15/05/2025
চক্ষুঃস্বাস্থ্য নিয়ে বেশ কিছু মিথ বা ভুল ধারনা প্রচলিত আছে সাধারণ মানুষের মধ্যে।
তেমনই একটি ধারনা প্রচলিত আছে, কম্পিউটারের দিকে দীর্ঘসময় তাকিয়ে থাকলে দৃষ্টিশক্তি কমে।
এটি ভুল ধারনা।
তবে কম্পিউটারের দিকে দীর্ঘসময় তাকিয়ে থাকলেও চোখ চোখ ক্লান্ত হয়ে পড়ে।
তাই দীর্ঘসময় ধরে কম্পিউটারে কাজ করলে চোখের আরামের জন্য দুই-তিন ঘণ্টা পর পর ১০-১৫ মিনিট বিরতি নেওয়া উচিৎ। এতে চোখ ক্লান্ত হবে না।
চলুন শুনি এ বিষয়ে সাধারণ মানুষের ভাবনা, সেই সাথে বিশেষজ্ঞের মতামত ।
নির্ভরযোগ্য চক্ষুসেবা নিয়ে ডাঃ শাহ্-নূর হাসান আছেন আপনার পাশে।
প্রতি শনি থেকে বুধবার, বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত
বাংলাদেশ আই হসপিটাল (ধানমণ্ডি ২৭)
এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন 10620 নম্বরে।
ডাঃ শাহ্-নূর হাসান
এফ সি পি এস, এফ আর সি এস (গ্লাসগো)
অ্যাসোসিয়েট প্রফেসর
ডিপার্টমেন্ট অফ অপথ্যালমোলজি,
বি এস এম এম ইউ, ঢাকা
রেটিনা স্পেশালিস্ট এবং ফ্যাকো সার্জন
বাংলাদেশ আই হসপিটাল,
ধানমন্ডি শাখা