে সাইড এফেক্ট করে। ফেইস কাপিং করা শুরু করি উপায় না দেখে। এখন আলহামদুলিল্লাহ সেটাতেও চেঞ্জ বুঝতে পারছি।

এগুলোর বাইরে একটা অন্য রকম এক্সপেরিয়েন্স বলব যেটা আমি খুব ফিল করেছি। সেটা হল আমি কাপিং এর আগে এত ক্লান্ত থাকতাম যেটা আমার কাজে ব্যাঘাত ঘটাত। কেমন যেন ফ্রেশ লাগত না যত যাই করি।

কিন্তু হিজামা করানোর পরে দেখছি আমার এনার্জি লেভেল আলহামদুলিল্লাহ অনেক অনেক বেড়েছে। আমি ভালভাবে চেইঞ্জটা বুঝতে পারি। আর এর মধ্যে তো অন্য কিছু চেইঞ্জ করিনাই এক্সারসাইজ বা খাওয়া দাওয়াতে তাই এটা যে হিজামার এফেক্ট এটা নিয়ে নিশ্চিত ছিলাম। পরেতো জানলামই যে কাপিং এর নাইট্রিক অক্সাইড বেনিফিট এর জন্যে সবাই নাকি এটা বুঝতে পারে! এটাকে একটা স্ট্রাইকিং বেনিফিট বলব আমার জন্য।

কাপিং নিয়ে আমার রিভিউ তো এক কথায় - খুব ভাল! ভীষন ভাল। আমি তো আফসোস করি যে আগে থেকে জানলে এত রোগ হওয়ার অনেক আগেই কাপিং করাতাম রেগুলার কয়েক মাস পর পর! রোগ-বালাই কম হত।

এখন তো কত আর্টিকেল দেখি ইন্টারনেটে! কেন আগে চোখে পড়েনাই তাই ভাবি মাঝে মাঝে।

প্রতি মাসে হিজামা কেন করি? উত্তর এটাই যে আমি অনেক ভাল ফিল করি আগের চেয়ে। অনেক ফ্রেশ থাকি। পেইন কিলার এর ধারে ঘেঁষতে হচ্ছেনা। আর আমি এটার প্রিভেন্টিভ বেনিফিট হাতছাড়া করতে চাইনা।

হিজামাহ কে চিনেছি যখন এটা ছেড়ে যাওয়া বোধহয় আর হবে না। ইন শা আল্লাহ।"

-----------------------------------------
তথ্য ও অ্যাপয়েন্টমেন্ট এর জন্য
কল করুনঃ ০১৭৯০-৬৮৯৮৭৯
-----------------------------------------

Address

Level #14, Union Height (Square Hospital Extension Building), Panthapath
Dhaka
1215

Opening Hours

Monday 15:00 - 20:00
Tuesday 15:00 - 20:00
Wednesday 15:00 - 20:00
Thursday 15:00 - 20:00
Saturday 15:00 - 20:00
Sunday 15:00 - 20:00

Telephone

01790689879

Alerts

Be the first to know and let us send you an email when Cupping Centre Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram