Mind Boost- It's a community service-based organization formed with the aiming to contribute to the society through creating massive awareness about psychosocial health and intellectual evolution Mind Boost বিশ্বাস করে- মানসিক অবস্থা মানুষের সকল কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ করে। সুতরাং মানসিক সুসাস্থ্য যেমন শারীরিক সুসাস্থ্যের মূলে থাকে, তেমনি সুস্থ্য সুন্দর মন একটি সুন্দর জীবন গড়ে তুলতে পারে।
LIVE অর্থ
বেঁচে থাকা। জীবন ধারণ করা। শব্দটির দারুণ একটি ব্যাখ্যা আছে। সেটা হলো: L- life, I-is, V-very, E-easy। সুতরাং LIVE অর্থ Life Is Very Easy । Mind Boost এই ফিলোসফির সঙ্গে সম্পূর্ণ সহমত। আমরাও বিশ্বাস করি- মানুষ তার নিজের তৈরি করা সমস্যার মধ্যেই ঘুরপাক খায়। সে জালে জড়িয়ে আরো বড় সমস্যা তৈরি করে। বস্তুত- সুন্দর চিন্তা, খানিক সতর্কতা এবং কিছু বুদ্ধিদীপত্ত সিদ্ধান্তই আপনার জীবনকে খুব সহজভাবে পরিচালিত করতে পারে। যে জীবনে পিছুটান, অনুশোচনা এবং দুঃখবোধকে আলাদা স্থান দিতে হবে না।
Mind Boost প্রাধান্য দিবে তরুণ সমাজকে। যারা ক্যারিয়ার, সম্পর্ক এবং জীবন নিয়ে হাপিয়ে ওঠেছে। হতাশায় ডুবে আছে। ড্রাগ বা পর্ণোগ্রাফিতে মত্ত হয়ে আছে। তাদেরকে সংশোধন এবং সমাধানের চেষ্টা করবে।
Mind Boost কথা বলবে বাবা-মার সঙ্গে। যারা সন্তানদের ব্যাপারে সিন্ধান্ত নিতে হিমশিম খাচ্ছে। অতীত প্যারেন্টিঙ ভুল না সঠিক ছিল- এ নিয়ে ভাবছে। Mind Boost ভবিষ্যৎ সিদ্ধান্তের ক্ষেত্রেও সাহায্য করবে।
Mind Boost ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্ক নিয়ে আলোচনা করবে। সম্পর্ক টিকিয়ে রাখতে পরামর্শ দিবে। ভেঙে যাওয়া সম্পর্ক পুণরায় গড়ে তুলতে হেল্প করবে।
কাজের ভিড়ে যাদের সামান্য ফুরসৎ মিলে না। তবু রাতে প্রচণ্ড দুশ্চিন্তায় বিছানায় ছটফট করে। জীবনের গণিত এখনো যাদের কাছে চরম বিভীষিকা। তাদেরকে নিয়ে Mind Boost কথা বলবে। তাদেরকে সহায়তা করবে।
Mind Boost সম্ভাবনাময়ী শিক্ষার্থীদেরকে ততোধিক গুরুত্ব দিবে। তাদের ক্যারিয়ার, জীবন ভাবনা এবং পরিকল্পনার ক্ষেত্রে সাহায্য করবে।
শিশুদের মানসিক অবস্থা, সমস্যা এবং সম্ভাবনা নিয়েও Mind Boost পরামর্শ দিবে। আলোচনা করবে।
প্যারেন্টিঙ, টিচিঙ এন্ড লার্নিঙ, পাবলিক স্পিকিঙ, কম্যুনিকেশন, কর্পোরেট কাউন্সেলিঙ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রভৃতি নানা বিষয়ে Mind Boost বিভিন্নভাবে কাজ করবে।
Mind Boost সমাজের সকলের চিন্তা ভাবনায় বৈচিত্র আনতে চায়। সুন্দর সহজ সরল এবং স্থিতিশীল সমাজ বিনির্মান করতে চায়। মানসিক বৈকল্য এবং সংকীর্ণতা দূর করে সম্ভাবনা ও সফলতার গল্প নির্মাণ করতে চায়।